Palki Foundation

Palki Foundation “মানবতার সেবায়, সমাজের উন্নয়নে — পালকি ফাউন্ডেশন।” 🌿

07/12/2025

ঝিনাইদহ ৬ উপজেলার ৬ জন সেচ্ছাসেবক নিয়োগ হবে।

29/11/2025

মানুষ মানুষের জন্য

📢 Palki Foundation – স্বেচ্ছাসেবক নিয়োগঝিনাইদহ জেলার প্রতিটি উপজেলায় “স্বেচ্ছাসেবক প্রতিনিধি” নেওয়া হচ্ছে।এটি সম্পূর্ণ স...
27/11/2025

📢 Palki Foundation – স্বেচ্ছাসেবক নিয়োগ

ঝিনাইদহ জেলার প্রতিটি উপজেলায় “স্বেচ্ছাসেবক প্রতিনিধি” নেওয়া হচ্ছে।

এটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী (Volunteer) পজিশন।
➡ এখানে কোনো বেতন নেই
➡ কারো কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না
➡ মানবিক সেবার উদ্দেশ্যে কাজ করা হবে

দায়িত্ব:
– এলাকার অসহায় মানুষের তথ্য সংগ্রহ
– পোশাক/সহায়তা বিতরণে সহযোগিতা
– ফাউন্ডেশনে রিপোর্ট দেওয়া

📌 আবেদন করতে ইনবক্স করুন:
নাম + থানা + মোবাইল নম্বর

Palki Foundation – মানবতার পাশে।

27/11/2025

মানুষ মানুষের জন্য আমাদের সব সময় এই কথাটা মনে রাখতে হবে।

ধন্যবাদ,,বাংলার বীর ফাউন্ডেশন এর প্রতি এভাবে সম্মানিত করার জন্য,, একটা অ্যাওয়ার্ড সমাজ সেবায় নিয়োজিতো কাজে দায়িত্ব ব...
25/11/2025

ধন্যবাদ,,
বাংলার বীর ফাউন্ডেশন এর প্রতি এভাবে সম্মানিত করার জন্য,,
একটা অ্যাওয়ার্ড সমাজ সেবায় নিয়োজিতো কাজে দায়িত্ব বাড়িয়ে দেয়। আমাদের সবার এই সমাজের জন্য অনেক কিছু করার আছে। তার ই ধারাবাহিকতায় খুব শীঘ্রই অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। পালকি ব্যান্ড সব সময় মানুষের সেবায় নিয়োজিত থাকবে সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ পালকি ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষ যেনো উপকৃত হয়। ধন্যবাদ

13/11/2025

এই ছোট্ট জীবনে আমরা যতদিন বেঁচে থাকি, ততদিন মানুষের পাশে দাঁড়ানোই আসল প্রয়োজন।
মানুষ একদিন পৃথিবী ছেড়ে চলে যায়,
কিন্তু তার কৃতকর্ম – তার ভালোবাসা, তার সাহায্য, তার মানবতা
চিরদিন বেঁচে থাকে মানুষের মনে।

ধন-সম্পদ, পদ-পদবি সবই একদিন শেষ হয়ে যায়…
কিন্তু একটুখানি সৎ কাজ হাজার মানুষের হৃদয়ে আলো জ্বালিয়ে যায়।

👉 তাই আসুন, আমরা সবাই মিলে এমন কাজ রেখে যাই
যা আমাদের না থাকলেও আলো ছড়াবে,
মানুষের মুখে হাসি ফোটাবে,
অন্যের জীবনে পরিবর্তন আনবে।

🌟 Palki Foundation

“In Service of Humanity”

13/11/2025

🌿 পালকি ফাউন্ডেশন – পালকি ফ্যাশনের সামাজিক অঙ্গপ্রতিষ্ঠান 🌿

মানবতার পাশে, উন্নয়নের পথে ❤️

পালকি ফ্যাশন সবসময় বিশ্বাস করে—একটি সফল ব্র্যান্ডের আসল শক্তি মানুষের ভালোবাসা।
সেই বিশ্বাস থেকেই জন্ম নিয়েছে “পালকি ফাউন্ডেশন”,
একটি সামাজিক উদ্যোগ যা কাজ করবে মানবকল্যাণে ও সমাজের উন্নয়নে।

আমাদের প্রথম পদক্ষেপ —
👩‍🧵 দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের বিনামূল্যে গার্মেন্টস সেলাই প্রশিক্ষণ প্রদান,
যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে এবং পরিবারকে সহায়তা করতে পারে।

🧥 শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও পোশাক বিতরণ,
যাতে সমাজের প্রতিটি মানুষ একটু উষ্ণতা অনুভব করতে পারে।

আমাদের লক্ষ্য —
“সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে পরিবর্তনের পথে একসাথে এগিয়ে চলা।”

👉 পরিচালনায়: পালকি ফ্যাশন
👉 উদ্যোগে: পালকি ফাউন্ডেশন
📍 সদর দপ্তর: ভাটই বাজার, শৈলকুপা, ঝিনাইদহ

স্বপ্ন দেখো,সাহস করো, শুরু করো,লেগে থাকো সফলতা একদিন আসবেই।
08/06/2025

স্বপ্ন দেখো,সাহস করো, শুরু করো,লেগে থাকো সফলতা একদিন আসবেই।

Address

Jhenida

Telephone

+8801645384343

Website

Alerts

Be the first to know and let us send you an email when Palki Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share