খবর ঝিনাইদহ

খবর ঝিনাইদহ সত্যের সন্ধ্যানে ও ন্যায়ের পথে সকল বাধা পেরিয়ে কলম চলবে আপোষহীন গতিতে।

07/07/2025

সুদীপ জোয়ারর্দার হত্যার সঠিক তদন্ত এবং অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিনাইদহ পায়রা চত্বর মানববন্ধন থেকে সরাসরি যুক্ত আছি

সুদীপ জোয়ারর্দার হত্যার সঠিক তদন্ত এবং অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকাল রোজ সোমবার ঝিনাইদহ পায়...
06/07/2025

সুদীপ জোয়ারর্দার হত্যার সঠিক তদন্ত এবং অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকাল রোজ সোমবার ঝিনাইদহ পায়রা চত্বরে এস এস সি ২০০৭ ও এইচ এস সি ২০০৯ ব্যাচের আয়োজনে সকাল ১১টায় মানববন্ধন অনুষ্ঠিত হবে সকলকে সুদীপের মৃত্যুর রহস্য উন্মোচনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? সুদীপের মৃত্যু ঘিরে রহস্যজেলা প্রতিনিধি, ঝিনাইদহ :ঝিনাইদহ শহরের কে পি বসু সড়কের একটি বাস...
06/07/2025

আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? সুদীপের মৃত্যু ঘিরে রহস্য

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ :

ঝিনাইদহ শহরের কে পি বসু সড়কের একটি বাসা থেকে সুদীপ জোয়ারদার (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। মরদেহের পিঠে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের চিহ্নের কারনে তার মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। নিহত সুদীপ জোয়ারদার ওই এলাকার সুনীল জোয়ারদারের ছেলে।

শনিবার (০৬ জুলাই) নিজ ঘরে তোয়ালে দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় সুদীপের মরদেহ উদ্ধার করা হয়। বন্ধু বান্ধব, মামা ও স্থানীয়দের মতে ঘটনাটি আত্মহত্যা নয় বরং একটি সুপরিকল্পিত হত্যার ইঙ্গিত দিচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছোট বেলায় সুদীপের মা মারা যান। পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। সৎ মায়ের সঙ্গে বেড়ে উঠলেও পরিবারে রয়েছে তার পালিত ভাই শিলন জোয়ারদার। তাদের মধ্যে পারিবারিক সম্পর্কও ছিল কিছুটা জটিল ও টানাপোড়েন পূর্ণ। সদা হাস্যোজ্জ্বল ও সদালাপী সুদীপ এমনভাবে আত্মহত্যা করবে সেটি মানতে পারছেন না তার মামা ও বন্ধুদের কেউই।

নিহত সুদীপের বন্ধু ফাহাদ মাহমুদ মারুফ বলেন, সুদীপ সবসময় হাসিখুশি থাকতো। বাড়িতে সৎমায়ের সাথে তার বিরোধ চলে আসছিল। মাঝে শারীরিকভাবে কিছুটা অসুস্থ হলেও বাড়ি থেকে চিকিসার কোন ব্যবস্থা করেনি। ওর আচার আচরণে কখনো এমনটি মনে হয়নি যে ও আত্মহত্যা করতে পারে। মৃত্যুর পর তার পকেটে দুটি মোবাইল ফোন পাওয়া যায়। যা আত্মহত্যার সময় থাকা সন্দেহজনক।

নিহতের ছোট চাচা তপন জোয়ারদার বলেন, বাবা, মা ও ছোট ভাইয়ের সাথে সুদীপের তেমন ভালো সম্পর্ক ছিলো না। মাঝে মাঝে তাঁদের ঝামেলা হতো।
নিহতের ছোট মামা প্রশান্ত রায় বলেন, সুদীপ আত্মহত্যা করেনি, তাঁকে হত্যা করা হয়েছে। তোয়ালে দিয়ে ফাঁস নিয়েছে সে। তার দুই পায়ে রশি দিয়ে বাঁধার দাগ রয়েছে। তার পিঠে ও পায়ে আঘাতের দাগ রয়েছে। আমি ভাগ্নে হত্যার বিচার চাই এবং সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। তবে পরিবারের পক্ষ থেকে এখনও কেউ কোনো অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঝিনাইদহ পৌর ০৬ নং ওয়ার্ড বাজারপাড়া  নিবাসী রেখা বস্ত্রালয়ের মালিকের ছেলে সুদীপের (৩২) নিজ বাসায় আনুমানিক রাত ১২ টার পর ...
05/07/2025

ঝিনাইদহ পৌর ০৬ নং ওয়ার্ড বাজারপাড়া নিবাসী রেখা বস্ত্রালয়ের মালিকের ছেলে সুদীপের (৩২) নিজ বাসায় আনুমানিক রাত ১২ টার পর গ/লা/য় ফাঁ/স নিয়ে আ/ত্ম/হত্যা।

নিহত সুদীপের পিতার নাম সুনীল। সুদীপের এমন মৃ/ত্যু/তে সবাই হতবাক এবং শোকাহত.....!!

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় নিহত সুদীপের শরীরে বেশ কিছু দাগ এবং আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। আসলেই কি আত্মহত্যা না/কি........রহস্য!!

শিশু ফাতেমার হাসির আড়ালে লুকিয়ে আছে বেঁচে থাকার আঁকুতি।জেলা প্রতিনিধি,ঝিনাইদহ :ফাতেমা সাড়ে ৬ বছরের ছোট একটা শিশু। যার হা...
05/07/2025

শিশু ফাতেমার হাসির আড়ালে লুকিয়ে আছে বেঁচে থাকার আঁকুতি।

জেলা প্রতিনিধি,ঝিনাইদহ :

ফাতেমা সাড়ে ৬ বছরের ছোট একটা শিশু। যার হাসি পিতা মাতার কাছে পৃথিবীর সুন্দরতম। মায়বি চেহারার দিকে তাকালে দৃষ্টি আটকে যায়। ঝিনাইদহের শহরের অক্সফোর্ড স্কুলের প্লে-গ্রুপে পড়া ছোট্ট এই মেয়েটির মুখে সব সময় লেগে থাকে। স্বপ্নের মতো তার প্রাণবন্ত হাসি, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে আছে তার বেঁচে থাকার আঁকুতি ও রোগের সঙ্গে লড়াই করার দুঃস্বপ্ন। হ্যা, ফাতেমা থ্যালাসেমিয়া রোগের সাথে লড়ছে।

ফাতেমার পিতা ঝিনাইদহ শহরের হামদহ পুর্বপাড়ার রাশেদুল ইসলাম মিলন একজন স্বল্প আয়ের মানুষ। নিজে কিছুই করতে পারেননি, তবে ছেলেমেয়ের সুস্থতার জন্য সংগ্রাম করছেন। পাঁচ বছর ধরে তার মেয়ের চিকিৎসার জন্য একাই লড়ে যাচ্ছেন। দেশ বিদেশ (ভারত) দৌড়ে পিতা আজ বড়ই ক্লান্ত! তার লড়াই-সংগ্রাম অর্থের অভাবে যেন ক্রমশঃ ছোট হয়ে আসছে।

সাড়ে ৫ বছরে প্রায় ১০ লাখ টাকার চিকিৎসা খরচ করেছেন, কিন্তু তবুও শিশু ফাতেমার পুরোপুরি সুস্থ করতে পারেনি। দিন যতই যাচ্ছে সন্তানের জন্য পিতার লড়াই ততই কঠিন হয়ে পড়ছে। ১৫ দিন পর পর ফাতেমার রক্ত দিতে হচ্ছে। এ ভাবে চলছে প্রায় সাড়ে ৫ বছর। স্থায়ী সমাধান বোনমেরু প্রতিস্থাপন করা। বোনমেরু জোগাড় হলেও অর্থের অভাবে তা হচ্ছে না।

ফাতেমার চিকিৎসক ভারতের ভ্যালর খ্রিষ্টান মেডিকেল কলেজের হেমোটলজি বিভাগের সিনিয়র প্রফেসর ডাঃ বিক্রম ম্যাথিউস বোনমেরু স্থাপনের কথা বলেছেন। কিন্তু টাকা লাগবে অনেক। অনেক বড় অংকের (২১ লাখ) টাকা এই দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব। তার বড় ভাই তামিমের সঙ্গে বোনমেরু প্রতিস্থাপনে রক্তের ম্যাচিং থাকলেও, অর্থের অভাবে অনিশ্চিত হয়ে পড়েছে।

ফাতেমার স্বজন রবিউল ইসলাম রবি বলেন, কেবল একজন ফাতেমা নয়, পুরো একটি পরিবারের আশা, সংগ্রাম এবং ভালবাসার গল্পটাই হৃদয়ে গভীর এক স্পন্দন সৃষ্টি করেছে। শিশুর জীবন শুধু তার নিজের নয়, তার চারপাশের সকলেরই।

শিশুটির দাদা আনোয়ার হোসেন জানান, ফাতেমার বুকে মাথা রাখলে মনে হয় সে বলছে “আমাকে বাঁচতে দাও, আমার জন্য কিছু করো।” তার ছোট্ট বুকের মধ্যে এখনো প্রাণের স্পন্দন, অশ্রুতে ভরা নয় বরং বেঁচে থাকার লড়াইয়ের অদম্য ইচ্ছা।

এদিকে ফাতেমার চিকিৎসার জন্য তার পরিবার সমাজের বিত্তবান ও মানবিক সহায়তাকারী মানুষদের এগিয়ে এসে পাশে দাড়ানোর পাশাপাশি আর্থিক সহায়তা কামনা করেছেন। সাহায্য পাঠাতে পারেন বিকাশ ও নগদ নাম্বারঃ-০১৭২৪-০৫৬৯৯৩, অথবা অগ্রনী ব্যাংকের হিসাব নং ০২০০০০১৭৫৫৯৮৪ একাউন্টে।

05/07/2025

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

সিনিয়র সাংবাদিক দৈনিক প্রথম আলো'র নিজস্ব প্রতিবেদক, প্রিয় সাংবাদিক বড়ো ভাই আজাদ রহমান ভয়াবহ সড়ক দূর্ঘটনার শিকার হয়েছিলেন...
03/07/2025

সিনিয়র সাংবাদিক দৈনিক প্রথম আলো'র নিজস্ব প্রতিবেদক, প্রিয় সাংবাদিক বড়ো ভাই আজাদ রহমান ভয়াবহ সড়ক দূর্ঘটনার শিকার হয়েছিলেন। তার মোটরসাইকেলটি দূর্ঘটনায় ভেঙ্গে চুরমার হয়ে গেছে, সাথে থাকা সহযাত্রী মারাত্মক আহত হয়েছে।
আল্লাহর অশেষ রহমতে সাংবাদিক আজাদ রহমান বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন। এমনকি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।
খবর ঝিনাইদহ News পরিবারের পক্ষ থেকে আমরা সকলে তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি পাশাপাশি আহত সহযাত্রীর দ্রুত আরোগ্য প্রার্থনা করছি।

#আজাদরহমান #সড়কদুর্ঘটনা #দ্রুত_সুস্থতা #প্রথমআলো

ঝিনাইদহে গলার উপর ধারালো বটি পড়ে ২ বছরের এক শিশুর মৃত্যু!!প্রাথমিক তথ্যসূত্রে জানা যায় নিহত শিশুটির নাম সাইম হোসেন। নিহ...
03/07/2025

ঝিনাইদহে গলার উপর ধারালো বটি পড়ে ২ বছরের এক শিশুর মৃত্যু!!

প্রাথমিক তথ্যসূত্রে জানা যায় নিহত শিশুটির নাম সাইম হোসেন। নিহত সাইম সততা প্রিন্টিং প্রেসের মালিক মনিরুল ইসলামের সন্তান। সাইম ঝিনাইদহ সদর মহিলা কলেজ পাড়ার বাসিন্দা।

02/07/2025

"অবশেষে তার বিহীন বিদ্যুতের বাস্তব যুগে প্রবেশ করল পৃথিবী "
বিস্তারিত কমেন্টে....

জুলাই গণ-অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি, জুলাই সনদ, রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছা...
30/06/2025

জুলাই গণ-অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি, জুলাই সনদ, রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচারের দাবিতে
ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

29/06/2025

ঝিনাইদহ ইসলামী হাসপাতালে /ডাক্তারের ভুল অপারেশনে /১৬ ঘন্টায়ও জ্ঞান না ফেরায় /জীবন মৃত্যুর সন্ধিক্ষণে /৪ বছরের শিশু আলমাস

Address

Jhenida

Alerts

Be the first to know and let us send you an email when খবর ঝিনাইদহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to খবর ঝিনাইদহ:

Share