Shahid Zia Online Force

Shahid Zia Online Force Listening to the people, brother, above all, people are true! Not on him!
(2)

শালা এ দেশ ছাড়বি কিনা বল
নইলে কিলের চোটে হাড় করিব জল।
মোরা মারের চোটে ভূত ভাগাব মন্ত্র দিয়ে নয়
মোরা জীবন ভর মার খেয়েছি.!
আর প্রাণে না সয়। ✊
[বিদ্রোহী কবি - কাজী নজরুল ইসলাম] May Allah bless all the hardworking people of the world to live a healthy, beautiful, normal life!

10/07/2025
জাতীয়তাবাদী শক্তির সমবেত ধ্বনিই হচ্ছে সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করা।অ্যাডভোকেট রুহুল কবির রিজভী০৮ জুলাই ২০২৫
10/07/2025

জাতীয়তাবাদী শক্তির সমবেত ধ্বনিই হচ্ছে সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করা।

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
০৮ জুলাই ২০২৫

বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশের দুর্ভাগ্য!                                                              রেজাউল করিম======...
10/07/2025

বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশের দুর্ভাগ্য!
রেজাউল করিম
========================================

একটু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখতে পাবেন—বাংলাদেশের ইতিহাসে কখনো কোন যোগ্য গভর্নরের দেখা মেলেনি যিনি বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নিয়ে বড় কোন পরিবর্তন,Remarkable Development দেখাতে পেরেছেন যা বাংলাদেশের অর্থনীতিতে বড় ‘Impactful Contribution’ বা অর্থনীতিতে প্রভাববিস্তার করতে পেরেছে। তবে এতো কিছুর পরেও জুলাই অভ‍্যূত্থানের পরে হতভাগ্য সাধারণ জনগণ আশায় বুক বেঁধেছিল যে —এইবারে অন্তত একজন যোগ্য ব্যক্তি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন কিন্তু তা না হয়ে হলো উল্টোটা। কর্মচারীরা মনে করেছিলেন ডেপুটি গভর্নরদের মধ্যে থেকে কেউ দায়িত্ব নিলে অথবা Bangladesh financial intelligence unit (BFIU)-এর প্রধান কর্মকর্তার জায়গায়টিতে কোন যোগ্য ব্যক্তি অধিষ্ঠিত হলে হয়ত সব ঠিক হয়ে যাবে। কিন্তু তা হয়নি বরং এর চরম দুর্নীতি বরং বেড়েছে কারণ গভর্নর থেকে শুরু করে প্রতিটা রন্ধ্রে রন্দ্রে দুর্নীতির কলাকৌশল গুলো অত্যন্ত অভিনব।

অতি নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি—টাকার লেয়ারিং -এ জড়িত থাকে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো, বিশেষ করে এস আলম গ্রুপ, নাবিল গ্রুপ এই ধরনের কাজগুলো করে থাকে; যেমন: একবার এস আলম গ্রুপ থেকে সিঙ্গেল চেক দিয়ে ব্রাঞ্চ থেকে ৫০০ কোটি টাকা উইতড্র করে নিয়েছিল যা অনেকটা অসম্ভব ব্যাপার। যে ব্রাঞ্চ থেকে টাকা নেয়া হয়েছিলো তার ভোল্ট লিমিট ম্যাক্সিমাম ৫ কোটি টাকা বা তার কিছু কমবেশি হতে পারে। যে ব্যাংকের ভোল্ট লিমিট ৫ কোটি টাকা থাকার কথা, সেখানে বাস্তবে কিন্তু সর্বোচ্চ ৩ কোটি টাকা থাকতে পারে। আবার ঈদের সময় সর্বোচ্চ সাড়ে তিন থেকে চার কোটি টাকাও থাকতে পারে। তাহলে প্রশ্ন আসতে পারে ৫০০ কোটি টাকা ক্যাশমোড নিয়ে কিভাবে তা আবার উইথড্রো করতে পারে? এই প্রশ্নের মুখোমুখি হলেই বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স ইউনিট অফ হয়ে যায়।

এখন জানুন, প্রকৃত পক্ষে কি ঘটনা ঘটছে—
প্রতারকচক্রের কারসাজিতে বিভিন্ন ভাউচার ডিপোজিটে বিভিন্ন ফ্রাকশন ফিগার ব্যবহার করে পুরো এমাউন্ট অনেকগুলো চেক দিয়ে অনেকগুলো ব্রাঞ্চ এ পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু সেই উইথড্রলকৃত ৫০০ কোটি টাকার সাথে ঐ চেকগুলোর কোন সম্পর্ক থাকে না। প্রতারকচক্রের সহায়তায় কমপক্ষে ১১৯ থেকে ১

10/07/2025

২৪-এর গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে জুলাইয়ের চেতনা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা সংবিধানের চতুর্থ তফসিলে যোগ করার প্রস্তাব বিএনপির।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ...
10/07/2025

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

ট্রাইব্যুনালে তিনি বলেছেন, “আমি জুলাই হ'ত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এই মামলায় আমি স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই।”

একদিকে মামুনের রাজসাক্ষী হতে চাওয়া, অন্যদিকে বিবিসির ভেরিফাইড হাসিনার অডিও প্রকাশ করা (প্রাণঘা'তী অ'স্ত্র ব্যবহার সংক্রান্ত)।

দুটি ঘটনা মিলে রেজাল্ট হলো শেখ হাসিনাকে মৃ'ত্যুদন্ডের হাত থেকে কেউ বাচাঁতে পারবেনা। আর শেখ হাসিনা কখনোই এই দেশ, দেশের জনগন বা নিজ দলের স্বার্থে রাজনীতি করেনি। তাই সে জেলে থাকার জন্য বাংলাদেশে ফিরবেনা

তাই বলা যায়, হাসিনা এবং আওয়ামী লীগের খেল আপাতত খতম!

ওকে টাটা বাই বাই!

Address

Jhenida

Alerts

Be the first to know and let us send you an email when Shahid Zia Online Force posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahid Zia Online Force:

Share