14/08/2025
আইন অনুযায়ী ডিভোর্স এর পর বাচ্চাদের ভরনপোষণ সাবালক হবার আগ পর্যন্ত তাঁদের বাবার দায়িত্ব। আসলেই কি এখন এই আইনের বাস্তবায়ন আছে আমাদের দেশে? বাবা যদি স্বইচ্ছায় সন্তানদের ভরনপোষণ দিতে না চায়, তাহলে কি আইনত তাকে বাধ্য করা যাবে ভরনপোষণ নিয়মিত চালিয়ে নেয়ার জন্য? প্রাকটিসিং ভাই/আপুদের কাছে জানতে চাচ্ছি ডিভোর্স পরবর্তী বাচ্চাদের ভরনপোষণ নিয়ে আমাদের সমাজের রিয়েল সিনারিওটা কি আইন ও তার বাস্তব প্রয়োগের ব্যাপারে?
ধন্যবাদ!
👨⚖️ -,সাইবার অপরাধ,নির্যাতন,জমি-সমস্যা, ডিপ্রেশন এবং মন–সংক্রান্ত যে কোনো প্রশ্ন পাঠক পাঠাতে পারেন। প্রশ্ন পাঠানো যাবে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে।(সাবজেক্ট হিসেবে লিখুন ‘ #পরামর্শ চাই’ নাম ও ঠিকানা গোপন রেখে পোস্ট করা হবে)।