ঝিনেদার আকাশ Jhenadar Akash

ঝিনেদার আকাশ Jhenadar Akash সব খবর জানতে ঝিনেদার আকাশের সাথে থাকুন।

03/07/2025
সারাদেশে একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি-----+------------+---------সারাদেশ একযোগে ৩৩ জন ডেপুটি জেলারকে বদলি বা পদায়ন করেছ...
02/07/2025

সারাদেশে একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি
-----+------------+---------

সারাদেশ একযোগে ৩৩ জন ডেপুটি জেলারকে বদলি বা পদায়ন করেছে কারা অধিদপ্তর। বুধবার (২ জুলাই) অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক আদেশে এ বদলি বা পদায়ন করা হয়।

আদেশে বলা হয়, ডেপুটি জেলার মো. গোলাম সাকলাইনকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে গাইবান্ধা জেলা কারাগারে, খাতুনে জান্নাতকে নীলফামারী জেলা কারাগার থেকে দিনাজপুর জেলা কারাগারে, হানিফ আহমেদকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে, বাসারাতুল্লাহকে বগুড়া জেলা কারাগার থেকে নাটোর জেলা কারাগারে, রুকাইয়া পারভিনকে নাটোর জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে, পিটার ঘোষকে বরগুনা জেলা কারাগার থেকে নরসিংদী জেলা কারাগারে, আব্দুল মোহাইমেন তূর্যকে ঝালকাঠি জেলা কারাগার থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে, তানিয়া ফারজানাকে মৌলভীবাজার জেলা কারাগার থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে, মঈনুল হক আল মামুনকে খুলনা জেলা কারাগার থেকে খুলনা জেলা কারাগার প্রেষণে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে, মো. জাহিদ হাসানকে মাগুরা জেলা কারাগার থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে, মো. হোসেনুজ্জামানকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে ও মো. মনিরুল হাসানকে পিরোজপুর জেলা কারাগার প্রেষণে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ (প্রেষণাদেশ প্রত্যাহার), মো. মফিজুল ইসলামকে বাগেরহাট জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে, তৌহিদুল ইসলামকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে, মো. রাশেদুল হাসান রিগ্যানকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ফেনী জেলা কারাগারে, মো. আব্দুস সোবহানকে কক্সবাজার জেলা কারাগার থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে, অর্পন চৌধুরীকে রাঙ্গামাটি জেলা কারাগার প্রেষণে জয়পুরহাট জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে, মো. তানজিল হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে খুলনা জেলা কারাগারে, মো. সাইফুল ইসলামকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে (পার্ট-১), তরিকুল ইসলামকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার (পার্ট-১) থেকে কক্সবাজার জেলা কারাগারে, মো. সাদ্দাম হোসাইনকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার (পার্ট-১) থেকে ফরিদপুর জেলা কারাগারে, শেফালী আকতারকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ফরিদপুর জেলা কারাগারে, শিল্পী আক্তারকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কুষ্টিয়া জেলা কারাগারে, আনন্দ কুমার শীলকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে, মো. রেজাউল করিমকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে, মো. মাসুদ হোসেনকে ফরিদপুর জেলা কারাগার থেকে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে, রুবাইয়া সন্ধিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে মহিলা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে, মো. একরামুল হককে শরীয়তপুর জেলা কারাগার থেকে দিনাজপুর জেলা কারাগারে, সিরাজুস সালেহীনকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে নোয়াখালী জেলা কারাগারে, সেলিনা আক্তার রেখাকে জামালপুর জেলা কারাগার থেকে শেরপুর জেলা কারাগারে, মো. ইব্রাহীমকে দিনাজপুর জেলা কারাগার থেকে বাগেরহাট জেলা কারাগারে, মো. আশাদুল ইসলামকে ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে সাতক্ষীরা জেলা কারাগারে, মো. আজহারুল ইসলামকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামালপুর জেলা কারাগারে বদলি বা পদায়ন করা হয়।

আইনের আওতায় নিয়ে কঠিন শাস্তির ব্যবস্থা করা উচিত যাতে করে অন্যরা শিক্ষা পায়।
01/07/2025

আইনের আওতায় নিয়ে কঠিন শাস্তির ব্যবস্থা করা উচিত যাতে করে অন্যরা শিক্ষা পায়।

30/06/2025

শৈলকুপার আসাননগরে ট্রাকের চাপায় বীর মুক্তিযোদ্ধার করুন মৃ*ত্যু। #

হরিণাকুন্ডুর প্রিয়নাথ স্কুলের প্রাক নির্বাচনীর বাংলা ১ম পত্রের প্রশ্ন হুবহু পাঞ্জেরী গাইডের মডেল টেস্টের ফটোকপি!!!!!----...
30/06/2025

হরিণাকুন্ডুর প্রিয়নাথ স্কুলের প্রাক নির্বাচনীর বাংলা ১ম পত্রের প্রশ্ন হুবহু পাঞ্জেরী গাইডের মডেল টেস্টের ফটোকপি!!!!!
----------------------------------
হরিণাকুন্ডুর প্রিয়নাথ স্কুলের প্রাক নির্বাচনী পরীক্ষার বাংলা প্রথম পত্রের সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্ন হুবহু পাঞ্জেরী গাইডের মডেল টেস্ট থেকে ফটোকপি করে পরীক্ষা নেওয়া হয়েছে। শুধুমাত্র প্রশ্নের উপরে স্কুলের নাম ব্যবহার করা হয়েছে। এই প্রশ্নেই গত ২৪ জুন মঙ্গলবার বাংলা প্রথম পত্র পরীক্ষা নেওয়া হয়। অথচ এসব শিক্ষকরাই এসএসসির পরীক্ষার খাতা মূল্যায়নের জন্য ব্যস্ত হয়ে পড়েন। কথা ছিল শিক্ষক নিজেই প্রশ্ন করবেন। কিন্তু সংশ্লিষ্ট শিক্ষক করলেন হুবহু নকল। তাহলে ছাত্ররা কি করবে?

সরকারী নিয়ম অনুযায়ী অথ্যাৎ যশোর বোর্ডের নিদের্শনা অনুযায়ী এ বৎসর প্রাক
নির্বাচনী পরীক্ষা আগষ্ট অনুষ্ঠিত হওয়ার কথা বলে জানিয়েছেন জেলা মাধ্যমিক
শিক্ষা কর্মকর্তা। তবে শিক্ষার্থীর উপকারের স্বার্থে বিশেষ নামে পরীক্ষা
নেওয়া যেতে পারে। কিন্তু প্রাক নির্বাচনীর নামে পরীক্ষা নেওয়া যাবেনা। যদি কোন স্কুল প্রাক নির্বাচনীর নামে পরীক্ষা নেয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

হরিণাকুন্ডুর প্রিয়নাথ স্কুলের প্রশ্ন প্রনয়নকারী শিক্ষক সালাউদ্দীন বুলু জানান, প্রশ্ন করার জন্য একটি কম্পিউটারের দোকানে গিয়েছিলাম কিন্তু
দোকানদার আমাকে বলে ছিলো আমার সময় নেই। তিন সেট প্রশ্ন করা আছে সেখান থেকে একটি সেট নেন। তখন আমি আমার পড়ানো অনুযায়ী একটি সেট পচ্ছন্দ করি। তারপর প্রশ্ন সেট করে স্কুলে জমা দিই। কিন্তু পরীক্ষার পর বিষয়টি জানতে পারি। পরবর্তীতে আর এমন হবে না বলে তিনি আরো জানান। বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলকে অনুরোধ জানান।

হরিণাকুন্ডুর প্রিয়নাথ স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাসানুজ্জামান বাদল বলেন, আমি শিক্ষকদের সবসময় নিজে প্রশ্ন করার কথা বলি। তারপরও একজন শিক্ষক
ভুল করে ফেলেছে। আমি কঠিন হস্তে দেখভাল করবো যাতে পরবর্তীতে আর এমন ঘটনা আর না ঘটে।

হরিণাকুন্ডু উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আব্দুল বারী বলেন, সংশ্লিষ্ট শিক্ষককে ডাকা হয়েছে। তারপর ব্যবস্থা নেওয়া হবে।

হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম তারিক-উজ-জামান বলেন,
বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খোজ খোবর নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

ঝিনাইদহ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো লুৎফর রহমান বলেন, শিক্ষার্থীর উপকারের স্বার্থে বিশেষ নামে পরীক্ষা নেওয়া যেতে পারে। তবে কোন গাইড থেকে প্রশ্ন করা যাবেনা। এছাড়া সরকারী নিয়ম অনুযায়ী অথ্যাৎ যশোর বোর্ডের নিদের্শনা অনুযায়ী এ বৎসর প্রাক নির্বাচনী পরীক্ষা আগষ্ট মাসে হওয়ার কথা রয়েছে। কিন্তু প্রাক নির্বাচনীর নামে পরীক্ষা নেওয়া যাবেনা। যদি কোন স্কুল প্রাক নির্বাচনীর নামে পরীক্ষা নেয় তাহলে তার বিরুদ্ধে
ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আরো জানান।

30/06/2025

দু*র্নী*তি*র বি*রু*দ্ধে গণসচেতনতা বাড়াতে সাইকেল র‌্যালি। # againstcorruption*

Address

Jhenida
7300

Telephone

+8801920636343

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঝিনেদার আকাশ Jhenadar Akash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ঝিনেদার আকাশ Jhenadar Akash:

Share

Category