
19/07/2025
গল্পের নাম: “সোনালি সকাল”
ভোরের কুয়াশা এখনও পুরোপুরি কাটেনি। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কিশোর ছেলেটি – মামুন। হাতে বাঁশের ঝুড়ি, তাতে সকালে বাজারে বিক্রি করার জন্য তাজা লাউ, ঢেঁড়স আর শসা। মামুনের মা ভোর ৪টায় উঠে সবজিগুলো গুছিয়ে দিয়েছে, আর বাবা গরুগুলোর মুখে খড় দিয়েছে।
পথে মামুনের দেখা হয় আজম চাচার সঙ্গে। চাচা বললেন,
“এই মামুন, আজ তো বাজারে শহর থেকে বড় পাইকার আসবে। ভালো দাম পাসনে দেইখস।”
মামুন মাথা নেড়ে হাঁটা শুরু করে। ডানপাশে ধানক্ষেত—হালকা রোদে ঝিকঝিক করছে পাতাগুলো। একটু দূরে নোনা খালের পাড়ে ছোট ছোট বাচ্চারা গামছা পেতে মাছ ধরছে।
গ্রামের এই সহজ-সরল সকালটাই মামুনের প্রিয়। শহরের কোলাহল নয়, এখানে মাটির গন্ধ, মানুষের আন্তরিকতা আর প্রকৃতির টান মিশে আছে।
হঠাৎ আকাশে এক ঝাঁক শালিক উড়ে গেল, আর মামুনের মনে হলো—
“আমার গ্রামই আমার জান। এখানেই স্বপ্ন, এখানেই ভালোবাসা।”