jhenaidahsongbad.com

jhenaidahsongbad.com সমৃদধির পথে আমরা

23/04/2025
30/03/2025
04/03/2025
বিএনপির কাধে ভর করে আওয়ামীলীগের নেতৃত্বে বিএনপির গ্রাম সভাপতির উপর হামলা,আহত ২,বাড়িঘর ভাঙচুর,ককটেল বিষ্ফোরণঝিনাইদহ প্রতি...
17/01/2025

বিএনপির কাধে ভর করে আওয়ামীলীগের নেতৃত্বে বিএনপির গ্রাম সভাপতির উপর হামলা,আহত ২,বাড়িঘর ভাঙচুর,ককটেল বিষ্ফোরণ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের প্রতিপক্ষের অতর্কিত হামলায় ২জন আহত হয়েছে। এসময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট সহ ককটেল বিষ্ফোরণ করা হয়। শুক্রবার রাতে শহরের ষাটবাড়িয়ায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন,ষাটবাড়িয়া গ্রামের পূজা মন্দির কমিটির সভাপতি ও ২নং ওয়ার্ড ষাটবাড়িয়া গ্রাম বিএনপির সাবেক সভাপতি নিলেন ও একই গ্রামের উজ্জল। এরমধ্যে নিলেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন চিকিৎসকরা।

হামলায় আহত উজ্জল বলেন, কালিকাপুর গ্রামের আওয়ামী লীগের রমজানের নেতৃত্বে এইহামলা ঘটানো হয়েছে! তিনি বলেন রাতে বাড়ির পাশের চায়ের দোকানে বসে ছিলাম আমি আর নিলেন। হঠাৎ রমাজন সহ অনেক লোক এসে অতর্কিত হামলা চালায়। তারা রড,চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় আমাদের। যাওয়ার সময় ৪টি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে এলাকাবাসীকে বিচ্ছিন্ন করে দেয়। পরে কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। হামলাকারীরা একই এলাকার লিকু,বিদ্যুৎ,সুশান,উৎপল,জন,বিধান,মানিক,অজয়,সজিব সহ বহিরাগত প্রায় ৪০ থেকে ৫০ জন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন,ষাটবাড়িয়ায় হামলার ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছে। আহতদের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

06/01/2025
03/01/2025
28/12/2024
25/12/2024

দৈনিক এই আমার দেশ পত্রিকার নামে ফেসবুকে ছড়ানো স্ক্রিনশর্টটি ভুয়া

‘ঝিনাইদাহ জেলা বিএনপি’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ২৩ ডিসেম্বর পোস্ট দিয়ে মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়েছে একটি চক্র। দৈনিক এই আমার দেশ নামে একটি পত্রিকার লোগো ব্যবহার করে ‘ইয়াবা সহ গ্রেফতার বিএনপি নেতার ছেলে’ শিরোনামে একটি নিউজের স্ক্রিনশর্ট পোস্ট করা হয়েছে। মূলত ফটোশপে এডিটের মাধ্যমে স্ক্রিনশর্টটি বানানো হয়েছে। এই আমার দেশ পত্রিকার এই সংবাদ প্রকাশ করেনি। এডিট করে বানানো স্ক্রিনশর্টে সাথে পত্রিকার ফ্রন্টেরও কোনো মিল নেই।
এই আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব আলী কদর পলাশ জানিয়েছেন, ২৯ মে ২০২২ সালের লোগাে ব্যবহার করে স্ক্রিনশর্টটি বানিয়েছে একটি চক্র। এই আমার দেশ পত্রিকা কখনও এমন সংবাদ প্রকাশ করেনি। ফেসবুকে ছড়ানো স্ক্রিনশর্টটি ভুয়া।

16/12/2024
14/12/2024
13/11/2024

Address

H. S. S Road
Jhenida
7300

Alerts

Be the first to know and let us send you an email when jhenaidahsongbad.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to jhenaidahsongbad.com:

Share