নাগরিক সংবাদ

নাগরিক সংবাদ সত্য ও সুন্দরের পক্ষে সব সময়

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ঝিনাইদহ জেলা সম্মেলন অনুষ্ঠিত।২০২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা:সভাপতি— এইচ এম নাঈম মাহমুদসহ...
27/01/2024

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ঝিনাইদহ জেলা সম্মেলন অনুষ্ঠিত।

২০২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা:

সভাপতি— এইচ এম নাঈম মাহমুদ
সহ-সভাপতি— এম আব্দুর রহমান
সাধারণ সম্পাদক— মুহাম্মাদ রাব্বি হাসান

আল্লাহ তায়ালা নতুন কমিটিকে দ্বীন বিজয়ের জন্য কবুল করুন!

বিজয়ের ৫২ বছর!
17/12/2023

বিজয়ের ৫২ বছর!

"কামাল কর দিয়া""কামাল কর দিয়া" এযেন অবিস্বাস্য।  কল্পনাও করা যায় না। ছাত্র- যুব সমাবেশে এমন জোয়ার বয়ে যাবে। পুরো ঢাকাই য...
20/10/2023

"কামাল কর দিয়া"

"কামাল কর দিয়া" এযেন অবিস্বাস্য। কল্পনাও করা যায় না। ছাত্র- যুব সমাবেশে এমন জোয়ার বয়ে যাবে। পুরো ঢাকাই যেন আজ ছেয়েগেছে। চরমোনাই এর পীর সাহেবের উপস্হিতি। সেই সাথে নায়েবে আমীরুল মোজাহিদীন। আরো ছিলেন জাতীয় নেতৃবৃন্দ।

আজকের সমাবেশ পুরো ঢাকা কাঁপিয়ে দিয়েছে। শুধু মানুষ আর মানুষ। এত্ত বড় সমাবেশ কোন ক্যামেরাতে ধারণ করা সম্ভব নয়। এ সমাবেশের উপস্হিত জনতার উৎসাহ- উদ্দীপনাও বলে বোঝানো যাবেনা। ঢাকার মেইন পয়েন্টগুলো আজ ছিল চরমোনাই এর পীর সাহেবের সমর্থকদের উপচেপড়া ভিড়।

অবিস্বাস্য এক সমাবেশ। যেটা না দেখলে বিস্বাস হবেনা। সুতরাং এটা বর্ননার ভাষা খুঁজে পাচ্ছিনা। শুধু এতটুকু মনেপড়ছে" "কামাল কর দিয়া" । মানে অসাধ্য সাধন করেছে তারা।

আল্লাহ তায়ালা কবুল করুন। আমিন।

সরকার বেধে দেওয়া মূল্যে পণ্য পাচ্ছেন তো!? জীবনের হিসাব মিলানো খুব কষ্টকর 😒আলু ৫০/৬০ টাকাআদা ৩০০/৩৫০ টাকা পিয়াজ ৭৫/৮০ টাক...
30/09/2023

সরকার বেধে দেওয়া মূল্যে পণ্য পাচ্ছেন তো!?

জীবনের হিসাব মিলানো খুব কষ্টকর 😒

আলু ৫০/৬০ টাকা
আদা ৩০০/৩৫০ টাকা
পিয়াজ ৭৫/৮০ টাকা
রসুন ২০০/২৫০ টাকা
এক সময় পাঙ্গাস মাছ কিনলে বলতো এই মাছ মানুষ খায় নাকি?
সেটাও আজকে অনেকের স্বপ্ন
ব্রয়লার মুরগি কিনতে গেলে বলতো এই মুরগী মানুষ খায়?
সেটা এখন অনেকের স্বপ্ন
চাউল ৭০/৮০/৯০ টাকা
সয়াবিন তেল ২০০ টাকা
৬০ টাকার নিচে কোন সবজি নাই
শাক কিনতে গেলে ২০/২৫ টাকা আটি

চিনি ১৪০ টাকা
এক সময় মনে হত আমি মধ্যবিত্ত
এখন বাজারে গেলে বুঝি আমি মধ্যবিত্ত নয় আমি গরিব এবং নিম্ন মধ্যবিত্ত গরীব
চারিদিকে হতাশা আয় করি দুই টাকা আর ব্যায় এর হিসাব লম্বা।😞

কোথায় যাবে এই অসহায় জনগন?
বাজারে গেলে মাথা ঠিক থাকে না।
হিমসিম খাচ্ছি সংসার চালাতে😒

জীবনের হিসাব মিলানো খুব কষ্ট
এটা আমার কথা হলেও হাজার হাজার মানুষের মনের কথা সেটা আমি বুঝি।

অবিসংবাদিত রাজনীতিবিদ পীর সাহেব চরমোনাই------------- আমিনুল ইসলাম কাসেমী বর্তমানে এদেশের রাজনীতিতে দুরদর্শি, প্রাজ্ঞ  এব...
30/09/2023

অবিসংবাদিত রাজনীতিবিদ পীর সাহেব চরমোনাই

------------- আমিনুল ইসলাম কাসেমী

বর্তমানে এদেশের রাজনীতিতে দুরদর্শি, প্রাজ্ঞ এবং অবিসংবাদিত রাজনীতিবিদ বলা যায় পীর সাহেব চরমোনাইকে।। অনেক দুরে যার দৃষ্টি। সুদুরপ্রসারী চিন্তা যার। রাজনীতিতে উদার এবং দিলখোলা ব্যক্তি তিনি। ইসলামী রাজনীতিবিদদের অন্যতম ব্যক্তি। অবশ্য শুধু ইসলামী রাজনীতিপাড়ার কথা বললে ভুল হবে। বর্তমানে এদেশের রাজনীতিতে তাঁর ব্যক্তি ইমেজ এবং তাঁর দলের যে গ্রহণযোগ্যতা তৈরী হয়েছে, তাতে জাতীয় রাজনীতির অন্যতম পুরোধা তিনি। রাজনীতি কী এবং কাকে বলে? সবকিছু যেন পীর সাহেবের রপ্ত করা। যেভাবে নিজের সংগঠন এবং দেশের রাজনীতির হাল ধরেছেন সেটা বিশ্লেষকদের হয়রান করে দিচ্ছে। নিজের সংগঠন এগিয়ে নিয়ে যাচ্ছেন তীব্র গতিতে। সেই সাথে দেশীয় রাজনীতিতে এক সুখকর অবস্হার আশা জাগানিয়া দেখা যাচ্ছে।

পীর সাহেব চরমোনাই এর সংগঠনের নাম "ইসলামী আন্দোলন বাংলাদেশ "। নির্বাচনী প্রতীক " হাতপাখা"। সংগঠনের প্রতিষ্টাতা মরহুম সৈয়দ ফজলুল করীম ( পীর সাহেব চরমোনাই)। আশির দশকের শেষে এর যাত্রা। মুলতঃ কার্যকরি ভাবে নব্বই দশক থেকে শুরু। মরহুম পীর সাহেব ২০০৬ সন পর্যন্ত এর দায়িত্বে ছিলেন। প্রতিষ্টাকাল থেকে এ সংগঠন বহু চড়াই- উৎরাই পেরিয়ে এগিয়ে চলেছে। সৈয়দ ফজলুল করীম ( রহঃ) এর অন্তর্ধানের পর দায়িত্বে আসেন বর্তমান পীর সৈয়দ রেজাউল করীম সাহেব। নায়েবে আমীর হিসাবে দায়িত্ব প্রাপ্ত হন সৈয়দ ফয়জুল করীম শায়েখে চরমোনাই।

আশির দশক বা নব্বই দশকে এ সংগঠনের যাত্রা শুরু হলেও এর দায়িত্বশীলদের ঐকান্তিক প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমে সংগঠনকে গোটা বাংলাদেশের আনাচে- কানাচে ছড়িয়ে দিতে সক্ষম হন। দেশের এমন কোন জায়গা এখন বাকি নেই যেখানে চরমোনাই এর সংগঠন নেই। এমন কোন জেলা- উপজেলা, ইউনিয়ন পৌরসভা নেই যেখানে এখন হাতপাখার সমর্থক নেই।মানে সারাদেশে ছড়িয়ে পড়েছে চরমোনাই তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জয়গান। মানুষের মুখে মুখে এখন চরমোনাই এর পীরের কথা আর হাতপাখার গুঞ্জন।

অবশ্য এ অবস্হানের জন্য পীর সাহেব চরমোনাই এবং তাঁর দলের নেতা- কর্মিদের মোবারকবাদ জানাতে হয়। পীর সাহেবের হক ও হক্কানিয়্যাতের উপর কঠোর অবস্হান। হার না মানা এক মনিষা তিনি। বহু সমালোচনা এবং বাঁধার সম্মুখিন হতে হয়েছে তাদের। বহু ধরনের কথার যাঁতাকলে পিষ্ট হতে হয়েছে বারবার। সমালোচকগণ ওঁত পেতে থেকেছে সবসময়।বিশেষ করে ফেরাকে বাতেলার শ্যেন দৃষ্টি। তবুও পীর সাহেব চরমোনাই তাঁর নীতিতে অনড়। এভাবে বহু গ্লানি সহ্য করেছেন। অনেক মানুষের ষড়যন্ত্র এবং বাঁকাচোখ উপেক্ষা করে দেশ ও জাতির কল্যাণে নিজেকে সঁপে দিয়েছেন। সকল সমালোচনাকে হজম করে হকের মিশন নিয়ে ছুটে চলেছেন দেশ থেকে দেশান্তরে।

রাজনীতিতে সকল পেশার মানুষকে নিয়ে সাথে চলতে হয়, সকল স্তরের মানুষকে বুকে টেনে নিতে হয়,সেটা যেন তাঁর ধ্যানজ্ঞানে। যে কারণে বহুমুখি সংগঠনের প্রবর্তক তিনি। ইসলাহী বা আত্মশুদ্ধির সংগঠনের সাথে সাথে রাজনৈতিক সংগঠন তৈরী করেন "ইসলামী আন্দোলন বাংলাদেশ" নামে। আবার যুবকদের সাথে নেওয়ার জন্য "যুব আন্দোলন, শ্রমিকদের সাথে নেওয়ার জন্য "শ্রমিক আন্দোলন"। ছাত্রদের সাথে নিতে "ছাত্র আন্দোলন"। শিক্ষকদের সাথে নিতে "শিক্ষক ফোরাম"। এভাবে বহুমুখি পদক্ষেপ তাঁর।

সবচেয়ে বড় মজার বিষয় হল, এদেশের আলেম- উলামাদের এক প্লাট- ফরমে দাঁড় করাতে তিনি গঠন করেছেন, "জাতীয় উলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ" । এক যুগান্তকরি পদক্ষেপ। আর এ সংগঠন যেন মকবুলিয়্যাতের দরজায় চলে যাচ্ছে। বর্তমানে এ সংগঠনের উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন দেশের সর্বোচ্চ ইসলামী বিদ্যাপীঠ হাটহাজারী মাদ্রাসার মোহতামিম সাহেব। আরো যুক্ত হয়েছেন এদেশের হাজারো আলেমের পীর অধ্যক্ষ মিজানুর রহমান (পীর সাহেব দেওনা)। তাছাড়া দেশসেরা বহু উলামা- মাশায়েখ এখন চরমোনাই এর পীর সাহেবের এ সংগঠনের সাথে।

আলেমগণ যেদিকে যায় সেদিকেই সাধারণ জনতা ধাবিত হয়। তাছাড়া যে সংগঠনে ওলামাদের দুআ এবং ফুয়ুজ থাকবে সেটার গতি বেড়ে যাবে অনেক। দেশের শীর্ষ আলেম এবং বুজুর্গদের সংশ্লিষ্টতায় বহুদুর যাবে চরমোনাই এর পীর সাহেব এবং তাঁর সংগঠন।

মোটকথা যে ধারায় এবং যে কৌশলী ভুমিকায় এগিয়ে যাচ্ছেন চরমোনাই এর পীর, সেটা কোন সাধারণ ব্যক্তির কাজ নয়। অনেক বিজ্ঞ এবং প্রাজ্ঞ রাজনীতিবিদের কর্মযজ্ঞ সেটা।অতুলনীয় দৃষ্টিভঙ্গি এবং সৎ সাহসে সামনে এগিয়ে যাচ্ছেন। যাতে দৃষ্টি এবং দিল কেড়ে নিচ্ছে সবার। আসলে তিনি সাধারণ ব্যক্তি নন। এ যেন অসংবাদিত এক ব্যক্তিত্ব। রাজনীতির আকাশে উজ্জল তারকা। যেটা দিনে দিনে আলো ছড়াচ্ছে সর্বত্র।

আল্লাহতায়ালা পীর সাহেব চরমোনাই এবং তাঁর সংগঠনকে কবুল করুন। আমিন।

( শিক্ষক ও কলামিস্ট)

শুভেচ্ছা ও অভিনন্দন
30/09/2023

শুভেচ্ছা ও অভিনন্দন

ঝিনাইদহের কালীগঞ্জ বেজপাড়া নামক স্থানে বাস ও থ্রি হুইলার সংঘর্ষে নিহত ১ আহত ২
30/06/2023

ঝিনাইদহের কালীগঞ্জ বেজপাড়া নামক স্থানে বাস ও থ্রি হুইলার সংঘর্ষে নিহত ১ আহত ২

কালীগঞ্জে কওমীর বুকে এই প্রথম হিফজুল কুরআন বিভাগের প্রাক্তন ছাত্রদের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হলো। ঝিনাইদহের কালীগঞ্জে ঐতি...
30/06/2023

কালীগঞ্জে কওমীর বুকে এই প্রথম হিফজুল কুরআন বিভাগের প্রাক্তন ছাত্রদের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হলো।

ঝিনাইদহের কালীগঞ্জে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামি'আ ইসলামিয়া কাসেমুল উলুম কওমী মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ১৯৯৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত যাদের সাথে যোগাযোগ ছিলো তাদের নিয়ে সিনিয়র ও জুনিয়রের এক বিশাল জমকালো ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মুসলেহ উদ্দিন, মুফতী মাহমুদুল হাসান ও ইমামে আজম শায়েখ মাহাবুবুর রহমানসহ সিনিয়র একাধিক বড় ভাইরা।

আয়োজক কমিটির পক্ষ থেকে শিক্ষক মহোদয় ও উপস্থিত রেজিষ্ট্রেশনকৃত সকল বন্ধুদের সম্মাননা স্বারক প্রদান করেন।

এ সময় সকলের সুবিধার্থে মতামতের ভিত্তিতে একটা সেবামূলক ফান্ড করার ঘোষণা দেন এবং উপস্থিত সকলেই ফান্ড উদ্বোধন করেন।
দিনব্যাপী এই ভালবাসার মিলন মেলায় সকাল থেকে কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে ইসলামি সংগীত ও সহপাঠীদের কাটানো দীর্ঘ ২০ বছর আগের প্রিয় মুহুর্ত গুলো সকলের মুখে সৃতিচারণসহ মাদ্রাসার সিনিয়র শিক্ষকদের গুরুত্বপূর্ণ আলোচনা ও বিশেষ দোয়ার মাধ্যমে দীর্ঘদিনের হারানো বন্ধন যেনো অটুট থাকে এবং প্রতি বছর যেনো এমন আয়োজন অব্যাহত থাকে কমিটির প্রতি সিনিয়রদের এমন প্রত্যাশা রেখে অনুষ্ঠান শেষ হয়।

27/06/2023
19/06/2023

সমসাময়িক বিষয় নিয়ে মানবজমিনের সাক্ষাৎকারে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।

18/06/2023

জাতীয় সরকারের অধীনে নির্বাচন দাবি শায়েখ চরমোনাই

বিস্তারিত কমেন্ট বক্সে

রিফাত সত্যই বলেছে, বাংলাদেশের জাতীয় মাছ পাঙ্গাশ,কেননা এদেশের বেশিরভাগ মানুষ গরীব আর গরীবের জাতীয় মাছ পাঙ্গাশই। গরীব কয়েক...
18/06/2023

রিফাত সত্যই বলেছে, বাংলাদেশের জাতীয় মাছ পাঙ্গাশ,
কেননা এদেশের বেশিরভাগ মানুষ গরীব আর গরীবের জাতীয় মাছ পাঙ্গাশই।
গরীব কয়েক বছরেও একটি ইলিশ খেতে পারেনা। তাহলে ইলিশ তাদের জাতীয় মাছ কিভাবে হবে???😢😢

Address

Jhenida
7300

Website

Alerts

Be the first to know and let us send you an email when নাগরিক সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share