হরিণাকুণ্ডুর খোঁজ-খবর

হরিণাকুণ্ডুর খোঁজ-খবর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from হরিণাকুণ্ডুর খোঁজ-খবর, News & Media Website, 680-01, Lalon Shah Sarok, Jhenida.

হরিণাকুণ্ডু উপজেলা / Harinakunda Upazila,Jhenidah.

২২৭.১৯ বর্গ কি: মি: আয়তন বিশিষ্ট হরিণাকুন্ডু উপজেলা উত্তরে কুষ্টিয়া সদর উপজেলা, দক্ষিণে ঝিনাইদহ সদর উপজেলা, পূর্বে শৈলকুপা উপজেলা এবং পশ্চিমে আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা সদর উপজেলা দ্বারা বেষ্টিত। উলেস্নখযোগ্য বাওড়ের মধ্যে রয়েছে নারায়ণকান্দি, কাপাসহাঠিয়া এবং চাঁদপুর।

19/09/2025
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সঙ্গে প্রয়াস যশোর অঞ্চলের একটি সমোঝোতা স্মারক সই******************...
10/09/2025

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সঙ্গে প্রয়াস যশোর অঞ্চলের একটি সমোঝোতা স্মারক সই
*************************************************
ফিজিওথেরাপি চিকিৎসার পেশাগত দক্ষতা ও শিক্ষার মান উন্নয়নে, আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসার গবেষণাসহ প্রয়াস যশোর অঞ্চলের অটিজম বাচ্চাদের আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা, তাদের অ্যাসেসমেন্ট ও তাদেরকে সার্বিকভাবে একটি সুস্থ পরিবেশে বেড়ে ওঠার জন্য সাহায্য করার লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সঙ্গে প্রয়াস যশোর অঞ্চলের একটি সমোঝোতা স্মারক সই হয়েছে।
(০৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ মঙ্গলবার সকাল ১১টায় প্রয়াস যশোর অঞ্চলের নিজস্ব অডিটরিয়ামে এই স্মারক সই হয়। যবিপ্রবির পক্ষে বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের সভাপতি ডা. এহসানুর রহমান, পিটি এবং প্রয়াস যশোর অঞ্চলের পক্ষে অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল হাসান শাহরিয়ার কবির প্রশাসনিক পর্যায়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন।
দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের ফলে যবিপ্রবির পিটিআর বিভাগের শিক্ষার্থীরা সরাসরি প্রয়াস যশোর অঞ্চলের স্পেশাল চাইল্ড বা অটিজম বাচ্চাদের কাছাকাছি এসে তাদের সাথে মেলামেশার মাধ্যমে গভীরভাবে অ্যাসেসমেন্ট করার সুযোগ পাবে, যার ফলে তাদের জন্য সঠিক ফিজিওথেরাপির চিকিৎসা ও রিহ্যাব প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পর্কে সর্ম্মূখ জ্ঞান লাভ করতে পারবে। তারা তাদের বাস্তবিক অর্জিত জ্ঞান দ্বারা তাদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করতে পাবে যা তাদের শিক্ষার মান উন্নয়নে, আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসার গবেষণায় সর্বোপরি দেশ ও জাতির উন্নয়নে অনবদ্য ভূমিকা পালন করবে। এটির ফলে শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজেরকে আরো দক্ষ ও গুণগতমানসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলবে এবং রোগীদের জন্য আধুনিক ও গুণগতমানসম্মত স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করবে।
সমঝোতা স্মারক সইয়ের সময় আরও উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, সহকারী পৃষ্ঠপোষক যশোর প্রয়াস শ্যামলী হায়দার ইমদাদ, চেয়ারম্যান যশোর প্রয়াস ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাযহার সিদ্দিকী, আমন্ত্রিত অন্যান্য সিনিয়র অফিসারবৃন্দ, প্রয়াস যশোরের গভর্নিং বডির সকল সদস্য, অভিভাবক ও শিক্ষকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় হতে আগত পিটিআর বিভাগের শিক্ষকমন্ডলী প্রমুখ।

হরিনাকুণ্ডুর গর্বিত স্বজন বিশ্ব বরেণ্য ভেটেরিনারি সার্জন অধ্যাপক ড. রফিকুল আলমকে প্রাণঢালা অভিনন্দন।
07/09/2025

হরিনাকুণ্ডুর গর্বিত স্বজন বিশ্ব বরেণ্য ভেটেরিনারি সার্জন অধ্যাপক ড. রফিকুল আলমকে প্রাণঢালা অভিনন্দন।

07/09/2025

শিক্ষকদের প্রতি জাপানীদের মর্যদাপূর্ণ আচরণ
******************************************
জাপানে কোনো শিক্ষক দিবস নেই।
একদিন, আমি আমার জাপানি সহকর্মী, শিক্ষক ইয়ামামোতাকে জিজ্ঞাসা করলাম:
- আপনারা কিভাবে জাপানে শিক্ষক দিবস উদযাপন করেন?
আমার প্রশ্নে অবাক হয়ে তিনি উত্তর দিলেন:
- আমাদের শিক্ষক দিবস নেই।
আমি যখন তার উত্তর শুনেছিলাম, তখন আমি বুঝতে পারছিলাম না যে আমি তাকে বিশ্বাস করব কি না। আমার মাথায় একটা চিন্তা আসলো: "যে দেশ অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিতে এত উন্নত, শিক্ষক এবং শিক্ষকতার প্রতি এত অসম্মান কেন?"
***
⭕একবার, কাজ শেষে, ইয়ামামোতা আমাকে তাঁর বাড়িতে আমন্ত্রণ জানান। আমরা মেট্রো নিলাম যেহেতু তাঁর বাড়ি অনেক দূরে। সন্ধ্যার পিক আওয়ার ছিল, এবং মেট্রো ট্রেনের ওয়াগনগুলিতে ছিল উপচে পড়া ভিড়। আমি ওভারহেড রেলকে শক্ত করে ধরে দাঁড়ানোর জায়গা খুঁজে বের করতে পেরেছিলাম। হঠাৎ, আমার পাশে বসা বয়স্ক লোকটি আমাকে তাঁর আসন গ্রহণ করার প্রস্তাব দিলেন। একজন বয়স্ক লোকের এই সম্মানজনক আচরণ বুঝতে না পেরে আমি প্রত্যাখ্যান করলাম, কিন্তু তিনি অনড় ছিলেন এবং আমি বসতে বাধ্য হলাম। আমরা যখন মেট্রো থেকে বের হয়েছিলাম, তখন আমি ইয়ামামোতাকে জিজ্ঞাসা করেছিলাম যে সাদা দাড়ি বৃদ্ধ লোকটি ঠিক কী করেছে। ইয়ামামোতা হেসে আমার পরা শিক্ষকের ট্যাগের দিকে ইশারা করে বললেন:
- এই বৃদ্ধ লোকটি আপনার গায়ে একজন শিক্ষকের ট্যাগ দেখেছে এবং আপনার মর্যাদার প্রতি সম্মানের প্রতীক হিসাবে আপনাকে তার আসন অফার করেছে।
যেহেতু আমি প্রথমবার ইয়ামামোতার বাড়িতে গিয়েছিলাম, তাই সেখানে খালি হাতে যেতে অস্বস্তি বোধ করছিলাম তাই আমি একটি উপহার কেনার সিদ্ধান্ত নিলাম। আমি ইয়ামামোতাকে একথা বলেছিলাম, তিনি বললেন যে একটু এগিয়ে শিক্ষকদের জন্য একটি দোকান রয়েছে, যেখানে কেউ কম দামে জিনিসপত্র কিনতে পারে। আবারও, আমি আমার আবেগ ধরে রাখতে পারিনি:
- সুযোগ-সুবিধা শুধুমাত্র শিক্ষকদের দেওয়া হয়? আমি জিজ্ঞাসা করলাম .
ইয়ামামোতা বললেন:
- জাপানে শিক্ষকতা সবচেয়ে সম্মানিত পেশা এবং শিক্ষক সবচেয়ে সম্মানিত ব্যক্তি। জাপানি উদ্যোক্তারা খুব খুশি হয় যখন শিক্ষকরা তাদের দোকানে আসেন, তারা এটাকে সম্মানজনক বলে মনে করেন।
***
⭕জাপানে থাকার সময়, আমি একাধিকবার শিক্ষকদের প্রতি জাপানিদের পরম শ্রদ্ধা লক্ষ্য করেছি। মেট্রোতে তাঁদের জন্য বিশেষ আসন বরাদ্দ রয়েছে, তাঁদের জন্য বিশেষ দোকান রয়েছে, সেখানে শিক্ষকরা যে কোনও ধরণের পরিবহনের জন্য টিকিটের জন্য লাইনে দাঁড়ান না। এই কারণেই জাপানি শিক্ষকদের শিক্ষক দিবস বলে একটি বিশেষ দিনের প্রয়োজন হয় না, যখন তাঁদের জীবনের প্রতিটি দিন সম্মান প্রদর্শন করে উদযাপন করা হয়।

এই গল্পটি সবার মাঝে ছড়িয়ে দিন।বিশ্বের সবাই আমার শিক্ষক, আমি আপনার নামে প্রণাম করি।
*রুস্তম বিসেনভ*

হরিনাকুণ্ডুর বরেণ্য সন্তান বিশ্বখ্যাত ভেটেরিনারী সার্জন প্রফেসর ড.রফিকুল আলমকে বন্য হাতীর স্যালুট প্রদান                ...
05/09/2025

হরিনাকুণ্ডুর বরেণ্য সন্তান বিশ্বখ্যাত ভেটেরিনারী সার্জন প্রফেসর ড.রফিকুল আলমকে বন্য হাতীর স্যালুট প্রদান
=======================================
হরিনাকুণ্ডুর বরেণ্য সন্তান প্রফেসর ড. রফিকুল আলমের ভেটেরিনারী সার্জন হিসেবে রয়েছে বিশ্ব জোড়া খ্যাতি। দেশ বিদেশের বিভিন্ন সাফারি পার্কসহ চিড়িখানাগুলিতে গুরুতর ভাবে অসুস্থ্য/ আহত বাঘ, সিংহ, হাতি, হরিণ, জেব্রাসহ হিংস্র বন্যপ্রানীর অভয় অরণ্যে জীবনের ঝুকি নিয়ে প্রবেশ করে এসকল প্রানীদের জীবন রক্ষার্থে সার্জারির মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করে দুনিয়া ব্যাপি ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি।বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ -এ ভেটেরিনারী সার্জারি, সার্জারি এন্ড অবস্টেট্রিক্স বিভাগের প্রফেসর এবং পরিচালক, ভেটেরিনারী টিচিং হাসপাতাল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-এ অত্যন্ত সুনাম, সততা এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। ।

প্রায় বছর দশক পূর্বে গুলিবিদ্ধ হয়ে মারাত্বক ভাবে আহত একটি হাতিকে সাফারি পার্কে নিয়ে আসা হয়। গুরুতর আহত হাতিটির সুচিকিৎসার জন্য খোঁজ শুরু হয় একজন বিশেষজ্ঞ সার্জনের । অবশেষে সাফারি পার্ক কর্তৃপক্ষ প্রফেসর ড. রফিকুল আলমকে হাতিটি চিকিৎসার জন্য বিনীত অনুরোধ করেন। আহত হাতিটির প্রান রক্ষার তাগিদে চিকিৎসা করতে সম্মতি প্রকাশ করেন তিনি। স্থলভাগের সব থেকে শক্তিশালী প্রানিটিকে টানা কয়েক ঘণ্টার সফল অপারেশনের সময় হাতিটির দুচোখ বেয়ে অঝরে পানি ঝরতে থাকে। অপারেশনের অল্প কিছু দিনের ব্যবধানে শক্তিশালী প্রানিটি দ্রুত আরোগ্য লাভ করে। এ ঘটনার
বছর দেড়েক পর উক্ত সাফারি পার্কে গমন করেন প্রফেসর ড. রফিকুল আলম। নিজ গাড়িতে করে পার্কের মধ্যে চলন্ত অবস্থায় হঠাৎ একটি হাতির কবলে পড়ে প্রফেসর ডা রফিকের গাড়ি। হাতিটি গাড়ির গতি রোধ করে দাঁড়ালে হতচকিয়ে হয়ে পড়েন প্রফেসর ড. রফিক। কিন্তু হাতিটি উগ্রতা প্রদর্শনের পরিবর্তে পা দিয়ে স্যালুট এবং শুড় দিয়ে বিনয়ী সালাম প্রদর্শনের মাধ্যমে এক বিরল দৃষ্টান্ত উপস্থাপন করে তাক লাগিয়ে দেয়। প্রফেসর ড. রফিক ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে পড়েন। পরে হাতিটির পরিচর্যাকারী কেয়ারটেকার ঘটনা স্থলে উপস্থিত হয়ে প্রফেসর ড. রফিক কে বলেন, স্যার এই হাতিটি গুরুতর আহত অবস্থায় আপনি চিকিৎসা সেবা দিয়ে তাকে সুস্থ্য করে তুলেছিলেন। সেই সেবার কথা স্মরণ করে হাতিটি আপনাকে দেখে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য সালাম প্রদর্শন করছে। কোরিয়াতে একটি গরুর ওপেন হার্ট সার্জারীর বিষয়টি বিশ্ব গনমাধ্যমে ব্যাপকভাবে সাড়াঁ ফেলেছিল। আমাদের বরেণ্য সন্তানের উত্তরোত্তর অধিকতর সাফল্য কামনা করছি।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এমএ মজিদ এর সৌজন্য এক বৈকালিক আড্ডায় মানবতার মহান শিল...
21/08/2025

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এমএ মজিদ এর সৌজন্য এক বৈকালিক আড্ডায় মানবতার মহান শিল্পী শিক্ষকবৃন্দের একাংশ।

হরিনাকুণ্ডুর কামারখালিতে মাস্টার হাবিবুর রহমানের এবং শ্রীপুরে মাস্টার শাহাবুদ্দীনের জানাজা বেলা চারটায় সম্পন্ন।
16/08/2025

হরিনাকুণ্ডুর কামারখালিতে মাস্টার হাবিবুর রহমানের এবং শ্রীপুরে মাস্টার শাহাবুদ্দীনের জানাজা বেলা চারটায় সম্পন্ন।

08/08/2025

হরিনাকুণ্ডুর পল্লী জনপদ নারায়নকান্দি বিশ্বাসপাড়ায় গড়ে উঠেছে অনন্য সুন্দর একটি মসজিদ। তার পাশেই মাথা উচু করে দাঁড়িয়ে আছে উপজেলার সব থেকে ঐতিহ্যবাহী ঈদগাহ।

ভিন্নতা আমাদের সৌন্দর্যএকতা আমাদের শক্তি।Kalarab X Saimum
07/08/2025

ভিন্নতা আমাদের সৌন্দর্য
একতা আমাদের শক্তি।
Kalarab X Saimum

06/08/2025

আলহামদুলিল্লাহ। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান নিজ ক্যাবিনের আশেপাশে নিজে নিজে হাটাহাটি করলেন।

একজন কিংবদন্তি কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবির মহোদয়কে প্রাণঢালা অভিনন্দন।
03/08/2025

একজন কিংবদন্তি কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা.
জাহাঙ্গীর কবির মহোদয়কে প্রাণঢালা অভিনন্দন।

চলতি পথে দেশের প্রথম রাজধানীর দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়নের রায়সার বিলে মৎস্যজীবী নেতৃবৃন্দে- র সাথে সাবেক উপজেলা...
03/08/2025

চলতি পথে দেশের প্রথম রাজধানীর দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়নের রায়সার বিলে মৎস্যজীবী নেতৃবৃন্দে- র সাথে সাবেক উপজেলা মৎস্য অফিসার জনাব আইয়ুব আলীসহ।

Address

680-01, Lalon Shah Sarok
Jhenida
7300

Telephone

+8801715468571

Website

Alerts

Be the first to know and let us send you an email when হরিণাকুণ্ডুর খোঁজ-খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হরিণাকুণ্ডুর খোঁজ-খবর:

Share