
15/07/2025
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ- ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ঝিনাইদহ জেলা আমীর বিশিষ্ট শিক্ষাবীদ অধ্যাপক আলী আজম মোঃ আবু বকর হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে নির্বাচনী গন সংযোগ করেন। এ সময় তার সাথে ছিলেন,জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আলীম, জেলা সহকারি সেক্রেটারিদ্বয় মাওঃ তাজুল ইসলাম ও কাজী সগীর আহমেদ, উপজেলা আমীর বাবুল হোসেন, সেক্রেটারি ইদ্রিস আলী, পৌর আমীর শফি উদ্দীন, সাবেক উপজেল চেয়ারম্যান জামায়াত নেতা মোতাহার হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ। গনসংযোগ কালে অধ্যাপক আলী আজম মোঃ আবু বকর উপজেলা নির্বাহী অফিসার জনাব বিএম তারিক- উজ- জামান, থানা অফিসার ইনচার্জ জনাব শহিদুল ইসলাম হাওলাদার,উপজেলা নির্বাচন কর্মকর্তা বাবু পলাশ কুমার দাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বাবু উজ্জ্বল কুণ্ডু,পৌরসভার প্রকৌশলী জনাব আকতারুজ্জা- মান প্রমুখের সাথে সৌজন্য সাক্ষাৎ কালে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করণে সহযোগিতা কামনা করেন। সরকারি দপ্তর প্রধানগন জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় তাদের উপর ইসি কর্তৃক প্রদত্ত দায়িত্ব সততা, নিষ্ঠা এবং নিরপেক্ষতার সাথে পালনের ব্যাপারে আশ্বস্ত করেন। উপজেলা জামে মসজিদে জহর নামাজ বাদ এবং কুলবাড়িয়া বাজার জামে মসজিদে আসর নামাজ বাদ মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন। এছাড়া বাদ আছর কুলবাড়িয়ার বর্ষিয়ান ব্যক্তিত্ব মরহুম হাজী মনির উদ্দীনের নামাজে জানাজায় শরীক হন। পড়ন্ত বেলায় পৌরসভার ফলসী মিলন বাজার এবং সিঙ্গায় গনসংযোগের মাধ্যমে কর্মব্যস্ত দিনের সমাপ্তি টানেন।