হরিণাকুণ্ডুর খোঁজ-খবর

  • Home
  • হরিণাকুণ্ডুর খোঁজ-খবর

হরিণাকুণ্ডুর খোঁজ-খবর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from হরিণাকুণ্ডুর খোঁজ-খবর, News & Media Website, .

হরিণাকুণ্ডু উপজেলা / Harinakunda Upazila,Jhenidah.

২২৭.১৯ বর্গ কি: মি: আয়তন বিশিষ্ট হরিণাকুন্ডু উপজেলা উত্তরে কুষ্টিয়া সদর উপজেলা, দক্ষিণে ঝিনাইদহ সদর উপজেলা, পূর্বে শৈলকুপা উপজেলা এবং পশ্চিমে আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা সদর উপজেলা দ্বারা বেষ্টিত। উলেস্নখযোগ্য বাওড়ের মধ্যে রয়েছে নারায়ণকান্দি, কাপাসহাঠিয়া এবং চাঁদপুর।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ- ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ঝিনাইদহ জেলা আমীর বিশিষ্ট...
15/07/2025

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ- ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ঝিনাইদহ জেলা আমীর বিশিষ্ট শিক্ষাবীদ অধ্যাপক আলী আজম মোঃ আবু বকর হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে নির্বাচনী গন সংযোগ করেন। এ সময় তার সাথে ছিলেন,জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আলীম, জেলা সহকারি সেক্রেটারিদ্বয় মাওঃ তাজুল ইসলাম ও কাজী সগীর আহমেদ, উপজেলা আমীর বাবুল হোসেন, সেক্রেটারি ইদ্রিস আলী, পৌর আমীর শফি উদ্দীন, সাবেক উপজেল চেয়ারম্যান জামায়াত নেতা মোতাহার হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ। গনসংযোগ কালে অধ্যাপক আলী আজম মোঃ আবু বকর উপজেলা নির্বাহী অফিসার জনাব বিএম তারিক- উজ- জামান, থানা অফিসার ইনচার্জ জনাব শহিদুল ইসলাম হাওলাদার,উপজেলা নির্বাচন কর্মকর্তা বাবু পলাশ কুমার দাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বাবু উজ্জ্বল কুণ্ডু,পৌরসভার প্রকৌশলী জনাব আকতারুজ্জা- মান প্রমুখের সাথে সৌজন্য সাক্ষাৎ কালে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করণে সহযোগিতা কামনা করেন। সরকারি দপ্তর প্রধানগন জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় তাদের উপর ইসি কর্তৃক প্রদত্ত দায়িত্ব সততা, নিষ্ঠা এবং নিরপেক্ষতার সাথে পালনের ব্যাপারে আশ্বস্ত করেন। উপজেলা জামে মসজিদে জহর নামাজ বাদ এবং কুলবাড়িয়া বাজার জামে মসজিদে আসর নামাজ বাদ মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন। এছাড়া বাদ আছর কুলবাড়িয়ার বর্ষিয়ান ব্যক্তিত্ব মরহুম হাজী মনির উদ্দীনের নামাজে জানাজায় শরীক হন। পড়ন্ত বেলায় পৌরসভার ফলসী মিলন বাজার এবং সিঙ্গায় গনসংযোগের মাধ্যমে কর্মব্যস্ত দিনের সমাপ্তি টানেন।

খালিদ হাসান কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নিতে যাচ্ছেন ************************************...
02/07/2025

খালিদ হাসান কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে
ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নিতে যাচ্ছেন
*******************************************
হরিনাকুণ্ডুর বরেণ্য সন্তান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ
সরকারের সিনিয়র সহকারি সচিব জনাব খালিদ হাসান
শতভাগ কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডের খ্যাতি- মান ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে এমএস ডিগ্রি লাভের জন্য
চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যা- লয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জণকারী খালিদ ৩৫তম বিসিএস কৃষি ক্যাডারে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তী বিসিএস এডমিন ক্যাডারে উত্তীর্ণ হয়ে নাটোর কালেক্টরেটে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগাদান করেন। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সহকারি কমিশনার
( ভূমি) হিসেবে তিনি সুনাম, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন শেষে বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারি সচিব পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। হরিনাকুণ্ডু উপজেলার কাশিয়াডাঙ্গার সাবেক মৎস্য কর্মকর্তা জনাব আইয়ুব আলীর প্রথমপুত্র সে। তার সহধর্মিণী ডালিয়া ফেরদৌস চিকিৎসা ক্যাডারে কর্মরত এবং শ্বশুর অধ্যাপক ড. এমএ লতিফ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মাননীয় ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন। খালিদ হাসান প্রজাতন্ত্রের একজন দেশপ্রেমিক সেবক হিসেবে তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনের জন্য সকলের দোয়া কামনা করেন।

যে অতীত প্রেরণার- যে স্মৃতি মধুময়
01/07/2025

যে অতীত প্রেরণার- যে স্মৃতি মধুময়

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় হরিনাকুণ্ডুর মনির খান দেশসেরা মেধাবীদের তালিকায় ৩য় স্থান দখল************************************...
28/06/2025

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় হরিনাকুণ্ডুর মনির খান
দেশসেরা মেধাবীদের তালিকায় ৩য় স্থান দখল
*****************************************
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে জাতীয় মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করার গৌরব অর্জণ করেছেন ঝিনাইদহের হরিনাকুণ্ডুর কৃতি সন্তান মনির খান। সহকারী শিক্ষক (বাংলা) পদে অংশ নিয়ে তিনি এই গৌরবময় সাফল্য অর্জন করেন।

মনির খান ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের জনাব সাইফুল ইসলামের (চন্টু) সন্তান । ছোটবেলা থেকেই তিনি একজন মেধাবী ও অধ্যবসায়ী শিক্ষার্থী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

শিক্ষাজীবনে একের পর এক সাফল্যের ধারাবাহিকতায় মনির খান ২০১৫ সালে ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং ২০১৭ সালে মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর তিনি ২০১৭-১৮ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি কেশবচন্দ্র কলেজ (কেসি কলেজ), ঝিনাইদহ'র বাংলা বিভাগে ভর্তি হয়ে সাফল্যের সাথে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।

চরম প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় দেশজুড়ে লক্ষাধিক পরীক্ষার্থীর মধ্যে মনির খানের এই অর্জন প্রমাণ করে সঠিক প্রস্তুতি, দৃঢ় ইচ্ছাশক্তি ও অধ্যবসয় থাকলে যেকোনো সফলতা অর্জন সম্ভব।

তার এই অসাধারণ কৃতিত্বে পরিবার, শিক্ষক, বন্ধুমহলসহ সমগ্র জেলাবাসী গর্বিত। অনেকে সচেতন নাগরিকের অভিমত, মনির খানের মতো তরুণরা প্রমাণ করে দিচ্ছে—বাংলাদেশের প্রতিটি গ্রাম থেকেই উঠে আসতে পারে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠত্ব অর্জনকারী উদ্দমী ব্যক্তি।
মনির খানের এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার আলোর দিশারি হয়ে থাকবে।

সড়ক দূর্ঘটনায় আহত শাহাদত মল্লিকের দ্রুতসুস্থ্যতার জ্ন্য স্বজনদের নিকট দোয়ার আবেদন
22/06/2025

সড়ক দূর্ঘটনায় আহত শাহাদত মল্লিকের দ্রুত
সুস্থ্যতার জ্ন্য স্বজনদের নিকট দোয়ার আবেদন

14/06/2025
হরিনাকুণ্ডু উন্নয়ন ফোরামের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়াম মরহুম অধ্যাপক ড. জিল্লুর রহমানের জীবনও কর্ম শীর্ষক আলোচনাসভা ও দ...
10/06/2025

হরিনাকুণ্ডু উন্নয়ন ফোরামের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়াম মরহুম অধ্যাপক ড. জিল্লুর রহমানের জীবন
ও কর্ম শীর্ষক আলোচনাসভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত।

হরিনাকুণ্ডুর মাটি ও মানুষের স্বজন অধ্যাপক ড. জিল্লুর রহমান আমাদের ছেড়ে চলে গেলেন****************************************...
03/06/2025

হরিনাকুণ্ডুর মাটি ও মানুষের স্বজন অধ্যাপক
ড. জিল্লুর রহমান আমাদের ছেড়ে চলে গেলেন
******************************************
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইরজিয়ি' ইলা রব্বিকি রদিয়াতাম মারদিয়্যাহ, ফাদখুলি ফিল ই'বাদি ওয়াদখুলি ফিল জান্নাতি"-(আল কুরআন)।

হরিনাকুণ্ডুর খাঁটি একজন মানবতাবাদী ব্যক্তিত্ব পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাষা ও যোগাযোগ বিভাগের চেয়ারম্যান, ছাত্র উপদেষ্টা ও রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্য অধ্যাপক ড. জিল্লুর রহমান আজ ভোর পাঁচটায় দুনিয়াবি সফর সমাপ্ত করে মহান রবের ডাকে
সাঁড়া দিয়ে আখেরী সফরে গমন করেছেন। বেলা এগারোটায় ধানমন্ডি ইদগাহ ময়দানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। গ্রামের বাড়ি হরিনাকুণ্ডু উপজেলার ভায়না গ্রামে বাদ আছর জানাজা অনুষ্ঠিত হওয়ার একটি সাম্ভব্য সময় বলা হয়েছে। আমাদের প্রিয় স্বজনকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। তার শোক
সন্তপ্ত পরিবারকে আল্লাহ ধৈর্যধারনের তৌফিক দান করুন।

মধ্যরাতে অধ্যাপক জিল্লুর রহমানকে    লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে*********************-**-*********মধ্যরাতে আমাদের প্রিয় ভাই...
01/06/2025

মধ্যরাতে অধ্যাপক জিল্লুর রহমানকে
লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে
*********************-**-*********
মধ্যরাতে আমাদের প্রিয় ভাইকে তওবাহ পড়িয়ে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে- চিকিৎসা বিজ্ঞানের সকল
প্রচেষ্টার শেষ প্রান্তে-জীবন এবং মৃত্যুর মহান হাকিকী মালিক আল্লহ সুবহানাহু ওয়াতাআ'লার জিম্মায় তাকে সমার্পণ করা হয়ছে - রাব্বি করিম তুমি তোমার প্রিয় গোলামকে ক্ষমা করে তার উপর তুমি খুশি থেকো।
''হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির"।

হরিণাকুণ্ডুর বরেণ্য সন্তান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ স্যার যশ...
29/05/2025

হরিণাকুণ্ডুর বরেণ্য সন্তান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ
আব্দুল মজিদ স্যার যশোর টিচার্স কলেজে একটি
প্রশিক্ষণে হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের
প্রধান শিক্ষকদের আগমন উপলক্ষে প্রাণের টানে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। এ সময় হরিণাকুন্ডুর আরেক কৃতি সন্তান যশোর জেলা শিক্ষা অফিসার জনাব মাহফুজ রহমানও উপস্থিত ছিলেন।

পবিত্র কাবা শরীফের যে ইমামের হৃদয়স্পর্শী কুরআন তেলাওয়াত সমবেত মুসল্লীদের বিমোহিত করে তোলে।
23/05/2025

পবিত্র কাবা শরীফের যে ইমামের হৃদয়স্পর্শী কুরআন তেলাওয়াত সমবেত মুসল্লীদের বিমোহিত করে তোলে।

সহায়তার আবেদন | Save Professor Dr. Zillur Rahmanঝিনাইদহের হরিণাকুন্ডুর গর্বিত সন্তান, নীতিবান শিক্ষক পটুয়াখালী বিজ্ঞান ও...
30/04/2025

সহায়তার আবেদন | Save Professor Dr. Zillur Rahman

ঝিনাইদহের হরিণাকুন্ডুর গর্বিত সন্তান, নীতিবান শিক্ষক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ছাত্র উপদেষ্টা প্রফেসর ডঃ জিল্লুর রহমান বর্তমানে ফুসফুস ক্যান্সারসহ একাধিক জটিল রোগে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন।

এই দুরারোগ্য চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। মহৎ মানুষটির চিকিৎসায় প্রয়োজন বিপুল অর্থ, যা আমরা তার ছাত্র, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে সংগ্রহের চেষ্টা করছি।
আপনার সহযোগিতা ও দোয়া এই সংগ্রামে হতে পারে সবচেয়ে বড় শক্তি।

আর্থিক সহায়তা পাঠানোর ঠিকানা:

ব্যাংক তথ্য:
Account Name: Md Abdul Hai and Others
Account Number: 20502130203110018
Branch: Head Office Complex Corporate Branch
Bank: Islami Bank Bangladesh PLC

Dedicated Nagod A/C:*
01730790927
Follow these two please

আপনার একটি শেয়ারই পারে আরও অনেক সাহায্য এনে দিতে। দয়া করে শেয়ার করুন এবং অন্তর থেকে দোয়া করুন।

Address


Telephone

+8801715468571

Website

Alerts

Be the first to know and let us send you an email when হরিণাকুণ্ডুর খোঁজ-খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হরিণাকুণ্ডুর খোঁজ-খবর:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share