Jhenaidah Friend

Jhenaidah Friend সব ধরনের ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন
(1)

শীতের আগমনী শুভেচ্ছাশুভ সকাল  বন্ধুরা
03/11/2025

শীতের আগমনী শুভেচ্ছা
শুভ সকাল বন্ধুরা

ঝিনাইদহে পাগলা কুকুরের কামড়ে ২০ জন আহত #ঝিনাইদহসদরউপজেলা    #সিভিলসার্জন
02/11/2025

ঝিনাইদহে পাগলা কুকুরের কামড়ে ২০ জন আহত
#ঝিনাইদহসদরউপজেলা #সিভিলসার্জন

02/11/2025

একটা প্রেমের গান লিখেছি

#প্রেম #গান
゚viralシ

পরকীয়ার জেরে কৃষক ইসহাক হত্যা,১৬ ঘণ্টার মধ্যেই মূল আসামি গ্রেফতারঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্...
01/11/2025

পরকীয়ার জেরে কৃষক ইসহাক হত্যা,১৬ ঘণ্টার মধ্যেই মূল আসামি গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামে কৃষক ইসহাক আলী (৭০) হত্যা মামলার মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মাঠ থেকে হাত-পা ও গলায় দড়ি বাঁধা অবস্থায় ইসহাক আলীর লাশ উদ্ধার করা হয়।

ঘটনার ১৬ ঘণ্টার মধ্যেই মামলার মূল আসামি রওশন আলীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেফতারকৃত রওশন আলী সদর উপজেলার নওন তাঁরা ও হরিণাকুন্ডু উপজেলার হিঙ্গারপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনিসুর রহমান জানান, নিহতের ভাই মিক্কাস আলী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা সূত্রে মূল আসামিকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রওশন আলী হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তদন্তে জানা গেছে, নিহত ইসহাক আলীর ছেলে মিলনের স্ত্রীর সঙ্গে রওশন আলীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে ইসহাক আলী বাধা দিলে, ওই সম্পর্ক গোপন রাখতে তাকে হত্যা করা হয় বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিসুর রহমান বলেন, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে ধারণা পাওয়া গেছে। বিস্তারিত তদন্ত শেষে পুরো ঘটনা পরিষ্কার হবে।

এদিকে শুক্রবার সকালে নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে স*ড়*ক দু*র্ঘ/টনায় গু/রু*তর আ*হ*ত হয়ে এই ভাইটি ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি অ*জ্ঞা*ত পরিচয...
01/11/2025

ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে স*ড়*ক

দু*র্ঘ/টনায় গু/রু*তর আ*হ*ত হয়ে এই ভাইটি ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি অ*জ্ঞা*ত পরিচয় পেতে সহযোগিতা

01/11/2025

আমি যে মলাম 😜
কপাল এ আছে ঘী ঠক ঠকায়ে হবে কি খাতি চালাম ফুচকা কিন্তু তা আর হলো না।

সবুজ আহম্মেদ Monirul Islam Opu

রবি খুব দারুন এক ফিচার আনছেআশা করি এখন থেকে রবি/এয়ারটেল যেকোনো জায়গা থেকে মালিকানা পরিবর্তন করা যাবে ,2 জন কে একই সময়...
31/10/2025

রবি খুব দারুন এক ফিচার আনছে
আশা করি এখন থেকে রবি/এয়ারটেল যেকোনো জায়গা থেকে মালিকানা পরিবর্তন করা যাবে ,2 জন কে একই সময় একই জায়গায় থাকা লাগবে না , এক প্রান্তে ফিঙ্গারপ্রিন্ট দিলে 5 মিনিট এর ভিতর অন্য প্রান্তে অন্য জন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মালিকানা পরিবর্তন করতে পারবে ,আশা করি বাকি সব অপারেটর গুলোও একই ব্যবস্থা চালু করবে ❤️❤️

পটুয়াখালীতে শিং খুচে ধ'র্ষ'ণ করতে গিয়ে কিশোরীর বাবাকে খু/ন😭😭গভীর রাত,পরিবারের ৪ সদস্য সবাই গভীর ঘুমে মগ্ন। হঠাৎ বিবাহ উপ...
31/10/2025

পটুয়াখালীতে শিং খুচে ধ'র্ষ'ণ করতে গিয়ে কিশোরীর বাবাকে খু/ন😭😭
গভীর রাত,পরিবারের ৪ সদস্য সবাই গভীর ঘুমে মগ্ন। হঠাৎ বিবাহ উপযুক্ত মেয়ের চিৎকার এ ঘুম ভাঙলো বাবার, দৌড়ে গিয়ে মেয়ের রুমে দুইজন লোককে দেখতে পেলো একজনকে ধরতে গেলে, চোর ছু'ড়ি দিয়ে এলাপাথারি কো'প দেয় মারাত্মক জ'খম হয়ে হসপিটালে নেয়ার পর লোকটা মারা যায়।
যানা যায় মাটির ঘরে শিং খুচে ঘুমন্ত ওই কিশোরীর পা ধরে টান দেয় এতে মেয়েটা চিৎকার দেয়, চোরকে ধরতে গিয়ে দিতে হলো তার বাবার জীবন। কিন্তু চোর তো আর ধরতে পারলো না পালিয়ে গিছে 😭

চোরকে ধরিয়ে দিন,গত ১৯/১০/২৫ তারিখে আমার বাসা থেকে এরা আমার পালসার ডাবল ডিস্ক মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে।যদি কেউ ধরিয়ে...
31/10/2025

চোরকে ধরিয়ে দিন,গত ১৯/১০/২৫ তারিখে আমার বাসা থেকে এরা আমার পালসার ডাবল ডিস্ক মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে।যদি কেউ ধরিয়ে দিতে পারে তাহলে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরুষ্কার।
যোগাযোগ-(০১৯৮১-৪২০৪২০)
বিঃদ্রঃ ওরা এপাসিতে এসে পালসার নিয়ে গেছে

Habibul Bashar Md Habibul Bashar

ঝিনাইদহ সদর উপ‌জেলার হলিধানি ইউনিয়ন এর অন্তর্ভূক্ত রাজনগর কুঠিবাড়ি দুইটা বাচ্চা পানিতে ডুবে মারা গেছে। একটি সোহেল মীরে...
30/10/2025

ঝিনাইদহ সদর উপ‌জেলার হলিধানি ইউনিয়ন এর অন্তর্ভূক্ত রাজনগর কুঠিবাড়ি দুইটা বাচ্চা পানিতে ডুবে মারা গেছে। একটি সোহেল মীরের ছেলে। অপরটি তারা মিয়ার মেয়ে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ তুমি তাদের পিতা মাতাকে ধৈর্য‌্য ধারণ করার তৌফিক দান করো। (আমিন)©

ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের রা'ঙি'য়ার পোতা মাঠ থেকে কৃ ষ কের লা//শ উদ্ধারঝিনাইদহে মাঠ থেকে কৃষকের পা ও গলা বাঁ...
30/10/2025

ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের রা'ঙি'য়ার পোতা মাঠ থেকে কৃ ষ কের লা//শ উদ্ধার

ঝিনাইদহে মাঠ থেকে কৃষকের পা ও গলা বাঁধা লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামে ইসাহাক আলী (৭০) নামে এক কৃষককে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে গ্রামের মাঠের ধানক্ষেত থেকে তার হাত-পা ও গলায় দড়ি বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইসাহাক আলী রাঙ্গিয়ার পোতা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, সকালে বাড়ির পাশে ঠাকুর খাল নামক স্থানে একটি ধানক্ষেতে ইসাহাক আলীর লাশ পড়ে থাকতে দেখে কৃষকরা। পরে তারা পুলিশে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। সকাল ১০টা পর্যন্ত মরদেহ ঘটনাস্থলে ছিল।

প্রতিবেশী আব্দুল হাকিম বলেন, ইসাহাক আলী ছিলেন নিরীহ প্রকৃতির মানুষ। প্রায় ১৫ বছর আগে তার স্ত্রী মারা গেলে তিনি আর বিয়ে করেননি। তিনি দাবি করেন, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করা হোক।

ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিছুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পা বেঁধে গলায় ফাঁস দিয়ে ইসাহাক আলীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘাতকদের শনাক্তে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ঝিনাইদহ সদর থানা পুলিশ ও সিআইডি ঘটনাস্থলে পৌঁছেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, জমিজমা নিয়ে দুই সন্তানের মধ্যে বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া মাঠের ভেতরে ফাঁকা বাড়িতে পুত্রবধূসহ বসবাস করতেন ইসাহাক আলী। পরকীয়া বা অন্য কোনো পারিবারিক কারণেও হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তদন্ত করছে পুলিশ।

30/10/2025

সে আমার সাথে চলে কখোন ও কথা ও বলে।

゚ ゚viralシ

Address

Jhenida
7300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jhenaidah Friend posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category