
07/10/2025
ঝিনাইদহে নামাজের সময় ভাড়ায় যেতে অস্বীকার করায় বাবা-ছেলেকে কুপিয়ে জখম
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ভাড়ায় যেতে রাজি না হওয়ায় ঝিনাইদহের গোয়ালপাড়া বাজারে পিতা জাহাঙ্গীর (৫৫) ও পুত্র ইজাজুল (২৫) কে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে এক বখাটে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৮টার দিকে। আহতদের বাড়ি একই উপজেলার বাজিতপুর গ্রামে।
প্রত্যাক্ষদর্শী আইয়ুব হোসেন মেম্বর জানান, ঘোড়ামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে শিমুল গোয়ালপাড়া মঙ্গলবার সন্ধ্যা রাতে গোয়ালপাড়া বাজারে এসে ভ্যানযোগে অন্যত্র যেতে চান। ভ্যানচালক জাহাঙ্গীর ক্লান্ত থাকায় ও নামাজের জন্য তৈরি হবে বলে ভাড়ায় যেতে অস্বীকার করেন।
এ সময় কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসী শিমুল ভ্যানচালকের উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে বসে। চোখের সামনে পিতাকে কুপিয়ে জখম করার দৃশ্য দেখে পাশেই চানাচুর বিক্রিরত ছেলে ইজাজুল এগিয়ে আসে এবং পিতাকে রক্ষার চেষ্টা করে।
এ সময় সন্ত্রাসী শিমুল ইজাজুলকেও এলোপাথাড়ী কুপিয়ে যখম করে। শত শত মানুষের সামনে নিরীহ পিতা-পুত্রকে কুপিয়ে যখম করলেও গোয়ালপাড়া বাজারের কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়।
সদর হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক ডাঃ সুমন বড়ুয়া জানান, পিতা-পুত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। ক্ষত দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এদের মধ্যে একজন আশংকাজনক বলে তিনি জানান।
ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশ) শামসুজ্জোহা জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌচেছেন এবং অভিযুক্ত শিমুলকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।