Jhenaidah Friend

Jhenaidah Friend সব ধরনের ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন
(1)

ঝিনাইদহে নামাজের সময় ভাড়ায় যেতে অস্বীকার করায় বাবা-ছেলেকে কুপিয়ে জখমস্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃভাড়ায় যেতে রাজি না হওয়ায় ঝিন...
07/10/2025

ঝিনাইদহে নামাজের সময় ভাড়ায় যেতে অস্বীকার করায় বাবা-ছেলেকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ভাড়ায় যেতে রাজি না হওয়ায় ঝিনাইদহের গোয়ালপাড়া বাজারে পিতা জাহাঙ্গীর (৫৫) ও পুত্র ইজাজুল (২৫) কে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে এক বখাটে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৮টার দিকে। আহতদের বাড়ি একই উপজেলার বাজিতপুর গ্রামে।
প্রত্যাক্ষদর্শী আইয়ুব হোসেন মেম্বর জানান, ঘোড়ামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে শিমুল গোয়ালপাড়া মঙ্গলবার সন্ধ্যা রাতে গোয়ালপাড়া বাজারে এসে ভ্যানযোগে অন্যত্র যেতে চান। ভ্যানচালক জাহাঙ্গীর ক্লান্ত থাকায় ও নামাজের জন্য তৈরি হবে বলে ভাড়ায় যেতে অস্বীকার করেন।

এ সময় কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসী শিমুল ভ্যানচালকের উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে বসে। চোখের সামনে পিতাকে কুপিয়ে জখম করার দৃশ্য দেখে পাশেই চানাচুর বিক্রিরত ছেলে ইজাজুল এগিয়ে আসে এবং পিতাকে রক্ষার চেষ্টা করে।

এ সময় সন্ত্রাসী শিমুল ইজাজুলকেও এলোপাথাড়ী কুপিয়ে যখম করে। শত শত মানুষের সামনে নিরীহ পিতা-পুত্রকে কুপিয়ে যখম করলেও গোয়ালপাড়া বাজারের কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়।

সদর হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক ডাঃ সুমন বড়ুয়া জানান, পিতা-পুত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। ক্ষত দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এদের মধ্যে একজন আশংকাজনক বলে তিনি জানান।

ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশ) শামসুজ্জোহা জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌচেছেন এবং অভিযুক্ত শিমুলকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

07/10/2025

প্রথমবারের মতো এলো ইউনিক সাইজ আর প্যাকের জা এন জি পেস্তা কুলফি। সবার নতুন love language.

#জাএনজি
#পুরাইCrazee

07/10/2025

জীবন একটি সার্কাস, যেখানে সবাই নিজের খেলা দেখাচ্ছে।






দুধের সাথে মেশানো হয় ঘুমের ঔষধ। লা শ গু ম করতে ঘরের মেঝে খুঁড়ে তৈরি করা হয় গর্ত। গর্ত ঢালাই দিতে  মজুদ করা হয় সিমেন্ট-বা...
07/10/2025

দুধের সাথে মেশানো হয় ঘুমের ঔষধ। লা শ গু ম করতে ঘরের মেঝে খুঁড়ে তৈরি করা হয় গর্ত। গর্ত ঢালাই দিতে মজুদ করা হয় সিমেন্ট-বালু।

হা, নিজের স্বামীকে মারতে এমনি মৃত্যুফাঁদ তৈরী করে ফরিদপুর এর লাবনী আক্তার।

স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জের ও স্বামীর টাকা আত্মসাৎ করতে এমন কৌশল অবলম্বন করেন লাবনী ও তার পরিবার।

ভুক্তভোগীর নাম ঠান্ডু বেপারী৷ তিনি ঢাকার একটি ওয়ার্কশপ ব্যবসা পরিচালনা করেন। ১১ লাখ টাকা স্ত্রী'র পরিবারকে ধার দিয়েছিলেন। ধারের টাকা চাওয়ার কারণেই তার সাথে এমনটা করা হয়।

শ্বশুর বাড়ি যাবার পর সন্ধ্যায় তার স্ত্রী কৌশলে দুধের সাথে ঘুমের ঔষধ খাইয়ে দেন। ঘুমিয়ে যাবার পর তাকে শোয়ার ঘর থেকে গর্তের ভিতরে নেয়ার সময়ে ঘুম ভেঙ্গে গেলে তার হাত-পা-গলা বেঁধে হ, ত্যা করার চেষ্টা করা হয়, তখন প্রতিবেশীরা এসে তাকে বাঁচায়। এরপর স্ত্রী-শ্বাশুড়ি সবাই পালিয়ে যায়।

বিঃদ্রঃ এই সমস্ত স্ত্রী ও শ্বাশুড়িদের কঠিন শাস্তির দাবী জানাই।

কালীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে পুলিশ পরিচয়ে ডাকাতি৩ ডাকাত সদস্য আটক।কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, বেজপাড়া গ্রামের ব...
06/10/2025

কালীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে পুলিশ পরিচয়ে ডাকাতি
৩ ডাকাত সদস্য আটক।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, বেজপাড়া গ্রামের বজলুল করিমের বাড়িতে পুলিশ পরিচয়ে ডাকাতি করতে আসে ডাকাত দলের ৮ সদস্য। সেসময় মাদকদ্রব্যের অভিযানের কথা বলে ৮ জনই বাড়িতে প্রবেশ করে। বাড়ির আলমারি ও শোকেজের ড্রয়ার ভেঙে ১৫/২০ ভরি স্বর্ণালংকার ও প্রায় ২০ হাজার টাকা নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। পরে ওই নারীর চিৎকারে গ্রামবাসীরা ছুটে এসে ডাকাত সদস্যদের আটকানোর চেষ্টা করে। গ্রামের বিভিন্ন স্থানে পালিয়ে থাকা অবস্থায় তিন সদস্যকে আটক করে গ্রামবাসী। পরে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়ে ডাকাত দলের তিন সদস্যকে থানায় নিয়ে যায়।

শুভ রাত্রিসকলের জন্য শুভ কামনা।
06/10/2025

শুভ রাত্রি
সকলের জন্য শুভ কামনা।

ঢাকা মেডিকেলের 'নন্দিনি সরকার' (তুলি)-এর মর্মান্তিক পরিণতি: ঝিনাইদহে মামাবাড়ি বেড়াতে এসে অতিরিক্ত মদ্যপানে স্তব্ধ পরিবার...
06/10/2025

ঢাকা মেডিকেলের 'নন্দিনি সরকার' (তুলি)-এর মর্মান্তিক পরিণতি: ঝিনাইদহে মামাবাড়ি বেড়াতে এসে অতিরিক্ত মদ্যপানে স্তব্ধ পরিবার!

ঝিনাইদহ (শৈলকুপা) প্রতিনিধি:
এক মর্মান্তিক ঘটনায় স্তব্ধ গোটা দেশ। অতিরিক্ত মদ্যপানে অকাল মৃত্যু হলো ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) এক অত্যন্ত মেধাবী ছাত্রী-র। নিহতের নাম তুলি (২৫), যিনি ব্যবহারকারী কর্তৃক নন্দিনি সরকার নামেও পরিচিত। তিনি মানিকগঞ্জ সদরের অনিল সরকারের মেয়ে এবং ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার এই করুণ পরিণতিতে শুধু পরিবারই নয়, হতবাক শিক্ষাঙ্গনও।

মামাবাড়িতে উৎসবের বদলে বিষাদ: যে রাতে সব শেষ!
জানা যায়, প্রতি বছরের মতো এবারও পূজার ছুটিতে শৈলকুপার ভান্ডারীপাড়া এলাকায় তার মামা বিজয় সরকারের বাড়িতে বেড়াতে এসেছিলেন তুলি। উৎসবের আমেজে থাকার কথা থাকলেও, পরিস্থিতি নেয় এক ভয়াবহ মোড়।

নিহতের কাকা গণেশ চন্দ্র সরকার জানান, পূজার দিন রাতে অতিরিক্ত মদ্যপানে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তুলি। দ্রুত তাকে শৈলকুপা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে রেফার্ড করা হয়।
কিন্তু শেষ রক্ষা হয়নি। পরিবারের সকল চেষ্টা ব্যর্থ করে গতকাল রাত সাড়ে ৩টার সময় মেডিকেল শিক্ষার্থী তুলি (নন্দিনি সরকার) মৃত্যুর কোলে ঢলে পড়েন।

🚨 মদ্যপানের 'নেশা' কেড়ে নিল স্বপ্নের জীবন!
ঢাকা মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী, যিনি দেশের সেরা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন, তাঁর এমন আকস্মিক মৃত্যুতে অনেকেই প্রশ্ন তুলছেন— মেধাবী এই ছাত্রীর জীবনে এমন অন্ধকার নেমে এলো কেন? কারা ছিল তার সাথে? পূজার মতো পারিবারিক অনুষ্ঠানে কীভাবে তিনি অতিরিক্ত মদ্যপানের শিকার হলেন?

এই ঘটনায় তুলির পরিবার গভীর শোক ও স্তম্ভিত অবস্থায় রয়েছে। একটি উজ্জ্বল ভবিষ্যতের সমাপ্তি ঘটল এক নিমিষেই। পুরো ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে এবং সামাজিক মাধ্যমে ইতোমধ্যে এটি ভাইরাল হয়ে উঠেছে। পুলিশ ঘটনাটির বিস্তারিত তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

নেটিজেনদের প্রশ্ন: তরুণ প্রজন্ম কি তাহলে ভুলের পথে যাচ্ছে? এমন একটি মেধাবী প্রাণ এভাবে ঝরে গেল, এর দায় কার?

06/10/2025

জ্যান্ত সা"প হাতে নিয়ে সা"পে কা'টা রোগী শৈলকু'পা হাসপাতালে!!
#সাপ #শৈলকূপা ゚viralシfypシ゚ #ঝিনাইদহ

06/10/2025

আপনার আমার সন্তানরা খেললে এই পিতাদের সন্তানেরা খাবার পাবে
#ঝিনাইদহ #খাবার #খেলনা #সন্তান ゚viralシfypシ゚

05/10/2025

এই ঝিনাইদহ এর কোন মেয়ের জন্য বিল্লাল ভাই মরতে যাচ্ছি লো😮🤣 মেনশন দিতে পারেন #ঝিনাইদহ

05/10/2025

পানি নিষ্কাশনের সঠিক কোন ব্যবস্থা নাই
#পানি #নিষ্কাশন #ঝিনাইদহ

05/10/2025

Address

Jhenida
7300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jhenaidah Friend posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category