গল্প কথন- Story Teller

গল্প কথন- Story Teller আসসালামু আলাইকুম ❤️
গল্প কথন- Story Teller - এ আপনাকে স্বাগতম।
I am fact and story teller about history, international ussues, science, biography etc.
(1)

দুই দিনের বৃষ্টি…দুই দিন ধরে টুপটাপ বৃষ্টি…রোমান্টিকতা আর বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে ভাবছি — বৃষ্টির আসল রঙটা আসলে কেমন?য...
09/07/2025

দুই দিনের বৃষ্টি…

দুই দিন ধরে টুপটাপ বৃষ্টি…
রোমান্টিকতা আর বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে ভাবছি — বৃষ্টির আসল রঙটা আসলে কেমন?
যেখানে প্রেমিকেরা হাত ধরে ভিজতে চায়, সেখানে কৃষকের মাটি নরম হয়ে ওঠে।
যেখানে খোলা ছাদের কার্নিশে বসে চা খাওয়ার গল্প শুরু হয়, সেখানে ভিজে যাওয়া খড়ের ছাউনি থেকে পানি গড়িয়ে পড়ে।

বৃষ্টি… কখনও কবিতার মতো, কখনও ভেজা মাটির গন্ধের মতো বাস্তব।
যাদের মনের আকাশে মেঘ জমে থাকে, তারা বৃষ্টিতে ভিজে হালকা হতে চায়।
আর যাদের ঘর কাঁচা, চাল ফাঁপা, শিউরে ওঠা ভেজা বিছানা — তাদের কাছে বৃষ্টি যেন কষ্টের মতো টুপটাপ ঝরে।

তবু বৃষ্টি সুন্দর।
কারণ রোদ-গরমের ক্লান্ত শহরটা যেমন জুড়িয়ে যায়, তেমনি মানুষের ভেতরকার কল্পনাগুলোও সজীব হয়ে ওঠে।
বৃষ্টি না হলে ফসল আসত না, রঙিন ছাতার নিচে মুখোমুখি হতো না কোনো প্রেমিক-প্রেমিকা, রাতের জানালার পাশে বসে লেখা হতো না কোনো নীলচে কবিতা।

তাই…
যতই ভিজুক শহর, জবুথবু হোক মাটি — তবু মনে মনে বলি…
বৃষ্টি থেমে যেও না এখনই। আমার ভিতরেও কিছু রোদ আর কষ্ট ধুয়ে যাক।

📌 তোমাদের কাছে বৃষ্টি কী? কবিতা, নাকি শুধু কাদা আর ভেজা রাস্তা?
কমেন্টে লিখে জানিও। 🌧️❤️

#বৃষ্টি #রোমান্টিকতা #বাস্তবতা #মন

😂রিলে সবাই ক্যান্ডি… বাস্তবে শুধু কুমড়ো!
09/07/2025

😂রিলে সবাই ক্যান্ডি… বাস্তবে শুধু কুমড়ো!

একটা কুমড়ো ফুলের সকাল…☺️☘️আজ ভোরবেলা উঠোনে গিয়ে দেখি, লতাপাতা পেরিয়ে ছোট্ট একটা কুমড়ো ফুল মুখ তুলে তাকিয়ে আছে।যেন সেও ...
09/07/2025

একটা কুমড়ো ফুলের সকাল…☺️☘️

আজ ভোরবেলা উঠোনে গিয়ে দেখি, লতাপাতা পেরিয়ে ছোট্ট একটা কুমড়ো ফুল মুখ তুলে তাকিয়ে আছে।
যেন সেও ঠিক তোমার মতো— নরম, লাজুক আর হলুদ রঙের হাসি নিয়ে নতুন সকালকে বরণ করে নিচ্ছে।

কুমড়ো ফুলটা যেন আস্তে করে বলল—
ভালো থাকো,,হাসিমুখে থাকো,,ঠিক যেমন আমার পাপড়িগুলো আজ সূর্যের আলোতে খিলখিল করছে।"

তোমাকেও তাই বলি,,
শুভ সকাল! 🌼
আজকের দিনটা হোক কুমড়ো ফুলের মতো নরম আর সুন্দর।

08/07/2025

জীবন সবসময় সুন্দর। হাসি- কান্না। দুঃখ-বেদনা সবকিছু মিলিয়ে ভালো থাকাটাই মূল কথা। ❤️

🤣 প্রেম মানে বস্তা… শপিং মানে ব্র্যান্ডেড ব্যাগ। যে বুঝে, সে বস্তা টানে না! #হাহা
08/07/2025

🤣 প্রেম মানে বস্তা… শপিং মানে ব্র্যান্ডেড ব্যাগ। যে বুঝে, সে বস্তা টানে না!
#হাহা

08/07/2025

😂 আপনার কোনো দোষ নেই… আমার পোস্টে আমার বউই রিয়্যাক্ট দেয় না!
#হাহা #দুঃখেরহাসি

😂 এইটাকেই দেখে মানুষ ভাবে হিরো… আসলে এটা আমি ইন্টারভিউ দিতে গেলে! #অসহায়আমি  #হাহা
08/07/2025

😂 এইটাকেই দেখে মানুষ ভাবে হিরো… আসলে এটা আমি ইন্টারভিউ দিতে গেলে!
#অসহায়আমি #হাহা

🤣 প্রেমে পড়ার পর আমার আত্মসম্মান ঠিক এমনই… উল্টে গেছে! #হাহা  #আমারদশা
07/07/2025

🤣 প্রেমে পড়ার পর আমার আত্মসম্মান ঠিক এমনই… উল্টে গেছে!
#হাহা #আমারদশা

সে আসলো… আবার চলে গেল।ঘন অরণ্যের নিস্তব্ধতায় হঠাৎ যেন এক ঝলক আলো। পথের শেষ প্রান্তে সে দাঁড়িয়েছিল, দিনের প্রথম রোদে ভিজে...
07/07/2025

সে আসলো… আবার চলে গেল।

ঘন অরণ্যের নিস্তব্ধতায় হঠাৎ যেন এক ঝলক আলো। পথের শেষ প্রান্তে সে দাঁড়িয়েছিল, দিনের প্রথম রোদে ভিজে সোনালি হয়ে উঠেছিল চারপাশ। মনে হলো, যেন বহুদিনের অপেক্ষার অবসান—অবশেষে সে ফিরে এসেছে।

কিন্তু… সে বেশিক্ষণ থাকলো না।
পথের ধুলোয় রেখে গেল একজোড়া পদচিহ্ন, আর রেখে গেল কিছু না বলা কথা।
আলো-ছায়ার মিশ্র এক মোড়ে অদৃশ্য হয়ে গেল সে।

আমরা যাদের আগমনের অপেক্ষায় থাকি, তারা হয়তো এমনই—আসে, হৃদয় ভরে আলো ছড়িয়ে দিয়ে আবার চলেও যায়।

অপেক্ষা শুধু থেকে যায়।🥹
#ছোটগল্প

শুভ সকাল❤️
07/07/2025

শুভ সকাল❤️

আমার স্বপ্নের ফুলের বাগান তুমি, প্রিয়তমা আমার…রাত যত গভীর হয়, তোমার কথাই বেশি মনে পড়ে।চাঁদের আলো জানালায় পড়ে ঝিলমিল করে,...
06/07/2025

আমার স্বপ্নের ফুলের বাগান তুমি, প্রিয়তমা আমার…
রাত যত গভীর হয়, তোমার কথাই বেশি মনে পড়ে।
চাঁদের আলো জানালায় পড়ে ঝিলমিল করে,
আর আমি ভাবি—তুমি কি জানো?
এই নীরব শহরে কতোটা তোমাকে ভালোবাসি?

প্রতিটা ফুলের ঘ্রাণে তোমার শাড়ির সুবাস মিশে থাকে।
প্রতিটা জোনাকির আলোয় তোমার চোখের মুগ্ধতা ঝিলিক মারে।
আমার রাতগুলো তোমায় ভেবেই এতটা সুন্দর।
যেন সারা আকাশ জুড়ে তোমার নাম লেখা…
আর আমি নীরবে পড়তে থাকি—
আমার স্বপ্নের বাগান তুমি,
যেখানে আমার ভালোবাসা চুপ করে ফোটে আর ঝরে।
🌹💫

তোমারো কি মনে পড়ে!! #ছোটগল্প
06/07/2025

তোমারো কি মনে পড়ে!!
#ছোটগল্প

Address

Jhenida

Alerts

Be the first to know and let us send you an email when গল্প কথন- Story Teller posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গল্প কথন- Story Teller:

Share