গল্প কথন- Story Teller

গল্প কথন- Story Teller আসসালামু আলাইকুম ❤️
গল্প কথন- Story Teller - এ আপনাকে স্বাগতম।
I am fact and story teller about history, international ussues, science, biography etc.
(1)

সেই কথাটা😄
29/08/2025

সেই কথাটা😄

13/08/2025

বাংলার জমিনে কোনো হোম্মুন্দির পুত ভালো না। সালারা পাথর পর্যন্ত খেয়ে ফেলে😄

অফিসে কাজ করতে মন চাইছে না?নিচের অজুহাতগুলো ট্রাই করতে পারোঃ°°আজকে মাউস কাজ করছে না, মনে হয় রেটিনার সমস্যা!°°আজকে আসতে চ...
05/08/2025

অফিসে কাজ করতে মন চাইছে না?
নিচের অজুহাতগুলো ট্রাই করতে পারোঃ

°°আজকে মাউস কাজ করছে না, মনে হয় রেটিনার সমস্যা!
°°আজকে আসতে চেয়েছিলাম, কিন্তু ঘুমেই মিটিং করে ফেলেছি!
°°আমার তোমার প্রতি অনুভব জেগেছে… তাই আজ আর এক্সেল খুলতে পারছি না।

স্যার, আজকে মগে চা না পড়ায় আমি কনফিউজড আছি!

01/08/2025

আজাইরা পেঁচাল ১০১

চায়ের কাপটা হাতে নিয়ে জানলার ধারে দাঁড়ায় আমি,
সামনে তাকিয়ে দেখি —
একটা গরু দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে!
মনেহয় সেও চিন্তা করছে—
"মানুষগুলা কবে শান্ত হইবো, আর কবে সবজির দামের চেয়ে ঘাস সস্তা হইবো?" 🐄

এদিকে পাশের বাসার আন্টি প্রতিদিন বাগানে পানি দেয়,
তাও গাছ বড় হয় না।
আমার মনে হয়, গাছগুলা বেকার বসে সরকারী চাকরির সার্কুলারের অপেক্ষায় আছে।

পাশের রাস্তায় একটা কুকুর ঘুমায়,
ওর জীবন আমার থেকেও সেটেল্ড।
কারণ ও কখনো চিন্তা করে না,
"মোবাইলের চার্জ কত আছে?"

আর আমি?
রাত ২টায় হঠাৎ মনে পড়ে,
"পৃথিবী গোল না কি পেঁপের মতো ডিম্বাকৃতি?"
গুগল করি…
তাও ঘুম আসে না! 😵
এই যে এখন দুপুর তাও আজাইরা বকতেছি।

31/07/2025

গ্যাপ দিতে দিতে একদিন একেবারে হারিয়ে যাবো যেদিন, সেদিন আর কেউ মনে রাখবে না

"অচেনা ছায়ায় পরিচিত ছোঁয়া"তারা কখনো দেখা করেনি, একে অপরের নামও জানত নাতবুও এক রাত, এক বইমেলায় দুজন পাশাপাশি একটা বুকস্টল...
25/07/2025

"অচেনা ছায়ায় পরিচিত ছোঁয়া"

তারা কখনো দেখা করেনি, একে অপরের নামও জানত না
তবুও এক রাত, এক বইমেলায় দুজন পাশাপাশি একটা বুকস্টলে দাঁড়িয়ে।

ছেলেটি তাকিয়ে দেখে, মেয়েটি “অরণ্যের দিনরাত্রি” হাতে নিয়ে পাতাগুলো উল্টাচ্ছে।
মেয়েটি হঠাৎ বলে— “এই বইটা আসলে সময় নিয়ে পড়তে হয়। না হলে শুধু অরণ্যটাই বোঝা যাবে, ‘দিনরাত্রি’ নয়।”

ছেলেটি হেসে ফেলে। “তুমি কি বইয়ের প্রেমে, না জীবনের?”

মেয়েটি তাকিয়ে বলে— যা খালি চোখে না বোঝা যায়, আমি তার প্রেমে পড়ি। বই, মানুষ—সবাই।

সেদিন তাদের আর কোনো কথা হয়নি।
কিন্তু ঠিক এক সপ্তাহ পর, একই সময়, একই স্টলে দুজন আবার হাজির।

এবার তারা গল্প করে চায়ের কাপ হাতে।
কথার ফাঁকে হাসে, দৃষ্টির ফাঁকে কিছু চুপ করে যায়।

কোনো প্রেমের প্রস্তাব নয়, কোনো ফোন নাম্বার নয়—
তাদের সম্পর্কটা ছিল নরম এক বোঝাপড়া,
যেখানে অনুভবই ছিল সবচাইতে সাহসী স্পর্শ।

25/07/2025

সবাই ভুল বুঝে,
কিন্তু কেউ বুঝতে চায় না —
কেন তুমি চুপচাপ থাকো!"

🤔🤔
25/07/2025

🤔🤔

উত্তরার আকাশ আজ মেঘলা নয়--- আজকার মেঘটা রক্ত আর কান্নায় ভেজা।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 🤲 #উত্তরা  #বিমানদু...
21/07/2025

উত্তরার আকাশ আজ মেঘলা নয়--- আজকার মেঘটা রক্ত আর কান্নায় ভেজা।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 🤲

#উত্তরা #বিমানদুর্ঘটনা #শোক #মাইলস্টোন_স্কুল

🌸 ২০০ টাকার নোটের আত্মকাহিনি 🌸আমার জন্ম হয়েছিল বাংলাদেশ ব্যাংকের গভীর ঘরে।চারপাশে কাগজের ঘ্রাণ, মেশিনের গর্জন আর ব্যস্ত ...
19/07/2025

🌸 ২০০ টাকার নোটের আত্মকাহিনি 🌸

আমার জন্ম হয়েছিল বাংলাদেশ ব্যাংকের গভীর ঘরে।
চারপাশে কাগজের ঘ্রাণ, মেশিনের গর্জন আর ব্যস্ত মানুষের কণ্ঠস্বর।
সবাই আমাকে ভালোবেসে ডাকতো— “নতুন দুই শত”।

সেদিন প্রথম এক গ্রাহকের হাতে গিয়ে বুঝলাম, আমার আসল জীবন শুরু হয়েছে।
তার চোখে আনন্দ দেখেছিলাম, কারণ আমি টুকটুকে নতুন।
কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ থাকলো না…
কিছুক্ষণ পরই আমি বাজারে গিয়ে আরেকজনের হাতে চলে গেলাম।

এভাবে প্রতিদিন নতুন নতুন মানুষের হাতে ঘুরি।
আমার কোণাগুলো ভাঁজ হয়, গায়ে দাগ পড়ে, কখনো কেউ জুতোর নিচে ফেলে রাখে…
তবুও সবাই আমাকে আগলে রাখে।
কেউ পকেটে লুকিয়ে রাখে, কেউ মাটির ব্যাংকে পুরে রাখে।

একদিন আমিও পুরনো হয়ে যাবো।
আমার জায়গা হবে আরেক নতুন নোটের পেছনে।

কিন্তু ততদিনে আমি মানুষের জীবনের কত গল্প হয়ে থাকবো!
বাচ্চার বই কিনবো, মায়ের ওষুধ কিনবো, বাবার ঋণ শোধ করবো, বোনের শাড়ি কিনবো…

আমি ২০০ টাকার নোট।
আমি আসি…
আমি যাই…
তবু মানুষের হাসি আর মায়ায় মিশে থাকি… 💛
#২০০টাকারনোট #আমারগল্প #বাংলাদেশেরখবর

🇧🇩💔 বাংলাদেশের নাম শুনলে ওরা এমন করে কেন?বিদেশে পা দিলেই চোখে পড়ে এক নির্মম সত্য।যেখানে পাশের দেশের মানুষদের বলা হয় “ম...
19/07/2025

🇧🇩💔 বাংলাদেশের নাম শুনলে ওরা এমন করে কেন?

বিদেশে পা দিলেই চোখে পড়ে এক নির্মম সত্য।
যেখানে পাশের দেশের মানুষদের বলা হয় “ম্যানেজার”, “ইঞ্জিনিয়ার”, “ডিরেক্টর” —
সেখানে আমাদের জন্য থাকে “সুইপার”, “কুলি”, “ওয়েটার” আর “আনকালচার্ড” তকমা।
যেখানে ভারতের নাম শুনলে ওরা সম্মান করে মাথা নোয়ায়,
বাংলাদেশের নাম শুনলে ভ্রু কুঁচকে ঠোঁট বাঁকায়… যেন আমরা নিচু জাতির মানুষ।

কেন?
আমরা কি জন্মসূত্রে ছোটলোক?
আমাদের মাটিতে তো কৃষক রোদ পুড়ে সোনার ধান ফলায়, শ্রমিকের হাত বুনে দেয় হাজারো ইতিহাস।
আমাদের ঘরে তো কবি, বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা জন্মেছে।
আমাদেরও তো প্রাণ আছে, মেধা আছে।

তবু কেন এতো অবমূল্যায়ন?
শুধু কি অভাবের তাড়নায় দেশ ছেড়ে গিয়ে সামান্য টাকার জন্য নিজের আত্মসম্মান বিকিয়ে দেই বলে?
না কি আমরা নিজেরাই নিজেদের ছোট ভাবতে ভাবতে আরেক জনের চোখেও ছোট হয়ে গেছি?

হয়তো আমাদের শিক্ষা, শৃঙ্খলা, সচেতনতা, একতায় ঘাটতি আছে।
হয়তো এখনও আমরা বুঝতে শিখিনি যে শুধু পরিশ্রম করলেই হবে না, মর্যাদা কায়েম করতেও শিখতে হবে।

দিন বদলাবে… যদি আমরা নিজেদের বদলাই।
যদি নিজেদের সম্মান নিজেদেরই রক্ষা করি।
যদি শিখি মাথা উঁচু করে চলতে।

বাংলাদেশ ছোটলোক নয়।
বাংলাদেশের মানুষ কখনোই নিচু নয়।
আমরা পারি, যদি বিশ্বাস করি।

একদিন বিদেশে আমাদের পরিচয়ও হবে গর্বের।
শুধু তার জন্য আমাদেরকেই তৈরি হতে হবে।

“বাংলাদেশি মানে মাথা উঁচু, হৃদয় বড় আর মাটি ছোঁয়া সোনার মানুষ।”
#প্রবাসি #বাংলাদেশ #মর্যাদা

🌑👁‍🗨 বটবাগানের অন্ধকার… 👁‍🗨🌑এক সময় এখানে শুধু একটাই বটগাছ ছিল।যখন গ্রামের লোকেরা ভয় পেয়ে সেটা কেটে ফেলে… তখনই অভিশাপ শুর...
18/07/2025

🌑👁‍🗨 বটবাগানের অন্ধকার… 👁‍🗨🌑

এক সময় এখানে শুধু একটাই বটগাছ ছিল।
যখন গ্রামের লোকেরা ভয় পেয়ে সেটা কেটে ফেলে… তখনই অভিশাপ শুরু।

কাটা গাছের গোড়া থেকে প্রতি রাতে একটা করে নতুন গাছ জন্মাতে থাকল।
আর প্রতিটি গাছের শিকড়ে মিশে গেল গ্রামের হারিয়ে যাওয়া মানুষের আত্মা।

লোকেরা বলে—
রাতে বাগানে ঢুকলে গাছগুলো হঠাৎ নড়তে থাকে।
শিকড়গুলো পায়ে পেঁচিয়ে ধরে… আর তারপর তোমার চিৎকারও কেউ আর শোনে না।

এখনও রাতে কুয়াশায় বাগানটার ভেতর থেকে কান্না ভেসে আসে—
যারা ঢুকেছে, তারা আর কোনোদিন বের হয়নি।

তুমি কি ঢুকবে?
ওরা কিন্তু তোমার নাম জানে…

#বটবাগানের_অভিশাপ #ভয়ঙ্কর_রাত

Address

Jhenida

Alerts

Be the first to know and let us send you an email when গল্প কথন- Story Teller posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গল্প কথন- Story Teller:

Share