kcp news 24

kcp news 24 সত্যের পথে বলিয়ান

সম্পর্ক থেকে বের হয়ে আসা কখন জরুরি?জীবন মানেই সম্পর্কের মায়াজাল। পরিবার, বন্ধু, প্রেমিক, প্রেমিকা কিংবা জীবনসঙ্গী—প্রতিট...
05/06/2025

সম্পর্ক থেকে বের হয়ে আসা কখন জরুরি?

জীবন মানেই সম্পর্কের মায়াজাল। পরিবার, বন্ধু, প্রেমিক, প্রেমিকা কিংবা জীবনসঙ্গী—প্রতিটি সম্পর্ক আমাদের জীবনের অংশ হয়ে ওঠে।

কিন্তু কখনও কখনও সম্পর্কগুলো আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। তবু, মানুষ সম্পর্ক আঁকড়ে ধরে রাখে, মনে হয়, হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে।

কিন্তু সত্যি কি সব ঠিক হয়?

আর সব ঠিক না হলে, সম্পর্ক থেকে বের হয়ে আসাই কি সঠিক সিদ্ধান্ত নয়?

কেন সম্পর্ক জটিল হয়?

সম্পর্ক তখনই জটিল হয়, যখন সেটা আর হৃদয়ের আরামদায়ক স্থান থাকে না। এটা হতে পারে পারস্পরিক বোঝাপড়ার অভাব, মনোযোগের ঘাটতি, বিশ্বাস ভাঙন, কিংবা অবহেলার কারণে।

আমরা অনেক সময়ই বুঝে উঠতে পারি না—এই সম্পর্কটা আমাদের জীবনের জন্য উপকারী, নাকি ক্ষতিকর।

তাহলে কখন বুঝবেন সম্পর্ক থেকে সরে আসার সময় এসেছে?

কিছু বিষয় হিসাব নিকাশ করতে পারেন।

১. বিশ্বাস ভেঙে গেছে?
সম্পর্কের মূলে থাকে বিশ্বাস। যদি সেটা নষ্ট হয়ে যায়, তাহলে সম্পর্ককে এগিয়ে নেওয়া আর সম্ভব নয়। প্রতারণা কিংবা কথায় কথায় মিথ্যা বলার প্রমাণ পেলে দ্রুত সরে আসুন।

২. আপনার অস্তিত্বই যেন তুচ্ছ?
যখন সঙ্গী আপনাকে ‘টেকেন ফর গ্র্যান্টেড’ করতে শুরু করে, তখন বুঝতে হবে, এই সম্পর্ক আপনার আত্মসম্মানকে ধ্বংস করছে। মনে রাখবেন, ভালোবাসার সম্পর্কেও আত্মসম্মান জরুরি।

৩. মনোযোগ আর নেই?
ভালোবাসা মানে পারস্পরিক যত্ন। যদি দেখেন, সঙ্গী আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে কিংবা আপনাকে অবহেলা করছে, তবে হয়তো সম্পর্ক টিকিয়ে রাখা আর সম্ভব নয়।

৪. শ্রদ্ধার অভাব?
প্রতিটি সম্পর্কের ভিত্তি শুধু ভালোবাসা নয়, শ্রদ্ধাও। যদি সঙ্গী আপনাকে বারবার অপমান করে কিংবা অসম্মান করে, তবে সেটা সম্পর্ক শেষ করার বড় সংকেত।

৫. দৈনিক ঝগড়া?
যদি প্রতিদিনই কোনও না কোনও বিষয় নিয়ে ঝগড়া হয়, এবং সমাধানের চেষ্টা সত্ত্বেও সমস্যার শেষ না হয়, তবে হয়তো সেই সম্পর্ককে আর চালিয়ে নেওয়া উচিত নয়।

মাথায় রাখবেন, সম্পর্ক শেষ হওয়ার মানে জীবনের শেষ নয়। বরং, এটি একধরনের নতুন শুরু।

নিজেকে ভালোবাসুন, নিজের মানসিক শান্তির গুরুত্ব দিন। সম্পর্ক থেকে বের হয়ে আসা মানে আপনার জীবনে আরও সুন্দর কিছু শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হওয়া।

জীবন ছোট। এমন সম্পর্ক টেনে নিয়ে চলার কোনও মানে নেই, যা শুধু কষ্ট আর হতাশা এনে দেয়।

তাই নিজের আত্মসম্মান, শান্তি, আর সুখের কথা ভেবে সিদ্ধান্ত নিন।

মনে রাখবেন, সম্পর্কের মানে যদি বোঝা হয়ে যায়, তবে সেটিকে মুক্তি দেওয়াই শ্রেয়।

জীবন অপেক্ষা করছে নতুন সম্ভাবনায়, নতুন আনন্দে।

13/05/2025
অদ্য ০৯-০৪-২০২৫ খ্রিঃ ঝিনাইদহ  পুলিশ সুপারের কার্যালয়ে অত্র জেলায় সদ্য পদোন্নতি প্রাপ্ত তিনজন পুলিশ সদস্যকে র‌্যাংক ব্য...
09/04/2025

অদ্য ০৯-০৪-২০২৫ খ্রিঃ ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে অত্র জেলায় সদ্য পদোন্নতি প্রাপ্ত তিনজন পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন ঝিনাইদহ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর মোরশেদ বিপিএম মহোদয়।

এ সময় সম্মানিত পুলিশ সুপার সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান এবং একই সাথে তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উক্ত র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব ইমরান জাকারিয়া,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),ঝিনাইদহ।

*সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বাঁধভাঙ্গায় ক্ষতিগ্রস্ত গ্রামে মানবিক সহায়তা বিতরণ করেছে র‍্যাব-৬*১। র‌্যাব ফোর্সেস আমাদের প্...
09/04/2025

*সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বাঁধভাঙ্গায় ক্ষতিগ্রস্ত গ্রামে মানবিক সহায়তা বিতরণ করেছে র‍্যাব-৬*

১। র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) শুধু সন্ত্রাস দমনই নয়, দুর্যোগে-দুঃসময়ে জনগণের পাশে থেকে জনকল্যাণমূলক কার্যক্রম করেও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

২। সম্প্রতি খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাকবশিয়া, চেচুয়া, বিছট, নয়াখালী, আনুলিয়া, বল্লভপুর ও বাসুদেবপুর — এই সাতটি গ্রামে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে শত শত পরিবার ঘরবাড়ি, খাদ্য মজুত ও জীবিকা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে দরিদ্র কৃষক, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষজন চরম বিপদে পড়েছে। বিশুদ্ধ পানির সংকট ও পানিবাহিত রোগের আশঙ্কা মারাত্মক আকার ধারণ করছে।

৩। র‍্যাব ফোর্সেস মানবিক দায়িত্ববোধ থেকে শুরু থেকেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর প্রতি নজর রেখেছে। সেই ধারাবাহিকতায় অদ্য ০৯ এপ্রিল ২০২৫ খ্রি. সকাল থেকে আশাশুনি উপজেলার ইউনিয়ন পরিষদ সাইক্লোন সেন্টার প্রাঙ্গণ, আনুলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ও ইউনিয়ন পরিষদ ভবনে র‍্যাব-৬ এর উদ্যোগে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

৪। এই কার্যক্রমে প্রাথমিকভাবে বাছাইকৃত ১০০টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আটা, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে যেসব পরিবার অধিক ঝুঁকিপূর্ণ এবং অধিক অসহায় অবস্থায় রয়েছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা প্রদান করা হয়।

৫। র‍্যাব সদস্যরা সহানুভূতিশীল মনোভাব ও আন্তরিকতা নিয়ে এই কার্যক্রমে অংশ নেন। শৃঙ্খলা, মানবিকতা ও সম্মানবোধ বজায় রেখে ত্রাণ কার্যক্রমটি পরিচালনা করায় স্থানীয় জনসাধারণ, উপকারভোগী মানুষজন এবং ক্ষতিগ্রস্ত ওয়ার্ড সমূহের ইউপি মেম্বারগণ কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।
তথ্যচিত্রে RAB 6 khulna

08/04/2025

হে উম্মতের উলামায়েকেরাম এবার জিহাদের ডাক দেন
আরজে মন মানছেনা। আর কত দেখবো এত নিষ্ঠুরতা

06/04/2025

আফ”গানিস্তান সরাসরি পক্ষ নিল ফিলি”স্তিনের মাঠে যু”দ্ধের জন্য নেমে গেল আলহামদুলিল্লাহ্।

দয়ালের মুখের বাণী                                                        বিজ্ঞান বলে একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ্য পুরুষ এক...
24/01/2025

দয়ালের মুখের বাণী


বিজ্ঞান বলে একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ্য পুরুষ একবার সহবাস করলে যে পরিমান বীর্য নির্গত হয় তাতে ৪০ কোটি শুক্রাণু থাকে। লজিক অনুযায়ি মেয়েদের গর্ভে যদি সেই পরিমান শুক্রানু স্থান পেতো তাহলে ৪০ কোটি বাচ্চা তৈরি হতো! এই ৪০ কোটি শুক্রাণু মায়ের জরায়ুর দিকে পাগলের মত ছুঁটতে থাকে, জীবিত থাকে মাত্র ৩০০-৫০০ শুক্রাণু। আর বাকিরা? এই ছুঁটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায়। এই ৩০০-৫০০ শুক্রাণু যেগুলো ডিম্বানুর কাছে যেতে পেরেছে, তাদের মধ্যে মাত্র একটি মহা শক্তিশালী শুক্রাণু ডিম্বানুকে ফার্টিলাইজ করে অথবা ডিম্বানুতে আসন গ্রহন করে। সেই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছে আপনি কিংবা আমি অথবা আমরা সবাই। কখনও কি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন ?

❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন ছিলনা কোন চোঁখ হাত পা মাথা, তবুও আপনি জিতেছিলেন।

❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন আপনার ছিলনা কোন সার্টিফিকেট, ছিলোনা মস্তিষ্ক তবুও আপনি
জিতেছিলেন।

❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন আপনার ছিলনা কোন শিক্ষা, কেউ সাহায্য করেনি তবুও আপনি
জিতেছিলেন।

❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন আপনার একটি গন্তব্য ছিল এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একা একাগ্র চিত্তে দৌড় দিয়েছিলেন এবং শেষ অবধি আপনিই জিতেছিলেন।

❒ বহু বাচ্চা মায়ের পেটেই নষ্ট হয়ে যায় কিন্তু আপনি মারা যাননি, পুরো ১০ টি মাস পূর্ণ করতে পেরেছেন।

❒ বহু বাচ্চা জন্মের সময় মারা যায় কিন্তু আপনি
টিকেছিলেন।

❒ বহু বাচ্চা জন্মের প্রথম ৫ বছরেই মারা যায় কিন্তু আপনি এখনো বেঁচে আছেন।

❒ অনেক শিশু অপুষ্টিতে মারা যায় কিন্তু আপনার কিছুই হয়নি।

❒ বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু আপনি এখনো আছেন।

আর আজ- আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান, নিরাশ হয়ে পড়েন, কিন্তু কেন? কেন ভাবছেন আপনি হেরে গিয়েছেন? কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন? এখন আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, সার্টিফিকেট, সবকিছু আছে। হাত-পা আছে, শিক্ষা আছে, প্ল্যান করার মস্তিষ্ক আছে, সাহায্য করার মানুষ আছে, তবুও আপনি আশা হারিয়ে ফেলেছেন। যখন আপনি জীবনের প্রথম দিনে হার মানেননি। ৪০ কোটি শুক্রাণুর সাথে মরণপণ যুদ্ধ করে ক্রমাগত দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই বিজয়ী হয়েছেন। তাহলে হতাশা কেন ?

❒ কেন একজন আপনার লাইফ থেকে চলে গেলে
সেটা মেনে নিতে পারেন না ?
❒ কেন আপনি একটা কিছু হলেই ভেঙে পড়েন ?

প্রশ্ন রইল।

Address

Jhenida

Alerts

Be the first to know and let us send you an email when kcp news 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to kcp news 24:

Share