
21/01/2025
কখনো কারো স্বপ্ন নিয়ে খেলা করে, কারো গোছানো জীবনটাকে অগোছালো করে দিতে যাবেন না ।
কারণ, স্বপ্ন ভাঙ্গার জ্বালা ভীষণ ভয়ঙ্কর, একটা মানুষ জীবনের অর্ধেকটা সময় ব্যয় করে দেয় নিজের জীবনকে গোছাতে, আর আপনি কিছু দিনের মধ্যেই তার তিল তিল করে গড়ে তোলা, আমার আমিকে ভেতর থেকে নিঃশেষ করে দিয়ে যে ভালো থাকার স্বপ্ন বুনছেন, সে স্বপ্ন একদিন না একদিন ভেঙ্গেচুরে একাকার হয়ে ধূলিসাৎ হয়ে যাবেই ।
মানুষটি আপনাকে অভিশাপ দিক বা না দিক, তার রুহের হায় থেকে আপনার মুক্তি কোনো দিনও মিলবে না, মিলা সম্ভবও না, মনে রাখবেন, শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কারো ক্ষতি করে, কেউ বেশি দিন ভালো থাকতে পারে না, পারা সম্ভবও না, আজ না হয় কাল আপনার স্বপ্নও কেউ না কেউ ভাঙ্গবে, আপনার ক্ষতিও কেউ না কেউ করবে, উপরে একজন আছে আমরা সবাই বিশ্বাস করি, আর এটাও জানি, তিনি ছাড় দিলেও ছেড়ে যে দেয় না কখনো💔
✍️তোমার_অনিক💔