Araven Abir

Araven Abir Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Araven Abir, Digital creator, Jhenida.

30/08/2025

রাতভর তুমুল ঝগড়ার পর সকালে আবার এমনভাবে শান্তস্বরে 'Good morning' বলবে যেন কিছুই হয় নাই- এমন একজন মানুষ তো আমিও ডিজার্ভ করি ভাই।

কাক ডাকা ভোরে , সদ্য গাছ থেকে নেমে আসা চকচকে গোলাপ উঁকি ঝুকি দেয় ভালোবাসাহীন পলি ব্যাগের ভেতর থেকে। তারা জানে , তোমার হা...
25/08/2025

কাক ডাকা ভোরে , সদ্য গাছ থেকে নেমে আসা চকচকে গোলাপ উঁকি ঝুকি দেয় ভালোবাসাহীন পলি ব্যাগের ভেতর থেকে।
তারা জানে , তোমার হাতে যেতে পারলেই তাদের জীবন স্বার্থক হয়ে উঠবে। বাকিদের ভাগ্যে হয়তো জুটবে শহীদ বেদীতে স্থান কিংবা ঝলমলে বিয়ের অনুষ্ঠানের সাজ।

কিন্তু যারা তোমার কাছে যাবে , তারা পাবে ভালোবাসা। কাঁচের গ্লাসে পানি রেখে তুমি তাদের দেবে আরেকটা নতুন জীবন। প্রতিদিন তাকাবে। দুই চোখ ভরা ভালোবাসা নিয়ে।

দিন সাতেক পর , জীবনী শক্তির শেষ বিন্দুতে গিয়ে ওদের ভাগ্যে মিলবে তোমার প্রিয় বই এর পাতার ফাঁকে একটা ছোট্ট বাড়ি।

এরপর একটা একটা করে যুগ পার হয়ে যাবে। ওরা থেকে যাবে পরম যত্নে।

তবে বলো , তোমার কাছে যাওয়ার জন্য এই ফুলেরা অধীর আগ্রহে অপেক্ষা করবে না কেন?

আবদার রাখছি , জীবনে এমন কাউকে ভালোবেসো ! যে তোমার জন্য হাজার গোলাপ সাজিয়ে নিয়ে যাবে। যেন কোন গোলাপের জীবনে আফসোস না থাকে।
যেন তারা সবাই থাকে দুধে ভাতে।

24/07/2025

অভিমানে কেঁদে মরি...

11/06/2025

সারাদিন অবিবাহিত ছিলেন, এত রাতে এসে কেউ বিয়ে করবে না।
ঘুমিয়ে পড়ুন !🙂

10/06/2025

যে সফট টোনে কথা বলে, মেল ইগোর নামে রাগ/ক্ষোভ/উগ্রতা লালন করে না, নিজের ভুল মেনে নেয়, স্যরি বলে। যে সীমারেখা জানে, নীরবতার ভাষা বোঝে, মনোযোগ দিয়ে শোনে।
যার মধ্যে ন্যায় অন্যায় বোধ আছে, যার কাছে থাকলে আল্লাহর প্রিয় হতে ইচ্ছা করে, নিয়ন্ত্রণে রাখার যুগে যে নিরাপত্তায় রাখে।
ছোট ছোট ব্যাপারেও যে খেয়াল রাখে। হাতে মাখায়ে ভাত খাওয়ানোর মতো যত্নে যে কার্পণ্য করে না। যে মন বোঝে, প্রশান্তির কারণ হয়, মন খারাপে মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো সুক্ষ্ম আদরেও যার অনীহা নেই।

যে চিঠি লিখতে ভালোবাসে এবং ফুলের মতো একটা অপ্রয়োজনীয় বস্তু একটু মনখুশি করার জন্য পরম মমতায় বাড়ি বয়ে আনে।

27/02/2025

রোজার সময় আছরের পরে, আমার সাথে কথা বলতে আসলে হিসাব করে কথা বলবেন!

না আমি একদমই সুখে নেই, আমার কষ্টের সীমা নেই।আমি একটুও ভালো নেই,দেখতে পূর্ণ করে রাখি নিজেকে,যাতে তুমি এসে খুঁজে নাও,হারিয...
21/02/2025

না
আমি একদমই সুখে নেই,
আমার কষ্টের সীমা নেই।

আমি একটুও ভালো নেই,
দেখতে পূর্ণ করে রাখি নিজেকে,
যাতে তুমি এসে খুঁজে নাও,
হারিয়ে যাওয়া আমাকে ।

না,আমি সুখে নেই।
আমার কষ্টরা উড়ে যায় তোমায় দেখে ,
আমি হারিয়ে যাই তোমায় ভেবে ।

এই তোমার অপেক্ষার প্রহর শেষে,
আইসো তুমি আমার দুয়ারে।
ভালোবাসায় আগলে নিও,
এই যে,যত্নহীন আমাকে।

২১-২-২৫

The Warrior Looks Like ☝️
20/02/2025

The Warrior Looks Like ☝️

20/02/2025

The Warrior Of Ours,What A Gem We Have!🖤💫🏏

চ্যাট জিপিটির মাসনা-মিয়াবিবি বসে বসে গল্প করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা উঠল। মিয়া জানতে চাইল,-চ্যাট জিপিটি বোঝ?-...
20/02/2025

চ্যাট জিপিটির মাসনা
-
মিয়াবিবি বসে বসে গল্প করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা উঠল। মিয়া জানতে চাইল,
-চ্যাট জিপিটি বোঝ?
-নাহ, সেটা কী?
-তুমি যে প্রশ্নই করবে, সাথে সাথে উত্তর দিয়ে দিবে। ধরো, পরীক্ষা করে দেখো। আমি আসছি।
বিবি মোবাইল হাতে নিয়ে বসে আছে। কী প্রশ্ন করবে বুঝতে পারছে না। হঠাৎ কী মনে হতে, টাইপ করল,
-আমার স্বামী কি গোপনে বিয়ে করেছে?
চ্যাট জিপিটি: জি।
বিবি: মিথ্যুক কোথাকার! আমার স্বামীকে তুই কীভাবে চিনলি? আমি কি বলেছি, আমার স্বামী কে?
চ্যাট জিপিটি: এই মোবাইলের মালিক আপনার স্বামী। তিনি একবার আমার কাছে জানতে চেয়েছিলেন, ‘দ্বিতীয় বিয়ের কথা প্রথম স্ত্রীকে কীভাবে জানাতে পারি?’ আমি সমাধান বলে দিয়েছিলাম।

-শায়েখ আতিক উল্লাহ হাফি.

19/02/2025

না আমি ছাত্রলীগ, না আমি ছাত্রদল, না আমি শিবির; আমি শুধুই আমার বিবির।😁🙈

Address

Jhenida

Website

Alerts

Be the first to know and let us send you an email when Araven Abir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share