চিত্ত মিডিয়া

চিত্ত মিডিয়া চিত্ত মিডিয়া, আপামর জনতার জীবন ও প্রকৃতি নিয়ে কথা বলে
(271)

গ্রামবাংলায় এখন যেখানে জলবদ্ধতা সেখানেই পাট জাগ দেয়া হয়েছে। সোনালী আশ পাওয়ার আগে প্রাথমিক ধাপ সেটি। সারি সারি পাট জাগ...
03/09/2025

গ্রামবাংলায় এখন যেখানে জলবদ্ধতা সেখানেই পাট জাগ দেয়া হয়েছে। সোনালী আশ পাওয়ার আগে প্রাথমিক ধাপ সেটি। সারি সারি পাট জাগ দেয়া দেখতে ভালই লাগে।

”চিত্ত মিডিয়ার” ক্যামেরায় ছবিটি তোলা হয়েছে হরিণাকুন্ডুর, চারাতলা বাওড় থেকে।

02/09/2025

আমরা ব্যস্ত থাকি বলেই প্রকৃতির মাঝে এত সুখ

জমির পানি কিছুটা কমতে শুরু করেছে। ধান গাছগুলো জানান দিতে শুরু করেছে এখানেই শেষ নয়। ইসরাফিল কাকা ঘুরে ঘুরে দেখছেন আর ভাব...
02/09/2025

জমির পানি কিছুটা কমতে শুরু করেছে। ধান গাছগুলো জানান দিতে শুরু করেছে এখানেই শেষ নয়। ইসরাফিল কাকা ঘুরে ঘুরে দেখছেন আর ভাবছেন নতুন করে শুরু করতে হবে। যেটুকু অবশিষ্ট আছে সেখান থেকেই নতুন শুরু হোক।

”চিত্ত মিডিয়ার” ক্যামেরায় ছবিটি ধারণ করা হয়েছে ঝিনাইদহ সদর, বাগডাঙ্গা গ্রাম থেকে।

01/09/2025

ডাক বাক্স খালি পড়ে আছে কিন্তু নেই ভালোবাসা মাখানো চিঠি

এবছর বর্ষায় প্রচুর বৃষ্টি হয়েছে। চারিপাশে ছিল মাত্রাতিরিক্ত পানি। ভাদ্র মাসের শুরুতেই পানি কমতে শুরু করেছে। এখন ঝাঁকি ...
01/09/2025

এবছর বর্ষায় প্রচুর বৃষ্টি হয়েছে। চারিপাশে ছিল মাত্রাতিরিক্ত পানি। ভাদ্র মাসের শুরুতেই পানি কমতে শুরু করেছে। এখন ঝাঁকি জালে ধরা পড়ছে প্রচুর মাছ। গ্রামে গ্রামে চলছে মাছ ধরার মহোৎসব।
”চিত্ত মিডিয়ার” ক্যামেরায় ছবিটি তোলা হয়েছে ঝিনাইদহ সদর, কাজলী বিল থেকে।

বিলের মধ্যে এই সংসার মাত্র ৪ মাসের।মানুষের জীবন কত অদ্ভুত। এখান থেকেই মাছ ধরবেন আব্দুল্লাহ চাচা তারপর বিক্রি করবেন। দিনশ...
31/08/2025

বিলের মধ্যে এই সংসার মাত্র ৪ মাসের।মানুষের জীবন কত অদ্ভুত। এখান থেকেই মাছ ধরবেন আব্দুল্লাহ চাচা তারপর বিক্রি করবেন। দিনশেষে সবাই সংসারের জন্যই কাজ করে ।

”চিত্ত মিডিয়ার” ক্যামেরায় ছবিটি তোলা হয়েছে ঝিনাইদহ সদর চুটলিয়া থেকে।

দিগন্তের বুকে শে'ষ বি'দা'য় নিয়ে সূর্য অস্ত যায়, রেখে যায় তার সোনালী স্মৃতি। ✨  #সোনালীআভা  #প্রকৃতি"চিত্ত মিডিয়ার" ...
30/08/2025

দিগন্তের বুকে শে'ষ বি'দা'য় নিয়ে সূর্য অস্ত যায়, রেখে যায় তার সোনালী স্মৃতি। ✨ #সোনালীআভা #প্রকৃতি

"চিত্ত মিডিয়ার" ক্যামেরায় ছবিটি তোলা হয়েছে, ঝিনাইদহে নলডাঙ্গা গ্রাম থেকে।

29/08/2025

পাখির চোখে পাখিকে দেখুন

নবগঙ্গা নদী এখনো বর্ষায় কিছুটা জীবন্ত হয়ে ওঠে। প্রাণ ফিরে পাওয়া নদীতে অনেকেই ব্যস্ত থাকে মাছ ধরার কাজে। রহিম ছিপ নিয়...
29/08/2025

নবগঙ্গা নদী এখনো বর্ষায় কিছুটা জীবন্ত হয়ে ওঠে। প্রাণ ফিরে পাওয়া নদীতে অনেকেই ব্যস্ত থাকে মাছ ধরার কাজে। রহিম ছিপ নিয়ে বসে আছে ধলপ্রহর থেকে।
”চিত্ত মিডিয়ার” ক্যামেরায় ছবি তোলা হয়েছে ঝিনাইদহ শহরের পুরাতন ধুপাঘাটা ব্রিজের নিচ থেকে।

প্রকৃতির অলংকার বাহারি প্রজাপতি। প্রজাপতি ছাড়া পৃথিবীর সৌন্দর্য পরিপূর্ণতা আসেনা। "চিত্ত মিডিয়ার" ক্যামেরায়, ছবিটি তোলা...
28/08/2025

প্রকৃতির অলংকার বাহারি প্রজাপতি।
প্রজাপতি ছাড়া পৃথিবীর সৌন্দর্য পরিপূর্ণতা আসেনা।

"চিত্ত মিডিয়ার" ক্যামেরায়, ছবিটি তোলা হয়েছে ঝিনাইদহ সদরের জাড়গ্রাম থেকে।

27/08/2025

কম পরিশ্রমে, স্বল্প সময়ে লাখপতি হওয়া সম্ভব

২৫ টি বছর কেটে গেল। বিনা রানী তার সৌখিন পেশা ছাড়তে পারলেন না।ইদানিং দৃষ্টিশক্তি কমে আসছে। আর হয়তো কিছুদিন তারপর বিনা র...
27/08/2025

২৫ টি বছর কেটে গেল। বিনা রানী তার সৌখিন পেশা ছাড়তে পারলেন না।ইদানিং দৃষ্টিশক্তি কমে আসছে। আর হয়তো কিছুদিন তারপর বিনা রানী দাস হারিয়ে যাবে কালের গর্ভে। এরপর কে ধরে রাখবে এই শিল্পকর্ম?
”চিত্ত মিডিয়ার” ক্যামেরায় ছবিটি ধারণ করা হয়েছে ঝিনাইদহ জেলার নলডাঙ্গা ইউনিয়নের, চেওনিয়া গ্রাম থেকে।

Address

Jhenida

Website

Alerts

Be the first to know and let us send you an email when চিত্ত মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share