11/06/2025
তোমার চোখে স্বপ্ন জ্বলে, আমার রাতে তারা,
একই চাঁদের আলো পড়ে—দূর হলেও সারা।
হাত ধরেছি সময়ে, পথ চলেছি ধীরে,
ভালোবাসা ছিলো সত্যি, ছিলো প্রাণের নীড়ে।
আজ সে পথ একাকী, ঝরে গন্ধহীন ফুল,
তোমার হাসি ছুঁয়েছে যেথা, সেথা আজকেও ভুল।
শূন্যতাতে বাজে সুর, তোমার কথার মতো,
বিরহ পাথর হয় যদি, হৃদয় তবে কত?
ভালোবাসা যায় না মরে, থাকে চোখের জলে,
ভাঙা স্বপ্ন গায় যে গান, চুপটি করে বলে।
তুমি আমি—একটা গল্প, লেখা বেদনার কালি,
ভালোবাসা যায় না ভুলে, যায় না ফুরিয়ে কালি।