Bhoot Story - ভুত স্টোরি

Bhoot Story - ভুত স্টোরি ভৌতিক স্টোরি পড়তে হলে সাথেই থাকুন

14/07/2025

কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে?

মেহেরীন যখন আদালতে উ*ন্মা*দের মতো তার বাবা - মায়ের নামে অভিযোগ করছিলো তখন তার মা কাঠগড়ায় মাথা নিচু করে দাড়িয়ে ছিল আর তার...
14/07/2025

মেহেরীন যখন আদালতে উ*ন্মা*দের মতো তার বাবা - মায়ের নামে অভিযোগ করছিলো তখন তার মা কাঠগড়ায় মাথা নিচু করে দাড়িয়ে ছিল আর তার বাবা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলো। মেহেরীন তার বাবা মায়ের একমাত্র সন্তান। হয়তো তারা এই সন্তানের সমস্ত চাহিদা চাওয়া মাত্রই পূরণ করেছেন, নিজেরা কষ্ট করে হলেও তার স্বাদ আহ্লাদ পূরণ করতে কার্পণ্য করেননি। কিন্তু আজ তার সন্তান বলছেন, সে সমস্ত পৃথিবীকে জানাতে চায় তার বাবা - মা "অ*প*রা*ধী"। আপনাদের অনেকরই হয়তো ঐশীর কথা মনে আছে। পু*লি*শ বাবার সন্তান অগাধ টাকাপয়সা পেয়ে বখে গিয়ে একসময় তার বাবা - মাকেই শেষ করে দিয়েছিলো।
আমার মনে আছে একবার ছোটবেলায় স্কুল শেষে স্কুলের মাঠে বন্ধুদের সাথে খেলতে গিয়ে, জুতা হারিয়ে ফেলেছিলাম। সারা মাঠে আমি দোয়া ইউনুস পড়ে কেঁদে কেঁদে আল্লাহ কে ডেকে জুতা খুঁজতে থাকলাম, কারণ আমি জানতাম স্কুল থেকে সরাসরি বাসায় না গিয়ে, মাঠে খেলে জুতা হারিয়ে ফেলার কারণে আমাকে শা*স্তি পেতে হবে, স্কুলের জুতা ছাড়া কয়েকদিন স্কুলে গিয়ে স্যারের কাছেও শা*স্তি পেতে হবে। প্রয়োজনীয় জিনিস গুলো বছরে ২/১ বার কেনা হয়, চাইলেই যখন তখন পাওয়া যায় না, ( আমার বাবা - মা যে অভাবী ছিলেন এমনটাও না, তারা এভাবেই আমাদের বড় করেছেন) অপেক্ষা করতে হয়।
আজকে মেহেরীন কিংবা ঐশীর এই অস্বাভাবিক আচরণের দায় তাদের বাবা - মাকেও নিতে হবে। সন্তানকে আদর ভালোবাসার নামে একটা বেয়াদব জেনারেশন তৈরি করেছেন তারা। তাদের কাছে এটা Good parenting! চোখের সামনে সন্তান নিজের জিনিসপত্রের যত্ন করছে না, বড়দের সামনে শান্ত থাকছে না, যখন যা মন চায় পেয়ে যাচ্ছে, প্রথম প্রথম এই কাজগুলো বাইরের মানুষের সাথে বেশি করে, তখন এই অতি আধুনিক বাবা -মায়ের কুসুম কুসুম হাসি পায়, সবাইকে ঢাকঢোল পিটিয়ে বলে আমার বাচ্চার যা জি*দ! যা চায় তাই দিতে হয়!তারপর এই অত্যাচার যখন খারাপ চাহিদা নিয়ে শুরু হয়, তখন তারা হঠাৎ করে লাগাম টানতে গিয়ে নিজেরাই ভি*লেন হয়ে যাচ্ছেন।
তাই সন্তানকে কিছুটা অভাব দেখানো উচিৎ, তাদের বোঝানো দরকার চাইলেই সবকিছু পাওয়া যায় না, অর্জণ করতে ও অপেক্ষা করতে হয়, ভুল করলে শা*স্তি পেতে হয় আর ভালো কাজে প্রশংসা ও আদর পাওয়া যায়।
আর না হলে এইভাবেই, নিজের কে নিজেরই প্রতিপক্ষ হিসেবে আদালতে আবিষ্কার করতে হবে।

©রাইম_সুলতানা

সবকিছু থেমে যাবে, এক নির্জন, নিঃশব্দ, নিরিবিলি - শেষ গন্তব্যে...❤️‍🩹😔
10/07/2025

সবকিছু থেমে যাবে, এক নির্জন, নিঃশব্দ, নিরিবিলি - শেষ গন্তব্যে...❤️‍🩹😔

ছবিতে বসে থাকা যেই ভদ্রলোক কে দেখা যাচ্ছে, উনার সামনের গাড়িতে উনার স্ত্রী শু-য়ে আছে! স্ত্রী-র জানাজা হওয়ার কথা ছিলো রাত ...
05/07/2025

ছবিতে বসে থাকা যেই ভদ্রলোক কে দেখা যাচ্ছে, উনার সামনের গাড়িতে উনার স্ত্রী শু-য়ে আছে!

স্ত্রী-র জানাজা হওয়ার কথা ছিলো রাত ৯ টায়, কিন্তু উনি চাচ্ছিলেন না এতো রাতে জানাজা হোক!
'মৃ-ত মানুষ কে যতো দ্রুত সম্ভব ক-ব-র দেওয়া ভালো' এই ব্যাপার টা মাথায় রেখে কাউ-কে বলতেও পারতেছিলেন না যে 'ওকে আরেকটু থাকতে দাও আমার সামনে!'

উনার ছোট ছেলে ব্যাপার টা বুঝেছিলো, শেষ পর্যন্ত সকালেই জানাজা হয়েছিলো উনার স্ত্রী'র।

এই পো-স্ট-টা আসলে স্ত্রী'র জন্য উনার ভালোবাসা টা কেমন,সেইটা বলার জন্য!

স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে। সবাই যে যার মতো চলে গেছে৷ ভদ্রলোক রাতে গাড়ির সামনে বসে আছে একা একা! স্ত্রী কে 'সঙ্গ' দিচ্ছিলেন! 'আমি আছি' প্রমাণ করেছিলেন!

উনার স্ত্রী মা-রা-ত্ম-ক লাকি,এমন একজন কে পেয়েছিলেন যেই মানুষ টা মৃ-ত্যু'র পরেও উনার সামনেই বসে ছিলেন। ছেড়ে যায়নি।

আমরা জীবনে এমন কাউকেই চাই, যার আমাদের জন্য ভালোবাসার অভাব হবেনা। নিজের সব টা দিয়েই ভালোবাসবে, থেকে যাবে পাশে আমরা দুনিয়া তে না থাকলেও 🙂

- তানজিনা আফরিন মেরিন
( এতটুকু পর্যন্ত কপি পোস্ট)

এবার আমার কিছু কথাঃ এই যে তীব্র সমালোচনা হচ্ছে কিডনি দিয়েও স্বামীকে ধরে রাখা যায়নি,সবাই ট্রল করছেন বেডা মানুষ! বেডা মানুষ!! পুরুষ কিসে আটকায়? আচ্ছা আপনার মা আপনার আব্বু কে কি কিডনি দিছে? লিভার? চোখ? বাহু? কোনো অঙ্গই তো দেয়নি,তাই না? তাহলে আপনার আব্বু কেন ছিল? কিসের টানে ছিল? "মায়া, মোহাব্বত, ভালবাসা, তীব্র টান"। অর্থাৎ কিডনি দিয়ে স্বামী আটকানো হয়ত যায় কিংবা যায় না! যে জিনিসটা দরকার তা হলো ভাল ও বিবেকবান মানুষ, এজন্য আল্লাহর কাছে দোয়া করা আবশ্যক, যে পুরুষ জানে স্ত্রীর প্রতি তার কি দায়িত্ব, ইসলামে পরকিয়ার কি শাস্তি সে আপনার কিডনি নেবে না বরং দেবে!! ওয়াইফ ইজ ঠু মাস প্রিসিয়াস,আই রিপিট ঠু মাস প্রিসিয়াস, এটা লুকিয়ে রাখার বস্তু। আল্লাহর কসম, একজন প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য স্ত্রীর থেকে পবিত্র,নিকটতম,শুভ্রতাসম্পন্ন সৃষ্টি আর কিছুই হতে পারে না। এই যে ছবিতে দেখছেন ভদ্রলোক একা বসে আছেন, উনার হয়ত মনে পড়ছে

" সেই মেয়েটাকে!! যে আজ থেকে ৪০ টা বছর আগে তার সুখ দুঃখের সাথী হয়ে এসেছিল, কত চড়াই-উৎরাই পার হয়েছে একসাথে, একদিন ঘর আলো করে বড় মেয়ে ফাতেমা আসলো, সে কি খুশি পরিবারে! মেয়ে বড় হতে থাকলো আর মেয়ের মা বুড়ো হতে লাগলো!! এটা আনো,সেটা আনো,কি বড় লিস্ট! অফিস শেষ করে ব্যাগটা কাধে নিয়ে লিস্ট গুনতে গুনতে বাবা প্রায়ই বড্ড ক্লান্ত হয়ে পড়ত......"

এখন হয়ত এই বৃদ্ধ বাবার একটাই চাওয়া "ইয়া আসমান ও জমিনের একচ্ছত্র অধিপতি, আমাকে সহীহ সালামতে সেই জান্নাতে নেওয়ার ব্যবস্থা রাখিয়েন যেখানে আমার স্ত্রীকে রাখবেন বলে এরুপটাই আমি আপনার প্রতি ধারণা ও প্রত্যাশা রাখি"

অনন্তকালের পথে যাত্রা.......।

29/06/2025

বাসে উঠে বসতে না বসতেই পাশের সীটের একটা সুন্দরী মেয়ে বলে উঠলো,"ও মাই গড! আপনি এতো সুন্দর কেনো?"
আমার গায়ে হাত দিয়ে বলল আপনার বডি এতো সুন্দর কেনো??
নিশ্চয়ই জিম করেন?
জীবনে আব্বা-আম্মা আমাকে কালাচাঁদ ছাড়া ডাকে নাই।
গার্লফ্রেন্ড আদর করে কালু ডাকে।
কিন্তু আজ এই বাসে এই মেয়ে আমার মধ্যে এমন কি দেখে সুন্দর বলল বুঝতে পারলাম না। মনে মনে লজ্জা পাচ্ছিলাম।
একটু পর মেয়েটা আমার পাশে বসা ছেলেটাকে বলল,"এই যে ভাই আপনি উঠুন, আমি এই ভাইয়ের পাশে বসতে চাই।আপনি আমার সীটে বসুন।"
দেখলাম ছেলেটা সুড়সুড় করে পাশের সারির মেয়েটার সীটে গিয়ে বসল।
মেয়েটা বসল আমার পাশে। খেয়াল করে দেখলাম মেয়েটা বেশ সুন্দর।
কয়েকদিন আগে টিভির বিজ্ঞাপন দেখে একটা ফেসওয়াশ কিনেছিলাম।
বিজ্ঞাপনে বলা ছিল এই ফেসওয়াশ চার সপ্তাহ মাখলে ত্বক হবে উজ্জ্বল ও চকচকে। কিন্তু দুই সপ্তাহেই যে কাজে দিবে এটা ভাবিনি।
মেয়েটা এবার বলল,"আপনার গার্লফ্রেন্ড আছে??"
লোকাল বাসে সুন্দরী মেয়ে পাশে বসলে সব ছেলেরাই সিঙ্গেল হয়ে যায়।
তাহলে আমি কি দোষ করছি?
তাই মেয়েটাকে বললাম,"জ্বী না আমি সিঙ্গেল।"
মেয়েটা এবার সরাসরি বলল,"প্রেম করবেন আমার সাথে?"
মেয়েটার কথা শুনেই মনের মধ্যে জেমস ভাইয়ের "ঝাকানাকা দেহ দোলানা" গানটা বেজে উঠলো।
সারাজীবন গার্লস স্কুলের পাশে দাঁড়িয়ে থেকে মেয়ে পটাতে পারিনি। যে মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছি সেই মেয়েই বলেছে,"আয়নায় নিজের চেহারা দেখতে। এক মেয়ে তো বলেই দিয়েছে কয়লা আর আমার চেহারার মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটাই কালা।
ইসস যদি পাশে বসা সুন্দরী মেয়েটার কথাটা ভিডিও করে ওদের দেখাতে পারতাম!!
মেয়েটাকে উত্তর দিতে যাবো এর মধ্যে আরেকটা মেয়ে পাশে এসে দাঁড়ালো।
দাঁড়িয়ে আমার পাশে বসা মেয়েটিকে বলল,"বাসে বসা সুন্দর ছেলেদের দেখলেই প্রেম করতে ইচ্ছে করে, না??"
এই ছেলেকে আমার পছন্দ হয়েছে। তুই অন্য কাউকে দেখ।"
দেখলাম আমার পাশে বসা মেয়েটা উঠে চলে গেলো।
এবার যে মেয়েটা এলো সে আরো সুন্দরী দেখতে। আমি তাড়াতাড়ি ফোন বের করে সামনের ক্যামেরায়
নিজের চেহারা দেখে নিলাম। সত্যি এটা আমি নাকি অন্য কেউ। নিজেকে "রেস থ্রির সালমান খান" মনে
হচ্ছিল, শুধু চশমাটাই নাই। বাসায় ভুলে সানগ্লাস ফেলে এসেছি বলে নিজের উপর রাগ হচ্ছিল। নতুন মেয়াটা এবার
বলল,"ওয়াও, আপনি আমার দেখা সেরা পুরুষ। প্রেম করবেন আমার সাথে??"
মেয়েটার কথা শুনে বুকের মধ্যে ধপাস ধপাস শুরু হয়ে গেলো। গর্বে বুক ফুলে উঠলো। মনে মনে সেই ফেসওয়াশ
কোম্পানি কে অনেক ধন্যবাদ দিলাম।
মেয়েটাকে উত্তর দিতে যাবো এমন সময় দেখি আরো তিনটা মেয়ে এসে আমাদের পাশে দাঁড়িয়েছে।
ওরা তিনজন একসাথে বলে উঠলো,"এই
ছেলে প্রেম করবে আমার সাথে??"
এবার আমার পাশের বসা মেয়েটা উঠে ওদের সাথে মারামারি শুরু করলো।
চারজন মেয়ে আমার চার হাত পা ধরে বাসের মধ্যে টানাটানি শুরু করলো।
একজন বলে এই ছেলে আমার, আরেকজন বলে,"না না এই ছেলে আমার।"
ওদের টানাটানি তে আমার গুলিস্তান থেকে কেনা নতুন শার্ট ছিঁড়ে গেছে। প্যান্ট ছিঁড়া ছিঁড়া অবস্থা।
নিজেকে সালমান খান ভাবা ছেড়ে টম ক্রুজ ভাবতে শুরু করলাম।
আহা!!সুন্দরী মেয়েরা আমাকে পাবার জন্য আজ
মারামারি করে। এই দিন যে আসবে কল্পনাও করিনি।
এর মধ্যে বাসের হেল্পার এক লাঠি নিয়ে দৌড়ে এসে
বলল,"ঐ তোরা সবাই বস, নাহলে কারেন্ট শখ দিবো।"
সাথে সাথে চারটা মেয়ে আমাকে ছেড়ে দিলে আমি গাড়ির মধ্যে ধপাস করে পড়ে গেলাম।
হেলপার কাছে এসে বলল,"ঐ মিয়া, আপনি কখন উঠলেন বাসে??
ও বুঝছি, সিগারেট কিনতে নামছিলাম তখনি উঠছেন তাইনা???
তাড়াতাড়ি নামেন ভাই, এই বাস পাবনা যাবে। বাসের
মধ্যে যারা আছে তারা সবাই পাগল। ওদের সবাইকে পাবনার মানসিক হাসপাতালে নিয়ে যাচ্ছি।
হেল্পারের কথা শুনে অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরলে দেখি আমি পাবনার মানসিক হাসপাতালে।
,,,,,,বুজলি গোপাল আমার কপালে আর প্রেম হবে না রে.,,,,,,,

পৃথিবীর সবচেয়ে হতভাগা কবি নাকি পিতা কোনটা বলবেন?? 🥹পুরুষোউত্তম  কাজী নজরুল ইসলাম 😭কবি কাজী নজরুল ইসলাম ও তার পুত্র বুলব...
29/06/2025

পৃথিবীর সবচেয়ে হতভাগা কবি নাকি পিতা কোনটা বলবেন??

🥹পুরুষোউত্তম কাজী নজরুল ইসলাম 😭
কবি কাজী নজরুল ইসলাম ও তার পুত্র বুলবুল:

বুলবুলকে নিয়ে নজরুলের একটি বেদনাময় কাহিনী........

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ২য় পুত্র ছিলেন বুলবুল। তিনিও ছিলেন অসামান্য মেধাবী। সবাই তাকে কবি নজরুলের যোগ্য উত্তরসূরি ভাবতেন। কবি তাকে অসম্ভব ভালোবাসতেন। ছোটকালে কবি নজরুল তার পুত্রকে একটি গজল শিখিয়ে দিয়েছিলেন। বুলবুল সেই গজলটি কচি কণ্ঠে অত্যন্ত সুমধুর সুরে বলতেনপুত্রের কণ্ঠে মুগ্ধ হয়ে যেতেন তিনি।

কিন্তু কবির এই পরম প্রিয় পুত্র মাত্র সাড়ে চার বছর বয়সে বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যান।

এরপর থেকেই কবি শারীরিক ও মানসিকভাবে দুর্বল হতে শুরু করেন।

যে মানুষটি বন্ধুদের আড্ডা মাতিয়ে রাখতো, সদা চঞ্চল সেই মানুষটি একদম বিমর্ষ হয়ে পরেন। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়া পর্যন্ত তার বিমর্ষতা কাটে নি। এতটাই পুত্রশোকে বিহ্বল ছিলেন তিনি।

কবির পরম প্রিয় সেই পুত্র বুলবুল কে নিয়ে নজরুলের দুইটি খুবই বেদনাময় কাহিনি আছে তা হল-

চার বছরের শিশু বুলবুল যে রাতে মারা গিয়ে ছিল, সে রাতে তার পকেটে একটা কানাকড়িও ছিল নাঅথচ কাফন, দাফন, গাড়িতে করে দেহ নেওয়া ও গোরস্থানে জমি কেনার জন্য দরকার ১৫০ টাকা, সে সময়ের ১৫০ টাকা মানে অনেক টাকা। এত টাকা কোথায় পাবে। বিভিন্ন লাইব্রেরীতে লোক পাঠানো হল। না, টাকার তেমন ব্যবস্থা হয়নিশুধুমাত্র ডি. এম লাইব্রেরি দিয়েছিল ৩৫ টাকাআরো অনেক টাকা বাকি। টাকা আবশ্যক। ঘরে দেহ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে। প্রকাশক শর্ত দিল। এই মুহূর্তে কবিতা লিখে দিতে হবে। তারপর টাকা।
কবি মনের নীরব কান্না, যতনা লিখে দিলেন কবিতায়...

"ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি করুন চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি"

কবি এভাবে পুত্র শোকে তার কষ্টের দিন গুলো পার করতে লাগলেন, একদিন "পঞ্চানন ঘোষাল তখন কলকাতার তরুণ পুলিশ অফিসার। কাজী নজরুলকে তিনি ভালোবাসেন এবং মাঝে মাঝে তার সাথে গল্প করেনএকবার কবির বাসায় তল্লাশীর হুকুম এল উপর থেকে। এ বেচারাকে দায়িত্ব দেয়া হল সে দলে থাকার। গোয়েন্দারা তাকে নিয়ে দরজায় কড়া নাড়ল কবির ঘরের। কাজী নজরুল দরজা খুলে দিলেন এবং সঙ্গত কারণে এই তরুণ অফিসার এবং কবি দুজনই পরস্পরকে না চেনার ভান করে রইলেন। গোয়েন্দা পুলিশের দল কবির ঘরে সবকিছু তছনছ করে তল্লাশী চালাচ্ছে, কবিও তাদেরকে যথাসম্ভব বাক্স খুলে খুলে দেখাচ্ছেন
হঠাৎ ঘরের কোনে পরম যত্ন উঠিয়ে রাখা একটি বাক্সে নজর পড়ল তাদের। তারা সেটি খুলে দেখতে চাইল। কবি অসহায়ের মত দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলে উঠলেন, না না, ওটাতে হাত দিবেন না যেন।
কবির বিচলিত মুখভঙ্গি দেখে পুলিশদের সন্দেহ তীব্র হল। তাদের একজন সজোরে সেটি খুলতেই সেই বাক্সটি থেকে ঝরে পড়ল কিছু খেলনা আর ছোট ছোট জামা কাপড়সহ বাচ্চাদের অন্যান্য সামগ্রী।
এভাবে সেগুলো আছড়ে মাটিতে পড়তে দেখে কবির দু চোখ পানিতে ভরে গেল। ঝরঝর করে তিনি কেঁদে দিলেন সবার সামনে। এমন সুকঠিন মুখখানা তার ব্যাথায় ও দুঃখে কালো হয়ে এল।
এ খেলনা ও ব্যবহার্য সামগ্রীগুলো ছিল কবির আদরের সন্তান এই ছোট বুলবুলের। তার মৃত্যুর পর এসব বুকে জড়িয়ে কবি স্বান্ত্বণা খুঁজে পেতেন, আদর আর চুমো পৌঁছে দিতেন বুলবুলের গালে।

এ অফিসার তার এক লেখায় নিজেকে অত্যন্ত ব্যর্থ ও লজ্জিত উল্লেখ করে লিখেছেন, এরপর কত মানুষের কত ঘর সার্চ করেছি,
কিন্তু সেদিনের মতো এমন কষ্ট আর কোথাও পাইনি।

সে বলে ছিলো আমাকেই নাকি তার লাগবে' দেখো আজ সে কথা না বলেও থাকতে পারে..😅💔
29/06/2025

সে বলে ছিলো আমাকেই নাকি তার লাগবে' দেখো আজ সে কথা না বলেও থাকতে পারে..😅💔

যাদুর পুতুল  খুজে পাওয়া - ছেলে মেয়ে উভয় ভার্সিটিতে পড়ে -ছেলে মেয়েকে পছন্দ করে মেয়ে তা জানেনা -ছেলে প্রভাবশালী এক দলের ছ...
28/06/2025

যাদুর পুতুল খুজে পাওয়া -
ছেলে মেয়ে উভয় ভার্সিটিতে পড়ে -ছেলে মেয়েকে পছন্দ করে মেয়ে তা জানেনা -ছেলে প্রভাবশালী এক দলের ছ্যছড়া নেতা -

তাই বলে মেয়েকে পথরোধ এবং বিরক্ত করে -মেয়ে ভার্সিটির প্রশাসন কে অবিহিত করে এবং ছেলেকে কারাগারে পাঠায় -

এতেই ক্ষুব্ধ ছেলের মা -পরিশেষে মেয়ের সাথে মিঠমাঠ করে ছেলে বাহির হয় এবং ভার্সিটিতে পড়াশুনা করে।

অন্যদিকে মেয়ে -অন্যত্র বিয়ে করে নেয়!

শুরু হয় ছেলের মায়ের নিরব ঘাতক প্রক্রিয়া -

প্রথমে পাগল বানানো যাদু -শুরুটা করে ছাগলের মাংস খাইয়ে -ভার্সিটির ভেতরে ভিন্ন জায়গায় যাদুর জিনিসপত্র রেখে এবং হলে রেখে -

কোন এক প্রকারে জেনে প্রথমে ছেলের মাকে জিজ্ঞাসা যে কি কি করেছেন? জবাবে উত্তর নাই -তবে এই ঘাতক মহিলার স্বামী খুবি ভাল -স্বামীকে জানানোর পর ঘাতক মহিলা যাদুকর কে সাথে নিয়ে এসে ভার্সিটির ভেতরে যা যা যাদু রেখেছিল তা কিছু অংশ উঠিয়ে নেয় এতে পেশেন্ট এর উপত যাদুর প্রভাব কিছুটা কমে যায় -কিন্তু সম্পুর্ণভাবে নির্মুল করেনি যাদু এবং উঠিয়ে নেয়নি যাদুকর। আর এটাই কবিরাজদের ধর্ম যাদু করার পর যাদু সম্পুর্ণভাবে উঠিয়ে না নেওয়া এবং যাদু নির্মুল করা।

ঘাতক মহিলা এখানেই থেমে নেই -কোরবানি ঈদের আগে পেশেন্ট কে সেশন দেওয়া হলে পেশেন্ট এর পেটের ভেতর থেকে "মাংশের টুকরো বাহির হয় এবং পেশেন্ট স্বাভাবিক -

পেশেন্ট যখন পুনরায় ভার্সিটিতে যায় সেই ঘাতক মহিলা -প্রথমে পুতুল আকৃতি দিয়ে যাদু করে সেই পুতুল ভার্সিটির ভেতরে বদ্ধ পুকুরে ফেলে -তারপর পেশেন্ট এর শরীরের উপর প্রভাব ফেলতে পেশেন্ট কে একটি "চেইন "দেয় এবং পেশেন্ট অনিচ্ছা সত্বেও তা গ্রহণ করে মুহুর্তে আবার ফেরত দেয় "দরকার ছিল শুধু স্পর্শ করার এবং পেশেন্ট তা করেছে -ব্যাস হয়ে গেল কাজ -

পেশেন্ট ঘুরে ফিরে ভার্সিটির সে বদ্ধ পুকুরে গিয়ে পানিতে নেমে যেতে পাগল প্রায়!

ঘটনা বেগতিক দেখে পুনরায় "সেই ঘাতক মহিলা কে বল্লে সে তা উঠাতে অনিচ্ছুক -পরিশেষে ঘাতক মহিলার স্বামীকে বলার পর স্বামী ঘাতক মহিলাকে ইচ্ছে মত "মার "কেলানী থেরাপি দেয় এবং তালাক দেওয়ার কথা বলে এক পর্যায়ে ঘাতক মহিলা সেই যাদুকর কে সাথে নিয়ে এসে ভার্সিটির পুকুর হতে পুতুলের আংশিক অংশ তুলে দেয় এবং তা নিস্ক্রিয় করা হয়।

কত চেহারা ভুলে গেছি, মনেই পরে না। আপনার চেহারা কি দিয়ে বানানো, যে ভুলতেই পারি না।❤️‍🩹🌸
28/06/2025

কত চেহারা ভুলে গেছি, মনেই পরে না। আপনার চেহারা কি দিয়ে বানানো, যে ভুলতেই পারি না।❤️‍🩹🌸

24/06/2025

ইরান জিতছে!! এই ceasefire ইরানের বিজয়।

ইসরায়েল -পশ্চিমাদের পরাজয়।
শুধু পরাজয় না তাদের খর্ব ধ্বংস হইছে।

আর ইরানকে পরাশক্তির দেশ হিসেবে পৃথিবীকে জানান।

একটু খেয়াল করলে দেখবেন, ইসরা*য়েল পূর্ণ শক্তি দিয়ে একদিনের হামলায় ১৯ জন সশস্ত্রবাহিনীর চিফ ,পারমাণবিক বিজ্ঞানী মারছে এমনি বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালাইছে ইরানে।

তারপর ১২ দিন টানা বো*মা হামলা করছে।
কিন্তু মাগার ইরান মাথানত করে নাই।

কয়দিন আগে ট্রাম্প ইরানের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানাইছে কিন্তু ইরান উপহাসের সাথে তা প্রত্যাখ্যান করেছে।

বরং ইরান আরো বেশি প্রতিশোধ নেয়া আরম্ভ করছে।

২২০০ কিমি দূরে ইসরা*য়েলকে মিসাইল হামলা করছে
ইতিহাসের ভয়ংকর হামলা এই ভয়ংকর হামলা প্রথম ইহুদী জাতি দেখলো।

এদিকে ইরানের মিত্র পার্শ্ববর্তী একটা দেশও ইরানের সাথে ছিলো না। এমনকি রাশিয়া, চীন ,পাকিস্তানও কেউ সরাসরি আসে নাই।

ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর গতদিন মধ্যপ্রাচ্যে কাতার,ইরাক,মার্কিন ঘাঁটিগুলোতে প্রতিশোধমূলক হামলা চালায় ইরান।

ট্রাম্প পাল্টা প্রতিক্রিয়া না জানিয়ে যুদ্ধবিরতির তোরজোরের আগ্রহ দেখাইছে।

অর্থাৎ যুদ্ধ বিরতির প্রস্তাব আসে ইসরায়েল থেকে আর সেই প্রস্তাব সমর্থন করে আমেরিকা।

এবার ইরান ,ইসরা*য়েল আমে*রিকারর দম্ভ চুর্ণ কইরা দিছে। পারস্য জাতি মাথানত করে না প্রমাণিত হইছে।

এবার ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার স্বপ্ন পূরণ হয়নি ট্রাম্প ও নেতানিয়াহুর।

বরং তারা সকল নিষেধাজ্ঞা তোয়াক্কা করে দ্রুত বানাবে।

কয়দিনের যুদ্ধে ইসরা*য়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হইছে নেতানিয়াহুর পতনের আন্দোলনে জোর দিবে ইহুদীরা।

ইরান প্রমাণ করে দিলো ,রাষ্ট্র হিসেবে ইসরায়েলে দুর্বলতা স্পষ্ট, পরাশক্তিও নয়।

পশ্চিমা ,ইসরা*য়েলের হামলায় ইরান পারমাণবিকের প্রয়োজনীয়তা বিশ্বকে দেখাই দিলো এবার তারা তড়িঘড়ি দিয়ে পারমাণবিক বানাবে।

"প্রশ্ন হইলো ইস*রায়েলি সন্ত্রাসীরা কেন যুদ্ধ বিরতি চাইলো!

খুব সম্ভবত তাদের দেশের প্রতিরক্ষা ভেঙে পড়েছিল। অতিরিক্ত ব্যয় হচ্ছিল এত দূর থেকে লড়াই করতে।

শেষের দিনগুলোতে হামলা করে বেশি সুবিধা করতে পারছিল না টার্গেট হিটিং এ।

বরং আজেবাজে বোমাবাজি করেছে গত দুই তিন দিন ইচ্ছামত।

তাদের গোয়েন্দা তথ্য আগের মত নেই।

অলরেডি অনেক এজেন্ট ধরা পড়ে বেকায়দায় আছে।

তার উপর যুক্ত আছে বিশাল খরচ এবং নিজ দেশের নিরাপত্তা সংকট। নিজের দেশের জনগণের চাপ।

ইরান থেমে পড়ার যথেষ্ট কারণ আছে।

ইরানের আকাশ আমেরিকা ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে গেছিলো।

এই অবস্থায় ইরানের নিজেরও দরকার উন্নত বিমান ও আকাশ প্রতিরক্ষা সংগ্রহ করা।

বিজ্ঞান ও শিল্প আরো উন্নত করা। পারলে সকল সামরিক কারখানা সামনে মাটির নিচে নির্মাণ করা ইত্যাদি"

তবে ইরান ১০ বছর পিছিয়ে গেলো।
অনেক ক্ষতি হইছে তবে ব্যাপার না এখন ভুল থেকে শিক্ষা নিয়ে মাথাচাড়া দিয়ে ওঠার রাস্তা তৈরি হইলো!

এক'দিন সব হাসি'র ময়না-তদন্ত হবে.....আর ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে.....সব'টা জুড়ে'ই ছিলো মিথ্যের ছড়াছড়ি.....!
20/06/2025

এক'দিন সব হাসি'র ময়না-তদন্ত হবে.....
আর ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে.....
সব'টা জুড়ে'ই ছিলো মিথ্যের ছড়াছড়ি.....!

Address

Jhinaidaha

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhoot Story - ভুত স্টোরি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bhoot Story - ভুত স্টোরি:

Share