দৈনিক বারোবাজার

দৈনিক বারোবাজার "আমরা খবর করি না, সত্যের অনুসন্ধান করি। নির্ভীক কণ্ঠে, ন্যায়ের পক্ষে — দৈনিক বারোবাজার, সত্যের সন্ধানে প্রতিদিন!"
(2)

27/07/2025

"আপনার কথা, আপনার খবর—আপনারই চ্যানেল দৈনিক বারোবাজার!"

26/07/2025

এই টানা বৃষ্টিতে আপনার এলাকায় কী সমস্যা সবচেয়ে বেশি দেখা দিচ্ছে?🌧️
👇কমেন্টে জানান — পানি, কাদা, বিদ্যুৎ না যোগাযোগ ব্যবস্থা?

24/07/2025

ট্রাক উল্টে রাস্তায় জ্যাম!
ভাঙা রাস্তার কারণে প্রতিদিন চলছে মৃত্যুর মিছিল — আর কতকাল চুপ থাকবে সবাই?

#ভাঙারাস্তা #যশোরঝিনাইদহ #নিরাপদসড়কচাই #জনদুর্ভোগ #প্রশাসনেরদৃষ্টি

কালীগঞ্জে আলমসাধু ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহতপ্রতিবেদক: মোহাম্মদ ইমন হাসান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর এলাকা...
23/07/2025

কালীগঞ্জে আলমসাধু ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

প্রতিবেদক: মোহাম্মদ ইমন হাসান

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর এলাকায় আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুহুল আমিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি কোটচাঁদপুর উপজেলার শিশারকুণ্ডু গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কাশিপুর এলাকায় মোটরসাইকেলযোগে চলাকালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সঙ্গে সংঘর্ষ হয়। এতে রুহুল আমিন গুরুতর আহত হন, এবং ঘটনাস্থলে তিনি মৃ*ত্যু বরন করেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কালীগঞ্জ থানা পুলিশ।

স্থানীয়রা জানান, সড়কে ভারী যানবাহনের অসচেতন চলাচলের কারণে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে। এলাকাবাসী দ্রুত ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।

-বাবরা গ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃ*ত্যু!প্রতিবেদক: মোহাম্মদ ইমন হাসান কালীগঞ্জের বাবরা গ্রামে ট্রেন রেললাইনে...
23/07/2025

-বাবরা গ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃ*ত্যু!

প্রতিবেদক: মোহাম্মদ ইমন হাসান

কালীগঞ্জের বাবরা গ্রামে ট্রেন রেললাইনে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে আজ সকালে ।

-প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খুলনাগামী একটি যাত্রীবাহী ট্রেন বাবরা এলাকা অতিক্রম করার সময় রেললাইনে হেঁটে যাওয়া এক নারী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত নারীর পরিচয় এখনও জানা যায়নি। তাঁর আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

22/07/2025

মেলা নয়, যেন সিনেমার সিন! ভাই ভাই কসমেটিকসে ক্ষিপ্ত গরুর তাণ্ডব – মেকআপ নয়, এবার মূল আকর্ষণ গরু!

#ভাইভাই_কসমেটিকস
#গরুর_হামলা
#বারোবাজার_গরুহাট
#লোকাল_ড্রামা
#কসমেটিকস_ক্র্যাশ
#আজবঘটনা
#বাজারে_তাণ্ডব

আন্তর্জাতিক মানের হাফেজিয়া মাদ্রাসা গড়তে উদ্যোগ নিয়েছেন বারোবাজারের গর্ব হাফেজ মোঃ ইসরাফিল,ভবন ভাড়ার আহ্বান জানিয়েছেন ...
22/07/2025

আন্তর্জাতিক মানের হাফেজিয়া মাদ্রাসা গড়তে উদ্যোগ নিয়েছেন বারোবাজারের গর্ব হাফেজ মোঃ ইসরাফিল,
ভবন ভাড়ার আহ্বান জানিয়েছেন এই উদ্যোক্তা

বারোবাজার প্রতিনিধি | দৈনিক বারোবাজার

বারোবাজারের সন্তান, গর্বিত হাফেজ এবং শিক্ষক হাফেজ মোঃ ইসরাফিল এক অনন্য উদ্যোগ নিয়েছেন — বারোবাজারে প্রতিষ্ঠা করতে যাচ্ছেন আন্তর্জাতিক মানের হাফেজিয়া ও কোয়ালিটি ফুল মাদ্রাসা। এ লক্ষ্যে তিনি বর্তমানে একটি উপযুক্ত ভবন বা ফ্ল্যাট ভাড়ায় খুঁজছেন, যেখানে ছাত্রদের আবাসন ও শিক্ষার সর্বোচ্চ মান বজায় রাখা সম্ভব হবে।

হাফেজ মোঃ ইসরাফিল শুধু একজন হাফেজ নন — তিনি একজন মেধাবী প্রতিযোগী, প্রশিক্ষক ও শিক্ষানুরাগী।
তিনি ২০১৬ সালে খুলনায় প্রথম স্থান, ২০১৭ সালে ঢাকায় জাতীয় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান সহ একাধিক স্থানীয় ও জাতীয় হিফজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বারোবাজারের সুনাম ছড়িয়ে দিয়েছেন সারা দেশে।

তাঁর পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতায় তিনি বহু শিক্ষার্থীকে প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করেছেন এবং তাঁদের মধ্যে অনেকে ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছেন বিভিন্ন পর্যায়ে।

হাফেজ মোঃ ইসরাফিল বলেন,

"আমি চাই বারোবাজারেই এমন একটি মাদ্রাসা গড়ে উঠুক, যেখান থেকে আন্তর্জাতিক মানের হাফেজ তৈরি হবে। এখন আমি চাই নতুন প্রজন্মকে সেই আলোয় গড়ে তুলতে।"

এই মহান উদ্যোগ বাস্তবায়নের জন্য তিনি বারোবাজারের জনগণের সহযোগিতা কামনা করেছেন।
যাদের কাছে ভাড়ার উপযুক্ত ফ্ল্যাট বা ভবন আছে, তারা চাইলে ন্যায্য মূল্য পেয়ে এই খেদমতে অংশ নিতে পারেন।

যোগাযোগ করুন: 01726-165848 /
01985273373

আপনার একটি সাহায্য হতে পারে অসংখ্য হাফেজ তৈরির পথ।

শেয়ার করুন, হয়তো আপনার মাধ্যমে পৌঁছে যাবে এই মহৎ আহ্বান।

#দৈনিক_বারোবাজার #এইচএমইসরাফিল #হাফেজিয়া_মাদ্রাসা াড়া #বারোবাজারের_গর্ব #ইসলামী_উদ্যোগ #হিফজ_প্রতিযোগিতা

21/07/2025

বিমান বিধ্বস্তের ঘটনায় ১৬ জনের মৃ'ত্যুর! আহত দেড় শতাধিক!😥

মাইলস্টোন স্কুলের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত!রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ মাঠে FT7 BG1 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ...
21/07/2025

মাইলস্টোন স্কুলের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত!

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ মাঠে FT7 BG1 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই বিমানের দায়িত্বে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মো: তৌকির ইসলাম। তিনি মৃত্যুবরণ করছেন।
-এবং স্কুলের অনেক ছাত্রছাত্রী নিহত হয়েছে।
-অনেকে আহত হয়েছে।

-আল্লাহ সবাইকে হেফাজত করুন 🤲

নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সতর্কবার্তা: ফেসবুকে ভিডিও আপলোডের আগে যা জানা জরুরিবর্তমানে ফেসবুক শুধু সামাজিক যোগাযোগের...
21/07/2025

নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সতর্কবার্তা: ফেসবুকে ভিডিও আপলোডের আগে যা জানা জরুরি

বর্তমানে ফেসবুক শুধু সামাজিক যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি বৃহৎ ভিডিও কনটেন্ট প্ল্যাটফর্ম হিসেবেও পরিচিত। অনেক তরুণ-তরুণী এখন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আত্মপ্রকাশ করছে। কেউ হচ্ছে ইনফ্লুয়েন্সার, কেউ করছে ভিডিও ব্লগিং, কেউ আবার চালাচ্ছে ধর্মীয় বা শিক্ষামূলক পেজ। কিন্তু এই যাত্রায় অনেকেই অনিচ্ছাকৃত ভুলে পড়ে যাচ্ছে Facebook Community Standards–এর লঙ্ঘনে, যার ফলে ভিডিও রিমুভ, পেজ লক হওয়া এমনকি আইনি সমস্যার মুখোমুখি হওয়ার ঝুঁকি তৈরি হয়।

🚫 কোন ধরনের ভিডিও আপলোড করা ফেসবুকে নিষিদ্ধ?

১. সহিংসতা ও রক্তপাতের দৃশ্য

যুদ্ধ, মারামারি, হত্যা, দুর্ঘটনার রক্তাক্ত ভিডিও।

প্রাণী নির্যাতনের দৃশ্য।

Facebook সরাসরি এসব ভিডিও সরিয়ে দেয় বা একাধিক রিপোর্ট পেলে পেজ বন্ধ করে।

২. শিশুদের অন্তর্ভুক্ত যৌন বা আপত্তিকর ভিডিও

কোনো শিশুকে যৌন দৃষ্টিতে উপস্থাপন করলে তা শুধু নিষিদ্ধই নয়, আইনি অপরাধ।

এমন ভিডিও আপলোড বা শেয়ার করলেই ফেসবুক রিপোর্ট করে এবং আইনি ব্যবস্থা নিতে পারে।

৩. হেট স্পিচ ও ধর্মীয় বিদ্বেষ

কোনো জাতি, ধর্ম, লিঙ্গ, ভাষা বা সম্প্রদায়কে কটাক্ষ করা ভিডিও।

ভিডিওতে কাউকে "কুৎসিত", "জঘন্য", "অযোগ্য" ইত্যাদি বলে অপমান করাও হেট স্পিচের মধ্যে পড়ে।

৪. Deepfake ও ভুয়া তথ্যযুক্ত ভিডিও

AI বা সফটওয়্যার দিয়ে বানানো এমন ভিডিও যা কাউকে ভুলভাবে উপস্থাপন করে।

রাজনৈতিক বা ধর্মীয় নেতাদের কণ্ঠ নকল করে ভিডিও বানানো গুরুতর অপরাধ।

৫. অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশ

কারো ব্যক্তিগত ভিডিও বা কথোপকথন, এমনকি সিসিটিভি ফুটেজও অনুমতি ছাড়া শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সতর্কবার্তা

নিজস্ব ভিডিও বানান:
যতটা সম্ভব নিজের বানানো ভিডিও আপলোড করুন। অন্যের ভিডিও ডাউনলোড করে ব্যবহার করলে Unoriginal Content Violation হতে পারে।

ব্যাকগ্রাউন্ড মিউজিকও হতে পারে কপিরাইটেড!
YouTube বা TikTok থেকে নেওয়া গান বা সাউন্ড অনেক সময় ফেসবুক কপিরাইট ধরতে পারে। তাই ‘copyright-free’ music ব্যবহার করুন।

Facebook Reels ও Watch–এ মনিটাইজ করতে চাইলে:

1 মিনিটের বেশি দৈর্ঘ্য রাখতে হবে।

Original content হতে হবে।

Community Guidelines–এর বিরুদ্ধে কিছু থাকতে পারবে না।

ভিডিওতে অশ্লীল ভাষা বা ইঙ্গিত পরিহার করুন:
শুধু কথা নয়, ভিডিওর থাম্বনেই যদি এমন কিছু থাকে যা “শালীনতা বহির্ভূত”, তাহলে সেটিও সীমিত করে দেওয়া হয়।

বাস্তব অভিজ্ঞতা:
একজন নতুন কনটেন্ট ক্রিয়েটর ফেসবুকে প্রতিদিন ভিডিও আপলোড করতেন। বিষয় ছিল ধর্মীয় কনটেন্ট। হঠাৎ একদিন তার পেজ “Limited Originality” নামে একটি নোটিশ দেয়। তদন্ত করে দেখা যায়, ভিডিওর একাংশ অন্য একটি ইউটিউব চ্যানেল থেকে কাটা হয়েছে। এতে তার ২ মাসের মনিটাইজেশন বন্ধ করে দেওয়া হয়।

শেষ কথা:
নতুন কনটেন্ট ক্রিয়েটরদের উচিত—

ভিডিও আপলোডের আগে অন্তত একবার Facebook–এর কমিউনিটি স্ট্যান্ডার্ড পড়া।

নিজে তৈরি না করলে সেই ভিডিও ব্যবহার না করা।

কপিরাইট, গোপনীয়তা ও নীতিমালার বিষয়ে সচেতন থাকা।

কনটেন্ট তৈরি মানে শুধু ক্যামেরা চালানো নয়, এটি একটি দায়িত্বশীল পেশা — যেখানে নিজের কনটেন্টে সত্য, সৌন্দর্য ও সততা থাকতে হবে।

19/07/2025

পর্দার আড়ালে হামিদ চাচার অসাধারণ প্রতিভা!

বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি ট্রাকের সামনের চাকা হঠাৎ ভেঙে যায়। ফলে গুরুত্বপূর্ণ এ সড়কের মাঝখানে ট্রাকটি আটকে...
19/07/2025

বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি ট্রাকের সামনের চাকা হঠাৎ ভেঙে যায়। ফলে গুরুত্বপূর্ণ এ সড়কের মাঝখানে ট্রাকটি আটকে পড়ে সৃষ্টি হয় তীব্র যানজট।

Address

Jhenida

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক বারোবাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক বারোবাজার:

Share