15/09/2025
হাফেজ হতে হলে আবাসিক থাকতে হবে—এই পুরনো ধারণা কি এখনো আপনার মাথায় আছে? তাহলে এই পোস্ট টি আপনার জন্য।
🕌 প্রিয় অভিভাবকগণ, আসসালামু আলাইকুম
আপনার কাছে একটা প্রশ্ন করি—
আপনার আদরের সন্তান এখন কোথায় ঘুমাচ্ছে, কী খাচ্ছে, কেমন পরিবেশে দিন কাটাচ্ছে—আপনি কি নিশ্চিতভাবে জানেন?
হয়তো সপ্তাহে একদিন ফোনে কথা হয়, তারপর আর কিছুই আপনার চোখে পড়ে না। সে কতটুকু পড়ছে, শিক্ষকরা তাকে কীভাবে পড়াচ্ছে—এসব কি আপনার জানা আছে?
দুঃখজনক হলেও সত্য, অনেক আবাসিক মাদ্রাসায় শিক্ষার্থীদের লেখাপড়ার চেয়ে অন্য কাজে বেশি ব্যবহার করা হয়। বই হাতে দেওয়ার বদলে তাদের হাতে দেওয়া হয় কালেকশনের প্যাকেট। গ্রাম গ্রামে ধান-চাল তুলতে পাঠানো হয়, আবার কখনো খেদমতের নামে তাদের দিয়ে এমন সব কাজ করানো হয় যার সাথে হিফযের কোনো সম্পর্ক নেই।
ফলে আপনার স্বপ্ন ভেঙে যায়, সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়।
আমি সত্যি বলছি, এটাই বাস্তবতা।
অবশ্যই সব আবাসিক মাদ্রাসা এমন নয়। এখনো অসংখ্য আবাসিক প্রতিষ্ঠান আছে যারা সত্যিকার অর্থে যত্নশীল।
এখন আসুন দেখি অনাবাসিক শাখার সুবিধা
প্রচলিত একটা কথা ছিল—
“হাফেজ হতে হলে আবাসিক থাকতে হবে।”
কিন্তু এই ধারণা আজ আর সঠিক নয়। সময় বদলেছে, প্রমাণ বদলেছে। শুধু অনাবাসিকই নয় বরং অনলাইনের মাধ্যমে ঘরে বসেই অসংখ্য মানুষ হাফেজ হচ্ছে।
👉 অনাবাসিক শাখায় আপনার সন্তান থাকবে আপনার চোখের সামনে।
👉 প্রতিদিনের রুটিন, সিলেবাস আর অগ্রগতি রিপোর্ট আপনি নিজেই দেখতে পারবেন।
👉 সন্তান ফাঁকি দিচ্ছে নাকি শিক্ষক ফাঁকি দিচ্ছে—আপনার কাছে কিছুই গোপন থাকবে না।
👉 কতটুকু ঘুম, কতটুকু খাবার দরকার, কীভাবে সুস্থভাবে বেড়ে উঠবে—এসব নির্দেশনা Markazul Quran Academy দিয়ে থাকে। এতে আপনিও হয়ে উঠবেন একজন সচেতন অভিভাবক।
👉 আপনার সন্তান বন্দি থেকে বোরিং হয়ে যাবে না, বরং প্রকৃতির সাথে মিশে, বাস্তবতা জেনে, সুস্থ মানসিকতায় হিফয শিক্ষা সম্পন্ন করবে।
👉 আর সবচেয়ে বড় কথা, কোরআনের পাশাপাশি আধুনিক জ্ঞান ও সমসাময়িক শিক্ষা নিয়ে আপনার সন্তান গড়ে উঠবে একজন যোগ্য মানুষ হিসেবে।
🌟 আমাদের প্রতিশ্রুতি – মারকাযুল কোরআন একাডেমি, অনাবাসিক শাখা, বারোবাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ।
আমরা চাই না আপনার স্বপ্ন ভেঙে যাক।
আমরা চাই, আপনার সন্তানকে আপনি নিজের কোলের কাছেই রাখুন—আর আমাদের তত্ত্বাবধানে হিফয শিক্ষা সম্পন্ন করুক।
✅ নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী সর্বোচ্চ তিন বছরের মধ্যে হিফয সম্পন্ন করার পরিকল্পনা
✅ প্রতিদিন অগ্রগতির রিপোর্ট ও অভিভাবকের সাথে নিয়মিত যোগাযোগ
✅ চরিত্র গঠন, শিষ্টাচার, নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়
✅ মানসম্মত শিক্ষক, শৃঙ্খলাপূর্ণ পরিবেশ এবং অভিভাবকের জন্য উন্মুক্ত মনিটরিং সিস্টেম
প্রিয় অভিভাবক,
আপনার সন্তানকে আর দূরে পাঠাবেন না।
আপনার চোখের সামনেই, আপনার কোলের কাছেই, আপনার আদরের সন্তানকে হাফেজ বানানোর সুযোগ এসেছে।
👉 আসুন, আজই ভর্তি করুন আপনার সন্তানকে মারকাযুল কোরআন একাডেমি অনাবাসিক শাখা, বারোবাজারে।
আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ—আপনার সন্তান হবে কোরআনের হাফেজ, আর সমসাময়িক বিশ্বের একজন যোগ্য নাগরিক।
📍 ঠিকানা: আসাদ মার্কেট, তৃতীয় তলা, বারোবাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ
📞 যোগাযোগ: 01985-273373 / 0172616-5848