Khalid info hunt

  • Home
  • Khalid info hunt

Khalid info hunt Everything seems impossible before it is done
(1)

08/08/2025

আজ থেকে বাংলাদেশিদের জন্য মাল্টিপল ভিসা কার্যকর শুরু মালেশিয়ায়

🚨 খুব শীঘ্রই মালয়েশিয়ার টুরিস্ট ভিসা বন্ধ হয়ে যেতে পারে 🇲🇾বর্তমানে বাংলাদেশীদের জন্য সবচেয়ে সহজে টুরিস্ট ভিসা দিচ্ছে...
27/07/2025

🚨 খুব শীঘ্রই মালয়েশিয়ার টুরিস্ট ভিসা বন্ধ হয়ে যেতে পারে 🇲🇾
বর্তমানে বাংলাদেশীদের জন্য সবচেয়ে সহজে টুরিস্ট ভিসা দিচ্ছে মালয়েশিয়া। কিন্তু প্রতিদিনই দেখা যাচ্ছে, অনেক বাংলাদেশীকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিমানবন্দর থেকেই ফেরত পাঠাচ্ছে।

এর প্রধান কয়েকটি কারণ হলো –

1️⃣ সঠিক হোটেল বুকিং না থাকা – যতদিন মালয়েশিয়ায় থাকার পরিকল্পনা, রিটার্ন টিকিট অনুযায়ী ততদিনের হোটেল বুকিং দেখাতে হবে।

2️⃣ কনফার্ম রিটার্ন টিকিট না থাকা – ডেমো বা অস্থায়ী টিকিট নিয়ে আসা সবচেয়ে বড় ভুল। মালয়েশিয়ার ইমিগ্রেশন বাংলাদেশীদের ডকুমেন্ট সবচেয়ে বেশি যাচাই করে।

3️⃣ অবৈধভাবে অবস্থানকারী এজেন্সির প্রভাব – কিছু এজেন্সি টুরিস্ট ভিসায় মানুষ এনে অবৈধভাবে রেখে দিচ্ছে। এতে করে প্রকৃত ভ্রমণকারীরাও সমস্যায় পড়ছেন।

⚠️ গুরুত্বপূর্ণ সতর্কবার্তা:
যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়ার টুরিস্ট ভিসা নিয়ে ভাবছেন কাজ করবেন – এই ধারণা ভুলে যান।
👉 দিন শেষে আপনি মালয়েশিয়ায় আসবেন ঠিকই, কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন বর্তমানে অত্যন্ত কঠোর। আপনাকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হতে পারে।
👉 প্রথমবার ঢুকতে না দিলে মনে রাখুন, দ্বিতীয়বার আসলেও ৯৫%-১০০% সম্ভাবনা রয়েছে যে আবারও ফেরত পাঠানো হবে।

🛑 দালালের মিষ্টি কথায় পড়বেন না। কলিং ভিসা থাকলে আসুন, কিন্তু টুরিস্ট ভিসায় এসে কাজ করা সম্পূর্ণ অবৈধ।
কারণ দালাল মালয়েশিয়ায় আসবে না – আসবেন আপনি, আর বিপদে পড়বেন আপনিই।

✈️ যাদের হাতে ইতোমধ্যে মালয়েশিয়ার ভিসা রয়েছে, তারা যত দ্রুত সম্ভব ভ্রমণ শেষ করুন এবং সব কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত রাখুন।

সময় বদলায়, মানুষ বদলায়,তবে স্মৃতি থেকে কিছু মানুষ কখনো হারায় না
16/07/2025

সময় বদলায়, মানুষ বদলায়,
তবে স্মৃতি থেকে কিছু মানুষ কখনো হারায় না

একটা সময় দেখা যাবে বাংলাদেশীদের কেউ ভিসা দিবে না। তাদের কর্মকান্ডের জন্য। এখনি বাংলাদেশের পাসপোর্টের তেমন একটা মান নেই উ...
16/07/2025

একটা সময় দেখা যাবে বাংলাদেশীদের কেউ ভিসা দিবে না। তাদের কর্মকান্ডের জন্য। এখনি বাংলাদেশের পাসপোর্টের তেমন একটা মান নেই উন্নতদেশ গুলাতে৷

আলহামদুলিল্লাহ, খুশির সংবাদ 🥰খুব শীঘ্রই বাংলাদেশের প্রবাসী শ্রমিকরা মালয়েশিয়াতে মাল্টিপল এন্ট্রি ভিসা পেতে যাচ্ছে । ফলে ...
15/07/2025

আলহামদুলিল্লাহ, খুশির সংবাদ 🥰
খুব শীঘ্রই বাংলাদেশের প্রবাসী শ্রমিকরা মালয়েশিয়াতে মাল্টিপল এন্ট্রি ভিসা পেতে যাচ্ছে । ফলে বাংলাদেশের প্রবাসীরা ১ বছরের ভিসা দিয়ে একের অধিক বার বাংলাদেশে আসতে যেতে পারবেন ।

ধন‍্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, মালয়েশিয়ার সরকার ও বাংলাদেশ হাইকমিশনে কূটনৈতিকবর্গদের ।
সেই সাথে রইলো অবিরাম ভালোবাসা যারা আমাদের দাবীর সাথে একাত্মতা পোষণ করে ছিলেন ।

সাপ্তাহের শুরুতে মালয়েশিয়ার ১ রিঙ্গিতের মূল্য ২৯ টাকা ! ২.৫% প্রণোদনাসহ ২৯.৭২ টাকা । যে কোন সময়ে টাকার রেট আপ ডাউন হতে...
08/07/2025

সাপ্তাহের শুরুতে মালয়েশিয়ার ১ রিঙ্গিতের মূল্য ২৯ টাকা ! ২.৫% প্রণোদনাসহ ২৯.৭২ টাকা । যে কোন সময়ে টাকার রেট আপ ডাউন হতে পারে

01/07/2025
বাংলাদেশের অর্থনীতির নীরব যোদ্ধারা প্রবাসীরা।প্রতি বছর প্রবাসীরা প্রায় ৩০ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীত...
30/06/2025

বাংলাদেশের অর্থনীতির নীরব যোদ্ধারা প্রবাসীরা।
প্রতি বছর প্রবাসীরা প্রায় ৩০ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখছেন। হুন্ডি, স্বর্ণ এবং অন্যান্য অপ্রচলিত মাধ্যমে এর পরিমাণ হয়তো আরও কয়েকগুণ বেশি। অথচ, এই মানুষগুলোর জন্য সংসদে কোনো সরাসরি প্রতিনিধিত্ব নেই—এটা বড়ই দুঃখজনক।

একদিকে সংসদে সংরক্ষিত নারী আসন ৫০ থেকে ১০০ করা হয়, অথচ যারা জাতির অর্থনীতির হাল ধরে আছেন, সেই প্রবাসীরা আজও বঞ্চিত রাজনৈতিক স্বীকৃতি থেকে। এমনকি প্রবাসীদের ভোটাধিকার নিয়েও নেই স্পষ্ট কোনো কাঠামো।

আমরা মনে করি, সময় এসেছে প্রবাসীদের জন্য সংসদে সরাসরি প্রতিনিধিত্বের ব্যবস্থা করার। এতে দেশের ক্ষতি নয়, বরং অগ্রগতি ত্বরান্বিত হবে।

সবাই যার যার জায়গা থেকে আওয়াজ তুলুন।
আমাদের দাবি স্পষ্ট—আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের জন্য আসন বরাদ্দ করুন।

23/06/2025

সকল প্রবাসী ভাইদের জন্য আমাদের দোয়া ছাড়া আর কিছুই নেই।
আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন। আমিন।

22/06/2025

বিদেশ থেকে একজন যাত্রী ২ টা used ও ১ টা নতুন মোবাইল আনতে পারবেন বিনা শুল্কে।

28/02/2025

আলহামদুলিল্লাহ মালয়েশিয়াতে ২মার্চ প্রথম রমজান।🤲

Address


Alerts

Be the first to know and let us send you an email when Khalid info hunt posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khalid info hunt:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share