Business Mind Academy

Business Mind Academy যতক্ষণ আছে ইন্টারনেট দাদা, ব্যাবসায়ি?

08/10/2022

আমরা অধিকাংশই সফল না
কারণ আমাদের অধিকাংশেরই জীবনের লক্ষ্য ডিফাইনড না ।
এই শুরু করি, শুরু করবো কিন্তু কি করবো তাই জানি না । আবার কি ‘জানি না’ তাও জানি না ।

তাই লক্ষ্য মাথায় রেখে শুরু করাটা আর হয় না, ভালোও লাগে না । ভালো লাগে খুশিতে ঠেলায় ঘুরতে।

কচুরি পানার মতো ভাসতে কার না ভালো লাগে । কিন্তু ভাসতে ভাসতে এ ঘাট থেকে সে ঘাটে যাইতে যাইতে যেদিন সাগরে গিয়ে পড়বেন সেদিন আর শত চেষ্টাইও পেছনে ফিরে আসতে পারবেন না ।

তাই এখনই লক্ষ্য নির্ধারণ করে একটা সঠিক প্ল্যান নিয়ে মাঠে নেমে পড়ুন । মনে রাখবেন - “আমরা কেউ ব্যর্থ হওয়ার পরিকল্পনা করি না কিন্তু সঠিক পরিকল্পনা করতে ব্যর্থ হয়” ।

~শামীম ভাই

গত কয়েকদিন ডলার এবং রুপির বিপরীতে টাকার মান অসম্ভব কমতে শুরু করেছিল।  তবে চীনের সাথে ইউয়ানে ব্যবসায়ের ঘোষণায় ডলার এবং রু...
17/09/2022

গত কয়েকদিন ডলার এবং রুপির বিপরীতে টাকার মান অসম্ভব কমতে শুরু করেছিল।
তবে চীনের সাথে ইউয়ানে ব্যবসায়ের ঘোষণায় ডলার এবং রুপির বিপরীতে শক্তিশালী হয়েছে টাকার মান।
আশা করা যায় শীগ্রই ব্যাংকগুলো এইটা এডজাস্ট করে নিবে।🙂

অন্তত  একবার ফেইসবুকের কু-নজর যার উপর পড়েছে, শুধু সেই জানে  Ads Manager রেস্ট্রি*কটেড হওয়ার কি জ্বালা। 🤪🤪তাই অনেকেই Veri...
17/07/2022

অন্তত একবার ফেইসবুকের কু-নজর যার উপর পড়েছে, শুধু সেই জানে Ads Manager রেস্ট্রি*কটেড হওয়ার কি জ্বালা। 🤪🤪
তাই অনেকেই Verified Facebook Ads Manager খুঁজছেন। 🧐

আমাদের এই প্যাকেজে আর পাবেন একটি Facebook Account একদম ফ্রি। কেননা আপনার পারসোনাল Ads Manager রেস্ট্রি*কটেড থাকলে ওই আইডিতে নতুন কোন Ads Manager যুক্ত করতে পারবেন না।

তাই ব্যাবসাকে না থামিয়ে আজই আমাদের সাথে যোগাযোগ করে Verified Facebook Ads Manager লুফে নিন। 🙃🙃
আপনার Ads Manager আপাতত ঠিক থাকলেও একটা ব্যাকআপ হিসেবে নিয়ে নিতে পারেন। ☺️☺️

দীর্ঘদিন ফেইসবুকের মাধ্যমে বিজনেস করছেন,অথচ আপনি আপনার বিজনেসের জন্য একটা ওয়েবসাইট নেবেন ভাবেননি, এইটা কখনই হওয়ার নয়। 😇😇...
14/07/2022

দীর্ঘদিন ফেইসবুকের মাধ্যমে বিজনেস করছেন,অথচ আপনি আপনার বিজনেসের জন্য একটা ওয়েবসাইট নেবেন ভাবেননি, এইটা কখনই হওয়ার নয়। 😇😇
তবে আপনার ল্যান্ডিং পেজ প্রয়োজন নাকি ওয়েবসাইট??? 🤔🤔

আমরা যারা ছোটখাট বিজনেস করছি, তাদের মূলত ল্যান্ডিং পেজ প্রয়োজন। তবে বিজনেসের ধরণ অনুযায়ী তা ভিন্ন হতে পারে।
আপনার বিজনেসের জন্য কোনটা প্রয়োজন তা আমাদের সাথে পরামর্শের মাধ্যমেও সিদ্ধান্ত নিতে পারেন।

তবে স্বল্প বাজেটে আপনাকে সেরা সেবার নিশ্চয়তা একমাত্র আমরায় দিচ্ছি। তাই দেরি না করে আপনারে বিজনেসকে আরও বড় এবং সুন্দর করে গড়ে তুলতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। 😊😊

Business Mind Academy পরিবারের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। ত্যাগের মহি...
09/07/2022

Business Mind Academy পরিবারের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। ত্যাগের মহিমায় সবার ঈদ হয়ে উঠুক আনন্দময়।

🎀 অনলাইন ব্যবসায় ক্রেতাকে খুশি রাখার কৌশল  🎀   ইন্টারনেটের মাধ্যমে পণ্য বিকিকিনি করেন যাঁরা, তাঁদের জন্য সবচেয়ে গুরুত্বপ...
31/05/2022

🎀 অনলাইন ব্যবসায় ক্রেতাকে খুশি রাখার কৌশল 🎀

ইন্টারনেটের মাধ্যমে পণ্য বিকিকিনি করেন যাঁরা, তাঁদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রেতার আস্থা অর্জন। গ্রাহকই ই–কমার্স সাইটের সফলতার নিয়ামক। ই-কমার্সে কীভাবে গ্রাহক বা ক্রেতার মন জয় করা যায়, তার কিছু পরীক্ষিত বিষয় রয়েছে। যাঁরা ই-কমার্স সাইট পরিচালনা করেন বা ই-কমার্স উদ্যোগ নিতে চান তাঁরা কিছু িনয়ম মেনে চলতে পারেন।

সময়মতো সাড়াঃ
ক্রেতা যখন ফেসবুক পেজ, ওয়েবসাইট অথবা ফোনের মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইবেন, তখনই আপনাকে সাড়া দিতে হবে। তাহলে ক্রেতা আপনার সাইটের প্রতি প্রাথমিক সন্তুষ্টি পেয়ে যাবেন।

আন্তরিক ব্যবহারঃ
আমাদের দেশে অনেক বিক্রেতাই ক্রেতার সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করেন না। পণ্য কেনার পর ‘চিনি না’—এ রকম একটা অবস্থা। কিন্তু একজন ক্রেতাই আপনাকে আরও ২০ জন ক্রেতা তৈরি করে দেবেন। আপনার ভালো ও আন্তরিক ব্যবহার এবং সুন্দর বাচনভঙ্গি ক্রেতার আস্থা অর্জনে অনেক কাজে দেবে। ক্রেতা যেন আপনার ব্যবহার ও আন্তরিকতায় মুগ্ধ হয়ে যান। জিজ্ঞাসা করুন, ‘কীভাবে আপনাকে সহায়তা করতে পারি?’ ক্রেতাকে কোনো কারণে আপনার সেবা বা পণ্য দিতে না পারলে ‘সরি’ বলুন। এতে আপনার প্রতি ক্রেতার বিশ্বাস আরও বেড়ে যাবে।

ভালো পণ্যের সরবরাহঃ
গ্রাহক চাহিদার প্রতি সম্মান দেখানো এবং ভালো মানের পণ্য সরবরাহ করতে হবে। নিম্নমানের পণ্য বাজারজাত করে আপনি সাময়িকভাবে লাভবান হতে পারেন, কিন্তু এটা পরে আপনার ব্যবসার স্থায়ী ক্ষতি করে দেবে। আসল পণ্য ছাড়া কোনো কিছুই বিক্রি করবেন না।

ক্রেতার পর্যালোচনাঃ
অনলাইন দোকানে গ্রাহকসেবার গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রাহকের পর্যালোচনা (রিভিউ)। ক্রেতাদের মতামত আপনার ব্যবসায়ের উন্নতিতে দারুণ ভূমিকা রাখতে পারে। পণ্য বা সেবা কেমন হয়েছে? ভালো লেগেছে কি না? এগুলো জানতে চাইতে হবে। এতে ক্রেতা সন্তুষ্ট হন। ক্রেতার কাছে পরামর্শ চাইবেন, জানতে চাইবেন যে ঠিক কোন ধরনের পদক্ষেপ নিলে ক্রেতাদের আরও সুবিধা হয়? কীভাবে সেবাকে আরও মানসম্মত করা যেতে পারে? ইত্যাদি জানার আগ্রহ দেখান। এতে ক্রেতা নিজেকে সম্মানিত মনে করবেন। ই-কমার্স সাইটের প্রতি একটা আলাদা টান অনুভব করবে। এতে ক্রেতা বারবার আপনার সাইটে যেতে চাইবেন।

সততাঃ
পণ্যের মান ও মূল্য সম্পর্কে নিজের সততা প্রমাণ করুন। আপনার সেবা যে ভালো, তা প্রমাণ করুন। কথা আর কাজের সঙ্গে মিল রাখুন। আপনার সততাই আপনার ব্যবসাকে এগিয়ে নেবে। সততার সঙ্গে ব্যবসা করলে রেফারেন্স থেকেই প্রচুর অর্ডার পাবেন।

বিনা খরচে সরবরাহঃ
বিনা খরচে পণ্য ক্রেতার ঠিকানায় পৌঁছে দিলে ক্রেতা খুশি হয়ে থাকেন। তাই আপনার পণ্যের দামের সঙ্গে ডেলিভারি চার্জ আলাদা না ধরে পণ্যের দামের সঙ্গে ডেলিভারি চার্জ যোগ করে পুরো দাম একসঙ্গে দেখাবেন। সরবরাহের খরচ ধরেই পণ্যের মূল্য নির্ধারণ করুন। এতে আপনার বিক্রি বাড়ার সম্ভাবনা অনেক বেশি।

পণ্য ফেরত দেওয়ার সুযোগ দিনঃ
অনলাইন দোকানে যদি সম্ভব হয় তাহলে পণ্য ফেরত দেওয়ার ব্যবস্থা রাখুন। এতে পণ্য কেনার বেলায় ক্রেতা বাড়তি নিরাপত্তা বোধ করবেন।

সম্ভব হলে দোকানঃ
ই-কমার্স করতে গিয়ে একটি ছোট আকারের হলেও দোকান রাখা দরকার। দোকান থাকলে ক্রেতারা পণ্য কিনতে বেশি আগ্রহ দেখাবেন।

ক্রেতার ঠিকানা লিখে রাখাঃ
সম্ভব হলে ক্রেতার ঠিকানা ডায়েরিতে লিখে রাখুন। যাতে ক্রেতার সঙ্গে পরবর্তী সময়ে যোগাযোগ করতে পারেন। মাঝে মাঝে কোনো ছাড় বা উপহার থাকলে ফোন করে বা মেসেজ দিয়ে জানাতে পারেন। এমনটা করলে ক্রেতা খুশি হয়ে থাকেন।

ক্রেতার সঙ্গে ভালো সম্পর্কঃ
আপনার অনলাইন শপ থেকে যাঁরা পণ্য ক্রয় করে থাকেন, তাঁদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করুন। মাঝে মাঝে বড় ক্রেতাকে কিছু উপহার দিন। কোনো একটা উৎসবের আয়োজন করুন। ক্রেতাকে উৎসবে নিমন্ত্রণ পাঠান। তাতে ক্রেতা অনেক খুশি হবেন। এতে ক্রেতা আপনার সাইট থেকে পণ্য কিনতে আগ্রহী হবেন।

সফল ব্যক্তির কিছু গোপন সুত্র- মানুষের সফলতার পেছনেও থাকে কিছু গোপন সূত্র, থাকে কিছু মূলমন্ত্র। যেসব ব্যক্তি এসব সূত্র বা...
15/04/2022

সফল ব্যক্তির কিছু গোপন সুত্র-

মানুষের সফলতার পেছনেও থাকে কিছু গোপন সূত্র, থাকে কিছু মূলমন্ত্র। যেসব ব্যক্তি এসব সূত্র বা মূলমন্ত্র মেনে চলে, তারা সম্পূর্ণ সফল না হলেও একেবারে বিফল হয় না। কথাটিকে ঘুরিয়ে এভাবেও বলা যায় যে, যেসব ব্যক্তিকে আমরা আজকে সফল হিসেবে চিনি, তারা জীবনে এসব গোপন সূত্র কিংবা মূলমন্ত্রের প্রয়োগ করেই সফল হয়েছে। সাফল্যের এসব গোপন কৌশলের মধ্যে সহজতম একটি কৌশল হচ্ছে 'SWOT' অ্যানালাইসিস, যা আজকের লেখার আলোচ্য বিষয়।

‘SWOT’ একটি ইংরেজি শব্দ-সংক্ষেপ। একে বিশ্লেষণ করলে হয়-
👉Strengths
👉Weaknesses,
👉Opportunities and
👉Threats
অর্থাৎ শক্তিশালী দিক, দুর্বল দিক, সুযোগ এবং হুমকি। SWOT অ্যানালাইসিসের প্রকৃত উদ্দেশ্য কোনো কিছুর শক্তিশালী বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করা এবং এসব শক্তিশালী বৈশিষ্ট্যকে কোন কোন প্রেক্ষাপটে কাজে লাগানো যায় সেই সুযোগ খুঁজে বের করা। আবার দুর্বল বৈশিষ্ট্যগুলোকে খুঁজে বের করার পাশাপাশি এসব দুর্বল বৈশিষ্ট্যের ক্ষতিকর প্রভাব বিশ্লেষণ করা। পরবর্তীতে এ বৈশিষ্ট্যগুলো অপসারণের ব্যবস্থা করা।

SWOT অ্যানালাইসিসের মূল বিষয় আমরা জেনে ফেলেছি এরই মধ্যে। কিন্তু কেবল জানার মধ্যেই সীমিত রাখলে আসলে নিজের উন্নয়ন করা সম্ভব নয় কখনো। বরং এসব কৌশলের বাস্তবিক প্রয়োগেরও দরকার আছে। এতে একদিকে যেমন আমরা নিজেদের ভালো-খারাপ দিক সম্পর্কে জানতে পারব, অন্যদিকে আমাদের সম্ভাবনা কিংবা দুর্বলতা সম্পর্কেও জানতে পারব।

এর পরে আশা করি আপনি আর পিছিয়ে থাকবেন না।
ধন্যবাদ😊

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Business Mind Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share