
16/09/2025
প্রিয় বোর্ণীবাসী,
সবার প্রতি আন্তরিক নমস্কার জানাই।
বোর্ণী গ্রামের সন্দীপ কস্তা -এর মা বর্তমানে গিলিয়ান-বারে সিন্ড্রোম (GBS) নামক এক জটিল রোগে আক্রান্ত হয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি আছেন।
এই জটিল চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন, উনার পরিবারের পক্ষে বহন করা অত্যন্ত কঠিন। তাই বোর্ণীবাসীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি নিজ নিজ জায়গা হতে চিকিৎসার জন্য যথাসাধ্য আর্থিক সহায়তা প্রদান করার জন্য।
আপনাদের সহযোগিতায় একজন মা নতুনভাবে বাঁচতে পারবে। সকলের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার বিনীত অনুরোধ রইলো। আপনারা নিচে উল্লিখিত নম্বরে যোগাযোগ বা সহযোগিতা পাঠাতে পারেন:
★ব্র্যাক ব্যাংক একাউন্ট নম্বর - 1073100790001
★নগদ ও বিকাশ -01782932918
আপনাদের সবার প্রার্থনা ও সহযোগিতা একজন মায়ের সুস্থতার পথে বিশেষ সহায়ক হবে।