Freelancer Khokon

Freelancer Khokon i am a Freelancer
(كوكون بالقطعة)

শুধু দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার❤️ইচ্ছা শক্তি টা বাড়ান 💛
16/06/2023

শুধু দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার❤️
ইচ্ছা শক্তি টা বাড়ান 💛

নিজের মত করেই একটা লাইফস্টাইল লিড করার স্বপ্ন দেখুন-অন্যের চাকচিক্য  দেখে কখনােই হতাশ কিংবা আফসোস করবেন না।আপনি হয়তো জ...
15/06/2023

নিজের মত করেই একটা লাইফস্টাইল লিড করার স্বপ্ন দেখুন-
অন্যের চাকচিক্য দেখে কখনােই হতাশ কিংবা আফসোস করবেন না।
আপনি হয়তো জানেনই তার চাকচিক্যের পেছনে কেমন কষ্টের গল্প আছে-

আপনার স্বাস্থ ঠিক আছে শুকরিয়া।
আপনার একটা ছোট সংসার আছে শুকরিয়া।
সেই সংসারে দু চারটা ছেলেমেয়ে আছে শুকরিয়া।

ঠিকমত আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করি।
আর রাতে ঠিক মত ঘুমাতে পারি।


Freelancer Khokon Freelancer Faruk SI Khokon Freelancer Ruhit Freelancer Freelancing Care - ফ্রিল্যান্সিং কেয়ার খো কা

ইংরেজি দুটি বর্নমালা।বলতে হবে কোন দুটি বর্ন?                    Freelancer Khokon   Freelancer Shorna Freelancer Faruk F...
15/06/2023

ইংরেজি দুটি বর্নমালা।বলতে হবে কোন দুটি বর্ন?

Freelancer Khokon Freelancer Shorna Freelancer Faruk Freelancer Ruhit Freelancer Freelancing Care - ফ্রিল্যান্সিং কেয়ার

14/06/2023
🕙সময় ও সুযোগ এই দুটির একটিও কখনো কারো জন্য অপেক্ষা করে না আর করবেও না।✔️😕যখন সুযোগ আপনার দরজায় এসে কড়া নাড়ে কিন্তু আপনি ...
14/06/2023

🕙সময় ও সুযোগ এই দুটির একটিও কখনো কারো জন্য অপেক্ষা করে না আর করবেও না।✔️

😕যখন সুযোগ আপনার দরজায় এসে কড়া নাড়ে কিন্তু আপনি সেই সুযোগ হাতছাড়া করলে অন্য কেউ তা কাজে লাগায় তখন অন্যের উন্নতি দেখে তখন আপনি দোষ দেন ভাগ্যের।😏

সুতরাং যেই সুযোগ আপনার হাতের সামনে আছে সেটাকেই লুফে নিন দেখবেন সময় আপনাকে অন্য এক অধ্যায়ে নিয়ে যাবে।😊





SI Khokon Freelancer Khokon খো কা

পৃথিবীতে শারীরিক যোগ্যতা ছাড়া অনেক বিখ্যাত কর্ম সাধন হয়েছে। কিংবা অসুস্থতা, দ্রারিদ্র‍্য, হতাশাও তাদের লক্ষ্য অর্জনের পথ...
14/06/2023

পৃথিবীতে শারীরিক যোগ্যতা ছাড়া অনেক বিখ্যাত কর্ম সাধন হয়েছে। কিংবা অসুস্থতা, দ্রারিদ্র‍্য, হতাশাও তাদের লক্ষ্য অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

পৃথিবীতে এমন অসংখ্য উদাহরণ আছে।

আজ দুইজনের কথা বলি।

🚸মহাকবি হোমার ছিলেন অন্ধ। অথচ পৃথিবীর ক্লাসিক মহাকাব্য ইলিওড ও ওডিসি লেখায় তাঁর অন্ধত্ব বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

আপনার জীবনে সফলতার পথে বাধা কি?
চোখ দুইটা আছে তো আলহামদুলিল্লাহ।

🚸মহাকবি জন মিল্টন হোমারের মতো জন্মান্ধ ছিলেন না। বিশেষ রোগে শেষ বয়সে অন্ধ হয়ে যান। অন্ধ অবস্থায় তিনি তাঁর কন্যাকে শ্রুতি লেখক বানিয়ে অর্থাৎ তিনি বলে বলে দিয়েছেন তাঁর কন্যা লিখেছেন।
এভাবেই তিনি রচনা করেন ইংরেজি সাহিত্যের কালজয়ী দুইটি মহাকাব্য প্যারাডাইজ লস্ট ও প্যারাডাইজ রিগেইন্ড!

তাঁর অন্ধত্বও তাঁর কাজে বা সৃষ্টিশীলতায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

আপনার জীবনে বাধা কি?

বেকারত্ব, দ্রারিদ্র‍্য, হতাশা, টাকার অভাব, ব্রেকাপ?

ঝেড়ে ফেলুন সব।

ঘুরে দাঁড়ান।

তাজা উদাহরণ দিচ্ছি।

🚸আমার বন্ধু শামসুল ইসলাম ঢাবিতে ইতিহাস বিভাগে কোটা ছাড়াই চান্স পায়। ১০০২তম হয়।

এখন ৩৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে নেত্রকোণা সরকারি কলেজে কর্মরত আছে।

সে জন্মান্ধ!

তার ফিজিক্যাল ডিজএবিলিটির দোহাই দিয়ে বসে থাকেনি।
সে তার চোখ ছাড়াই আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় তুমিও জিতবে!

তার সাথে অনেক স্মৃতি!

আপনি কি দিয়ে অজুহাত তৈরি করে মনকে বোঝাবেন যে আপনি ব্যর্থ?

দিন দিন আপনার ও আপনার মনের মধ্যে নিজের শক্তিকে জানার বিশাল দেয়াল তৈরি করছেন না তো?

পরিকল্পনা করুন।
পরিশ্রম করুন।
ভাগ্যকে পরিবর্তন করুন।

আপনি, আপনার নিজেকে একটু মনের আয়নায় দেখুন একটা সাহসী সিংহ লুকিয়ে আছে।


খো কা SI Khokon Freelancer Shorna Freelancer Khokon

মার্কেটপ্লেসের বাইরে কেন ক্লায়েন্ট খোঁজা প্রয়োজন? #পর্ব 1আমি দেখতে পাচ্ছি আপনি ফ্রিল্যান্সিং জবের মাধ্যমে পেশাগত সফলতা অ...
13/06/2023

মার্কেটপ্লেসের বাইরে কেন ক্লায়েন্ট খোঁজা প্রয়োজন?
#পর্ব 1

আমি দেখতে পাচ্ছি আপনি ফ্রিল্যান্সিং জবের মাধ্যমে পেশাগত সফলতা অর্জনের প্রতি আগ্রহী এবং আপনার সাথে কিছু ট্রিকস শেয়ার করব। এই গুলো আপনার ফ্রিল্যান্সিং জার্নিতে সাহায্যে এবং সফলতার সন্ধান করতে সহায়তা করতে পারে।

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করার আগে, ক্লায়েন্ট খোজার আগে আপনি একাধিক মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করতে পারেন। এটি সম্ভবত একটি স্মার্ট কার্যনীতি, যেখানে আপনি আপনার সময় ও প্রচেষ্টা নির্দিষ্ট মার্কেটপ্লেসে সংজোগ স্থাপন করেন না, যদিও সেই মার্কেটপ্লেস আপনার সাথে বিশেষ মানের সার্ভিস প্রদানের জন্য খুঁজে দেবে। সেটা নির্ভর করবে আপনার ক্লায়েন্টের পছন্দের এবং কাজের সংখ্যা।

এছাড়াও, আপনি যদি আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা বৃদ্ধি করতে চান, তবে নতুন টেকনিক্যাল স্কিল সম্পর্কে জ্ঞান রাখা জরুরি। এটি আপনাকে আপনার নিজের সার্ভিস বিকাশ করতে সাহায্য করবে এবং আপনি অন্যান্য ফ্রিল্যান্সারদের সাথে প্রতিযোগিতামূলক হতে পারেন সাহাজ্য করবে। কোনও নতুন দক্ষতা শেখার জন্য অনলাইনে রয়েছে অনেক সাধারণ এবং প্রোফেশনাল কোর্স, যার মাধ্যমে আপনি আপনার দক্ষতা পরিবর্তন করতে পারেন।

এছাড়াও, কাজ প্রদানের আগে সাম্প্রতিক পর্যাপ্ত প্রজ্ঞাপন করতে পারেন যেখানে আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং সাফল্যের নমুনা থাকবে। এটি আপনার বিশেষ সার্ভিস সম্পর্কে ক্লায়েন্টদের বিশ্বাস জোগানে সাহায্য করবে এবং নতুন ক্লায়েন্ট আপনার সাথে আরো নিঃশ্বাস বিশ্বাস করতে পারে।

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে বাহিরে কাজ করার সময়, আপনি একটি প্রফেশনাল ও মানসম্মত প্রোফাইল সংরক্ষণ করতে পারেন। এটি আপনার ব্যাকগ্রাউন্ড, পূর্বের কাজের অভিজ্ঞতা, পরিচিতিসম্পন্নতা এবং রিভিউ সম্পর্কে সম্পূর্ণ তথ্য সরবরাহ করবে। এটি আপনাকে সঠিক এবং ক্রেডিবল ভাবে প্রতিষ্ঠিত করবে এবং বিশ্বাসযোগ্যতা তৈরি করবে ক্লায়েন্টদের মধ্যে।

শেষ মনে রাখবেন, একটি উচ্চ মানের সার্ভিস প্রদান করার চেষ্টা করুন এবং ক্লায়েন্টদের সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। ভাল কমিউনিকেশন রাখতে পারলে এবং প্রতিটি ক্লায়েন্টের নির্দিষ্ট প্রয়োজনীয়তা বুঝতে পারলে, আপনি অন্য ফ্রিল্যান্সারদের থেকে আগেই কাজ পেয়ে যাবেন এবং আপনার মার্কেটপ্লেসে সফলতা অর্জন করতে পারবেন।

এই রকম ব্লগ পেতে (হ্যাসট্যাগ) ফলো করুন


Freelancer Khokon SI Khokon

13/06/2023

অনেকেই জানতে চাচ্ছেন যে,কোর স্কিলস কি?
মনে করুন আপনার তিন টি বিষয়ে কাজ শেখার আগ্রহ রয়েছে।
✅গ্রাফিক্স।
✅ডিজিটাল মার্কেটিং।
✅ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট।

এই তিন টি আলাদা প্রফেশন বা সেক্টর।
এই তিনটি তে এক্সপার্ট হওয়া প্রায় অসম্ভব।

এখন আপনি এই তিনটি থেকে যেকোন একটা স্কিলস এ এক্সপার্ট হওয়ার জন্য সিদ্বান্ত নিলেন-
যেমন ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার গড়বেন।
এখন আপনার কোর স্কিলস হলাে ডিজিটাল মার্কেটিং।

বাকি গুলাে সম্পর্কে আপনার ধারণা থাকবে কিন্তু আপনি মাস্টার হবেন ডিজিটাল মার্কেটিং এ।

এটাই কোর স্কিলস।

Amir Mounir

Hi
13/06/2023

Hi

এই নৌকা দুটিকে দেখুন। এখান থেকে বের হতে হলে হয় কারো সাহায্য নিতে হবে কিংবা বর্ষার জন্য অপেক্ষা করতে হবে। সাহায্য অনিশ্চি...
13/06/2023

এই নৌকা দুটিকে দেখুন। এখান থেকে বের হতে হলে হয় কারো সাহায্য নিতে হবে কিংবা বর্ষার জন্য অপেক্ষা করতে হবে। সাহায্য অনিশ্চিত, বর্ষা নিশ্চিত। কারন বর্ষণের কাজ আল্লাহর এবং সাহায্যের কাজ মানুষের। অতএব, আপনার দুর্দিনে কেও সাহায্য না করলেও আল্লাহর সাহায্য ঠিকই পাবেন, সময়টা শুধু অপেক্ষার।

ধৈর্য্য ধারণ করুন এবং আল্লাহর ওপর ভরসা রাখুন।
আল্লাহ অবশ্যই পাশে থাকবেন।

আল্লাহ,বলেন তোমরা আমাকে ডাকো,আমি তোমাদের ডাকে সাড়া দেবো।
(সূরাঃমুমিন-৬০)

"জেনে রেখো, আল্লাহর সাহায্য অতি নিকটে!"
(সূরা বাকারা, আয়াত: ২১৪)

Address

Joydebpur

Telephone

+8801687200100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Khokon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Khokon:

Share