
18/11/2024
গিলগামেশ :১৮+
(কামসূত্র সংস্করণ)
বাংলাদেশে প্রথমবার; গিলগামেশ-এর কিউনিফর্ম (Cuneiform Script) লিপির প্রকৃত অনুবাদ! প্রতিটি অধ্যায়ে থাকবে দু'টি ভাগ, একটি মূল লিপির সহজ ভাবানুবাদ, অপরটি সেই অধ্যায়ের ব্যাবিলনীয় চিত্রলিপির ধারায় অঙ্কিত গ্রাফিক বর্ণনা!
কালেক্টর'স এডিশনটি তৈরি হবে গিলগামেশে লিপিবদ্ধ থাকা সকল বর্ণিত যৌনতার বিকৃতি না ঘটিয়ে; তাই নিশ্চিত বলা যায়, এটিই বাংলা ভাষায় প্রথম সঠিক এবং প্রকৃত কামসূত্র অনুবাদ!!!
মনে রাখতে হবে:
গিলগামেশ কামরসে পরিপূর্ণ একটি মহাকাব্য, তাই ১৮ বছরের কম বয়সীদের জন্য এটি পাঠযোগ্য নয়!
কালেক্টর'স এডিশনের অংশীদারিত্ব হবে ১৩০০ থেকে ১৫০০ টাকার মধ্যে! দেশ স্থিতিশীল থাকলে ঘোষণা আসবে ৩১ ডিসেস্বর ২০২৪, রাত ৯ টা ৬৯ মিনিটে!
বিঃদ্রঃ (তথ্য)
'গিলগামেশ' একটি মেসোপটেমীয় মহাকাব্য; এটি প্রায় ২১০০ খ্রিস্টপূর্বে (৪১০০ বছর পূর্বে) রচিত মহাকাব্য! যৌনাশ্রিত এই মহাকাব্যটিকে পৃথিবীর সবচেয়ে প্রাচীন সাহিত্যকর্ম হিসেবে গণ্য করা হয়!