08/11/2025
#পাঁচবিবি রেলওয়ে স্টেশন 🌸
জয়পুরহাট জেলার অন্যতম বৃহৎ একটি উপজেলা।যেখানে প্রতিদিন ৫ জোড়া আন্ত:নগর এবং একটি মেইল ট্রেন যাত্রাবিরতি করে থাকে।
এই স্টেশনকে ব্যবহার করে প্রতিদিন কয়েক হাজার মানুষ তাদের গন্তব্যে ভ্রমণ করে থাকে।
যাত্রী বিবেচনায় ভালো পরিমাণ টিকিট বরাদ্দ থাকে এই স্টেশনটির জন্য।
আরেকটি মজার বিষয় এই স্টেশনটি কখনও নিস্তব্ধ হয় না।প্রতিটি মুহূর্তই মানুষের সমাগম লেগে থাকে।
যার ধারাবাহিকতায় সন্ধ্যার পর থেকে স্টেশন চত্বরে বিভিন্ন দোকানের দেখা পাওয়া যায়,যার মধ্যে কিছু পিঠার দোকান ওই এলাকার লোকজনদের মধ্যে একটি বিশেষ জায়গা দখল করে নিয়েছে।এবং দোকান গুলোর পিঠা গুলোও মোটামুটি মজার তবে স্বাস্থ্য সম্মত কিনা এটা আমাদের অজানা 😊
কখনও কি তাদের এই দোকান গুলো থেকে পিঠা খাওয়ার সুযোগ হয়েছিল!!