Brain Train Bd

Brain Train Bd "Brain & Train – A Journey of Discovery"
ট্রেন ও রেল বিষয়ক সকল তথ্য জানানোর ক্ষুদ্র প্রয়াস
(1)

 #পাঁচবিবি রেলওয়ে স্টেশন 🌸জয়পুরহাট জেলার অন্যতম বৃহৎ একটি উপজেলা।যেখানে প্রতিদিন ৫ জোড়া আন্ত:নগর এবং একটি মেইল ট্রেন যাত...
08/11/2025

#পাঁচবিবি রেলওয়ে স্টেশন 🌸

জয়পুরহাট জেলার অন্যতম বৃহৎ একটি উপজেলা।যেখানে প্রতিদিন ৫ জোড়া আন্ত:নগর এবং একটি মেইল ট্রেন যাত্রাবিরতি করে থাকে।
এই স্টেশনকে ব্যবহার করে প্রতিদিন কয়েক হাজার মানুষ তাদের গন্তব্যে ভ্রমণ করে থাকে।
যাত্রী বিবেচনায় ভালো পরিমাণ টিকিট বরাদ্দ থাকে এই স্টেশনটির জন্য।
আরেকটি মজার বিষয় এই স্টেশনটি কখনও নিস্তব্ধ হয় না।প্রতিটি মুহূর্তই মানুষের সমাগম লেগে থাকে।
যার ধারাবাহিকতায় সন্ধ্যার পর থেকে স্টেশন চত্বরে বিভিন্ন দোকানের দেখা পাওয়া যায়,যার মধ্যে কিছু পিঠার দোকান ওই এলাকার লোকজনদের মধ্যে একটি বিশেষ জায়গা দখল করে নিয়েছে।এবং দোকান গুলোর পিঠা গুলোও মোটামুটি মজার তবে স্বাস্থ্য সম্মত কিনা এটা আমাদের অজানা 😊

কখনও কি তাদের এই দোকান গুলো থেকে পিঠা খাওয়ার সুযোগ হয়েছিল!!

চায়নার বহু কোচের হার্ট এট্যাক, ব্রেইন স্ট্রোক, পায়ে সমস্যা  সহ নানাবিধ সমস্যা হওয়ার কারনে সৈয়দপুরের পথে খুলনা/রাজশাহী থে...
07/11/2025

চায়নার বহু কোচের হার্ট এট্যাক, ব্রেইন স্ট্রোক, পায়ে সমস্যা সহ নানাবিধ সমস্যা হওয়ার কারনে সৈয়দপুরের পথে

খুলনা/রাজশাহী থেকে প্রায় প্রায় এমন যাওয়া আসা করে নানান চায়না কোচ।

চায়না কোচ দেশের ইতিবাসে সবচেয়ে বাজে কোচ, এগুলো নিয়ে আমাদের অবশ্য গর্ব অনেক।

সামনে ২ বছরে যদি ইন্ডিয়ান LHB আসা শেষ না হয়, লিখে রাখেন এই চায়না আর ইনকা বেজের ট্রেন গুলোর বেহাল দশা হবে। তাই বলে বলছিনা ওরা LHB পাবেই, তখন স্পেয়ার বেশি থাকবে, ড্যামেজ হলেও যুক্ত হবে সাথে সাথে

পার্বতীপুর রেলওয়ে জংশন - Parbatipur Railway Junction

আবারো পুরো ট্রেন রির্জাভ করে,"রাজশাহী হইতে সৈয়দপুর" শিক্ষা সফরের উদ্দেশ্য রওনা দিবে, বাংলাদেশ পলিটেকনিক ইন্সটিটিউট, রাজশ...
07/11/2025

আবারো পুরো ট্রেন রির্জাভ করে,"রাজশাহী হইতে সৈয়দপুর" শিক্ষা সফরের উদ্দেশ্য রওনা দিবে, বাংলাদেশ পলিটেকনিক ইন্সটিটিউট, রাজশাহী।
আগামী ১০/১১/২০২৫ রোজ সোমবার ৭৬২/৭৬১ সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন থাকায় উক্ত রেক দ্বারা পরিচালিত হবে এই স্পেশাল ট্রেনটি।

আগামী ১০/১১/২০২৫ রোজ সোমবার সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন থাকায় উক্ত রেক দ্বারা পরিচালিত হবে এই স্পেশ...
07/11/2025

আগামী ১০/১১/২০২৫ রোজ সোমবার
সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন থাকায় উক্ত রেক দ্বারা পরিচালিত হবে এই স্পেশাল ট্রেনটি

সংগৃহীত

প্রায় ১৫ মাস বন্ধ ভারত - বাংলাদেশ রেলওয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল। ট্রেন চালু করতে বার বার চিঠি দিল্লিকে (ঢাকা).বেনাপোল ...
07/11/2025

প্রায় ১৫ মাস বন্ধ ভারত - বাংলাদেশ রেলওয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল। ট্রেন চালু করতে বার বার চিঠি দিল্লিকে (ঢাকা).

বেনাপোল - পদ্মা সেতু - আখাউড়া - আগরতলা রেল ট্রানজিট না পেলে বন্ধ হয়ে যাওয়া মিতালী, মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস চালু করতে অনিহা ভারতীয় রেলের।

আমার মনে হয় আমাদের বাংলাদেশ রেলওয়ের বার বার ভারতকে চিঠি দিয়ে নিজেদেরকে ছোট না করে, মৈত্রী, মিতালী, বন্ধন এক্সপ্রেস এর রেক দিয়ে নতুন কিছু ট্রেন চালু করা উচিত অথবা কিছু কিছু ট্রেনের রেক প্রতিস্থাপন করা উচিত।

সেইসাথে আমাদের দেশের পাবলিক এর উচিত চিকিৎসা ক্ষেত্রে ভারতের উপর নির্ভরতা কমানো।

আর শাহবাজপুর রেল লাইন নির্মাণ করলেও ভারতকে ট্রানজিট সুবিধা না দিয়ে ওই লাইন বড়লেখা থেকে ঘুরিয়ে বিয়ানীবাজার হয়ে জৈন্তাপুর পর্যন্ত বর্ধিত করে উক্ত রুটে ঢাকা থেকে রাত্রিকালীন একটি নতুন ট্রেন চালু করলে ওই ট্রেন এ কুলাউড়া, শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ, এর জন্য পর্যাপ্ত আসন বরাদ্দ দেওয়া যাবে, এতে করে রাতের ট্রেন এ সিলেট এর জন্য আসন বৃদ্ধি হবে, প্লাস ওই ট্রেন ঢাকা থেকে ট্যুরিস্ট ট্রেন হিসাবেও চলবে পর্যটকরা যারা জাফলং, মাধবকুণ্ড জলপ্রপাত এইসব জায়গায় ভ্রমণ করবে তারাও উক্ত ট্রেনটি ব্যবহার করতে পারবে,
আর শাহবাজপুর থেকে সিলেট এবং আখাউড়া রুটে লোকাল ট্রেন চালানো যাবে উক্ত লাইন ব্যবহার করে।

সব কথার এক কথা কোনোভাবেই রেলপথ দিয়ে সুবিধা দেওয়া যাবে না ।

শহীদ এম মনসুর আলী (সিরাজগঞ্জ) স্টেশনের সময়সূচিঃবাংলাদেশ রেলওয়ে, সিরাজগঞ্জ।Credit ছবিতে
07/11/2025

শহীদ এম মনসুর আলী (সিরাজগঞ্জ) স্টেশনের সময়সূচিঃ
বাংলাদেশ রেলওয়ে, সিরাজগঞ্জ।

Credit ছবিতে

আহা মৃ-ত্যু 😓 কখন, কোথায়, কার জীবনে এসে পড়বে, কেউ জানে না...আজ ট্রেনে করে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিলাম। হঠাৎ ট্রেনের মা...
07/11/2025

আহা মৃ-ত্যু 😓 কখন, কোথায়, কার জীবনে এসে পড়বে, কেউ জানে না...

আজ ট্রেনে করে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিলাম। হঠাৎ ট্রেনের মাইকে ভেসে এলো ঘোষণা, “একজন যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, কোনো ডাক্তার থাকলে অনুগ্রহ করে ঘ বগির কেবিনে চলে আসুন।” ঘোষণাটা বারবার হচ্ছিল। আমি ভাবলাম, নিশ্চয়ই তিনি এখন ভালো আছেন।কিন্তু ট্রেন যখন রাজশাহীতে পৌঁছাল, তখন সেই একই বগির পাশে শোনা গেল কান্নার শব্দ…আর ট্রেন থেকে নামানো হচ্ছে এক নিথর দেহ। এক মুহূর্তের মধ্যেই মনটা ভরে গেল অদ্ভুত শূন্যতায়।

জীবন কত ক্ষণস্থায়ী! একটু আগে যে মানুষটা নিঃশ্বাস নিচ্ছিলেন, মুহূর্তের ব্যবধানে তিনি নেই। মৃ-ত্যু কখনও সময় নিয়ে আসে না। যেকোনো জায়গায়, যেকোনো মুহূর্তে, সে এসে পড়ে নিঃশব্দে।আমরা কেউই জানি না, আমাদের জীবনের শেষ ট্রেনটা কখন থেমে যাবে।

© সংগৃহীত

কোটি টাকা মূল্যে কেনা এসি শ্রেনীর কোচ বসিয়ে রেখে লোকসান এর মুখে ফেলা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে কে !সেবা থেকে বঞ্চিত হচ্ছে চি...
07/11/2025

কোটি টাকা মূল্যে কেনা এসি শ্রেনীর কোচ বসিয়ে রেখে লোকসান এর মুখে ফেলা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে কে !

সেবা থেকে বঞ্চিত হচ্ছে চিলাহাটি থেকে রাজশাহী এবং রাজশাহী থেকে পঞ্চগড় গামী কয়েকশত যাত্রী!

পাওয়ার কার দূর্বলতার অজুহাতে রেলওয়ে কর্তৃপক্ষ
২০০৬ সালে আমদানীকৃত ১০টি এসি কোচ-
( ৫টি এসি কেবিন ক্রমিক নং WJC ৭১০১-৭১০৫) এবং ( ৫টি এসি চেয়ার ক্রমিক নং WJCC ৭২০১-৭২০৫)

৫টি এসি কেবিন শ্রেনীর কোচ এর মধ্যে ১টি এসি কেবিন রাজশাহী - পঞ্চগড় রুটে চলাচলকারী বাংলাবান্ধা এক্সপ্রেস এ চলাচল করলেও
বাকি ৯ টি কোচ রূপসা-সীমান্ত এক্সপ্রেস এর রেক পরিবর্তন হবার পর থেকে অলস পড়ে আছে !

অথচ পরিপূর্ন শক্তিশালী পাওয়ার কার চীন থেকে আমদানী করা লাগেজ ভ্যান এর সাথে এসেছে সেসব পাওয়ার কার ব্যবহার করে বরেন্দ্র- তিতুমীর - বাংলাবান্ধা এক্সপ্রেস এ এসব কোচ চালানো সম্ভব এবং এসব কোচ থেকে আয় করা সম্ভব ! তা না করে কোচ গুলোকে অলস ফেলে রাখা হয়েছে !!!!

শুধু যে অলস পড়ে আছে তা না কোচ গুলো নিয়মিত রক্ষনাবেক্ষন করা হচ্ছে !
যখন কোচ গুলা চালানোই হচ্ছে না তাহলে দেশের বিপুল পরিমান টাকা এই ব্যায় করার উদ্দেশ্য কি ?

পাওয়ার কার দুর্বলতার অজুহাত এ কোচগুলো ট্রেন এ সংযোজন করা সম্ভব হচ্ছে না ! অথচ চীন থেকে আমদানীকৃত লাগেজভ্যান এর সাথে আনা লাগেজ কাম জেনারেটর কার গুলো বিভিন্ন ইয়ার্ড এবং সিকলাইন এ ফেলে মরিচা ধরানো হচ্ছে !
এভাবেই জনগনের টাকা কোচ এবং জেনারেটর কার বসে থেকে নস্ট হচ্ছে আর জনগন গরুর মত ধাক্কাধাক্কি করে ট্রেন এ যাতায়াত করছে !
কত সরকার আসলো গেলো ! বাংলাদেশ এর জনগন এর ভাগ্যের চাকা কি কোনো দিনও ঘুরবে না ?
এসব অভিশপ্ত রেলওয়ে কর্মকর্তার জুলুম থেকে কি কোনো দিনো রেহাই পাবে না জনগন ????
প্রশ্ন রেখে গেলাম …..

Collected

পদ্মার ইন রিপোর্টে পঞ্চগড় যাবেছবি আজকে কমলাপুর
06/11/2025

পদ্মার ইন রিপোর্টে পঞ্চগড় যাবে
ছবি আজকে কমলাপুর

***জয়পুরহাট রেলস্টেশনে যাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগজয়পুরহাট রেলওয়ে স্টেশনে আব্দুর রাজ্জাক আকন্দ নামে এক যাত্রীক...
06/11/2025

***জয়পুরহাট রেলস্টেশনে যাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগ

জয়পুরহাট রেলওয়ে স্টেশনে আব্দুর রাজ্জাক আকন্দ নামে এক যাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে হেড বুকিং সহকারী মনিরুল করিম মুনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এ বিষয়ে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগি ওই যাত্রী। আব্দুর রাজ্জাক আকন্দ জয়পুরহাট জেলা শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত আছেন বলে জানা গেছে। এদিকে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রেল কর্তৃপক্ষ।

জানা গেছে, যাত্রী আব্দুর রাজ্জাক পাবনা যাওয়ার জন্য দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের টিকেট কাটতে জয়পুরহাট রেল স্টেশনের কাউন্টারে যান। সেখানে তিনি লাইনে দাঁড়িয়ে টিকেট সংগ্রহ করতে দুইশ টাকা দেন। কাউন্টার থেকে তাকে খুচরা টাকা দিতে বলা হয়। কিন্তু আব্দুর রাজ্জাক খুচরা টাকা দিতে পারেননি। তখন হেড বুকিং সহকারী মনিরুল করিম ওই যাত্রী খুচরা টাকা আনার তাগিদ দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মনিরুল করিম কাউন্টার থেকে বাহিরে এসে যাত্রী আব্দুর রাজ্জাককে ধাক্কা মারেন। এরপর দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এরপর মনিরুল করিম ওই যাত্রীকে টেনে-হেচড়ে স্টেশন মাস্টারের রুমে পরে কাউন্টার কক্ষের ভেতরে নিয়ে বিভিন্নভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ওই যাত্রীর শার্ট ছিঁড়ে গেলে রেলওয়ের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা তাকে স্টেশন মাস্টারের রুমে নিয়ে আসেন। সেখানে মনিরুল করিম মুন ভুল স্বীকার করে ক্ষমা চান।

যাত্রী আব্দুর রাজ্জাক বলেন, স্টেশনে টিকিট কাটাকে কেন্দ্র করে স্টেশনের হেড বুকিং সহকারী মনিরুল করিম মুন আমাকে বিভিন্নভাবে লাঞ্ছিত করেছে। তারা এক লাইনে টিকিট না দিয়ে এক লাইন থেকে আরেক লাইনে ঘুরাঘুরি করাচ্ছিল। কাউন্টারের ভেতর থেকে এসে আমাকে টেনে অফিসের ঘরে নিয়ে গিয়ে বিভিন্নভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। শার্টও ছিড়ে গেছে। পরে সাংবাদিকরা আসলে তিনি ভুল করেছেন বলে ক্ষমা চান। সে স্থানীয় হওয়ায় দাম্ভিকতার সাথে ক্ষমতায় দেখায় যে, সে মানুষকে মানুষই মনে করেনা। তদন্ত করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।

অভিযুক্ত হেড বুকিং সহকারী মনিরুল করিম মুন বলেন, টাকা খুচরা না থাকা সংক্রান্ত বিষয় নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে ওই যাত্রী আমাকে গালিগালাজ করে। এসময় তার সঙ্গে কথা বলতে গেলে একটু ধস্তাধস্তি হয়। আমি তাকে টেনে নিয়ে আসিনি। সে আমার হাত ধরতে গেলে ধস্তাধস্তি হয়। পরে সবার উপস্থিতিতে বিষয়টি মিমাংসা হয়েছে।

জয়পুরহাট রেলষ্টেশনের মাস্টার রফিক চৌধুরী বলেন, কথাকাটাকাটির এ পর্যায়ে ওই যাত্রী হেড বুকিং সহকারীকে বলেন, তুমি বাহিরে আসো তোমাকে দেখছি। এই নিয়ে ঠেলাঠেলি হয়েছে এটুকু শুনেছি। তবে ধাক্কাধাক্কি বা মারধরের ঘটনা যদি ঘটে তাহলে সরকারি বিধি অনুযায়ী সে ভুল করেছে। তার এটা অপরাধ। একজন যাত্রীকে ধাক্কা দিয়ে মারামারি করা এটা অপরাধ। মুন ওই যাত্রীর কাছে ক্ষমাও চাইছে।

এ বিষয়ে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, সরকারি কর্মকর্তা হয়ে এ ধরনের আচরণের সুযোগ নাই। আচরণ বিধিমালা অনুযায়ী চলতে হবে। এ ধরনের ঘটনা যদি আমাদের কাছে লিখিতভাবে জানানো হয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

-রেজাউল করিম রেজা

উত্তরা থেকে ফার্মগেট যাব ৭০ টাকা ভাড়া ৫০০ টাকার নোট ভাংতি হবেনা!এই যুগে এসেও এমন সার্ভিস দিচ্ছে একটা লোকাল মিস্টির দোকান...
05/11/2025

উত্তরা থেকে ফার্মগেট যাব ৭০ টাকা ভাড়া ৫০০ টাকার নোট ভাংতি হবেনা!
এই যুগে এসেও এমন সার্ভিস দিচ্ছে একটা লোকাল মিস্টির দোকানেও এখন পস মেশিন রাখে, এরা আর কবে আপডেট হবে নাকি ২০৯৯ সাল অবদি ক্যাশ পেমেন্ট চালু রাখবে!!!
এগুলো তো কমন সেন্স যেহেতু আমরা ভাংতি দিতে পারছি না এটলিস্ট স্টেশনে - মোবাইল ব্যাংকিং কিংবা পস পেমেন্টের ব্যাবস্থা রাখি। আশা করছি এই পোস্টটি কর্তৃপক্ষের নজরে আসবে।
#সংগৃহীত Brain Train Bd

Address

Joypur
5910

Alerts

Be the first to know and let us send you an email when Brain Train Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Brain Train Bd:

Share