
11/01/2025
এক বাবা মারা যাবার পর তার ছেলে তার মাকে একটি বৃদ্ধাশ্রমে রেখে এসেছিলো।
ছেলেটা মাসে একবার করে মায়ের সাথে দেখা করে আসত। এভাবেই দিন কাটছিলো।
একদিন হঠাৎ বৃদ্ধাশ্রম থেকে ছেলেটার কাছে ফোন আসলো এবং বললো, "আপনার মার শরীরটা ভাল যাচ্ছেনা। দিন প্রায় ফুরিয়ে এসেছে, আপনি একবার এসে আপনার মায়ের সাথে দেখা করে যান।"
খবর শুনে ছেলেটা দ্রুত বৃদ্ধাশ্রমে আসলো। এসে মায়ের পাশে বসলো এবং মাকে বললো-
ছেলেঃ মা তোমার কিছু দরকার হলে বলো আমি এনে দেই।
মাঃ তেমন কিছুর দরকার নেই বাবা। আমি কিছু কথা বলছি তুমি সেগুলো লিখে নাও।
১। এই বৃদ্ধাশ্রমের ভাঙ্গা দরজাগুলো ঠিক করে দিও। কেননা শীতের সময় রাতে যখন প্রচন্ড শীত নামে তখন এখানকার সকল বৃদ্ধ ঠান্ডায় কাঁপতে থাকে।
২। গরমের সময় ঠান্ডা পানির ব্যবস্থা করে দিও। কেননা যখন প্রচন্ড গরম পরে তখন এই গরম পানিতে তৃষ্ণা মেটানো যায়না।
৩। সম্ভব হলে এই বৃদ্ধাশ্রমের রান্নাঘরটাও ভাল করে দিও। কেননা রান্নাঘরের সমস্যার কারনে অনেক দিন আমাকে না খেয়ে থাকতে হতো।
ছেলেটা এগুলো শুনে বেশ অবাক হয়ে গেলো। সে তার মাকে বলতে লাগলো-
ছেলেঃ মা, আমি এর আগে অনেকবার এখানে এসেছি কিন্তু কই তুমি ত এর আগে কখনো এসব অভিযোগ দেওনি তাহলে আজ এসব বলছ কেন?
মা বললো- বাবা আমি ত এখানে থেকে থেকে শীত, গরম ও খাবারের সমস্যাগুলোর সাথে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু আমি এই কারনে তোকে এসব বলছি যে, তোর বৃদ্ধ বয়সে যখন তোর সন্তানেরা এখানে তোকে রেখে যাবে তখন তুই এসব সমস্যা কিভাবে সইবি? কারণ, আমি ত তোকে অনেক আদরে মানুষ করেছি রে বাবা।।
অনুরোধ করছি শেয়ার দিবেন লাখো সন্তানের জন্য!