Jui affrin

Jui affrin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jui affrin, Video Creator, joypurhat, Joypur.

11/01/2025

এক বাবা মারা যাবার পর তার ছেলে তার মাকে একটি বৃদ্ধাশ্রমে রেখে এসেছিলো।
ছেলেটা মাসে একবার করে মায়ের সাথে দেখা করে আসত। এভাবেই দিন কাটছিলো।

একদিন হঠাৎ বৃদ্ধাশ্রম থেকে ছেলেটার কাছে ফোন আসলো এবং বললো, "আপনার মার শরীরটা ভাল যাচ্ছেনা। দিন প্রায় ফুরিয়ে এসেছে, আপনি একবার এসে আপনার মায়ের সাথে দেখা করে যান।"

খবর শুনে ছেলেটা দ্রুত বৃদ্ধাশ্রমে আসলো। এসে মায়ের পাশে বসলো এবং মাকে বললো-
ছেলেঃ মা তোমার কিছু দরকার হলে বলো আমি এনে দেই।
মাঃ তেমন কিছুর দরকার নেই বাবা। আমি কিছু কথা বলছি তুমি সেগুলো লিখে নাও।
১। এই বৃদ্ধাশ্রমের ভাঙ্গা দরজাগুলো ঠিক করে দিও। কেননা শীতের সময় রাতে যখন প্রচন্ড শীত নামে তখন এখানকার সকল বৃদ্ধ ঠান্ডায় কাঁপতে থাকে।
২। গরমের সময় ঠান্ডা পানির ব্যবস্থা করে দিও। কেননা যখন প্রচন্ড গরম পরে তখন এই গরম পানিতে তৃষ্ণা মেটানো যায়না।
৩। সম্ভব হলে এই বৃদ্ধাশ্রমের রান্নাঘরটাও ভাল করে দিও। কেননা রান্নাঘরের সমস্যার কারনে অনেক দিন আমাকে না খেয়ে থাকতে হতো।

ছেলেটা এগুলো শুনে বেশ অবাক হয়ে গেলো। সে তার মাকে বলতে লাগলো-
ছেলেঃ মা, আমি এর আগে অনেকবার এখানে এসেছি কিন্তু কই তুমি ত এর আগে কখনো এসব অভিযোগ দেওনি তাহলে আজ এসব বলছ কেন?

মা বললো- বাবা আমি ত এখানে থেকে থেকে শীত, গরম ও খাবারের সমস্যাগুলোর সাথে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু আমি এই কারনে তোকে এসব বলছি যে, তোর বৃদ্ধ বয়সে যখন তোর সন্তানেরা এখানে তোকে রেখে যাবে তখন তুই এসব সমস্যা কিভাবে সইবি? কারণ, আমি ত তোকে অনেক আদরে মানুষ করেছি রে বাবা।।
অনুরোধ করছি শেয়ার দিবেন লাখো সন্তানের জন্য!

11/01/2025
11/01/2025
10/12/2024

প্রতিশ্রুতি দেওয়া যতটা সহজ, সেই প্রতিশ্রুতি রক্ষা করা ঠিক ততটাই কঠিন। হোক সেটা পরিস্থিতির স্বীকার হয়ে কিংবা নিজ থেকে সরে যাওয়ার পায়তারা করে।

যখন মানুষটা থেকে যাওয়ার প্রতিশ্রুতি দেয়, তখন মনে হয় পৃথিবীর সব সুখ এক সুতোয় গেঁথে নিজেদের খানিক স্বস্তি দিচ্ছে। বিপরীত ভাবে যখন মানুষটা সেই প্রতিশ্রুতি ভেঙে দূরত্বের বেড়াজালে নিজেকে মুড়িয়ে ফেলে, তখন ইচ্ছে করে সাদা এক টুকরো কাপড়ে নিজেকে মুড়িয়ে ফেলতে।

পৃথিবীর অদ্ভুত নিয়মে যারা হারিয়ে যায়, তারা সবাই কেমন যেনো প্রতিশ্রুতি দিয়েই হারিয়ে যায়। প্রতিশ্রুতি দিয়ে হারিয়ে যাওয়ার মাঝের সবচেয়ে বড় বড়ত্ব হলো এই যে, তারা সবার মনে গেঁথে গিয়েই হারায়।

কেউ যদি সব কাজ সম্পন্ন করে হারিয়ে যায়, তাকে কেউ মনে রাখে না। সময়ের কালক্রমে খুব দ্রুতই মনের আড়াল হয়ে যায়। হয়তো প্রতিশ্রুতি দেওয়া মানুষগুলো এই কঠিন সত্যে লুকিয়ে থাকতে চায়। থাকতে চায় কারো মনের পুরোটা জুড়ে।

অথচ তারা কখনো জানবেই না, তাদের এই প্রতিশ্রুতির মায়াজালে জড়িয়ে যায় কারো পুরো এক জীবন। কারো পুরো এক জীবনের সব স্বপ্ন, আহ্লাদ, হাসি, আনন্দ সবটা ভুলে নিজেদের শামুকের মতো গুটিয়ে ফেলে নীরবে।

Address

Joypurhat
Joypur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jui affrin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category