01/09/2025
হাজার কথা জমে থাকে মনের গভীর কোণে,
ঠোঁট খুলতে চাইলেই থেমে যায় নিরব বেদনাতে।
তুমি কি জানো? তোমায় কতটা চাই,
প্রতিটি নিঃশ্বাসে শুধু তোমাকেই পাই।
বলতে পারি না, বুঝাতে পারি না কথা,
তবু ভালোবাসায় ভরা আমার প্রতিটা নীরবতা।
❤️🩹❤️🩹