05/09/2025
✨ তারে ভাল্লাগে... ✨
কেন ভাল্লাগে, কিসের জন্য ভাল্লাগে—তা কইতে পারুম না।
তয় জানি, তারে মেলা ভাল্লাগে। 💙
তার হাসি ভাল্লাগে, তার রাগ ভাল্লাগে,
তার চোখ ভাল্লাগে, ঠোঁট ভাল্লাগে—
তার হগ্গল কিছুই ক্যান জানি অইরকম মায়া ধরে রাখে। 🌸
কাছে থাকলেই ভাল্লাগে,
ভালবাসলে ভাল্লাগে,
আর দুইটা কথা কইলেই—মনডা ফুরফুরা অইয়া যায়। 🥀