20/10/2025
১৭০৪ সালে তৈরি টেঁপা নদীর তীরে অবস্থিত কান্তজির। ড্রোন ফ্লাই অবস্থায় প্রথমে বুঝতে পারিনি এই জায়গাটির পাশে নদী রয়েছে। প্রাচীনকালে প্রতিটি সভ্যতা গড়ে ওঠার পেছনে নদীকে প্রাধান্য দেওয়া হতো।
আজ ছবির জায়গাটির কিছু তথ্য মতে শিব মন্দির, আবার অনেক বলে সহায়ক মন্দির। কিছু তথ্যমতে এটি কান্তজির মন্দির নির্মাণকালের ওয়াচ টাওয়ার হিসেবে ব্যবহৃত হতো। তবে যাই হোক না কেন জায়গাটি মারাত্মক সুন্দর।
কান্তজির মূল মন্দির নিয়ে না হয় অন্য কোনদিন লিখব। তুলে ধরব দারুন কিছু অপ্রকাশিত ছবি...
নোটঃ কান্তজির মন্দির এবং মন্দির এলাকায় অনুমতি ব্যতীত ড্রোন ফ্লাই নিষিদ্ধ। দিনাজপুর জেলা প্রশাসন থেকে অনুমতি সাপেক্ষে ড্রোন উড়ানো এবং ছবি তুলেছি।