Astanur Ashik

Astanur Ashik ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি আমার ভাললাগার বিষয়। আমার চোখে তুলে ধরতে চাই আমার জেলাকে আমার দেশকে

১৭০৪ সালে তৈরি টেঁপা নদীর তীরে অবস্থিত কান্তজির। ড্রোন ফ্লাই অবস্থায় প্রথমে বুঝতে পারিনি এই জায়গাটির পাশে নদী রয়েছে। ...
20/10/2025

১৭০৪ সালে তৈরি টেঁপা নদীর তীরে অবস্থিত কান্তজির। ড্রোন ফ্লাই অবস্থায় প্রথমে বুঝতে পারিনি এই জায়গাটির পাশে নদী রয়েছে। প্রাচীনকালে প্রতিটি সভ্যতা গড়ে ওঠার পেছনে নদীকে প্রাধান্য দেওয়া হতো।
আজ ছবির জায়গাটির কিছু তথ্য মতে শিব মন্দির, আবার অনেক বলে সহায়ক মন্দির। কিছু তথ্যমতে এটি কান্তজির মন্দির নির্মাণকালের ওয়াচ টাওয়ার হিসেবে ব্যবহৃত হতো। তবে যাই হোক না কেন জায়গাটি মারাত্মক সুন্দর।
কান্তজির মূল মন্দির নিয়ে না হয় অন্য কোনদিন লিখব। তুলে ধরব দারুন কিছু অপ্রকাশিত ছবি...
নোটঃ কান্তজির মন্দির এবং মন্দির এলাকায় অনুমতি ব্যতীত ড্রোন ফ্লাই নিষিদ্ধ। দিনাজপুর জেলা প্রশাসন থেকে অনুমতি সাপেক্ষে ড্রোন‌ উড়ানো এবং ছবি তুলেছি।

চলো হারিয়ে যাই
22/09/2025

চলো হারিয়ে যাই

😍😍
13/09/2025

😍😍

বেলা পড়ে আসছে, নওগাঁ জেলার মথুরাপুরের মধ্যে দিয়ে ছুটছি। গয়েশপুর পার হয়ে আকাশ প্রচন্ড কালো হয়ে আসছে, সামনেই বৃষ্টি। ...
03/09/2025

বেলা পড়ে আসছে, নওগাঁ জেলার মথুরাপুরের মধ্যে দিয়ে ছুটছি। গয়েশপুর পার হয়ে আকাশ প্রচন্ড কালো হয়ে আসছে, সামনেই বৃষ্টি। নদীর তীরে জাবারীপুর বাজারে দাঁড়িয়ে যাই আমরা। জাবারীপুর বাজারের পিওর ছানার মিষ্টি। সাথে পাউরুটি। বেশ নরম, খেতেও সুস্বাদু। সন্ধ্যা হয়ে আসছে শেষে বৃষ্টিতে ভিজে বাসার পথে...

লাল মরিচের দেশে..ঠাকুরগাঁও ভ্রমণ-২০২৫ঠাকুরগাঁওয়ের রুহিয়া রেলস্টেশনে দাঁড়ালে মনে হয় যেন লাল রঙে আঁকা কোনো স্বপ্নের ক্...
29/08/2025

লাল মরিচের দেশে..
ঠাকুরগাঁও ভ্রমণ-২০২৫
ঠাকুরগাঁওয়ের রুহিয়া রেলস্টেশনে দাঁড়ালে মনে হয় যেন লাল রঙে আঁকা কোনো স্বপ্নের ক্যানভাস। কৃষকের ঘামে ভেজা সেই লাল মরিচ শুকিয়ে তৈরি হয় জীবনের এক অনন্য গালিচা। সূর্যের তাপে দিনভর শুকায় মরিচ, আর সেই লাল রঙে ভেসে ওঠে তাদের পরিশ্রম, আশা আর টিকে থাকার গল্প।

এই লাল মরিচের গালিচার মাঝ দিয়েই যখন ছুটে যায় ট্রেন, তখন মনে হয় প্রকৃতি আর মানুষের সংগ্রাম হাত ধরাধরি করে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলার জীবনযাত্রাকে। ❤️

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার মদনেপাড়া গ্রামে দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপত্য – ফ্রেন্ডশিপ সেন্টার। শুধু ইট-কাঠ-পাথরের দ...
21/08/2025

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার মদনেপাড়া গ্রামে দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপত্য – ফ্রেন্ডশিপ সেন্টার। শুধু ইট-কাঠ-পাথরের দেয়াল নয়, এটি মানুষের স্বপ্ন আর সংগ্রামের প্রতিচ্ছবি।

চরের মানুষদের জন্য গড়ে ওঠা এই কেন্দ্র যেন শিক্ষা, প্রশিক্ষণ আর জীবনের আলো ছড়ানোর এক আশ্রয়। স্থানীয় ইটের দেয়াল, খোলা আঙিনা আর সবুজ ছাদের ভেতরে লুকিয়ে আছে প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের গল্প।

২০১৬ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত Aga Khan Award for Architecture পাওয়া এই স্থাপনাটি মনে করিয়ে দেয়— উন্নয়ন মানে শুধু ভবন নয়, বরং মানুষের ভেতরে আশা জাগানো।

যে গাইবান্ধা প্রতিদিন বন্যা আর দুঃখের সঙ্গে লড়াই করে, সেই গাইবান্ধার বুকেই আজ দাঁড়িয়ে আছে এক আলোকবর্তিকা – ফ্রেন্ডশিপ সেন্টার।
👉উত্তরবঙ্গ ট্যুর- জেলা গাইবান্ধা

Address

Joypur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Astanur Ashik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Astanur Ashik:

Share