Joypurhatnews24.com

Joypurhatnews24.com জয়পুরহাট জেলার গনমানুষের আস্থার প্রতীক
জয়পুরহাট নিউজ টুয়েন্টিফোর
জয়পুরহাটের হৃদয় হতে জয়পুরহাটের ২৪ ঘণ্টার নিউজ প্রকাশে বদ্ধ পরিকর

30/07/2025

এনসিপিকে কাঁটার পরিবর্তে ফুল দিলাম: ছাত্রদল সভাপতি রাকিব

***পাঁচবিবিতে ভোটের আমেজে মাতল স্কুল শিক্ষার্থীরাজয়পুরহাট জেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ব্যত...
29/07/2025

***পাঁচবিবিতে ভোটের আমেজে মাতল স্কুল শিক্ষার্থীরা

জয়পুরহাট জেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ডিজো নির্বাচনী কার্যক্রম। শনিবার অনুষ্ঠিত এ ডিজো নির্বাচনে অংশ নেয় উপজেলার নছির মন্ডল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও লাল বিহারী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে গণতন্ত্রের পাঠ নেয় তারা।

সরেজমিন দেখা যায়, শনিবার সকাল থেকেই শিক্ষার্থীরা ঢুকে পড়ে নির্বাচনী আমেজে। ব্যালট পেপার, ভোটার তালিকা, ভোট বাক্স, এমন কি গণনার প্রক্রিয়া ও হুবহু প্রচলিত নির্বাচনের মতো। শিক্ষার্থীরা নিজেরাই প্রার্থী নির্বাচন করে, লাইনে দাঁড়িয়ে ভোট দেয় এবং গণনা করে। আগের পদ্ধতিতে ভোট গণনায় যেসব অভিযোগ এতে কারচুপি, বিশৃঙ্খলা ও সময়ক্ষেপণতা এড়াতে শিক্ষার্থীরা প্রস্তাব করে আধুনিক পদ্ধতির। টেবিল চেয়ারে বসিয়ে গণনার প্রক্রিয়া দেখায় তারা, যেখানে প্রত্যেক প্রার্থীর এজেন্ট, ভোটগ্রহণ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা ছিল উপস্থিত। শিক্ষার্থীরা নাটিকার মাধ্যমে এই পুরো পদ্ধতি উপস্থাপন করে, যা উপস্থিত সবার দৃষ্টি কাড়ে।

নির্বাচনী কার্যক্রম শেষে শিক্ষার্থীরা শুধু ভোটাধিকার চর্চা করেই ক্ষান্ত থাকেনি, বরং ভবিষ্যতের জন্য ভোটগণনায় ডিজিটাল পদ্ধতির ব্যবহার করে আধুনিক প্রস্তাবও তুলে ধরে।

নছির মন্ডল সরকারী বালিকা বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী মধুরিমা গীতি নামের এক বলেন, আজ বুবালাম ভোট মানেই শুধু বিজয় নয়, দায়িত্ব নেওয়ার সাহস। এখানে এসে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। নির্বাচনসংক্রান্ত বিষয়গুলো বিস্তারিত জানতে পেরেছি।

উপস্থিত জেলা পরিষদের প্রধান নির্বাচনী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘এই আয়োজনের লক্ষ্য শুধু নির্বাচন শেখানো নয়, শিক্ষার্থীদের মাঝে সচেতন নাগরিক হিসেবে দায়িত্ববোধ জাগানো। শিক্ষার্থীরা আজ একটি আধুনিক প্রক্রিয়ায় ভোটগণনা দেখাল। ভবিষ্যতে এভাবে ভোটগণনা হলে আরও স্বচ্ছভাবে ভোট নেওয়া সম্ভব হবে। আমরা নির্বাচন কমিশনে এই প্রক্রিয়ার প্রস্তাব পাঠাব।

আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ, সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান প্রমুখ।

-বাবুল হোসেন

***জয়পুরহাটে ঘন ঘন বদলি-প্রত্যাহারে ‘ঘূর্ণায়মান’ একটি চেয়ার, এখন ওসিশূন্য তিন থানা!জয়পুরহাটে ঘনঘন বদলি ও প্রত্যাহারের কা...
29/07/2025

***জয়পুরহাটে ঘন ঘন বদলি-প্রত্যাহারে ‘ঘূর্ণায়মান’ একটি চেয়ার, এখন ওসিশূন্য তিন থানা!

জয়পুরহাটে ঘনঘন বদলি ও প্রত্যাহারের কারণে প্রায় এক মাস ধরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেই তিনটি থানায়। সদর, ক্ষেতলাল ও আক্কেলপুর থানায় পরিদর্শক (তদন্ত) পদে থাকা কর্মকর্তারাই এখন ওসির দায়িত্ব পালন করছেন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাসহ সার্বিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনসাধারণকে দ্রুত সেবা দিতে পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হলো থানার ওসি। অথচ জয়পুরহাটের তিনটি থানাতেই সেই পদটি দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে। বিষয়টি উদ্বেগজনক বলেই মনে করছেন জেলার সচেতন নাগরিকরা। এসব থানায় দ্রুত ওসি পদায়নের দাবি জানিয়েছেন তারা।

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে ২৯ সেপ্টেম্বর একযোগে এ জেলার পাঁচ থানাতেই ওসির বদলি করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর দুই দিন পর ১ অক্টোবর পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাবের স্বাক্ষরিত এক আদেশে সদর, পাঁচবিবি, কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর থানায় নতুন ওসি পদায়ন করা হয়। ওই চিঠিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি শাহেদ আল মামুনকে জয়পুরহাট সদর থানার ওসি, জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পরিদর্শক কাওসার আলীকে পাঁচবিবি থানার ওসি, জেলা ওআর হেডকোয়াটার্সের পরিদর্শক মশিউর রহমানকে ক্ষেতলাল থানার ওসি, সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জকে কালাই থানার ওসি এবং সদর থানার পরিদর্শক (তদন্ত) মইনুল ইসলামকে আক্কেলপুর থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

যোগদানের ৩ মাস ১২ দিনের মাথায় চলতি বছরের ১২ জানুয়ারি আক্কেলপুর থানার ওসি মইনুল ইসলাম ও ক্ষেতলাল থানার ওসি মশিউর রহমানের বদলি হয়। এরপর আরিফুল ইসলাম নামে একজন পরিদর্শক ক্ষেতলাল থানার ওসি হিসেবে যোগদান করেন। এক মাসের মধ্য আরিফুর রহমানকে প্রত্যাহার করে মাহবুবুর রহমান সরকার নামে আরও একজন পরিদর্শক ওসির দায়িত্ব পান।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুন ও পাঁচবিবি থানার ওসি কাওসার আলীকে বদলি করা হয়। আক্কেলপুর থানার সাবেক ওসি মইনুল ইসলামকে আবার পাঁচবিবি থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। অক্টোবরে যোগদানের পর একটানা শুধু কালাই থানায় জাহিদ হোসেন এখনও স্থায়ীভাবে ওসির দায়িত্বে রয়েছেন।

বিতর্কিত ওসি, গোপনে থানা ছাড়ার ঘটনাও ঘটেছে

ওসি শাহেদ আল মামুন বদলির পর সদর থানার দায়িত্ব পান নূর আলম সিদ্দিক। তাকেও বদলি করা হয়। চলতি বছরের ৫ মে ক্ষেতলাল থানায় ওসি হিসেবে যোগদান করা খন্দকার ফরিদ হোসেনকে এক মাস না যেতেই তাকে সদর থানায় বদলি করা হয়। কিন্তু ২২ দিন পর তাকেও প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। তার কক্ষে ‘জুতা পায়ে প্রবেশ নিষেধ’ লেখা টানানো নিয়ে সমালোচিত হন। তবে তার প্রত্যাহার নিয়ে একটি সূত্রে জানা গেছে, খন্দকার ফরিদ হোসেন তিন দিনের ছুটি শেষে এ বছরের গত ৪ জুলাই থানায় যোগদানের কথা ছিল। তবে তিনি সেদিন যোগদান করেননি। এদিকে ৫ জুলাই জয়পুরহাট জেলায় আসেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। ওইদিন দুপুরের দিকে খন্দকার ফরিদ হোসেন কর্মস্থলে হাজির হন। তিনি তার দায়িত্বে অবহেলা করেন। এরপর ওই দিনই প্রশাসনিক কারণের কথা উল্লেখ এসপি তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করে অফিস আদেশ জারি করেন।

একইভাবে, আক্কেলপুর থানার সাবেক ওসি মইনুলের পর দায়িত্ব পাওয়া আনিসুর রহমানও প্রত্যাহার হন। এরপর দায়িত্ব পান তদন্ত পরিদর্শক মাসুদ রানা। কিন্তু বিভাগীয় মামলায় পদাবনতি দিয়ে উপ-পরিদর্শক (এসআই) করে থানার দায়িত্ব থেকে গত ২৩ জুন তাকে সরিয়ে নেওয়া হয়।

গত ১৩ জুন হাসমত আলী ক্ষেতলাল থানার ওসি হিসেবে যোগদান করেন। তিনি ২০১২ সালে জয়পুরহাট থানার এসআই থাকাকালীন জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের মিছিল লাঠিচার্জ করেন। এসময় গুলিতে শিবিরের এক কর্মী নিহত হন। পুরাতন ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনার পর ২৬ জুন সকালে ওসি হাসমত আলী থানার পরির্দশক (তদন্ত) কামাল হোসেনকে দায়িত্ব বুঝে দিয়ে গোপনে থানা ছেড়ে চলে যান। পরে অবশ্য তাকে থানাকে প্রত্যাহার দেখানো হয়।

চাপ বাড়ছে, সেবা বিঘ্নিত, যেভাবে চলছে থানাগুলো

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট সদর থানা, আক্কেলপুর থানা ও ক্ষেতলাল থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়নি। জয়পুরহাট সদর থানার পরির্দশক (তদন্ত) নাজমুল কাদের, আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম ও ক্ষেতলাল থানার পরির্দশক (তদন্ত) কামাল হোসেন এখন ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব পালন করছেন।

পুলিশের একটি সূত্র বলছে, ঘনঘন ওসি বদলি ও প্রত্যাহারের ঘটনায় বাইরে থেকে এ জেলায় অভিজ্ঞ কোনো ওসি আসার আগ্রহ দেখাচ্ছে না। এ কারণে একমাস হলেও তিন থানায় ওসি পদায়ন করা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওসিবিহীন এক থানার পরির্দশক (তদন্ত) বলেন, ওসি না থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। সবদিক দেখতে হচ্ছে। একটু বিশ্রাম নেওয়ারও সুযোগ মিলছে না।

দ্রুত ওসি পদায়নের দাবি সচেতন নাগরিকদের, যা বলছেন এসপি

জয়পুরহাট শহরের বাসিন্দা অধ্যক্ষ আলী হাসান মুক্তা বলেন, জেলার মধ্যে গুরুত্বপূর্ণ জয়পুরহাট সদর থানা। এখানে প্রায় এক মাস ধরে ওসি নেই, এটি দুঃখজনক। একজন নিয়মিত কর্মকর্তা না থাকলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা কঠিন। অনেক প্রশাসনিক সিদ্ধান্ত থাকে, সেগুলোও নেওয়া যায় না। আবার মামলা-মকর্দ্দমা করতে গেলেও প্রয়োজন। জনগণকে নিয়ে কাজ করতে হয়। এজন্য এটির দ্রুত সমাধান হওয়া উচিত। দ্রুত সৎ, অভিজ্ঞ এবং জুলাই ধারণ করেন এমন এক পুলিশ কর্মকর্তা এখানে আসা উচিত।

ক্ষেতলালের বাসিন্দা আজিজার রহমান বলেন, গত ১০ মাসে পাঁচ জন ওসি বদলি ও প্রত্যাহার হয়েছেন। এখন থানায় কোন ওসি নেই। একটি থানায় ওসি না থাকলে অন্যদের চাপের মুখেই তো পড়তে হয়। এই থানায় যাদের ওসি হিসেবে দেওয়া হয়েছিল। তাদের মধ্যে বেশিভাগ ওসি হিসেবে অনভিজ্ঞ ও বির্তকিত ছিলেন। ঘনঘন ওসি বদলি ও প্রত্যহারের ঘটনায় এলাকার দুর্নাম হচ্ছে। অভিজ্ঞ ওসি দ্রুত পদায়ন করা প্রয়োজন।

জানতে চাইলে জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব ঢাকা পোস্টকে বলেন, জেলায় এখন এমন অভিজ্ঞ কেউ নেই। আর ওসি পদের জন্য শর্ত থাকে। শর্ত পূরণ হলে থানায় ওসিদের দেওয়া হবে। আর ঢাকা (পুলিশ হেডকোয়াটার্স) থেকে কাউকে (অভিজ্ঞ পরিদর্শক) জেলায় এখনও দেওয়া হয়নি। তবে খুব শিগগিরই অভিজ্ঞ ওসি থানায় পদায়ন করা হবে।

#চম্পক কুমার
#ঢাকা পোস্ট

29/07/2025

স্টিলের তৈজসপত্র তৈরীর কাজ করে স্বাবলম্বী জয়পুরহাটের নারীরা Welcome to the Official YouTube Channel of Channel24 »» One-Click Subscription L...

বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি
29/07/2025

বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি

28/07/2025

বর্তমানে ড্রাগন ফলের বাজার মূল্য কম, যা বছরের এই সময়ের জন্য স্বাভাবিক। এর কারণ হলো আম, লিচু, কাঁঠাল এবং আনারসের মত....

28/07/2025

শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়নি,বিষয়টি গুজব

***জুলাই পুনর্জাগরণ উপলক্ষে জয়পুরহাটে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প  জুলাই পুনর্জাগরণ উপলক্ষে জেলায় আজ বাংলাদেশ সেনাবাহিনী...
28/07/2025

***জুলাই পুনর্জাগরণ উপলক্ষে জয়পুরহাটে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে জেলায় আজ বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল সাড়ে ৯টা থেকে জেলা শহরের খনজনপুর উচ্চ বিদ্যালয়ে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের উদ্যোগে এই ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’-এর আয়োজন করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ৮ টি বুথের মাধ্যমে চর্ম ও যৌন, চক্ষু বিশেষজ্ঞ, শিশুরোগ বিশেষজ্ঞসহ আরও কয়েকজন মেডিকেল অফিসারের মাধ্যমে প্রায় একহাজার মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়।

২৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল মো. রকিব উদ্দিন মজুমদার জানান, জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ২৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এ ক্যাম্পের আয়োজন করেছে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ প্রচেষ্টা।

এদিন বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা ব্যাক্তিরা জানান, বিভিন্ন এলাকার বৃদ্ধ, শিশু, নারীসহ সব বয়সের মানুষ এখানে এসেছেন। তারা এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ এবং স্বাস্থ্য পরামর্শ পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


© বাসস

28/07/2025

সমন্বয়কের চাঁদাবাজির কথা জেনে বেদনায় নীল হয়ে গেছি : মির্জা ফখরুল

28/07/2025

এখন থেকে এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি : নীলা ইস্রাফিল

27/07/2025

জয়পুরহাটে বড় মেয়ে পালিয়ে বিয়ে করায় ছোট মেয়েকে ঘরে আটকে রাখার অভিযোগ বাবার বিরুদ্ধে!

***ঝুকিপূর্ণ গাছ কর্তন ও বিদ্যুত লাইন স্থানান্তরের দাবীতে পাঁচবিবিতে মানববন্ধনজয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজার...
27/07/2025

***ঝুকিপূর্ণ গাছ কর্তন ও বিদ্যুত লাইন স্থানান্তরের দাবীতে পাঁচবিবিতে মানববন্ধন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজারে সরকারের নিষিদ্ধ ঘোষিত ঝুকিপূর্ণ ইউক্যালিপ্টাস গাছ কর্তন ও রাস্তার দক্ষিণ পাশ দিয়ে জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ হাজার ভোল্টেজের সঞ্চালন লাইন স্থানান্তরের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


রোববার (২৭ জুলাই) বিকেলে পাঁচবিবি - কামদিয়া সড়কের শালাইপুর বাজারের স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শালাইপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও কুসুম্বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, সহকারী শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল, ডেকোরেটর ব্যবসায়ী আবুল কালাম আজাদ, কাপড় ব্যবসায়ী হাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আবু রায়হান, মুদি ব্যবসায়ী জবা প্রমুখ।


বক্তারা বলেন, শালাইপুর বাজারে ইউক্যালিপ্টাস ও ইন্ট্রি গাছগুলো মরণ ফাদে পরিণত হয়েছে। যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে। একারণে গাছগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্তনের দাবী জানান।
অপরদিকে বাজারের দক্ষিণ পাশ দিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ হাজার ভোল্টেজের সঞ্চালন লাইন থাকায় সেটিও অন্যত্র সড়ানোর দাবী জানান তারা।
-বাবুল হোসেন

Address

জয়পুরহাট
Joypur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Joypurhatnews24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Joypurhatnews24.com:

Share