30/09/2025
টাকা ছাড়া জীবনের কঠিন বাস্তবতা
টাকা হয়তো জীবনের মূল লক্ষ্য নয়, কিন্তু টাকা ছাড়া জীবনকে সুন্দরভাবে বাঁচানো প্রায় অসম্ভব। বাস্তব জীবনের প্রতিটি ছোট-বড় প্রয়োজনের সাথে টাকা সরাসরি জড়িত। সকালের নিরুদ্বেগ ঘুম, বিকেলের মাঠে খেলা, প্রিয় মানুষের বিয়ের আনন্দ, বন্ধুত্বের সহজ আবদার—সবকিছুই অর্থের হিসাবের কাছে গিয়ে থেমে যায়।
বাবার অসুস্থতায় সঠিক চিকিৎসা, মায়ের পুরোনো ও ছেঁড়া শাড়ি বদলে নতুন শাড়ি পরানোর ইচ্ছে, কিংবা নিজের ছোটখাটো শখ—সবকিছুই টাকার কাছে বন্দী হয়ে পড়ে। ভালোভাবে বাঁচার স্বপ্ন, নিজেকে একটু স্বাচ্ছন্দ্যে রাখার আশা, কিংবা পরিবারকে নিরাপত্তা দেওয়ার আকাঙ্ক্ষা—সবই টাকার অভাবে ভেঙে যায়।
টাকা জীবন নয়, এটা সত্যি। কিন্তু টাকার অভাব জীবনের স্বাভাবিক আনন্দগুলোকে অসাধারণ কষ্টে রূপান্তরিত করে। তখন জীবন হয়ে ওঠে অপ্রাপ্তির বোঝা, অসহায়ত্বের দীর্ঘশ্বাস, আর বেঁচে থাকার এক লুকানো সংগ্রাম।
বাস্তবতা হলো—সুখ টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু সুখের প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করতে টাকার বিকল্প নেই। তাই জীবনের প্রতিটি স্তরে টাকার গুরুত্ব অস্বীকার করার উপায় নেই।