Pranto Islam

Pranto Islam তুমি সফল হলে তোমার ছেঁড়া জামা পড়াটাও ইতিহাস,কিন্তু তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পড়াটাও উপহাস!

02/06/2024

06/07/2023

Follow this pag: Honours Mathematics Tutorials

♠মুখস্থ করার পড়া ভোরে ভালো হয়। সারারাত ঘুমের পরে এ সময়ে মস্তিষ্ক চনমনে থাকে। রাত জেগে ফেসবুক - ইউটিউব দেখার অভ্যাস থাকলে...
27/04/2023

♠মুখস্থ করার পড়া ভোরে ভালো হয়। সারারাত ঘুমের পরে এ সময়ে মস্তিষ্ক চনমনে থাকে। রাত জেগে ফেসবুক - ইউটিউব দেখার অভ্যাস থাকলে তা ঝেড়ে ফেলুন। চেষ্টা করুন যাতে রাত ১১/১১.৩০ এর মাঝেই ঘুমানো যায়। ভোর ৫ টায় উঠলে নিরিবিলি পরিবেশে পড়তে পারলেন।

♠নিয়মিত গণিত করার মানসিকতা থাকতে হবে। ভালো লাগবে না পড়তে- এটাই অস্বাভাবিক। এটাকে স্বাভাবিক বানানোর দায়িত্ব আপনার। পড়তে পড়তে চেয়ার টেবিলের সাথে বন্ধুত্ব বানান। যাতে আপনার নিজেরই মনে হয় - এখন আপনার পড়তে বসা উচিত।

♠অযথা কোনো ব্যক্তির সাথে কথার ঝামেলায় জড়াবেন না। একেক জনের পড়ার ধরণ একেক রকম। দিনশেষে পড়া আয়ত্তাধীন করা দিয়ে কথা। 'ভোকাবুলারি' করে নিন নিত্যদিনের সাথী। নতুবা ইংরেজিতে ভালো করার আশা ছেড়ে দেন। চাকরী পাওয়ার আশা ভুলে যান। যেকোন চাকরী এর পরিক্ষাতে আবেদনকারীর সংখ্যাই আপনাকে বলবে কি পরিস্থিতি চলমান। তবে ২/৩ জায়গায় পরিক্ষাতে না পারা মানেই সব শেষ না। কেবল তো শুরু। আপনি সফল হবেনই ইনশাআল্লাহ। শুধু একটা বছর রুটিন করে মনোযোগ দিয়ে পড়তে থাকুন।

♠জ্ঞানী মানুষ অহংকারী হয় না। এটা মাথায় রাখুন। যত পড়বেন, তত বিনয়ী হবেন। কখনো নিজেকে বেশি জ্ঞানী মনে হলে - নিজের দোষগুলো খুঁজে বের করুন। আবার শিক্ষা নিন ভুল থেকে।

♠ভালো মানুষ, বিনয়ী - তাদের সান্নিধ্য নিন। যার মানসিকতা যে রকম, সে আপনাকে তার মতো স্বভাবী বানিয়ে ফেলবে। কাজেই সুবুদ্ধিদীপ্ত মানুষের সাথে থাকাই বুদ্ধিমানের কাজ।

♪♪♪তথ্য :
লন্ডনের গোল্ডস্মিথস্ ইউনিভার্সিটি থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের মাস্টার্স পাঠ্যসূচিতে ২০২১ সালে অন্তর্ভুক্ত হয় বাংলাদেশের নাট্যকার সেলিম আল দীনের লেখা নাটক ♦‘স্বর্ণবোয়াল’। নাটকটির প্রধান চরিত্র এক বিশাল মাছ, যার নাম ‘স্বর্ণবোয়াল’। বলা হয়, ‘মাছ’ নিয়ে বাংলায় এটিই প্রথম নাটক।♦

কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে নেই..! দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দেবে 😥 কিছু মানুষ তোমায় মূ...
31/03/2023

কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে নেই..! দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দেবে 😥
কিছু মানুষ তোমায় মূল্য দেবে না, তাই
বলে তুমি নিজেকে কখনো মূল্যহীন মনে
করো না। আর একখান মুল্যবান কথা
সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার
সুন্দর জীবন নষ্ট করো না। কারণ, পৃথিবীতে
সুন্দর মানুষের অভাব নেই। কিন্তু সুন্দর
মনের অভাব। Your self respect has to be stronger than your feelings 💜 সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইলো 💜 আমার জন্যও দোয়া করবেন 💜
ধন্যবাদ 🖤

Don't set your mind like, "যে থাকার এমনি থাকবে। আর না থাকলে, নাই।" It's fact For example, you are receiving care, love &...
30/03/2023

Don't set your mind like, "যে থাকার এমনি থাকবে। আর না থাকলে, নাই।" It's fact
For example, you are receiving care, love & affection from your partner constantly. But you are not giving the same efforts in your partner. In a sentence, you don't reciprocate the energy. Throw away this mentality into the trash, "যে ভালোবাসবে, সে এমনিই ভালোবাসবে। বাড়তি কিছু করা দরকার নাই।"

Bro!! You have to take care of your partner who is ready to invest in you. Investing doesn't always mean indicate to money. It also means time.
u have to keep in mind that, ভালোবাসতে হলে তাকে যত্ন নিতে হয় আর সম্মান ও করতে হয়। ❤️🥺

https://m.facebook.com/story.php?story_fbid=185827294233337&id=100084182028830&mibextid=Nif5oz
26/03/2023

https://m.facebook.com/story.php?story_fbid=185827294233337&id=100084182028830&mibextid=Nif5oz

এভাবেই চলছে দিন কাল, এখন নয় একটু পর করব, সকালে নয় রাতে করব, আজ নয় কাল করব আর এভাবেই নদীর স্রোতের মত সময় চলে যাচ্ছে তবু কাজ শেষ করতে পারি না। 😴😴😴😴

25/03/2023

সৌরজগতে জল এলো কোথা থেকে? জানুন অবাক করা তথ্য | Water is Older than the Sun and all planets?

https://www.facebook.com/100084182028830/posts/184906994325367/?app=fbl
25/03/2023

https://www.facebook.com/100084182028830/posts/184906994325367/?app=fbl

▬লেকচার শীট ▬ ফ্রি ফ্রি ফ্রি ---
১. ১ম–১০ম শ্রেণির SSC কালেকশন 2023
২. Bcs
৩. Admission
৪. Engineering question bank
৫. PSC চাকরির প্রস্তুতি
৬.English spoken English
► All In One ❤
ফ্রি ফ্রি ফ্রি --- সংগ্রহ করতে শর্ত পূরণ করুন ।

https://www.facebook.com/HonoursMathematicsTutorials/

এই পেজ টি ফলো দিয়ে দিন এবং ২০ জন বন্ধুকে ইনভাইট করুন ।

https://www.youtube.com/
ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করে Screenshot দিয়ে কমেন্ট করুন ।

❤ Inbox করার ১ মিনিটের মধ্যে আপনার মেইলে ফাইল পেয়ে যাবেন।
▬ লেকচার শীট এর বৈশিষ্ট্যগুলো ▬
*********************
✅ ১ম – ১০ম শ্রেণির+SSC শ্রেণির সকল বিষয়ের, সকল বিভাগের লেকচার শীট কালেকশন ।
✅ আপনি চাইলে প্রতিটি লেকচার শীট এডিটিং করতে পারবেন নাম কালার লেখা ছবি পরিবর্তন করতে পারবেন
✅ সব ক্লাসের লেকচার শীট গুলি Microsoft Word এডিট করা যাবে এবং আপনার নিজের মত, নিজের কোচিং বা প্রতিষ্ঠান বা নিজের নাম দিয়ে প্রিন্ট করে ব্রান্ডিং করতে পারবেন।
✅ ক্লাস ১-১০পর্যন্ত সকল ক্লাসের সকল বিষয় অধ্যায় ভিত্তিক ফাইল পাবেন। প্রতি অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নস্লভ সহ রেডিমেড পাবেন। এরপর আপনি আপনার ইচ্ছামত প্রশ্ন সিলেক্ট করে মডেল টেস্ট বা লেকচার শীট তৈরী করতে পারবেন।
▬ যাদের জন্য লেকচার শীট গুলো খুবই দরকারি▬
******************
✅ স্কুল-কলেজ শিক্ষক
✅ কোচিং শিক্ষক
✅ প্রাইভেট টিউটর
✅ কিন্টারগার্ডেন/ স্কুল/ কোচিং সেন্টারের পরিচালক
✅ যারা নতুন কোচিং সেন্টার বা স্কুল শুরু করবেন বা করেছেন
✅ গাইডলাইন হিসেবে- চাইলে ছাত্র-ছাত্রীরা এবং ছাত্র ছাত্রীর অভিভাবকরাও নিতে পারেন।
ডেমো দেখতে চাইলে ইনবক্স করুন,

24/03/2023

১. ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক , তোমাকে নিয়ে হাসুক , তোমাকে আঘাত করুক , অবজ্ঞা করুক তাতে কিছুই হবে না । কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে।

Apoorve Dubey

২. যে ব্যাপারে তুমি সত্যিই বিশ্বাস করো , সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না , পথ তুমি খুঁজে পাবেই ।

Roy T. Bennett

৩. সহজে জেতার আনন্দ কোথায় ? বাধা যত বিশাল , বিজয়ের আনন্দও ততই বাঁধভাঙ্গা ।

Pele

৪. কখনো হাল ছেড়ে দিও না । এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারাজীবনের জন্য ।

Muhammad Ali

৫. তোমার জীবনে তুমি যা নিয়েই কাজ করো , তাকে সবচেয়ে ভালো ভাবে করার চেষ্টা করো । এমন ভাবে করো , যেন তোমার আগে পরে কেউ এতটা ভালো করে করতে না পারে ।

Martin Luther King Jr.

৬. আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি , কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না।

Michael Jordan

৭. কখনো ভেঙে পড়ো না । পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় , অন্য কোন রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে।

Rumi

৮. তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস , সেটি হচ্ছে অজুহাত ! যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে , সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না —- সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে ।

Jordan Belfort

৯. একটি লক্ষ্য ঠিক করো । সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো । চিন্তা করো , স্বপ্ন দেখো , তোমার মস্তিষ্ক , পেশী , রক্তনালী পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও , আর বাকি সবকিছু ভুলে যাও । —–এটাই সাফল্যের পথ ।

Swami Vivekananda

১০. সাফল্যের মূল মন্ত্র হল যা আমরা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা ।

Brian Tracy

১১. আপনি যা করছেন , যদি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য সবকিছু করতে ইচ্ছুক থাকেন , তাহলে সেটা হাতের নাগালে পৌঁছোবে । কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন । ভাবুন আর ভাবুন ; আসলেই আপনি কি নকশা অথবা তৈরি করতে চাচ্ছেন ।

Steve Wozniak

১২. আকাশের দিকে তাকাও । আমরা একা নই । পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বসুলভ । যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব ।

A.P.J.Abdul Kalam

১৩. প্রত্যেকের জীবনের একটা গল্প আছে । অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় , কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো ।

Chico Xavier

১৪. ব্যর্থতা মানে হচ্ছে , ব্যর্থতা — কেন হয়েছে , কার কারণে হয়েছে সেগুলো কেউ জানতে চাইবে না । তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদম একাকী সইতে হবে , কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না । তাই কখনো অজুহাত বানাবে না , অন্যদের সুযোগ দেবে না —তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার । জিততে তোমাকে হবেই ।

Anonymous

১৫. জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোরও মানে হয় না , কারণ এর বাইরে ও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো ।

Roy T. Bennett

১৬. ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো ।

Roy T. Bennett

১৭. হার মেনো না । আজকের দিনটা কঠিন , কাল হবে অন্ধকার , কিন্তু তারপর সূর্যকে উঠতেই হবে ।

Jack Ma

১৮. তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্ন গুলো সত্যি করার পেছনে ছুটে না চলো , একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের জীবনে তাদের স্বপ্ন গুলো সত্যি করার জন্য ।

Anonymous

১৯. সফল হতে চাইলে তোমার সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে । চ্যালেঞ্জ বেছে নেওয়ার কোনও সুযোগ নেই ।

Mike Gafka

২০. কখনও না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই , পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকারের বীরত্ব লুকিয়ে আছে ।

Confucius

২১. তুমি কত ধীরে চলেছ , সেটা কোনও ব্যাপার নয় ; না থেমে চলতে থাকাটাই আসল কথা ।

Confucius

২২. কোন কিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় , কোন বাধাই তোমাকে থামাতে পারবে না ।

Elon Musk

২৩. যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি তামাশা না করে , তবে বুঝতে হবে তোমার লক্ষ্যটি খুব ছোট ।

Azim Premji

২৪. আমি স্বপ্ন দেখেছিলাম , সেই স্বপ্নে আস্থা ছিল । আর আমি কাজটা ভালোবাসতাম । ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকত । জীবনে একটা স্বপ্ন থাকতে হয় সেই স্বপ্নকে ভালোও বসতে হয়।

Mark Zuckerberg

২৫. স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলোও ধরা দেয় গোলাপ হয়ে ।

Theodore Zeldin

২৬. জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত । স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন , তুমি সেটিকে কখনো জানতেও পারবে না , যতদিন না তুমি সেটা চেষ্টা করে দেখছো।

Anonymous

২৭. সত্যিকারের জ্ঞানী মানুষ আমরা তখনই হতে পারি যখন বুঝতে পারি , আমরা আমাদের সম্পর্কে , জীবন সম্পর্কে এবং আমাদের চারপাশের জগত সম্পর্কে কতটা কম জানি ।

Socrates

২৮. তুমি তোমার মতো হও , সবাই যে যার মত হয়ে গেছে ।

Oscar wild

২৯. প্রকৃতির গোপন শক্তিটিকে অর্জন করার চেষ্টা করো । গোপন শক্তিটি হল ধৈর্য ।

Ralph Waldo Emerson

৩০. মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয় ।

Address

Jamalgonj Bazer, Akkelpur
Joypurhat
5941

Telephone

+8801609559048

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pranto Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category