আমাদের সংসার।

আমাদের সংসার। আমাদের ব্যাক্তিগত এবং পারিবারিক গল্প।
(5)

06/10/2025

Happy birthday Mahadi Sona

05/10/2025

আজ ৫ই অক্টোবর। পৃথিবী আলো করে তুমি এসেছিলে মায়ের কোলে। প্রথম সন্তান তোমাকে পেয়ে আমার শাশুড়ি মা মহা খুশি হয়েছিল। আমিও তোমার মতো স্বামী পেয়ে ধন্য। আলহামদুলিল্লাহ। শুভ জন্মদিন আমার বাবুর আব্বু।

Morning beauty from our organic rooftop garden 🌼💚সকালবেলার রোদে রঙিন হয়ে উঠেছে আমাদের অর্গানিক ছাদ বাগান 🌸 দেখুন সেই ফু...
05/10/2025

Morning beauty from our organic rooftop garden 🌼💚
সকালবেলার রোদে রঙিন হয়ে উঠেছে আমাদের অর্গানিক ছাদ বাগান 🌸 দেখুন সেই ফুলেদের হাসি!

05/10/2025

"সকালবেলা এক কাপ গ্রিন টি" এই চারটি শব্দই আছে সতেজতা, শান্তি আর এক নতুন দিনের প্রেরণা। শুভ সকাল।

জয়পুরহাট হাউজিং প্লট-ফ্ল্যাট মালিক সমিতিতারিখ: ৪ অক্টোবর ২০২৫স্থান: ডিসি পার্ক  হাউজিং এস্টেট , জয়পুরহাট।আজ জয়পুরহাট ...
04/10/2025

জয়পুরহাট হাউজিং প্লট-ফ্ল্যাট মালিক সমিতি
তারিখ: ৪ অক্টোবর ২০২৫
স্থান: ডিসি পার্ক হাউজিং এস্টেট , জয়পুরহাট।

আজ জয়পুরহাট হাউজিং প্লট-ফ্ল্যাট মালিক সমিতির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়।
সভায় সমিতির গঠনতন্ত্রের খসড়া উপস্থাপন ও তা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

এছাড়াও, সভায় সমিতির আগামী নির্বাচন ১ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত নির্বাচনের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে একটি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত সদস্যবৃন্দ গঠনমূলক আলোচনার মাধ্যমে সমিতির কার্যক্রমকে আরও স্বচ্ছ, গতিশীল ও অংশগ্রহণমূলক করার আহ্বান জানান।

সভা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সমিতির ভবিষ্যৎ কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন।

সাফা ছাদে গিয়ে একা একাই ছবিটি উঠিয়েছে। আমাকে বারবার বলছে মা ফেসবুকে আপলোড দাও। মেয়ের কথা মত ছবিটি আপলোড দিলাম। আপনারা...
03/10/2025

সাফা ছাদে গিয়ে একা একাই ছবিটি উঠিয়েছে। আমাকে বারবার বলছে মা ফেসবুকে আপলোড দাও। মেয়ের কথা মত ছবিটি আপলোড দিলাম। আপনারা অবশ্যই কমেন্ট করবেন ও খুশি হয়।

03/10/2025

অর্গানিক পদ্ধতিতে বাড়ির ছাদে টমেটো চাষ।

03/10/2025

বাইরে বৃষ্টি হচ্ছে, রান্নাঘরে আমি শাক রান্না করছি। অনুভূতিটা একটু অন্যরকম। রান্নাঘরে তরকারি কাটার সময় মনের ভিতর অনেক কিছু চলে আসে অনেক স্মৃতি ভেসে আসে সেই স্মৃতি থেকে অনেক সুন্দর সুন্দর ঘটনা মনে পড়ে একা একাই হেসে ফেলি। আসলে রান্নাঘর এমন একটা জায়গা যেখানে নিজের সাথে কথা বলা যায়।

বৃষ্টির ফোঁটা গুলো গোলাপটির সৌন্দর্য আরো বেড়ে দিয়েছে। আমাদের কেও মহান আল্লাহ তায়ালা ফুলের মতো করে তৈরি করেছেন। আমরা য...
02/10/2025

বৃষ্টির ফোঁটা গুলো গোলাপটির সৌন্দর্য আরো বেড়ে দিয়েছে। আমাদের কেও মহান আল্লাহ তায়ালা ফুলের মতো করে তৈরি করেছেন। আমরা যদি আমাদেরকে ফুলের মত সুন্দর করতে চাই তবে আমাদের দরকার সুন্দর আচরণ , অন্যের প্রতি কমল ভালবাসা রুচিশীল ব্যবহার। পরনিন্দা পর সমালোচনা থেকে নিজেকে বিরত রাখা। জানি এসব কিছু মেনে চলা অনেক কষ্ট তবে একটু একটু করে তো আমরা চেষ্টা করতে পারি। মানুষের ভালো আচরণ ও ব্যবহার তার মৃত্যুর পরেও থেকে যায়। শুভ রাত্রি।

02/10/2025

খেলার ছলে পড়াশোনা

এই ছবিটার ক্যামেরাম্যান সাফা। গতবার যখন আমি রাজশাহীতে আমাদের প্রফেশনাল এক্সাম দিতে গিয়েছিলাম। আমাকে পরীক্ষার হলে দিয়ে ...
30/09/2025

এই ছবিটার ক্যামেরাম্যান সাফা। গতবার যখন আমি রাজশাহীতে আমাদের প্রফেশনাল এক্সাম দিতে গিয়েছিলাম। আমাকে পরীক্ষার হলে দিয়ে ওরা বাবা মেয়ে পদ্মার পাড়ে ঘুরতে গিয়েছিল। সেখানেই সাফা ওর বাবার ছবিটা তুলেছে।

Address

Joypurhat
Joypurhat
5900

Telephone

+8801406602898

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের সংসার। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের সংসার।:

Share

Category