05/09/2025
ভোরের আলো আর ভুলে যাওয়া ভালোবাসা।
লিখেছেন, মো নাঈম প্রামানিক
ভোরের আকাশে তখনো ফজরের আজান হয়নি। অন্ধকারে ঘুম ভাঙল নাইম এর । হাতে মোবাইল তুলে নিল। ফেসবুক ভর্তি পোস্ট—
"আজ ভোর ৫টায় মেসির খেলা! সবাই একসাথে বড় পর্দায় দেখবো।"
"মেসির শেষ ম্যাচ! মিস করা যাবে না।"
কিন্তু হঠাৎ মনে পড়ল, আজ কি দিন?
আজ সেই মহান দিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠালেন মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত — হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)।
আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন:
"وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ"
“আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি।” (সুরা আম্বিয়া: ১০৭)
কিন্তু আজ সেই রহমতের আগমনের দিনে কারো মনে কি আছে তাঁর প্রতি ভালোবাসা?
কোথাও কি দরুদ ও সালাম পাঠানোর আয়োজন হয়েছে?
না, চারপাশে শুধু খেলার উন্মাদনা, খেলোয়াড়ের জন্য টাকা খরচ, রাত জাগা আর পোস্টের ঝড়।
নাইমের বুকটা কেঁপে উঠল।
সে ভাবল—
"আমরা তো সেই উম্মত, যাদের জন্য নবিজী (সাঃ) প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেন, আমাদের জন্য কেঁদেছিলেন। হাদিসে এসেছে— নবিজী (সাঃ) বলেছেন, ‘আমার উম্মত, আমার উম্মত।’ অথচ আমরা তাঁকেই আজ ভুলে যাচ্ছি!"
সে ফোনটা নামিয়ে রাখল। চোখে পানি এসে গেল।
"আমার প্রিয় নবিজী (সাঃ) যদি না আসতেন, তবে এই পৃথিবী, এই জীবন, এই ঈমান—কিছুই থাকত না। অথচ আজ তাঁর জন্মদিনে আমি কি করলাম? মেসির খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম!"
নাইম সিদ্ধান্ত নিল। আজ থেকে সে বদলাবে।
সে হাত তুলে দোয়া করল:
"আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ, ওয়া আলা আলে মুহাম্মদ। হে আল্লাহ, প্রিয় নবিজীর (সাঃ) ভালোবাসা আমার অন্তরে সত্যিকারভাবে দান করুন।"
তারপর ফেসবুকে লিখল—
"আজ ঈদে মিলাদুন্নবী (সাঃ)। আসুন আমরা সবাই তাঁর প্রতি দরুদ ও সালাম পাঠাই। খেলার আনন্দ থাকবে, কিন্তু নবিজীর ভালোবাসা যেন হারিয়ে না যায়।"
নাইম এর মনে শান্তি নেমে এল। হয়তো এই ছোট্ট পোস্টটাই কারো অন্তরে নবিজীর প্রতি ভালোবাসার আলো জ্বালাবে।
゚