
25/07/2025
ঠিক একই সময় যদি এখানে দাও তাহলে ১২০০০০টাকা স্যালারি উঠানো সম্ভব
আজকে একজন আমাকে বললো ভাই ক্যালিগ্রাফি শিখে কি অর্ন করতে পারবো?
আমি তাকিয়ে রইলাম।
সে আমার চেহারা দেখে ভাবতেছে আমার এক্সপ্রেশন টা কি? কথা বলছি না কেনো। নাকি আমাকে প্রশ্ন করে বিব্রত করলো কিনা। না আবার আমি ধমক দেই।
মানে সে আমার স্টুডেন্ট তাই কাচুমাচু হয়ে কথা বলছে।
আমি জাস্ট বললাম মানে?
সে এবার নড়ে চড়ে বসে বললো না মানে বলছিলাম অনেকেই বলে যে জুলাইয়ের পর নাকি ক্যালিগ্রাফির বাজার কমে গেছে।
এবার আমি বললাম। যদি মনে করো তোমার ফ্রি সময়ে ক্যালিগ্রাফি শিখছো ফ্রি সময়ে কাজ করবা আর ধুম ধাম বিক্রি করবা তাহলে তুমি ঘুমের ঘোরে আছো।
তুমি একটা ব্রান্ড, একটা কোম্পানি। আর এটা একটা বিজনেস। যত বেশি সময় দিবা। ঠিক ততো বেশি ফায়দা পাবা। আর কম সময় দিলে কম ফায়দা। এবার তাকে বুঝালাম। তুমি কি করো?
একটা ছোট্ট জব করি।
কত স্যালারি পাও
এই ১২ হাজার।
কতক্ষণ সময় দাও।
১২ ঘন্টা।
ঠিক একই সময় যদি এখানে দাও তাহলে ১২০০০০টাকা স্যালারি উঠানো সম্ভব
সে হা করে তাকিয়ে আছে।
কিভাবে?
হুমমমমমমম। এটাই বুঝতে হলে ক্যালিগ্রাফি কর্সে ভর্তি হতে হবে এবং কোর্স করে নিজেকে যোগ্য করে মাঠে নামতে হবে। আর সেই গোপন তথ্য পোস্টে না ক্লাসে বলবো। শিখতে চাইলে আগামী মাসে আমার নতুন ব্যাচে ভর্তি হতে পারেন।
বি. দ্র. আমার এই কাজটির মূল্য আপনার ধারনা মতে কতো হতে পারে।?