Rita Momtaz

Rita Momtaz ✅Teacher
✅Content creator
✅Spoken English Instructor
✅Founder ➡️Short English Classes

I love my life💛
20/06/2025

I love my life💛

একজন নারী কীভাবে ‘স্ট্রং’ হয়ে ওঠেন?চোখে চোখ রেখে কথা বললে?কোনো কিছুতে ভয় না পেলে?নাকি কারো উপর ভরসা না করে নিজেই সব সামল...
08/06/2025

একজন নারী কীভাবে ‘স্ট্রং’ হয়ে ওঠেন?

চোখে চোখ রেখে কথা বললে?
কোনো কিছুতে ভয় না পেলে?
নাকি কারো উপর ভরসা না করে নিজেই সব সামলে নিলে?

না, তার চেয়েও বেশি কিছু লাগে।

একজন নারী তখনই সত্যিকার অর্থে স্ট্রং হয়ে ওঠেন, যখন কষ্ট পেয়ে ভেঙে পড়ার বদলে, চুপচাপ আবার নিজেকে গুছিয়ে নেন।
যখন চারপাশের না-শোনাগুলোকে হজম করে, একদিন ‘হ্যাঁ’ শোনানোর মতো হয়ে ওঠেন।
যখন সবাই বলে—তুমি পারবে না।
আর তিনি প্রমাণ করে দেন—আমি পারি।

কীভাবে আপনি সেই নারী হয়ে উঠবেন?

১. ‘না’ বলার সাহস রাখুন সব কিছুতে ‘হ্যাঁ’ বললে মানুষ আপনাকে ব্যবহার করবে।
‘না’ বলতে শিখুন—শান্ত কণ্ঠে, কিন্তু দৃঢ়তায় ভরা।
আপনার সময়, শক্তি আর সম্মান রক্ষার জন্য এটা জরুরি।

২. আর্থিকভাবে স্বনির্ভর হোন আপনার উপার্জন আপনার আত্মবিশ্বাসের ভিত্তি।
ছোট হোক, নিজের হোক।
সেই টাকাটা আপনার চোখের ভাষা বদলে দেবে—চিরতরে।

৩. নিজের যত্ন নিন, মন দিয়ে নিজেকে অবহেলা করে আপনি কাউকে সত্যিকার ভালোবাসতে পারবেন না।
নিজের চুল আঁচড়ান, আয়নায় তাকান, নিজেকে নিয়ে স‍্যাটিসফাইড হওয়ার মানসিকতা তৈরি করুন।
যত্ন নেওয়া মানে বিলাসিতা নয়—এটা নিজেকে সম্মান জানানোর বিষয়।

৪. মতামতের মূল্য দিন আপনার কথা বলার অধিকার আছে।
চুপ থেকে ভালো মানুষ হওয়া যায়, কিন্তু স্ট্রং মানুষ হওয়া যায় না।
তাই মতামত দিতে শিখুন।

৫. সম্পর্ক নয়, আত্মসম্মান আগে যে সম্পর্ক আপনাকে ছোট করে, তা সম্পর্ক নয়—আটকে থাকার শিকল।
ভালোবাসুন, ভরসা রাখুন, কিন্তু নিজের অবস্থান ভুলে নয়।
একটু ভেবে দেখুন…

নারী হওয়া কোনো দুর্বলতার নাম নয়।
আপনিই জন্ম দেন, গড়েন, আগলে রাখেন।
তবু এই সমাজ আপনাকে বোঝায়—তুমি তেমন কিছুই না। তোমার কোনো অবদান নাই কিছুতে।
আপনাকে ভয় দেখায়, বাঁধা দেয়, থামিয়ে রাখে।
কিন্তু আপনি থেমে গেলে তো সব থেমে যাবে।
স্ট্রং নারী মানে আবেগহীন মানুষ না।
তিনি কাঁদেন, হাসেন, ভালোবাসেন, প্রয়োজনে ছেড়েও দেন।
তবু নিজের সম্মান আর সীমানা আঁকড়ে ধরেন।
তিনি কারো করুণা চান না—চান সম্মান।
তিনি কারো সাপোর্ট চান না—চান সমতা, অধিকার।

আপনি নারী।
আপনি আগুনও—আলোর উৎসও।
আপনার ভেতরে এক বিশাল শক্তি আছে, যা জেগে উঠলে— যে কোনো কিছুই অর্জন করা সম্ভব।
তাই আজ থেকে নেমে পড়ুন নিজেকে গড়ার পথে।
কাউকে দেখানোর জন্য নয়—নিজের জন্য।

অল দ‍্যা বেস্ট।❤️

ঈদ মোবারক..✨
07/06/2025

ঈদ মোবারক..✨

06/06/2025

সবাইকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা!!✨

আজকে আমার কোচিংএ ঈদের আগে শেষ ক্লাস ছিলো, তাই ছাত্রীদের সাথে একটু খাওয়া দাওয়া আর মজা করলাম💃🎉😁
02/06/2025

আজকে আমার কোচিংএ ঈদের আগে শেষ ক্লাস ছিলো, তাই ছাত্রীদের সাথে একটু খাওয়া দাওয়া আর মজা করলাম💃🎉😁

আমার স্কুল থেকে যে সকল ছাত্রছাত্রীরা বৃত্তি পেয়েছে, তাদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে জাতীয় জাদুঘরে।শিক্ষার্থী, অভিভাবক ও শি...
30/05/2025

আমার স্কুল থেকে যে সকল ছাত্রছাত্রীরা বৃত্তি পেয়েছে, তাদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে জাতীয় জাদুঘরে।
শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সাথে একটা ভালো সময় কেটেছে অনুষ্ঠানে।❤️

05/05/2025

উপার্জন করতে শিখো, নয়তো অ'যো'গ্য ব্যক্তিরাও কথা শুনাবে!!

Eid mubarak to everyone🌙✨
31/03/2025

Eid mubarak to everyone🌙✨

একটু জ্ঞান দিলাম😛
09/03/2025

একটু জ্ঞান দিলাম😛

আজ হঠাৎ স্টুডেন্টরা আমাকে ফুল এনে দিলো, অবাক হয়ে গেলাম🌸🥰
02/03/2025

আজ হঠাৎ স্টুডেন্টরা আমাকে ফুল এনে দিলো, অবাক হয়ে গেলাম🌸🥰

সবাইকে রমজান মোবারক 🌙আজকে স্কুলে😊
02/03/2025

সবাইকে রমজান মোবারক 🌙
আজকে স্কুলে😊

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Rita Momtaz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rita Momtaz:

Share