14/09/2025
সেপ্টেম্বরের সেই মধুর সন্ধ্যা,
ভালোবাসার বাঁধন হলো আরও দৃঢ়।
হাত ধরাধরি করে চলা দু’জন,
হৃদয়ের গল্প যেন হলো পূর্ণ।
বামনগাঁওয়ের পথে হাঁটতে হাঁটতে,
প্রকৃতি দিলো সুখের বার্তা।
হাসি-আনন্দে ভরে উঠলো মন,
ভালোবাসা পেল নতুন দিশা।
হৈচৈ রেস্টুরেন্টে রাতের ভোজ,
হৃদয়ের মাঝে স্মৃতির খোঁজ।
প্রতিটি কণা ছিলো ভালোবাসায় ভরা,
এদিনটা রবে সারাজীবন সঞ্চয় করা।
সেপ্টেম্বর ছয়, আমাদের প্রেমের গান,
চিরকাল বাজবে হৃদয়ের প্রাণ।