Gazi Seam Ul Mustafa

Gazi Seam Ul  Mustafa স্বপ্নের দিগন্ত রেখার তরে
পৌঁছাবো বলে আমি এক উন্মাদ পথিক!!!

★কতিপয় সুখের খোঁজে★★গাজী সিয়াম উল মোস্তফা সাজিদ★কতিপয় সুখের খোঁজে চলুন হারিয়ে যাই। হারিয়ে যাই চলুন সেই সুখের খোঁজে যে সু...
14/06/2024

★কতিপয় সুখের খোঁজে★
★গাজী সিয়াম উল মোস্তফা সাজিদ★

কতিপয় সুখের খোঁজে চলুন হারিয়ে যাই। হারিয়ে যাই চলুন সেই সুখের খোঁজে যে সুখ গুলো সচরাচর আমরা খুঁজি না। আজ আমি আর আপনি চলুন বেরিয়ে পরি সেই সুখের সন্ধানে। একটু না হয় ব্যস্ততাকে স্মরনীকার বাইরে রেখে আজ চলুন বেড়িয়ে পরি কোথাও! ছোট ছোট হাতছানি গুলোকে আজ না হয় একটু বড় করে উপভোগ করবো দুজনে মিলে।
আমি... আর... আপনি...!

আপনার ফুসফুসে ক্যান্সার ধরা পরেছে বিধায় আপনার আজ মন খারাপ। ডাক্তারের রিপোর্টটা হাতে পেয়েই আপনাকে আজ ঘিড়ে ধরেছে মৃত্যভয়। তবে জানেন কি; ভাগ্যবানরাই শুধু তাদের মৃত্যুক্ষন জানতে পারে। কারন, তারা জানে যে তারা আর কিছুদিনই এই ধরনীর আলো বাতাসের স্বাদ গ্রহন করার সক্ষমতা পাবে। তাই সে মানুষটা আর যতটা দিন বেঁচে থাকবে, সে নিজের দিন গুলোকে নিজের মতো করে উপভোগ করে নেবার একটা সুযোগ পায়। সবাই তে সে সুযোগ পায় না। অনেকেই তো হঠাৎ করেই বুকে হাজারও স্বপ্ন নিয়ে হঠাৎ হারিয়ে যায়। স্বপ্ন মন্ডিত সেই বুক কখনো সখোনো চাপা পরে যায় বেশ অনেকটা মাটির নিচেই! আপনি তো ভাগ্যবান বটে। এখন থেকে জীবনের প্রতিটা মুহুর্ত আপনার কাছে নিদারুণ সুন্দর মনে হবে; যদি আপনি তা উপভোগ করে নিতে পারেন।

চুলন, বের হই। আজ দুজনে মিলে জলের গান শুনবো৷ শুনবো সেই অপরিচিত ধ্বনির ঝংকার। আজ না হয় পরিচিত হলাম তার সাথে। দেখবেন, ঠিকই জীবনের মর্ম খুঁজে পাচ্ছেন।

জানেন, আমরা ভয়ের কারনে অনেক সুখ আহরণ থেকেই নিজেকে নিভৃতে রেখে চলি। যেমন, এই যে ধরুন না সেদিনের কথা। আপনি বৃষ্টিতে একদমই ভিজতে চাননা। কারন, আপনার ভয় হয়। যদি জ্বর এসে যায়! যদি আগামীকাল অফিস না যেতে পারেন! অফিসে না যাবার জন্য যদি বেতন থেকে মাস শেষে কিছু টাকা কেটে নেয়! বলুন; ক...ত্ত ভয়! এই ভয়ের মাঝে কি সুখ আর মাথা গজিয়ে উঠতে পারে!?
দেখুন, আজ আকাশের কোনে জমেছে খন্ড খন্ড মেঘ। আজ আকাশের হৃদয় ভারি হয়ে রয়েছে নীরে। গগনের ক্রন্দনে দেখবেন কিছুক্ষণ পরই হয়তো ভিজে যাবে গোটা প্রকৃতি। সারাদিনের তপ্ত রোদে জ্বলে যাওয়া বৃক্ষ পল্লব গুলো দেখবেন তাদের নিজস্ব ক্লান্তিহীন কাংক্ষিত সজিবতা ফিরে পাবে৷ ভেবেছেন কখনো এ সম্পর্কে? জানেন কি কাঁদার মর্মার্থতা? কাঁদার পর যে প্রান নিদারুণ সজীবতা খুঁজে পায়, সেটা কি এত শত অফিসের কাজের ব্যস্তাতার মাঝে উপলব্ধি করেছিলেন কখনো?

আজ দু হাত মেলে দিন। একটু ছুঁয়ে দেখুন বৃষ্টিকে। হয়ে যাক না হয় একটু বৃষ্টি বিলাস। আমি না হয় বসে দেখবো আপনাকে এক কাপ চায়ের প্রতিটি চুমুকে। আমি না হয় আপনার আনন্দ বিলাস দেখেই বৃষ্টি বিলাসের স্বাদ গ্রহন করবো নিরবে৷ বৃষ্টির শীতল ফোঁটায় দেখবেন আপনার প্রানেও সজীবতা ফিরে আসবে।
এক কাপ চায়ে কিভাবে সুখ খুঁজে নিতে হয়, চলুন আজ আপনাকে শেখাবো। শেখাবো কিভাবে মন খারাপে নিজেকে সুন্দর করে সাজিয়ে, একান্ত কিছু সময় নিজেকে দিতে হয়। পরিচিত এই রাস্তাটাকে আপনি আজ নতুন ভাবে আবিষ্কার করবেন, মিলিয়ে নিয়েন। যে আঁধার ঘেরা রাস্তাটা দিয়ে আপনি পার হতে ভয় পেতেন, আজ আর সেই ভয় পাবেন না আপনি। জানেন কি, বেঁচে থাকার মাঝেই রয়েছে সর্বোচ্চ স্বার্থকতা!? তবে, সেটা সময়ের পরিমাপে নয়। জীবনে অনেক দিন সাধারন ভাবে বাঁচার চেয়ে স্বল্প সময় সমৃদ্ধ স্মৃতি ভান্ডার নিয়ে বাঁচা অনেক বেশি সুখের।

নবনী; আজ চলুন, দুজন বেড়োই এ ধারে ও ধারে। যে ধারে কোলাহল নেই, নেই শত মানুষের চিৎকার। নেই কোনো যন্ত্রাংশের সরবতা। আজ শুধু নিরবতায় কতিপয় সুখকে খুঁজে যাবো দুজনে। হুম, চাইলে শত চিৎকার আর কোলাহলের মাঝেও সুখ খুঁজে নিতে পারেন। তবে আজ আমি চাচ্ছি না। চলুন না, আজ এ সায়োরটা শুধু হোক আমার আর আপনার!

আমায় নিয়ে বেশি ভাবতে হবে না আপনাকে। জীবনে কিছু মানুষ থাকে না যে, যাদের সাথে কখনো দেখা হয় নি, কথা হয় নি, হয় নি কোনো যোগাযোগ। তবে হঠাৎ কোনো এক দমকা হাওয়ায় হঠাৎ করেই দেখা হয়ে যায় তাদের সাথে। এমন মনে হয় যেনো, এই এখন যাকে দেখছি, যাকে আগে কখনো দেখি নি, তাকে আর বুঝি কখনো ছেড়ে থাকা হবে না৷ সে বুঝি কত কালের মোর প্রিয়জন! মনে হয় যেনো আমরা মূলত তার জন্যই তৈরি হয়েছি; তার জন্যই জন্মেছি এ ভবে। ধরে নিন আমি তেমনই একজন। হয়তো আমি আপনারই তরে পৌঁছাবো বলে জন্মেছিলাম কতক বছর আগে। আপনি আর বাঁধা দিয়েন না সে অতি প্রাকৃতিকতাকে। চলুন, আবদ্ধ হই দুজনে কোনো এক কতিপয় সুখের সন্ধানে হারাতে।

নবনী; ভেবে নিন না, আমিও এক মুসাফির। যে কিনা হঠাৎ আপনার জীবনে এসে এমন এক পরিচিতি তৈরি করে নিয়েছে যে আমাকে ছাড়া আপনার আর চলবে না! আমায় ছাড়া থাকা হবে না আর আপনার একটি প্রহরও!

জানেন নবনী; শূদ্ধতা এক অসাধারণ স্নিগ্ধতা! চলুন, হাতটা বড়িয়ে দিন আজ আমাতে। আজকের সায়োরটা হোক শুধু আমাদের! কতিপয় সুখের খোঁজে আজ সারাটা দিন না হয় কাটিয়ে দিবো একসাথে...!
শুধু আমিই আপনাকে ভালোবাসি নি, আপনিও...!!!😊


★শান্তিকুঞ্জ, টাঙ্গাইল।
তাং-০৪/০৬/২০২৪।

"হঠাৎ ফিরে দেখিনিজের মুখোমুখিশূন্য ভীষণ শূন্য মনে হয়কী আর এমন হবেকে পেয়েছে কবেস্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয়!"😅😅😅
19/03/2024

"হঠাৎ ফিরে দেখি
নিজের মুখোমুখি
শূন্য ভীষণ শূন্য মনে হয়
কী আর এমন হবে
কে পেয়েছে কবে
স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয়!"
😅😅😅

যে তুমি হাসতে শিখিয়েছো; সে তুমি ক্রন্দনের খোঁড়াক জুগিয়ো না কখনো;যে পরিস্থিতি নয়ন সিক্ত করেছে,তুমি তৈরি কোরো না সে পরিস্থ...
08/03/2024

যে তুমি হাসতে শিখিয়েছো;
সে তুমি ক্রন্দনের খোঁড়াক জুগিয়ো না কখনো;
যে পরিস্থিতি নয়ন সিক্ত করেছে,
তুমি তৈরি কোরো না সে পরিস্থিতি কখনো!
🙃🙃🙃
স্মরণ রেখো সর্বদা!!!..!..!..!
উৎসর্গঃ নীলিমা!!!

মিরিক পর্যটনকেন্দ্রে ডাঃ মোঃ মকবুল হোসেন ওপেন স্কাউট গ্রুপ এর প্রতিনিধিগন!!!😊😊😊
03/03/2024

মিরিক পর্যটনকেন্দ্রে ডাঃ মোঃ মকবুল হোসেন ওপেন স্কাউট গ্রুপ এর প্রতিনিধিগন!!!😊😊😊

ন্যাশনাল এ্যাডভেঞ্জার ইনস্টিটিউট, কার্সিয়াং, দার্জেলিং এ স্বাগতম পর্ব!!!সবুজের বুকে একখন্ড শুভ্রতা দিয়ে, কার্ণাটক এর সুভ...
03/03/2024

ন্যাশনাল এ্যাডভেঞ্জার ইনস্টিটিউট, কার্সিয়াং, দার্জেলিং এ স্বাগতম পর্ব!!!
সবুজের বুকে একখন্ড শুভ্রতা দিয়ে, কার্ণাটক এর সুভাস স্যার এবং কলকাতার রুপা ম্যাম, বরণ করে নেয় আমাদের!!! মুহুর্তটা দিনান্তরে স্মরনীয় হবে হয়তো!!!😊😊😊

প্রখরতা, চঞ্চলতা আর ভয় মিলি মিশে অদ্য হয়েছিলো একাকার ;নব অভিজ্ঞতা হৃদয়ে সঞ্চয়,শেওলা ধরা চিত্তে হয়েছে পুষ্পের প্রসার। নব ...
24/01/2024

প্রখরতা, চঞ্চলতা আর ভয়
মিলি মিশে অদ্য হয়েছিলো একাকার ;
নব অভিজ্ঞতা হৃদয়ে সঞ্চয়,
শেওলা ধরা চিত্তে হয়েছে পুষ্পের প্রসার।

নব চত্বরের প্রতিটি ধূলিকণার ভিড়ে
ও নব সায়োরের স্রোতে কিছু গ্লানি মুছে যাক;
একাকিত্ব কাটিয়ে বন্ধুদের ঘিড়ে
আজ অতিবাহিত সায়োরে আমি সত্যিই বেশ অবাক...!!!
😅😅😅

ইন্টারফেজ গত হোক, আগমন করুক এ প্রাঙ্গনে মাইটোসিস!!! আবারও ঘটুক বিভাজন!!! নতুন কোনো মায়োসিসের উদ্দেশ্যে!!! নতুন কোনো প্রা...
05/12/2023

ইন্টারফেজ গত হোক, আগমন করুক এ প্রাঙ্গনে মাইটোসিস!!! আবারও ঘটুক বিভাজন!!! নতুন কোনো মায়োসিসের উদ্দেশ্যে!!! নতুন কোনো প্রানের ক্রন্দন শুনুক এই নশ্বর নীল দিগন্ত!!!😊😊😊

   #সাজিদ
16/08/2023


#সাজিদ

16/08/2023


#সাজিদ

15/08/2023

বিদায়, শখের ডিপার্টমেন্ট!!!
শখের নয় বরং স্বপ্নের পেছনে বহমান জীবন!!!
এই তো তার গতিময়তা, এই তো জীবন রূপ!!!🙂🙂🙂


হাসি, কান্না, ভয়, জরিমা ইত্যাদি বিভিন্ন দিক কাটিয়েই আজ আমরা এ পর্যায়ে। কিছু পেতে হলে কিছুটা হারাতেও হয়।আর প্রত্যেক পাবলি...
09/08/2023

হাসি, কান্না, ভয়, জরিমা ইত্যাদি বিভিন্ন দিক কাটিয়েই আজ আমরা এ পর্যায়ে। কিছু পেতে হলে কিছুটা হারাতেও হয়।
আর প্রত্যেক পাবলিকিয়ানদের পেছনের গল্পটা এরকম হাজারো ছাড় দেওয়ার গল্পে পরিপূর্ণ!!! যার ফলে আজ মোরা পাবলিকিয়ান এবং গর্বিত পাইলটিয়ান!!!😊😊😊


সংবর্ধনা!!!কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাত থেকে ফুলের শিতল শুভেচ্ছা গ্রহণ!!!🥰🥰🥰যেই স্কুলে ষষ্ঠ শ্...
07/08/2023

সংবর্ধনা!!!
কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাত থেকে ফুলের শিতল শুভেচ্ছা গ্রহণ!!!
🥰🥰🥰

যেই স্কুলে ষষ্ঠ শ্রেনীতে স্যারদের মার খেয়েছি;
যেই স্কুলে সপ্তম শ্রেণীতে লাঞ্ছিত হয়েছি;
ঠিক সেই স্কুলেই অষ্টম শ্রেনীতে চতুর্থ হয়েছি;
আর ঠিক সেই স্কুলের ছাত্র হিসেবে পাবলিকে চান্স পেয়ে প্রধান শিক্ষকের শুভেচ্ছা পেয়েছি!!!
সফরটা খুব আরামদায়ক ছিলো না কিন্তু!!!
🙃🙃🙃


কচুয়া পাঠাগার এর সভাপতি জনাব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ আংকেল ও অন্যান্য সাংগঠনিক ব্যক্তিবর্গদের কাছ থেকে আমার প্রকাশিত কবি...
06/08/2023

কচুয়া পাঠাগার এর সভাপতি জনাব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ আংকেল ও অন্যান্য সাংগঠনিক ব্যক্তিবর্গদের কাছ থেকে আমার প্রকাশিত কবিতার পত্রিকা গ্রহণ পর্ব!!!🥰🥰🥰



আগামী ০৫/০৮/২০২৩ তারিখ রোজ শনিবার, সকাল ১০:০০ ঘটিকায় কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে...
03/08/2023

আগামী ০৫/০৮/২০২৩ তারিখ রোজ শনিবার, সকাল ১০:০০ ঘটিকায় কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে "কচুয়া পাঠাগার" এর এই অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে থাকছে শিক্ষার্থী, শিক্ষক ও বিশিষ্ট সমাজ সেবকগন। সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রোগ্রামটা সফল হোক, এই কামনাই করি!!!🥰🥰🥰

সৃষ্টিশীলতায় এগিয়ে যাচ্ছে কচুয়া পাঠাগার। সঙ্গী হিসেবে আছি আমি গাজী সিয়াম উল মোস্তফা সাজিদ!!! 😇😇😇
02/08/2023

সৃষ্টিশীলতায় এগিয়ে যাচ্ছে কচুয়া পাঠাগার। সঙ্গী হিসেবে আছি আমি গাজী সিয়াম উল মোস্তফা সাজিদ!!! 😇😇😇

Address

Kachua
3630

Telephone

+8801625980668

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gazi Seam Ul Mustafa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gazi Seam Ul Mustafa:

Share