
14/06/2024
★কতিপয় সুখের খোঁজে★
★গাজী সিয়াম উল মোস্তফা সাজিদ★
কতিপয় সুখের খোঁজে চলুন হারিয়ে যাই। হারিয়ে যাই চলুন সেই সুখের খোঁজে যে সুখ গুলো সচরাচর আমরা খুঁজি না। আজ আমি আর আপনি চলুন বেরিয়ে পরি সেই সুখের সন্ধানে। একটু না হয় ব্যস্ততাকে স্মরনীকার বাইরে রেখে আজ চলুন বেড়িয়ে পরি কোথাও! ছোট ছোট হাতছানি গুলোকে আজ না হয় একটু বড় করে উপভোগ করবো দুজনে মিলে।
আমি... আর... আপনি...!
আপনার ফুসফুসে ক্যান্সার ধরা পরেছে বিধায় আপনার আজ মন খারাপ। ডাক্তারের রিপোর্টটা হাতে পেয়েই আপনাকে আজ ঘিড়ে ধরেছে মৃত্যভয়। তবে জানেন কি; ভাগ্যবানরাই শুধু তাদের মৃত্যুক্ষন জানতে পারে। কারন, তারা জানে যে তারা আর কিছুদিনই এই ধরনীর আলো বাতাসের স্বাদ গ্রহন করার সক্ষমতা পাবে। তাই সে মানুষটা আর যতটা দিন বেঁচে থাকবে, সে নিজের দিন গুলোকে নিজের মতো করে উপভোগ করে নেবার একটা সুযোগ পায়। সবাই তে সে সুযোগ পায় না। অনেকেই তো হঠাৎ করেই বুকে হাজারও স্বপ্ন নিয়ে হঠাৎ হারিয়ে যায়। স্বপ্ন মন্ডিত সেই বুক কখনো সখোনো চাপা পরে যায় বেশ অনেকটা মাটির নিচেই! আপনি তো ভাগ্যবান বটে। এখন থেকে জীবনের প্রতিটা মুহুর্ত আপনার কাছে নিদারুণ সুন্দর মনে হবে; যদি আপনি তা উপভোগ করে নিতে পারেন।
চুলন, বের হই। আজ দুজনে মিলে জলের গান শুনবো৷ শুনবো সেই অপরিচিত ধ্বনির ঝংকার। আজ না হয় পরিচিত হলাম তার সাথে। দেখবেন, ঠিকই জীবনের মর্ম খুঁজে পাচ্ছেন।
জানেন, আমরা ভয়ের কারনে অনেক সুখ আহরণ থেকেই নিজেকে নিভৃতে রেখে চলি। যেমন, এই যে ধরুন না সেদিনের কথা। আপনি বৃষ্টিতে একদমই ভিজতে চাননা। কারন, আপনার ভয় হয়। যদি জ্বর এসে যায়! যদি আগামীকাল অফিস না যেতে পারেন! অফিসে না যাবার জন্য যদি বেতন থেকে মাস শেষে কিছু টাকা কেটে নেয়! বলুন; ক...ত্ত ভয়! এই ভয়ের মাঝে কি সুখ আর মাথা গজিয়ে উঠতে পারে!?
দেখুন, আজ আকাশের কোনে জমেছে খন্ড খন্ড মেঘ। আজ আকাশের হৃদয় ভারি হয়ে রয়েছে নীরে। গগনের ক্রন্দনে দেখবেন কিছুক্ষণ পরই হয়তো ভিজে যাবে গোটা প্রকৃতি। সারাদিনের তপ্ত রোদে জ্বলে যাওয়া বৃক্ষ পল্লব গুলো দেখবেন তাদের নিজস্ব ক্লান্তিহীন কাংক্ষিত সজিবতা ফিরে পাবে৷ ভেবেছেন কখনো এ সম্পর্কে? জানেন কি কাঁদার মর্মার্থতা? কাঁদার পর যে প্রান নিদারুণ সজীবতা খুঁজে পায়, সেটা কি এত শত অফিসের কাজের ব্যস্তাতার মাঝে উপলব্ধি করেছিলেন কখনো?
আজ দু হাত মেলে দিন। একটু ছুঁয়ে দেখুন বৃষ্টিকে। হয়ে যাক না হয় একটু বৃষ্টি বিলাস। আমি না হয় বসে দেখবো আপনাকে এক কাপ চায়ের প্রতিটি চুমুকে। আমি না হয় আপনার আনন্দ বিলাস দেখেই বৃষ্টি বিলাসের স্বাদ গ্রহন করবো নিরবে৷ বৃষ্টির শীতল ফোঁটায় দেখবেন আপনার প্রানেও সজীবতা ফিরে আসবে।
এক কাপ চায়ে কিভাবে সুখ খুঁজে নিতে হয়, চলুন আজ আপনাকে শেখাবো। শেখাবো কিভাবে মন খারাপে নিজেকে সুন্দর করে সাজিয়ে, একান্ত কিছু সময় নিজেকে দিতে হয়। পরিচিত এই রাস্তাটাকে আপনি আজ নতুন ভাবে আবিষ্কার করবেন, মিলিয়ে নিয়েন। যে আঁধার ঘেরা রাস্তাটা দিয়ে আপনি পার হতে ভয় পেতেন, আজ আর সেই ভয় পাবেন না আপনি। জানেন কি, বেঁচে থাকার মাঝেই রয়েছে সর্বোচ্চ স্বার্থকতা!? তবে, সেটা সময়ের পরিমাপে নয়। জীবনে অনেক দিন সাধারন ভাবে বাঁচার চেয়ে স্বল্প সময় সমৃদ্ধ স্মৃতি ভান্ডার নিয়ে বাঁচা অনেক বেশি সুখের।
নবনী; আজ চলুন, দুজন বেড়োই এ ধারে ও ধারে। যে ধারে কোলাহল নেই, নেই শত মানুষের চিৎকার। নেই কোনো যন্ত্রাংশের সরবতা। আজ শুধু নিরবতায় কতিপয় সুখকে খুঁজে যাবো দুজনে। হুম, চাইলে শত চিৎকার আর কোলাহলের মাঝেও সুখ খুঁজে নিতে পারেন। তবে আজ আমি চাচ্ছি না। চলুন না, আজ এ সায়োরটা শুধু হোক আমার আর আপনার!
আমায় নিয়ে বেশি ভাবতে হবে না আপনাকে। জীবনে কিছু মানুষ থাকে না যে, যাদের সাথে কখনো দেখা হয় নি, কথা হয় নি, হয় নি কোনো যোগাযোগ। তবে হঠাৎ কোনো এক দমকা হাওয়ায় হঠাৎ করেই দেখা হয়ে যায় তাদের সাথে। এমন মনে হয় যেনো, এই এখন যাকে দেখছি, যাকে আগে কখনো দেখি নি, তাকে আর বুঝি কখনো ছেড়ে থাকা হবে না৷ সে বুঝি কত কালের মোর প্রিয়জন! মনে হয় যেনো আমরা মূলত তার জন্যই তৈরি হয়েছি; তার জন্যই জন্মেছি এ ভবে। ধরে নিন আমি তেমনই একজন। হয়তো আমি আপনারই তরে পৌঁছাবো বলে জন্মেছিলাম কতক বছর আগে। আপনি আর বাঁধা দিয়েন না সে অতি প্রাকৃতিকতাকে। চলুন, আবদ্ধ হই দুজনে কোনো এক কতিপয় সুখের সন্ধানে হারাতে।
নবনী; ভেবে নিন না, আমিও এক মুসাফির। যে কিনা হঠাৎ আপনার জীবনে এসে এমন এক পরিচিতি তৈরি করে নিয়েছে যে আমাকে ছাড়া আপনার আর চলবে না! আমায় ছাড়া থাকা হবে না আর আপনার একটি প্রহরও!
জানেন নবনী; শূদ্ধতা এক অসাধারণ স্নিগ্ধতা! চলুন, হাতটা বড়িয়ে দিন আজ আমাতে। আজকের সায়োরটা হোক শুধু আমাদের! কতিপয় সুখের খোঁজে আজ সারাটা দিন না হয় কাটিয়ে দিবো একসাথে...!
শুধু আমিই আপনাকে ভালোবাসি নি, আপনিও...!!!😊
★শান্তিকুঞ্জ, টাঙ্গাইল।
তাং-০৪/০৬/২০২৪।