M2Nx1

M2Nx1 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from M2Nx1, Kachua.

তোমাকে পেতেই হবে—এমন কোনো শর্ত নিয়ে ভালোবাসিনি। আমি কবি নই, তবুও কাব্যের ভাষায় বলতে চাই— আমি আকাশকে ভালোবাসি... ছুঁয়ে...
06/06/2025

তোমাকে পেতেই হবে—এমন কোনো শর্ত নিয়ে ভালোবাসিনি। আমি কবি নই, তবুও কাব্যের ভাষায় বলতে চাই— আমি আকাশকে ভালোবাসি... ছুঁয়েছি অনুভবে, ভালোবেসে— কিন্তু দেখতে পারিনি।

আর তুমি? তুমিও সেই আকাশের মতোই একজন— যাকে হাজার চাওয়ার পরেও ধরে রাখতে পারিনি... 💔🌌

চলে যাওয়ার আগে তোমাকে কিছু কথা বলে যেতে চাই।হয়তো আমি আর থাকবো না, তবে আমার এই লেখাটা তোমার সামনে পড়লে, কথা গুলো শুনে যেও...
18/04/2025

চলে যাওয়ার আগে তোমাকে কিছু কথা বলে যেতে চাই।

হয়তো আমি আর থাকবো না, তবে আমার এই লেখাটা তোমার সামনে পড়লে, কথা গুলো শুনে যেও, হয়তো তোমায় না বলা কিছু কথা তুমি জানতে পারবে।

-মানুষ বলে দুনিয়া নাকি শান্তির জায়গা নয়, কিন্তু আমি বলি তোমাকে পেয়ে তোমার ভালোবাসা পেয়ে যতোটা হাসিখুশি থাকতাম বিশ্বাস করো, আমাকে দুনিয়ার সবচেয়ে দামী দামী সম্পদ হাসিখুশি এনে দিলেও আমি এতোটা সুখী হতাম না।

যতোটা হাসিখুশি তুমি আমাকে রেখেছিলে।

-আর তারপর যখন তুমি আমাকে অবহেলা করতে শুরু করলে, আমার থেকে দূরত্ব বাড়িয়ে দিলে কোনো কারন ছাড়ায়, তখন মনে হতো আমার থেকে যেনো আমার পুরো পৃথিবী টাই দূরে চলে যেতো।

-আর তখনি আমি বুঝতে পারলাম প্রিয় মানুষ কে ছাড়া থাকাটা কতটা কষ্টের হতে পারে। আর সেই কষ্ট টা তুমি দিলে আমাকে, তুমি ছেড়ে চলে গেলে আমাকে, তুমি তোমার কথা রাখোনি, ভালোবাসি বলেও তুমি আমাকে ভালোবাসো নি।

তোমাকে হারানোর ভয়ে হাউমাউ করে কেঁদেছি আমি, তুমি আমার চোখের পানি দেখেছো বহুবার তবুও তোমার মন গলেনি।

তুমি আমার হবে বলেও তুমি আমার হওনি, জানিনা আর কতটা ভালোবাসলে কিভাবে ভালোবাসলে আমি তোমাকে পাইতাম তোমার মন পাইতাম। কত নিখুঁত ভাবে অভিনয় করে গেছো তুমি আমার সাথে ৩ টা বছর, আমি বুঝতে পারি নি তোমার অভিনয়।-এরপর আমার আশেপাশের মানুষনি তোমার অভিনয়।-এরপর আমার আশেপাশের মানুষ গুলোর কথা মনে পরতে লাগলো, তারা বলেছিলো দুনিয়া শান্তির জায়গা নয়...!

দুনিয়া হচ্ছে কষ্টের জায়গা, দুনিয়া যদি শান্তির জায়গা হতো তাহলে আল্লাহ তায়ালা কখনো জান্নাত বানাতেন না।

-আসলে আমি সেটা বুঝতে পারি নি..!!

-আমি তোমাকে ভালোবেসে আমার জান্নাত এই দুনিয়া কে বানিয়েছিলাম, তোমার মাঝে আমার সব সুখ শান্তি খুঁজেছিলাম। তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসছিলাম।

-তাই তো এই কষ্ট টা আমার পাওনা ছিলো, তবে এখন আর কোনো কিছু হারানোর ভয় নেই, আমি এক সময় যেটা হারানোর ভয় করতাম ব্যাস সেটা হারিয়ে ফেললাম !!

-তবে তুমি ভালো থেকো, তোমার ব্যক্তিগত জীবনে, অবশ্য তুমি ভালো থাকতে পারবে না, কারন জীবনে কাউকে কাঁদিয়ে কেউ কোনো দিন সুখী হতে পারে না,, তবুও বলছি পারলে ভালো থেকো, আমার এক একটি দীর্ঘশ্বাস তোমার জীবনে অভিশাপ হয়ে যেনো না দাড়ায়,,!!

এখনো অনেক ভালোবাসি তোমাকে!

প্রিয়তমা..!!☺️🌸❤️‍🩹

All item available 🙂❤️‍🩹 লাগলে ইনবক্স
14/01/2025

All item available 🙂❤️‍🩹 লাগলে ইনবক্স

শুনলাম তোমরা নাকি গনিতে,,খুব কাঁচা,,,,!আসো আজ আমি তোমাদের গনিত শেখাবো,,,,,,,,,,,,,,😊২০ + শ্বাস = বিশ্বাস খো + ২০ = ...
06/10/2024

শুনলাম তোমরা নাকি গনিতে,,
খুব কাঁচা,,,,!

আসো আজ আমি তোমাদের
গনিত শেখাবো,,,,,,,,,,,,,,😊

২০ + শ্বাস = বিশ্বাস
খো + ২০ = খোবিশ
রা + ২০ = রাবিশ

আ + ৪ = আচার
১৪ + গোষ্ঠী = চৌদ্দগোষ্ঠী

এবার
এই গনিত করোতো দাখি

রুহুলের কাছে ৩০০০ টাকা আছে।
রুহুলের বউ তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলো😁
এখন রুহুলের কাছে কতো টাকা আছে..!🥴

উল্টা পাল্টা কিছু বইলো না কারন
আমি তোমাদের গনিতের স্যার ,,,,,🙃🙃🤣

M2Nx1M2Nx1

এই স্কোয়ার্ড ছাড়া বাংলাদেশের বিশ্বকাপ জেতার সম্ভব না 😔  Bangladesh
02/10/2024

এই স্কোয়ার্ড ছাড়া বাংলাদেশের বিশ্বকাপ জেতার সম্ভব না 😔
Bangladesh

30/09/2024

এই meye

"

30/09/2024

একটা হাসির গল্প 😁

বাবাজি! আমার মেয়ের পিছে আর
ঘুইরো নাহ্।
- এহ্! কইলেই হইলো! কত কষ্টে পটাইছি
জানেন আপনে!
- দেখো সামনে আমার মেয়ের বিয়া।
তুমি যদি ঝামেলা না করো তাহলে
তোমারে আমি এমন অমূল্য জিনিস
দিবো
যা দিয়া সারাজীবন বইসা খাইতে
পারবা।
- এ্যাঁ! বলেন কি মশাই! সত্যি নাকি!
- অবশ্যই সত্যি।
- তা জিনিসটা কী?
- আমার মেয়ের বিয়ের পর এসে নিয়ে
যাইয়ো।
- এ্যাঁ! দাঁড়ান একটু ভাবি! সারাজীবন
বইসা খাইতে পারমু! এমন
জিনিস
তুমি আমার কপালে রাখছো! ও মশাই
আমি রাজি।
- এইতো বুদ্ধিমান ছেলে। বিয়ের পর
এসে
জিনিসখানা নিয়ে যেও।
অতপর বিয়ের পর ছেলেটা আসলো।
মেয়ের বাবা ছেলেকে বড় একটা
কাটনবক্সে মোড়ানো অমূল্য
জিনিসখানা দিলো। বললো বাসায়
গিয়ে খুইলো। এখানে খুললে জ্ঞান
হারাইতে পারো।
ছেলে বীরবিক্রমে বাক্স নিয়ে বাসায়
গেল। তারপর ধীরে ধীরে খুললো। খুলে
ছেলের চোখ কপালে উঠে গেল। বক্সের
ভিতরে একটা RFL এর চেয়ার। তারউপর
একটা চিঠি। চিঠিতে গোটা গোটা
অক্ষরে লিখা
জনাব বেক্কল,
এই দিলাম আরএফএলের চেয়ার।
আজীবন
বসে বসে খাইতে পারবা। যত্ন করলে
তোমার নাতীপুতিরাও আরামসে বইসা
খাইতে পারবে।😆😅🤣

🤣🤣🤣🤣🤣🤣

সমাপ্ত

এটা কোনো কথা🤐
29/09/2024

এটা কোনো কথা🤐

পরীক্ষার হলে,-Science students : দোস্ত জাস্ট সূএটা বল আবিষ্কার আমি করতেছি 🤨🤝- Arts students  : দোস্ত তুই শুধু সাল টা বল ...
23/09/2024

পরীক্ষার হলে,

-Science students : দোস্ত জাস্ট সূএটা বল আবিষ্কার আমি করতেছি 🤨🤝

- Arts students : দোস্ত তুই শুধু সাল টা বল যুদ্ধ আমি লাগাইতেছি 🙂✈️

- Commerce students : দোস্ত তুই শুধু মানটা বল ব্যবসা আমি করতেছি 🥲🤣

-কে কোন গ্রুপ "?🐸🔪😁😁

Address

Kachua

Website

Alerts

Be the first to know and let us send you an email when M2Nx1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share