Ishan's mom

Ishan's mom personal vlog

মেয়েদের মা লাগে…হ্যাঁ, জীবনের প্রতিটি বাঁকে, প্রতিটি মুহূর্তে মা লাগে।শিশু অবস্থায় কোলে লেপ্টে থাকার সময় যেমন লাগে, প...
15/09/2025

মেয়েদের মা লাগে…
হ্যাঁ, জীবনের প্রতিটি বাঁকে, প্রতিটি মুহূর্তে মা লাগে।
শিশু অবস্থায় কোলে লেপ্টে থাকার সময় যেমন লাগে, প্রথম হাঁটতে শেখার আগের ভয়টুকু সামলাতে যেমন লাগে—তেমনই করে লাগে, একবার নয়, বারবার লাগে।

গর্ভে নতুন প্রাণ আসার খবর শুনে সবার আগে যাকে মনে পড়ে, সে মা।
অকারণে বুক ধড়ফড় করলে, কিংবা কিছুই খেতে ইচ্ছে না হলে—মা-ই তখন ভরসা হয়ে ওঠে।
মায়ের হাতের রান্নার গন্ধ যেন মন খারাপের সবচেয়ে বড় ওষুধ।

বাচ্চা জন্মের পর নিদ্রাহীন রাতগুলোতে, কাঁপতে থাকা হাতে শিশুর কাপড় বদলাতে গিয়ে, বা নিজের ভেতর শক্তি খুঁজে না পেলে—আবার মা-ই লাগে।
একফোঁটা ঘুম চুরি করে নিতে চাইলে, ছোট্ট শরীরটা কারো কাছে রেখে একটু নিশ্চিন্ত হতে চাইলে—সে আশ্রয় শুধু মায়ের কাছেই মেলে।

আসলে ভরসা নামের কোনো অর্থ থাকলে, সেটা মায়ের মধ্যেই মিলে যায়।
মা ছাড়া মেয়েরা কীভাবে মা হয়—সে রহস্য আমি জানি না। আর আমি কখনোই সেটা জানতে চাই না… কোনোদিন না।

মা হবার গল্পের পুরোটা জুড়ে আছে আমার মা 😇😇

মামা বাড়িতে শৈশবে কাটানো ঈশানের সেরা মূহুর্তগুলো। তার সবচেয়ে প্রিয় এবং পছন্দের জায়গা এটা। রাফসান ভাই (মামাতো ভাই) তার সব...
14/09/2025

মামা বাড়িতে শৈশবে কাটানো ঈশানের সেরা মূহুর্তগুলো।
তার সবচেয়ে প্রিয় এবং পছন্দের জায়গা এটা। রাফসান ভাই (মামাতো ভাই) তার সবচেয়ে পছন্দের ব্যক্তি। এক কথায় কলিজার টুকরা।❤️

নানু বাড়ি গিয়ে ঈশানের ১ম বার পুকুরে গোসল করা,সাতার শেখার চেষ্টা করা।ঈশু অনেক সাহসী মানুষ সে একটুও বিচলিত হয়নি ভয়ে কান্ন...
13/09/2025

নানু বাড়ি গিয়ে ঈশানের ১ম বার পুকুরে গোসল করা,সাতার শেখার চেষ্টা করা।ঈশু অনেক সাহসী মানুষ সে একটুও বিচলিত হয়নি ভয়ে কান্না ও করেনি।নতুন এই আনন্দটি সে মন দিয়ে উপভোগ করেছে। Mā shāʾ Allāh অনেক সাহসী আমার বীর পুরুষ বাবাটা 🥰

✅ গ্রামের পুকুরে গোসল!
আহা শৈশব........

পরিবারের কনিষ্ঠ সদস্য রাইফার জন্মদিনে কিছু  আনন্দময় মূহুর্ত🎂
12/09/2025

পরিবারের কনিষ্ঠ সদস্য রাইফার জন্মদিনে কিছু আনন্দময় মূহুর্ত🎂

নির্জন প্রকৃতির মাঝে, শান্তি আর সৌন্দর্যের খোঁজে আমরা পাড়ি দেই।প্রকৃতির এই সৌন্দর্য আমাদের মনে শক্তি ও শান্তি এনে দেয়, য...
07/09/2025

নির্জন প্রকৃতির মাঝে, শান্তি আর সৌন্দর্যের খোঁজে আমরা পাড়ি দেই।প্রকৃতির এই সৌন্দর্য আমাদের মনে শক্তি ও শান্তি এনে দেয়, যা অন্য কোথাও খুঁজে পাওয়া কঠিন।

ঈদ-ই-মিলাদুন্নবী (স:)-২০২৫ উদযাপন। ৩৫ নং রাজন্দী দারাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।
06/09/2025

ঈদ-ই-মিলাদুন্নবী (স:)-২০২৫ উদযাপন। ৩৫ নং রাজন্দী দারাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।

চন্দ্রগ্রন! চন্দ্রগ্রহণ! চন্দ্রগ্রহণ!হ্যাঁ, আগামী ৭ ই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ সংঘটিত হবে। এটি এই বছরের শেষ চন্দ্রগ্রহন। আ...
05/09/2025

চন্দ্রগ্রন! চন্দ্রগ্রহণ! চন্দ্রগ্রহণ!
হ্যাঁ, আগামী ৭ ই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ সংঘটিত হবে। এটি এই বছরের শেষ চন্দ্রগ্রহন।
আসুন দেখে নেই এই গ্রহনটি বাংলাদেশের কোন কোন অঞ্চল থেকে দেখা যাবে।

আগামী ৭ ই সেপ্টেম্বর ২০২৫ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংঘটিত হবে, মানে এদিন পৃথিবীর ছায়ায় পূর্ণিমার চাঁদ ঢেকে অন্ধকার হয়ে যাবে।

বাংলাদেশ সময় ৭ ই সেপ্টেম্বর দিবাগত রাত ৯ টা ১৮ মিনিটে এই গ্রহনটি শুরু হবে, গ্রহনের সর্বোচ্চ মাত্রা থাকবে গভীর রাত ১২ টা ১১ মিনিটে, গ্রহনটি শেষ হবে গভীর রাত ২ টা ৫৫ মিনিটে।

গ্রহনটি বাংলাদেশের সকল স্থান থেকে একই সাথে দেখা যাবে।
সকল জেলা থেকে একই সাথে দেখা যাবে গ্রহনটি, আলাদা আলাদা কোন টাইম নেই।
যেহেতু এদিন রাতে দেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিস্কার থাকতে পারে, সুতরাং গ্রহনটি দেখতে তেমন সমস্যা হবেনা।
আর এই গ্রহন খালি চোখে দেখা যাবে।

গ্রহন এর জন্য কোন প্রকার সাবধানতা অবলম্বন করা লাগবে না।
সকল প্রকার কুসংস্কার থেকে দুরে থাকবেন।
এবং গ্রহন এর সকল স্তর বাংলাদেশ থেকে দেখা যাবে।
সবাই পোস্ট টি সেয়ার করে সকল কে জানিয়ে দিন।
ধন্যবাদ।
তথ্যসূত্রঃ বিডাব্লিউওটি।
আপডেট : ৪ ঠা সেপ্টেম্বর

আমার কাছে মুগ্ধতা হলো মানুষের ব্যবহার, কথার ধরন,ব্যক্তিত্ব এবং দায়িত্বশীলতা। কারণ চেহারার মুগ্ধতার চেয়ে ব্যবহারের মুগ্...
05/09/2025

আমার কাছে মুগ্ধতা হলো মানুষের ব্যবহার, কথার ধরন,ব্যক্তিত্ব এবং দায়িত্বশীলতা। কারণ চেহারার মুগ্ধতার চেয়ে ব্যবহারের মুগ্ধতা বেশি দীর্ঘস্থায়ী✅

"শুভ জন্মদিন আদিবা "🎂🎂

বিকেল হলো প্রকৃতির এক নিঃশব্দ কবিতা, যেখানে সূর্য ধীরে ধীরে অস্ত যায় আর চারপাশে ছড়িয়ে পড়ে শান্ত এক আবহ। গোধূলির নরম ...
01/09/2025

বিকেল হলো প্রকৃতির এক নিঃশব্দ কবিতা, যেখানে সূর্য ধীরে ধীরে অস্ত যায় আর চারপাশে ছড়িয়ে পড়ে শান্ত এক আবহ। গোধূলির নরম আলো, মৃদু হাওয়া আর আকাশের রঙ বদলের এই মুহূর্তগুলো আমাদের মনে সৃষ্টি করে এক অপূর্ব প্রশান্তি।

30/08/2025

প্রকৃতির স্নিগ্ধতায় মিশে যাক জীবনের সব ক্লান্তি..!😊❤️‍🩹🌺

২য় ও ৩য় শ্রেণির চারু ও কারু কলা বিষয়ের মূল্যায়নের সময় ধারনকৃত কিছু ছবি।
29/08/2025

২য় ও ৩য় শ্রেণির চারু ও কারু কলা বিষয়ের মূল্যায়নের সময় ধারনকৃত কিছু ছবি।

28/08/2025

Spider-Man lover 🕷🕸🕷🦸🏻‍♂️

Address

Mirpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ishan's mom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ishan's mom:

Share