Jahid Hasan

Jahid Hasan জানি অনেক রয়ে গেছে জমানো কথা তাই "Jahid Hasan " প্রকাশ করবে যন্ত্রণা ও ব্যাথা !
(6)

মহাখালি cng station 😞
17/08/2025

মহাখালি cng station 😞

আকাশে ভাসা প্রতিটি মেঘই বৃষ্টি হয়ে নামে না—ঠিক তেমনি, মানুষের প্রতিটি দুঃখও অশ্রু হয়ে ঝরে না।আমরা কত অন্ধকার নদী পাড়ি দি...
17/08/2025

আকাশে ভাসা প্রতিটি মেঘই বৃষ্টি হয়ে নামে না—
ঠিক তেমনি, মানুষের প্রতিটি দুঃখও অশ্রু হয়ে ঝরে না।

আমরা কত অন্ধকার নদী পাড়ি দিই,
কত নিরব স্রোত বয়ে বেড়াই
শুধু একটুখানি আলোর আশায়।

বছরের পর বছর পথচলা
দুঃখের তীর ছুঁয়ে—
তবু কারও চোখে ধরা পড়ে না
মনের গভীর ক্ষতচিহ্ন।

মানুষ যা প্রকাশ করে—
তা দুঃখের ক্ষুদ্রতম অংশ;
যা প্রকাশ পায় না,
যা বুকের ভেতর নিঃশব্দে পুড়ে যায়—
সেটাই প্রকৃত যন্ত্রণা।

অশ্রু শুধু উপস্থিতির প্রমাণ দেয়,
কিন্তু যন্ত্রণার গভীরতা
কেউ মাপতে পারে না।

এই পৃথিবীতে একমাত্র স্থায়ী সত্য—দুঃখ।
সুখ?
সে তো ক্ষণস্থায়ী অতিথি,
ক্ষণিকের ছায়া মাত্র।

— জাহিদ হাসান

হারাবার মতো কিছু নেই আমার—শুধু নিজেকে ছাড়া।নিজের মানে একসময় তুমি ছিলে,তুমি নেই এখন,তাহলে বলো, আমার বেঁচে থাকার মানে কী?দ...
14/08/2025

হারাবার মতো কিছু নেই আমার—
শুধু নিজেকে ছাড়া।
নিজের মানে একসময় তুমি ছিলে,
তুমি নেই এখন,
তাহলে বলো, আমার বেঁচে থাকার মানে কী?

দুঃখ পাওয়ার মতো কিছু নেই আমার,
কারণ দুঃখের অনুভূতিও
আমার অন্তরে অনেক আগেই মারা গেছে।

আমার চোখে নেই কোনো ঘুম—
কারণ ঘুমের সময়টা আমি ভুলে গেছি বহুদিন।
রাত এসে দাঁড়ায়,
দিনের চেয়েও ভয়ংকর মুখ নিয়ে।

প্রতিটি নতুন ভোর
আমার জীবনে এনে দেয়
শুধু নতুন কারণ—
আরও কিছুটা ভেঙে পড়ার জন্য।

সুখ?
আমার কাছে তার অভাব নেই,
কারণ আমি জানি না, সুখ কাকে বলে।
তাই তোমার দেওয়া প্রতিটি দুঃখই
আমার হৃদয়ে অদ্ভুত এক আনন্দের মতো
লাগে—
যেন কষ্টই আমার একমাত্র প্রিয় সঙ্গী।

— জাহিদ হাসান

04/08/2025

এই যে ভেতর থেকে ভেঙে পড়ি,
কেউ বোঝে না বলেই তো প্রতিবার ভাঙাটাকেও সাজিয়ে রাখতে হয় হাসির মিথ্যে পর্দায়।
আমার চোখে জলের বদলে এখন শব্দ জমে, তবু কেউ পড়ে না সেই অক্ষরের কান্না।

03/08/2025

তারপর একদিন সবকিছু ছেড়ে নিখোঁজ হয়ে জাবো, কেউ জানবে না কেনো কোথায় হারিয়ে গেছি🤲

কিছু সময় চুপ থেকে দেখলাম, মানুষ সত্যি ভুলে যায় 🖤
29/07/2025

কিছু সময় চুপ থেকে দেখলাম,
মানুষ সত্যি ভুলে যায় 🖤

29/07/2025

অনেক দিন বেঁচে থেকে বুঝেছি—
আমার বেঁচে থাকার কারণ শুধু একটাই,
মৃত্যুর জন্যই বাঁচি;
এই পথের শেষ প্রান্তে অপেক্ষায় দাঁড়িয়ে আছে
শুধু একটিই গন্তব্য—মৃত্যু।

শেষ প্রহরে মনে হলো—
আমার একটু ঘুম দরকার,
না… স্বপ্নভরা ক্ষণিকের ঘুম নয়—
একটি দীর্ঘ, অবিরাম,
অনন্ত শান্তির ঘুম।

— জাহিদ হাসান

18/07/2025

দূরত্ব বাড়িয়ে বুঝলাম,
আমি কাছে কখনোই ছিলাম না;
আমি আসলে দূরেরই ছিলাম - কেউ একজন।

দূরত্ব বাড়িয়ে টের পেলাম,
কাছে থাকা আর দূরে থাকার মধ্যে কোনো পার্থক্য নেই;
তবে কাছে থাকার অবহেলার চেয়ে দূরে থাকার দূঃ'খ কম।

একদিন সব ভুলেগিয়ে দেখলাম,
ভুলে গেছি - এই ভাবনাটাই ভু'ল';
ভুল করে সব ভু'লা যায়,
জো'র করে কিছুই যায় না।

—জাহিদ হাসান

❤️
16/07/2025

❤️

16/07/2025

দূরত্ব বাড়িয়ে টের পেলাম,
কাছে থাকা আর দূরে থাকার মধ্যে কোনো পার্থক্য নেই 💔

15/07/2025

টাকা থাকলে ভুল ও ক্ষমা হয়, না থাকলে নিরবতাও অপরাধ ❤️‍🩹

12/07/2025

সময় কে দাম দিস,
নসিবে যা আছে লেখা,
খুইজা পাইলে বান্দিস 🙃

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801999130007

Alerts

Be the first to know and let us send you an email when Jahid Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jahid Hasan:

Share