10/03/2023
✍️টপিক:- কন্টেন্ট নিয়ে কন্টেন্ট।☺️
কন্টেন্ট কি?🤔
👉 ব্রেণের ক্রিয়াই মিশ্রিত হয়ে মনের ভাব গুলো হাতের টাইপিং এর মাধ্যমে যেটা ফুটিয়ে তুলা হয়, তাকেই কন্টেন্ট বলে।😊
👉 মানুষ নতুন কিছু জানার জন্য কন্টেন্ট কেই বেঁআে নিতে হবে। আমি বা আপনি কিছু রিসার্চ করার জন্য গুগল সার্চ করি, আর গুগল থেকে যে সমাধান পায় সবগুলোই কিন্তু কন্টেন্ট। কোনটা ছোট কিংবা বড়ো।
👉 আপনার জানার আগ্রহ কিংবা রিসার্চের জন্যে কন্টেন্ট পড়া বাধ্যতামূলক। কারন কেউই জন্মগত ভাবে শিখে আসে না। আপনি জানলে অন্যকে জানাতে পারবেন, আর আপনাকে জানতে হলে অবশ্যই পড়তে হবে।
👉 আপনি কোন কন্টেন্ট নিয়ে পড়বেন তার জন্য আপনাকে অবশ্যই সঠিক নিসটি নির্বাচন করতে হবে। তা না হলে আপনাকে অনেক সময় অপচয় করতে হবে। তার চেয়ে বড়ো ব্যাপারটি হলো আপনি যা জানতে চাচ্ছেন তা বাদ দিয়ে অন্য কন্টেন্টটি পড়েন তাহলে শিখা তো হবেই না উল্টো আপনার মাথা গুলিয়ে উঠবে।
✍️ ধরুন, আপনি জানতে চাচ্ছেন, কিভাবে হাঁটতে হয়? কিন্তু আপনি পড়লেন কিভাবে দৌঁড়াতে হয়?😇
তাহলে হাঁটা তো শিখবেনই না উল্টো পা ভেঙ্গে বিছানায় শুয়ে থাকবেন।😔 কারন, দৌঁড়ানোর আগে ভালোভাবে হাঁটা শিখতে হয়। 😉
👉 ভালো কন্টেন্ট পাওয়ার জন্য আপনাকে অবশ্যই, আপনি যে নিস টি সম্পর্কে জানতে চাচ্ছেন সে অনুযায়ী ব্লগ কিংবা ওয়েভসাইট টি নির্বাচন করতে হবে। এবং সোগুলো থেকেই পড়তে হবে।
👉 আপনি যে নিস টি নির্বাচন করেছেন, সে নিসটি নিয়ে একটু গুগল মামার কাছ থেকে রিভিউ নিতে পারেন। যে ঐ নিসটি নিয়ে কার ভালো আইডিয়া কিংবা লেখা আছে। তাহলেই সমস্যার সমাধন।😊
👉 সত্যি বলতে, প্রত্যেক টা শব্দই এক একটা কটেন্ট। কারন আপনি যদি ইচ্ছে করেন প্রতিটা শব্দ নিয়েই অনেক বড়ো কন্টেন্ট তৈরী করতে পারবেন। আর তার জন্যই কন্টেন্ট কে রাজা❤️🔥 বলা হয়।
Ankur Datta
10March, 2023.