Creative Mehadi Hasan

Creative Mehadi Hasan মনের সুন্দর গল্পের চিত্রায়ণ করি, ঘুরিফিরি, ডিজিট্যাল ফিতায় ভিডিও করে জীবনের গল্প তৈরি করি।।

সেন্টমার্টিন দ্বীপ।বাংলাদেশের একটি প্রবাল দ্বীপ ও পর্যটন কেন্দ্র।সেন্টমার্টিন দ্বীপ হলো বাংলাদেশের সর্ব দক্ষিনে বঙ্গোপসা...
23/08/2025

সেন্টমার্টিন দ্বীপ।
বাংলাদেশের একটি প্রবাল দ্বীপ ও পর্যটন কেন্দ্র।
সেন্টমার্টিন দ্বীপ হলো বাংলাদেশের সর্ব দক্ষিনে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ। এই দ্বীপের দৈর্ঘ প্রায় ৯ কি:মি: ও প্রস্থ ০.৫ কি:মি:। এটি কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় ৯কি:মি: দক্ষিনে, মিয়ানমার উপকুল হতে ৮কি:মি: পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত।

৫১ হাওরের মা "টাঙ্গুয়ার হাওর"...টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি সুবিশাল হাওর। হাওরট...
22/08/2025

৫১ হাওরের মা "টাঙ্গুয়ার হাওর"...
টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি সুবিশাল হাওর। হাওরটি জেলার মধ্যনগর ও তাহিরপুর উপজেলায় মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। এটি ১৮টি মৌজার ৫১টি হাওরের সমন্বয়ে ১২,৬৬৫ হেক্টর জমি নিয়ে সৃষ্ট সমুদ্র সদৃশ হাওর।
এই হাওরকে বলা হয় "মাদার অব ফিসারিজ সব হাওরের মা"
প্রায় ১২৬ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে হাওরটি বিস্তৃত। স্থানীয়ভাবে হাওরটি নয়নকুড়ি কান্দার ছয়কুড়ি বিল নামেও পরিচিত। এটি বাংলাদেশের ২য় বৃহত্তম রায়সার স্থান হিসেবে পরিচিত।।

মেঘালয় পাহাড়ের পাদদেশে নিলাদ্রী লেক। সুনামগঞ্জ। সিলেট। বাংলাদেশ।  Haor               Pahar   Leak
20/08/2025

মেঘালয় পাহাড়ের পাদদেশে নিলাদ্রী লেক। সুনামগঞ্জ। সিলেট। বাংলাদেশ।
Haor Pahar Leak

20/07/2025

কক্সবাজারের অানারকলি।

14/04/2025

শুভ নববর্ষ ১৪৩২।
জীবনে নতুন বছরের অাগমনে, মৃত্যু যাত্রার অালিঙ্গনে যাবার নতুন দিন-ক্ষণ-মাস-বছরের হিসাবের শুরু।।...
নতুন দিন এলো বলেই জীবন থেকে একটি দিন পুরুনো হয়ে গেল। অাগামী দিন সবার জন্য ইমানের সহিত মৃত্যুবরণ করবার ও সুস্থ্য ভাবে বেঁচে থাকবার প্রার্থনা করছি।।

07/04/2025

কাল-লাল পিঁপীড়ার ভয়ংকর সুন্দর পিরামিড। অালতাদিঘী।

"প্রাণের টানে অালতাদিঘী"..অাজকে অাছি, কালকে নেই, এইটাই ব্যস্তবতা। অামাদের কর্ম ইতিহাস হয়ে থাকে, অার সেই ইতিহাসের কর্মযজ্...
06/04/2025

"প্রাণের টানে অালতাদিঘী"..
অাজকে অাছি, কালকে নেই, এইটাই ব্যস্তবতা। অামাদের কর্ম ইতিহাস হয়ে থাকে, অার সেই ইতিহাসের কর্মযজ্ঞ ঐতিহাসিক পটভূমি বা স্থান হয়ে অামাদের পরবর্তী প্রজন্মের কাছে ধরা দেয়। অালতাদিঘী তেমনই একটি ঐতিহাসিক স্থান।
লোকেশনটা নেহাতই খুবই কাছে। ঢাকা থেকে বেশ দুরে হলেও নওগাঁ জেলার ভ্রমণপিপাসু মানুষদের কাছে এর দূরুত্ব খুবই নিকটে। নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলাতে এই স্থানটির অবস্থান।
অাগের বন-জঙ্গলে অাচ্ছাদিত দীঘিটির সৌন্দর্য বর্তমানে পরিলক্ষিত না হলেও, সেইটি অারও ভিন্ন লুকে, ভিন্ন রুপে স্থানীয় পর্যটকদের মাঝে উপস্থাপিত হয়েছে।
এই পর্যটন স্খানটির সবচেয়ে অাকর্ষনীয় বিষয় হচ্ছে এখানকার নবনির্মিত ওয়াচ টাওয়ার। এইটি বেশ নান্দনিক ও দৃষ্টিনন্দন। ওয়াচ টাওয়ারের সিড়ি বেয়ে উপরে উঠতে পারলে চোখে ভেসে উঠবে অসম্ভব, অবিশ্বাস্য সবুজ প্রকৃতির মাঝে নিজেকে উড়িয়ে দেখবার বাসনা। বর্তমানে সংস্কার কাজ চলমান থাকায় দীঘিতে পানি নেই, কিন্তুু ভাল লাগার কমতিও নেই। দীঘিতে হাটু পানিতে গ্রামীন মানুষদের মাছ ধরবার কলাকৌশল অামাদেরকে বিমোহিত করবে নি:শ্চিত।
১০ টাকার ছিলা শশার প্যাকেজ, ৫০-৬০ টাকার ফুচকা, ২০ টাকার স্পেশাল মুড়ি মাখা অাপনার জিহব্বাকে তাড়িয়ে বেড়াবে বহুকাল। ওয়াচ টাওয়ার কেন্দ্রিক গড়ে ওঠা গ্রামীন দোকানগুলো অাপনার অানন্দভ্রমণকে সুখকর করে তুলবে।
টিবওয়েল চেপে কিংবা মেশিন চেপে সরাসরি মাটির নীচের ঠান্ডা পানি অাপনার গলাকে ঠান্ডার বরফ জলে ভিজিয়ে তুলবে।
অালতাদিঘীর রং এ নিজেকে রাঙিয়ে নিতে নিতে ঘুরে অাসতে পারেন বিডিঅার ক্যাম্পের দিকে চলমান রাস্তা ধরে শাল-গজারির বন পেরিয়ে।
চলতি পথে পিপিলিকার সুউচ্চ পর্বত অাপনার মনকে ভাবিয়ে তুলবে, পথের মাঝে থমকে দাড়িয়ে দেখতে পারেন শিয়ালের লম্পঝম্প।...
ঘুরে অাসুন।
নিজের ব্যস্ততম সময়কে একটু প্রশান্তির পথ খুজুন অালতাদীঘির ওয়াচ টাওয়ারে।।....
অামি সরদার মেহেদী হাসান কি বা করতে পারি অাপনাদের জন্য, একটু ভাল লাগার অাপন ভূবনের পদ্ম পানির রাজ্য ভান্ডারে অাপনাদের অামন্ত্রণ'ই জানাতে পারি।
ভাল থাকবেন, ঈদ পরবর্তী শুভেচ্ছা।।

05/04/2025

ভয়ংকর নির্মাণশৈলী। অালতাদিঘীর বনাঞ্চল। ধামুইরহাট। নওগাঁ।

05/04/2025

অালতা দীঘির ওয়াচ টাওয়ারের সৌন্দর্য। ধামুইরহাট। নওগাঁ।

04/04/2025

গ্রামের ধান ক্ষেতের অাইল ধরে হেটে চলার অানন্দ।
চক খান্দই, ঘোষনগর, পত্নীতলা, নওগাঁ, রাজশাহী।

03/04/2025

ফজলী অামের ফলন বাড়াতে ও পোঁকা নিধনে বাগানে ঔষধ প্রয়োগ।

02/04/2025

গ্রামীন ঐতিয্যের খোজে ছুটে যান পত্নীতলা বিডিঅার ক্যাম্প ফ্রীতে।

Address

Mirpur
Dhaka
1216

Telephone

+8801726735249

Website

Alerts

Be the first to know and let us send you an email when Creative Mehadi Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Creative Mehadi Hasan:

Share

Ojanake Jana

if u want to see exclusive video please visit us