Ariful Islam Refat

Ariful Islam Refat There's no learning without trying lots of ideas and failing lots of times.

12/06/2025
MS Excel এর দরকারি কিবোর্ড শর্টকাট (বাংলা ব্যাখ্যাসহ)১. Ctrl + Arrow Key → তথ্য শেষ হওয়া পর্যন্ত দ্রুত নেভিগেট করবে।২. C...
26/05/2025

MS Excel এর দরকারি কিবোর্ড শর্টকাট (বাংলা ব্যাখ্যাসহ)

১. Ctrl + Arrow Key → তথ্য শেষ হওয়া পর্যন্ত দ্রুত নেভিগেট করবে।
২. Ctrl + Shift + Arrow Key → তথ্যসহ সেল রেঞ্জ সিলেক্ট করবে।
৩. Ctrl + Page Up/Page Down → ওয়ার্কশিটের মধ্যে এক শীট থেকে আরেক শীটে যাবে।
৪. Ctrl + ` (Grave Accent) → সেলে থাকা ফর্মুলা দেখাবে।
৫. Ctrl + Shift + "+" → নতুন সেল, রো বা কলাম ইনসার্ট করবে।

৬. Ctrl + "-" → নির্বাচিত সেল, রো বা কলাম ডিলিট করবে।
৭. Ctrl + 9 → নির্বাচিত রো হাইড করবে।
৮. Ctrl + 0 → নির্বাচিত কলাম হাইড করবে।
৯. Ctrl + Shift + ( → হাইড করা রো আনহাইড করবে।
১০. Ctrl + Shift + ) → হাইড করা কলাম আনহাইড করবে।

১১. Alt + = → AutoSum ফাংশন যোগ করবে।
১২. F2 → সেল এডিট মোডে যাবে।
১৩. Shift + Space → সম্পূর্ণ রো সিলেক্ট করবে।
১৪. Ctrl + Space → সম্পূর্ণ কলাম সিলেক্ট করবে।
১৫. Ctrl + Shift + L → ফিল্টার অপশন চালু/বন্ধ করবে।

১৬. Ctrl + ; → বর্তমান তারিখ ইনসার্ট করবে।
১৭. Ctrl + Shift + : → বর্তমান সময় ইনসার্ট করবে।
১৮. Ctrl + 1 → Format Cells উইন্ডো খুলবে।
১৯. Ctrl + K → হাইপারলিংক সংযুক্ত করবে।
২০. Ctrl + Shift + " → উপরের সেলের মান কপি করবে।

২১. Ctrl + D → উপরের সেল ডেটা নিচে কপি করবে।
২২. Ctrl + R → বাম দিকের সেল ডেটা ডানে কপি করবে।
২৩. Alt + Enter → একই সেলে নতুন লাইন তৈরি করবে।
২৪. F4 → ফাংশনে রেফারেন্স Lock/Toggle করবে ($ চিহ্ন)।
২৫. Shift + F11 → নতুন ওয়ার্কশিট তৈরি করবে।

২৬. Ctrl + Tab → এক্সেল উইন্ডোগুলোর মধ্যে পরিবর্তন করবে।
২৭. Ctrl + Shift + Tab → পূর্বের উইন্ডোতে ফিরে যাবে।
২৮. Ctrl + Shift + $ → সেলকে Currency ফরম্যাটে রূপান্তর করবে।
২৯. Ctrl + Shift + % → Percent ফরম্যাট প্রয়োগ করবে।
৩০. Ctrl + Shift + # → Date ফরম্যাট প্রয়োগ করবে।

৩১. Ctrl + Shift + @ → Time ফরম্যাট প্রয়োগ করবে।
৩২. Ctrl + Shift + ^ → Scientific ফরম্যাট প্রয়োগ করবে।
৩৩. Ctrl + Shift + ! → Number ফরম্যাট প্রয়োগ করবে।
৩৪. Ctrl + Alt + V → Paste Special ডায়ালগ খুলবে।
৩৫. Ctrl + Shift + U → ফর্মুলা বার প্রসারিত/সঙ্কুচিত করবে।

৩৬. Ctrl + Q → Quick Analysis টুল চালু হবে।
৩৭. Alt + H + O + I → কলামের প্রস্থ AutoFit হবে।
৩৮. Alt + H + O + A → রোর উচ্চতা AutoFit হব

17/12/2024

গুগল থেকে পিডিএফ বই ডাউনলোডের কৌশল!!

ইন্টারনেটের সহজলভ্যতায় প্রয়োজনীয় প্রায় সব ধরনের তথ্য ও বই এখন গুগলে খুঁজে পাওয়া যায়। তবে প্রায়ই দেখা যায়, বই খুঁজে পেলেও সেটি পিডিএফ ফরম্যাটে পাওয়া কঠিন হয়ে পড়ে। কিছু সহজ কৌশল অনুসরণ করলে গুগল থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করা অনেক সহজ হয়। এই কৌশলগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের বই সহজে ডাউনলোড করা যায়, যেমন একাডেমিক বই, গবেষণাভিত্তিক বই, ইতিহাস বিষয়ক বই, জীবনী, উপন্যাস, গল্পের বই, জীবনধর্মী বই, প্রযুক্তি ও সায়েন্স ফিকশন, ধর্মীয় গ্রন্থ, ভাষা শিক্ষার বই, কিশোর সাহিত্য এবং স্ব-উন্নয়নমূলক বই। পিডিএফ বই ডাউনলোড করার সময় অবশ্যই কপিরাইট আইন মেনে চলা এবং ফাইলের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এতে অবৈধ ফাইল ডাউনলোড এবং ম্যালওয়্যারের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যায়।

কীভাবে নির্দিষ্ট বই খুঁজে পাওয়া যায়?

নির্দিষ্ট কোনো বইয়ের পিডিএফ ডাউনলোড করতে চাইলে গুগলের সার্চ বারে বইয়ের নামের সঙ্গে 𝙛𝙞𝙡𝙚𝙩𝙮𝙥𝙚:𝙥𝙙𝙛 যোগ করতে হয়। উদাহরণ হিসেবে, 𝘼𝙩𝙤𝙢𝙞𝙘 𝙃𝙖𝙗𝙞𝙩𝙨 বইটির পিডিএফ খুঁজতে হলে সার্চ বারে লিখতে হবে 𝘼𝙩𝙤𝙢𝙞𝙘 𝙃𝙖𝙗𝙞𝙩𝙨 𝙛𝙞𝙡𝙚𝙩𝙮𝙥𝙚:𝙥𝙙𝙛। এই কৌশল ব্যবহার করলে গুগল শুধুমাত্র পিডিএফ ফরম্যাটে বইটির লিংক দেখাবে, যা খুব সহজেই ডাউনলোড করা সম্ভব।

কীভাবে বিষয়ভিত্তিক বই খুঁজে পাওয়া যায়?

নির্দিষ্ট কোনো বিষয়ে পিডিএফ বই খুঁজতে হলে, সেই বিষয়ের নামের শেষে 𝐟𝐢𝐥𝐞𝐭𝐲𝐩𝐞:𝐩𝐝𝐟 যুক্ত করতে হয়। উদাহরণস্বরূপ, মেশিন লার্নিং বিষয়ের পিডিএফ বই খুঁজতে হলে সার্চ বারে লিখতে হবে 𝙈𝙖𝙘𝙝𝙞𝙣𝙚 𝙇𝙚𝙖𝙧𝙣𝙞𝙣𝙜 𝙛𝙞𝙡𝙚𝙩𝙮𝙥𝙚:𝙥𝙙𝙛। এভাবে সার্চ দিলে মেশিন লার্নিং সম্পর্কিত বিভিন্ন বইয়ের পিডিএফ লিংক প্রদর্শিত হবে, যেখান থেকে পছন্দের বইটি ডাউনলোড করা সম্ভব।

কীভাবে ফ্রি এবং ওপেন সোর্স বই খুঁজে পাওয়া যায়?

ফ্রি বা ওপেন সোর্স পিডিএফ বই খুঁজে পেতে কিছু সহজ কৌশল অনুসরণ করলে কাঙ্ক্ষিত বই সহজেই পাওয়া সম্ভব। গুগল সার্চ বারে বইয়ের নামের সঙ্গে নির্দিষ্ট কিছু শব্দ যোগ করলে বইয়ের পিডিএফ ফাইল দ্রুত খুঁজে পাওয়া যায়। যেমন, যদি 𝘼𝙧𝙩𝙞𝙛𝙞𝙘𝙞𝙖𝙡 𝙄𝙣𝙩𝙚𝙡𝙡𝙞𝙜𝙚𝙣𝙘𝙚 বিষয়ক ফ্রি পিডিএফ বই খুঁজতে হয়, তাহলে সার্চ বারে লিখতে হবে 𝘼𝙧𝙩𝙞𝙛𝙞𝙘𝙞𝙖𝙡 𝙄𝙣𝙩𝙚𝙡𝙡𝙞𝙜𝙚𝙣𝙘𝙚 𝙛𝙧𝙚𝙚 𝙙𝙤𝙬𝙣𝙡𝙤𝙖𝙙 𝙛𝙞𝙡𝙚𝙩𝙮𝙥𝙚:𝙥𝙙

17/11/2024

IELTS Writing

IELTS রাইটিং এর মার্কিং ক্রাইটেরিয়া সম্পর্কিত টিপস:
● রাইটিং এ কোন নিউম্যারিক্যাল মার্কস নেই যেমন কিনা লিসেনিং বা রিডিং এর বেলায় 40 মার্কস আছে। রাইটিংয়ে এক্সামিনার মার্কস দেয় চারটি ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে। আর সেটা পয়েন্ট আকারে 9.0-এর মাঝে।
● অনেকে অল্প সময়ে রাইটিং ভালো করতে চান। তবে অল্প সময় হলে, অন্ধের মত রাইটিং এর সব দিক ডেভেলপ করাটা সময় সাপেক্ষ ব্যাপার। তাই কারো সময় কম হলে মার্কিং এর চারটি ক্রাইটেরিয়া গুলো ভালো করার দিকে নজর দেয়াই বুদ্ধিমানের কাজ হবে।

● IELTS রাইটিং এর চারটি মার্কিং ক্রাইটেরিয়া গুলি:

1. Task achievement (TA): যে কয়টা শব্দে রাইটিং টাস্ক লিখতে বলেছে সেটা অবশ্যই পুর্ণ করা। রাইটিং টাস্ক ২ টি থাকে। রাইটিং টাস্ক #১ মিনিমাম ১৫০ শব্দ এবং রাইটিং টাস্ক #২ মিনিমাম ২৫০ শব্দ লিখতে হবে। বেশী হলে সমস্যা নাই কিন্তু কম হলে সমস্যা। প্রশ্নে উল্লেখিত সকল প্রসঙ্গ যথাযথ ভাবে আপনার লেখা কাভার করেছে নাকি বাদ পড়েছে কিছু সেগুলার উপর ভিত্তি করেও মার্কিং হয়।

2. Cohesion and Coherence (CC): টু দ্যা পয়েন্টে লিখবেন। অপ্রাসঙ্গিক কিছু নয়। আলোচনার গতি যেন সাবলীল ও প্রাসঙ্গিক হয়। প্যারাগুলো যেন প্রসঙ্গ অনুযায়ী সাজানো হয়। রাইটিং টাস্ক লিখার সময়ে যথাযথ জায়গায় সাদৃশ্য, বৈসাদৃশ্য, প্রসঙ্গ পরিবর্তন ইত্যাদি করার সময়ে যথাযথ লিংকিং/ট্রাঞ্জিশনাল ওয়ার্ড ব্যবহার করুন, যেমন: Conversely, nevertheless, in spite of, furthermore, ইত্যাদি । রাইটিংয়ের মাঝে প্রসঙ্গ হুট করেই পরিবর্তন না করে যথাযথ লিংকিং/ট্রাঞ্জিশনাল ওয়ার্ডগুলো ব্যবহার করুন।এসবের উপর ভিত্তি করে মার্কিং হয়।

3. Grammatical range and accuracy (GR): বাক্য গুলা যেনো গ্রামাটিক্যালি শুদ্ধ হয়। দাড়ি কমা (punctuation) ঠিক-ঠাক না দেবার জন্যও মার্ক্স কাটবে। বানান যেনো কম ভূল হয়। আর 7+ পেতে হলে সবচে বড় হাতিয়ার হচ্ছে কম্পলেক্স সেন্টেন্স লেখা। এর জন্য আলাদা মার্কস থাকে। ছোট একটি সিম্পল সেন্টেন্স থেকে কিভাবে বড় কমপ্লেক্স সেন্টেন্স লিখবেন, সেটা উদাহরণের মাধ্যমে ভেঙ্গে ভেঙ্গে শেখার জন্য দেখতে পারেন: https://bit.ly/3A2dn7P।

4. Lexical resources (LR): ভোক্যাবুল্যারি ব্যবহার করার জন্য আলাদা মার্কস থাকে। হাতে সময় না থাকলে আপনার ১০০০ টা ওয়ার্ড শিখার দরকার নাই। কেবল 50 টা অত্যন্ত ব্যবহৃত হয় এমন কয়েকটি ওয়ার্ড আর তার সিনোনিম শিখে সেই 50

Share your videos with friends, family, and the world

100 AI Tools to replace your tedious work:1. Research- ChatGPT- YouChat- Abacus- Perplexity- Copilot- Gemini2. Image- Fo...
14/11/2024

100 AI Tools to replace your tedious work:

1. Research

- ChatGPT
- YouChat
- Abacus
- Perplexity
- Copilot
- Gemini

2. Image

- Fotor
- Stability AI
- Midjourney
- Microsoft Designer

3. CopyWriting

- Rytr
- Copy AI
- Writesonic
- Adcreative AI

4. Writing

- Jasper
- HIX AI
- Jenny AI
- Textblaze
- Quillbot

5. Website

- 10Web
- Durable
- Framer
- Style AI

6. Video

- Klap
- Opus
- Eightify
- InVideo
- HeyGen
- Runway
- ImgCreator AI
- Morphstudio .xyz

7. Meeting

- Tldv
- Otter
- Noty AI
- Fireflies

8. SEO

- VidIQ
- Seona AI
- BlogSEO
- Keywrds ai

9. Chatbot

- Droxy
- Chatbase
- Mutual info
- Chatsimple

10. Presentation

- Decktopus
- Slides AI
- Gamma AI
- Designs AI
- Beautiful AI

11. Automation

- Make
- Zapier
- Xembly
- Bardeen

12. Prompts

- FlowGPT
- Alicent AI
- PromptBox
- Promptbase
- Snack Prompt

13. UI/UX

- Figma
- Uizard
- UiMagic
- Photoshop

14. Design

- Canva
- Flair AI
- Designify
- Clipdrop
- Autodraw
- Magician design

15. Logo Generator

- Looka
- Designs AI
- Brandmark
- Stockimg AI
- Namecheap

16. Audio

- Lovo ai
- Eleven labs
- Songburst AI
- Adobe Podcast

17. Marketing

- Pencil
- Ai-Ads
- AdCopy
- Simplified
- AdCreative

18. Startup

- Tome
- Ideas AI
- Namelix
- Pitchgrade
- Validator AI

19. Productivity

- Merlin
- Tinywow
- Notion AI
- Adobe Sensei
- Personal AI

20. Social media management

- Tapilo
- Typefully
- Hypefury
- TweetHunter

06/08/2024

😀

🔴কিভাবে খেলা দেখবেন????বর্তমানে বেশিরভাগ সময় দেখা যায় ফুটবল ম্যাচ গুলো কোথায় এবং কিভাবে দেখা যায় তা নিয়ে অনেক মানুষ...
20/06/2024

🔴কিভাবে খেলা দেখবেন????
বর্তমানে বেশিরভাগ সময় দেখা যায় ফুটবল ম্যাচ গুলো কোথায় এবং কিভাবে দেখা যায় তা নিয়ে অনেক মানুষ জিজ্ঞাসা করে থাকেন। আপনাদের সে সমস্যার সমাধানের জন্য নিজের যথা সম্ভব হয়েছে কিছু অ্যাপ ও ওয়েবসাইট সংগ্রহ করেছি আপনাদের জন্য যাতে করে আপনারা ফুটবল দেখা থেকে বঞ্চিত না হোন।

আশা করছি আপনাদের উপকারে আসবে আমার অ্যাপস ও ওয়েবসাইট গুলো।

🔗𝐀𝐩𝐩𝐬:

1. Sportzfy
2. Krira TV
3. GHD Sports
4. Yacine Tv App
5. Live Football Tv HD
6. HD Streamz
7. Rapid Streamz
8. Soccery Tv
9. Koko Football (IOS)

(বিঃদ্রঃ এই এপ্লিকেশনগুলো প্লেস্টোরে পাওয়া যাবে না। গুগলে সার্চ করলে পেয়ে যাবেন।)

🔗𝐖𝐞𝐛𝐬𝐢𝐭𝐞:

1. Yacinetv.কম
2. beinmatch1.কম
3. koora.লাইভ
4. Golato.টিভি
5. HD44.কম
6. Yalla.শুট
7. Asgoal.কম
8. Goalarab.কম
9. Foot4live.কম
10. Egylive.অনলাইন
11. Sportstrack.লাইভ
12. FootEm.সাইট
13. Sportsplus.live.সাইট
14. Epicsports.মি
15. Amzfootball.কম
16. Bingsports.কম
17. sportsfeed24.কম
18. Yalla.লাইভ
19. livesports808.কম
20. totalsportek.প্রো

খেলা মিস হয়ে গেছে? কোনো সমস্যা নাই। পুরো খেলা ও খেলার হাইলাইটস দেখার জন্য নিম্নে কিছু ওয়েবসাইট দেওয়া হয়েছে:

1. footyfull.কম
2. hoofoot.কম

এছাড়াও পেইড এপস ও ওয়েবসাইট গুলোতে অনায়াসে আপনারা ফুটবল উপভোগ করতে পারবেন।

1. Bioscope
2. SonyLiv
3. TSports
4. Hotstar
5. ToffeeTV
6. Rabbit hole ইত্যাদি।

এছাড়া আপনারা আপনাদের ইন্টারনেট সংযোগদাতাদের থেকে এফটিপি সার্ভার সংগ্রহ করতে পারেন যেখান থেকে সহজেই আপনারা সকল টিভি চ্যানেল দেখতে পারবেন।

(বি:দ্র: সকল ওয়েবসাইট এবং অ্যাপস কাজ নাও করতে পারে এজন্য বিকল্প কিছু অ্যাপস ও ওয়েবসাইট দেওয়া হয়েছে। আশা করি আপনাদের উপকারে আসবে)

Javascript
31/05/2024

Javascript

জার্মানির এক নামকরা ব্যাংকে ব্যাংক ডাকাতির সময় ডাকাত দলের সর্দার বন্দুক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বললো, "কেউ কোনো নড়াচড়া ...
22/04/2024

জার্মানির এক নামকরা ব্যাংকে ব্যাংক ডাকাতির সময় ডাকাত দলের সর্দার বন্দুক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বললো, "কেউ কোনো নড়াচড়া করবেন না, টাকা গেলে যাবে সরকারের, কিন্তু জীবন গেলে যাবে আপনার আর তাই ভাবনা চিন্তা করে আপনার পরবর্তী পদক্ষেপ ঠিক করুন।"
এই কথা শোনার পর, সবাই শান্ত হয়ে চুপচাপ মাথা নিচু করে শুয়ে পড়েছিল। এই ব্যাপারটাকে বলে "Mind Changing Concept”, অর্থাৎ মানূষের ব্রেইনকে আপনার সুবিধা অনুযায়ী অন্যদিকে কনভার্ট করে ফেলা।
সবাই যখন শুয়ে পড়েছিল, তখন এক সুন্দরী মহিলার কাপড় অসাবধানতা বসত তার পা থেকে কিছুটা উপরে ঊঠে গিয়েছিল এমন সময় ডাকাত দলের সর্দার তার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠলো, "আপনার কাপড় ঠিক করুন! আমরা এখানে ব্যাংক ডাকাতি করতে এসেছি, রেপ করতে না।"
এই ব্যাপারটাকে বলে "Being Professional”, অর্থাৎ আপনি যেটা করতে এসেছেন, সেটাই করবেন। যতই প্রলোভন থাকুক অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না।
যখন ডাকাতরা ডাকাতি করে তাদের আস্তানায় ফিরে এলো তখন এক ছোট ডাকাত(এমবিএ পাশ করা) ডাকাত দলের সর্দার(যে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে)কে বললো, "বস চলেন টাকাটা গুনে ফেলি"
ডাকাত দলের সর্দার মুচকি হেসে বললো, তার কোনোই প্রয়োজন নেই, কেনোনা একটু পরে টিভি ছাড়লে নিউজ চ্যানেলগুলোই বলে দেবে আমরা কতো টাকা নিয়ে এসেছি।
এই ব্যাপারটাকে বলে "Experience"। অভিজ্ঞতা যে গতানুগতিক সার্টিফিকেট এর বাইরে গিয়েও কাজ করতে পারে, ইহা তার একটি ঊৎকৃষ্ট প্রমাণ।
ডাকাতরা চলে যাওয়ার সাথে সাথেই ব্যাংক এর এক কর্মচারি ব্যাংক ম্যানেজারের কাছে ছুটে এসে বললো, স্যার তাড়াতাড়ি চলেন পুলিশকে ফোন করি, এখনই ফোন করলে ওরা বেশিদূর যেতে পারবে না। ব্যাংক ম্যানেজার কর্মচারিকে থামিয়ে দিয়ে বললো, ওদেরকে আমাদের সুবিধার জন্যই এই ২০ মিলিয়ন টাকা নিয়ে যেতে দেওয়া উচিৎ, তাহলে আমরা যে ৭০ মিলিয়ন টাকার গরমিল করেছি, তা এই ডাকাতির ভিতর দিয়েই চালিয়ে দেওয়া যাবে।
এই ব্যাপারটাকে বলে, Swim with the tide, অর্থাৎ নিজের বিপদকেও বুদ্ধি দিয়ে নিজের সুবিধা হিসেবে ব্যবহার করা।
কিছু সময় পরেই, টিভিতে রিপোর্ট আসলো, ব্যাংক ডাকাতিতে ১০০ মিলিয়ন টাকা লোপাট। ডাকাতরা সেই রিপোর্ট দেখে বারবার টাকা গুনেও ২০ মিলিয়ন এর বেশি বাড়াতে পারলো না। ডাকাত দলের সর্দার রাগে ক্রুদ্ধ হয়ে বললো, "শালা আমরা আমাদের জীবনের ঝুকি নিয়ে, এতো কিছু ম্যানেজ করে মাত্র ২০ মিলিয়ন টাকা নিলাম আর ব্যাংক ম্যানেজার শুধুমাত্র এক কলমের খোঁচাতেই ৮০ মিলিয়ন টাকা সরিয়ে দিল। শালা চোর-ডাকাত না হয়ে পড়াশোনা করলেই তো বেশি লাভ হত।"
এই ব্যাপারটাকে বলে "Knowledge is worth as much as gold!" অর্থাৎ অসির চেয়ে মসী বড়।
ব্যাংক ম্যনেজার মন খুলে হাসছে, কেনোনা তার লাভ ৮০ মিলিয়ন টাকা। ৭০ মিলিয়ন টাকার গরমিল করেও সে আরও ১০ মিলিয়ন টাকা এই সুযোগে তার নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছে।
এই ব্যাপারটাকে বলে,
"Seizing the opportunity.” Daring to take risks!
অর্থাৎ সুযোগ থাকলে তাকে কাজে লাগানোই উচিৎ...!

20/04/2024

Address

Mirpur
Dhaka
1216

Telephone

+8801737216948

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ariful Islam Refat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ariful Islam Refat:

Share