BdNews26 ll বিডিনিউজ২৬

BdNews26 ll বিডিনিউজ২৬ BdNews26 ll We working for freedom Bdnews26.com একটি স্বাধীন সংবাদ মাধ্যম পেইজ। এই পেইজ এ লাইক দিয়ে দেশ বিদেশের খবর এক মুহুত্রে জানতে পারবেন।

এই বিষয় গুলো এতো বেশি খারাপ লাগে যা বলার ভাষা নাই😭😭😭 হায়রে পুরুষ মারতে পারলেই তুমি বেডা মনে করো নিজেকে.....
09/07/2025

এই বিষয় গুলো এতো বেশি খারাপ লাগে যা বলার ভাষা নাই😭😭😭 হায়রে পুরুষ মারতে পারলেই তুমি বেডা মনে করো নিজেকে.....

মাত্র ৭ সপ্তাহ আগে যে জীবনের শুরু, সে এখন প্রায় ১৪ মিলিমিটার (০.৫৫ ইঞ্চি) লম্বা - একটা কফি বিনের সমান! ☕️ কিন্তু এই ক্ষু...
09/07/2025

মাত্র ৭ সপ্তাহ আগে যে জীবনের শুরু, সে এখন প্রায় ১৪ মিলিমিটার (০.৫৫ ইঞ্চি) লম্বা - একটা কফি বিনের সমান! ☕️ কিন্তু এই ক্ষুদ্র আকৃতির মধ্যেই লুকিয়ে আছে এক বিশাল পরিবর্তনের গল্প। এই সময়ে মানব ভ্রূণ এক অবিশ্বাস্য গতিতে বেড়ে ওঠে আর এমন সব অঙ্গপ্রত্যঙ্গ তৈরি হতে থাকে যা আমাদের অবাক করে দেয়।

সেগুলি হইলো:
১. এই সময়ে মস্তিষ্ক এতটাই দ্রুত বিকশিত হয় যে প্রতি মিনিটে প্রায় ২,৫০,০০০ নতুন কোষ তৈরি হয়! মাথার ত্বকের নিচে রক্তনালীগুলো স্পষ্ট দেখা যেতে শুরু করে, যা এই দ্রুত বর্ধনশীল মস্তিষ্কে পুষ্টি আর অক্সিজেন পৌঁছে দেয়। এ যেন সৃষ্টিকর্তার এক আশ্চর্য প্রকৌশল!

২. ছোট্ট মুখমণ্ডলে দুটি নীল বিন্দুর মতো চোখ তৈরি হতে শুরু করেছে। যদিও তারা এখনো দেখার জন্য প্রস্তুত নয়, কিন্তু লেন্স, রেটিনাসহ চোখের মূল অংশগুলো ধীরে ধীরে তৈরি হচ্ছে।

৩. বাহু আর পায়ের কুঁড়িগুলো আরও লম্বা হতে শুরু করে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, হাতের শেষ প্রান্তে আঙুলগুলোও আলাদা হতে শুরু করেছে। এই ছোট্ট হাতগুলোই একদিন আপনাকে আঁকড়ে ধরবে।

৪. নাক, ঠোঁট আর কানের প্রাথমিক গঠন তৈরি হতে শুরু হওয়ায় মুখমণ্ডলে একটা আদল ফুটে উঠছে। প্রতিটি দিন তাকে একটু একটু করে একজন সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলছে।

৫. পুষ্টির উৎস - ভিটেলিন স্যাক: এই পর্যায়ে ভ্রূণের পুষ্টির জন্য একটি অস্থায়ী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ কাজ করে, যার নাম ভিটেলিন স্যাক (yolk sac)। প্লাসেন্টা বা গর্ভফুল পুরোপুরি তৈরি হওয়ার আগ পর্যন্ত এই থলিটিই ভ্রূণকে বাঁচিয়ে রাখার এবং বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় সমস্ত পুষ্টি সরবরাহ করে। মায়ের শরীরের সাথে তার প্রথম সংযোগ!

শেয়ার করে সবাইকে জানিয়ে দিন মানব জীবনের এই বিস্ময়কর যাত্রার কথা! 🧬

সোর্স:

BabyCenter
March of Dimes
Cleveland Clinic
Mount Sinai Health System
Radiopaedia (.) org

উম্মে সাহেদীনা টুনি—একজন মা, একজন স্ত্রী, একজন যো*দ্ধা।স্বামীর দুটি কি’ড’নি ন’’ষ্ট হয়ে যাওয়ার পর, তিনি নিজের কি’ড’নি দিয়...
03/07/2025

উম্মে সাহেদীনা টুনি—একজন মা, একজন স্ত্রী, একজন যো*দ্ধা।
স্বামীর দুটি কি’ড’নি ন’’ষ্ট হয়ে যাওয়ার পর, তিনি নিজের কি’ড’নি দিয়ে স্বামী মোহাম্মদ তারেককে নতুন জীবন দিয়েছিলেন।
ভেবেছিলেন, এই ত্যা’গের পর শুরু হবে ভালোবাসায় ভরা এক নতুন পথচলা।

কিন্তু না—সেই জীবন পেয়েই স্বামী জড়িয়ে পড়ে প’র’কী’য়া’য়, নেমে পড়ে অনলাইন জু’য়া’র নে’শা’য়।
আর একসময় সেই টুনিকেই শুরু করে মা’র’ধ’র।
একদিন তাকে বাড়ি থেকে বের করে দেয়,
নিজে গিয়ে উঠেন সেই প’র’কী’য়া প্রে’মি’কা’র বাসায়!

একজন নারীর আ’ত্ম’ত্যা’’গ আর ভালোবাসা কীভাবে এভাবে প’দ’দ’লি’’ত হতে পারে?
একজন স্বামী কীভাবে এতটা অ’কৃ’ত’জ্ঞ, এতটা অ’মা’নু’ষ হতে পারে?😡

এই কাহিনি কেবল টুনির নয়—এটা হাজারো ত্যাগী নারীর প্রতিচ্ছবি, 😥

যাদের ভালোবাসা প্রতিদানে পায় কেবল অবহেলা,
মানুষ বলে নিজের থেকে অন্য কাউকে বেশি ভালবাসতে নেই
সহিংসতা আর বি’শ্বা’স’ঘা’ত’ক’তা। 💔💔

এতগুলো মানুষের প্রাণ গেল অথচ কতক্ষণ ধরে তারা অপেক্ষা করেছিল। তিন ঘন্টা এটাই কি যথেষ্ট সময় নয় তাদেরকে উদ্ধারের জন্য। আস...
30/06/2025

এতগুলো মানুষের প্রাণ গেল অথচ কতক্ষণ ধরে তারা অপেক্ষা করেছিল। তিন ঘন্টা এটাই কি যথেষ্ট সময় নয় তাদেরকে উদ্ধারের জন্য।

আসলে এই সিস্টেম এমন এমন শাসকদের পয়দা করে যারা জনগণের কোনো দায়িত্ব নেয় না। দেশ আলাদা চেহারা একই।

একটি ছোট বালতি... এক সমুদ্র শোকগাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা গোয়ালপাড়ায় নেমে এসেছে এক নিস্তব্ধতা, এক শোকের ছায়া।...
30/06/2025

একটি ছোট বালতি... এক সমুদ্র শোক
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা গোয়ালপাড়ায় নেমে এসেছে এক নিস্তব্ধতা, এক শোকের ছায়া।
মাত্র দুই বছরের ফুটফুটে শিশু সালমান ফারসি—যে হয়তো মায়ের কোলে ঝুলে হেসে উঠতো, বাবার ডাক শুনে খুশিতে হাত তালি দিতো—আজ আর নেই।
খেলার ছলে হয়তো এগিয়ে গিয়েছিল সেই পানিভরা বালতির দিকে। একটিবারের জন্যও কেউ ভাবেনি, এই ছোট্ট বালতি এতটা নির্মম হয়ে উঠবে। ক্ষণিকের অসতর্কতায় চিরতরে থেমে গেল এক নিষ্পাপ প্রাণের জীবনগাথা।
চারপাশে শুধু কান্না, আর একটিই প্রশ্ন—“এমনটি কেন হলো?”
মা এখন পাগলের মতো ছুটে বেড়ান, সন্তানকে একটিবারের জন্য ফিরে পেতে। বাবার চোখের কোণে জমে আছে দগদগে শোক।
এই ঘটনা শুধু একটি পরিবারকে নয়, একটি সমাজকে নাড়া দিয়ে গেল।
শিক্ষা দিয়ে গেল—অতি ছোট জিনিসও হতে পারে মৃত্যুর ফাঁদ। শিশুরা অবুঝ, তাদের রক্ষা করা আমাদেরই দায়িত্ব।
সালমান এখন নীরব...
কিন্তু তার চলে যাওয়া যেনো চিৎকার করে বলে যাচ্ছে—“আমাকে হারিয়ে যেন আর কেউ না হারায় তার প্রিয়কে…”
আসুন, সচেতন হই।
একটি ছোট ভুল যেন না হয়ে ওঠে কারও জীবনের সবচেয়ে বড় শোক।
সবাই সাবধানে থাকবেন সবার বাচ্চার দিকে খেয়াল রাখবেন । ©️😭😭😭😭😭

কেয়া*মত হওয়ার আলামত বোধহয় এগুলোই।কান্না করে বলে নিজের মেয়েকে জবা*ই করে ফেললো বাবা ,আহারে দুনিয়া, পৃথিবীতে ১০০ টা মে...
28/06/2025

কেয়া*মত হওয়ার আলামত বোধহয় এগুলোই।
কান্না করে বলে নিজের মেয়েকে জবা*ই করে ফেললো বাবা ,

আহারে দুনিয়া, পৃথিবীতে ১০০ টা মেয়েকে যদি জিজ্ঞেস করা হয় তোমার পছন্দের ব্যক্তি কে?
নিঃসন্দেহে ৯৯ জনই বলবে তার বাবা।

আর সন্তানদের মধ্যে মেয়েরা বাবার একটু বেশি আদরের থাকে। অথচ আজ সেই মেয়েকেই মে*রে ফেললো বাবা।

সিলেটে ৪৫ দিন বয়সী ইনায়াকে নিয়ে দুপুরে ঘুমাচ্ছিল ইনায়ার মা,যার কি না এখনও সীজারের সেলাই শুকায় নি।
পাশেই ঘুমাচ্ছিল ইনায়ার বাবা, হঠাৎ কেঁদে উঠে ইনায়া ওর কান্নায় বিরক্ত হয়ে দা দিয়ে জ*বাই করে শিশু বাচ্চা ইনায়াকে। এরপর নিজেকেও জবা*ই করে ফেলতে চায় বাবা। কিন্তু নিজের বেলায় ব্যর্থ হয়। চিৎকার করে ওঠে। সেই চিৎকারে মা এসে দেখে এই করুণ দৃশ্য।

মায়ের চিৎকারে ভারী হয় আকাশ বাতাস।

এই মা কে কি বলে সান্তনা দেওয়ার আছে?

পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় ইনায়ার বাবা গত দুইদিন ধরে মাথা ব্যথা এবং মানসিক চাপের মধ্যে ছিলেন।

ভারতের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা অভিনেত্রী শেফালী জারিওয়ালা আর নেই। ৪২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।...
27/06/2025

ভারতের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা অভিনেত্রী শেফালী জারিওয়ালা আর নেই। ৪২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম পিংকভিলা জানিয়েছে, বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শেফালীকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন
অভিনেত্রীর স্বামী অভিনেতা পরশ ত্যাগী তাকে হাসপাতালে নিয়ে যান বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।

তবে এখনো পর্যন্ত শেফালীর মৃত্যুর নির্দিষ্ট কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে তিনি হার্ট অ্যাটাক করেছেন বলেই ধারণা করা হচ্ছে। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানের রিমেক ভিডিওতে পারফর্ম করার মাধ্যমে আলোচনায় আসেন শেফালী। এরপর তেমন উল্লেখযোগ্য আর কোনো প্রজেক্টে কাজ করতে না পারলেও সেই ‘কাঁটা লাগা’ গানের কারণেই তাকে মনে রেখেছেন ভক্তরা। ২০১৯ সালে রিয়েলিটি শো বিগ বস ১৩-তেও অংশগ্রহণ করেছিলেন মুম্বাইয়ে জন্ম নেওয়া এই অভিনেত্রী।

সবাইকে পোস্ট টি পড়ার জন্য অনুরোধ রইলো 😢😢একটু নড়ে চড়ে বসুন।সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই নিজেদের পরিবর্তন করে ফেলুন।...
27/06/2025

সবাইকে পোস্ট টি পড়ার জন্য অনুরোধ রইলো 😢😢

একটু নড়ে চড়ে বসুন।
সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই নিজেদের পরিবর্তন করে ফেলুন। এই বাচ্চা গুলো সহপাঠীর হত্যাকারী। এত হিংসাতা তাঁরা পেল কোথা থেকে? একদিনে তো এত হিংস্র হওয়ার কথা নয়। পরিবার ও সমাজ তাঁদের মানবিকতার শিক্ষা দিতে ব্যর্থ হয়েছে। নিচের লেখাটি খুবই তাৎপর্যপূর্ণ। তাই শেয়ার করলাম।

নিউজটা চোখের সামনে বার বার আসতেই স্ক্রল করে চলে যাচ্ছি ভয়ে আ"তং"কে। চাইছি না দেখতে, একদমই না, তবুও সামনে আসছে। কি এক ভ"য়া"বহ অস্থিরতা কাজ করছে মনে। সপ্তম শ্রেনির বাচ্চা, হ্যাঁ সপ্তম শ্রেনি! সবে প্রাইমারি পাশ করেছে। এখনও নিজ হাতে তুলে ভালোমতো খাবার খাওয়ার বয়স হয়নি, এখনও একটু ধমকালে ভ্যা ভ্যা করে কাঁদার বয়স। মায়ের আঁচলে মুখ গুজে থাকার বয়সটাও যে পেরোয়নি এখনও। অথচ এই বয়সী কজন বাচ্চা তারই বয়সী এক সহপাঠিকে মেরে ফেললো!! তাও আবার ক্লাসে সামনের বেঞ্চে বসার মতো সামান্য বিষয় নিয়ে ঝগড়াঝাঁটিতে। কিভাবে সম্ভব! এইটুকু বাচ্চা, বলা যায় মুখে এখনও দুধের গন্ধই রয়ে গেছে।

চট্টগ্রামের চান্দগাঁও থানার হামিদচর, কর্ণফুলীর চর। সেই চরে কাদায় মাখামাখি হয়ে উপুড় হয়ে প"রে আছে রাহাত। বন্ধুরা খেলতে ডেকে এনে মে"রে ফেলেছে। প্রতিদিনের মতো বন্ধুদের সাথে খেলার জন্য কত খুশি হয়েই না বাড়ি থেকে বের হয়েছিলো। ভালো ক্রিকেট খেলতো ছেলেটা, সামনের সিজনে অনুর্দ্ধ ১৪ ক্রিকেটের জন্য বাছাইও হয়েছিলো৷ কিন্তু জানতেই পারেনি সে যে আর ফিরবে না, হাতে আর কখনো উঠবে না শখের ব্যাট বল। না জানি বাড়ি ফেরার জন্য, বাঁ"চার জন্য কতই না কান্নাকাটি করেছে। মায়ের কাছে যেতে চেয়েছে। অথচ প্রতিদিন একই সাথে বসা, টিফিন ভাগ করে খাওয়া, আড্ডা মজার খুনসুটির বন্ধুরাই তাকে বাঁ"চ"তে দি"লো না। মৃ"ত্যু"র আগে বন্ধুদের না জানি কতটা হাতেপায়ে ধরেছে। কিন্তু এইটুকু বাচ্চাদের মনে কেন এতটুকুও দয়া হয়নি। একটা জলজ্যান্ত মানুষ, এবং তাদেরই বন্ধুকে মে"রে ফেললো! এত পা"ষাণ! এই বয়সেই! অথচ মায়ের চোখ রাঙানো দেখলেও ভ"য়ে চুপসে থাকার কথা এ বয়সীদের। কিন্তু কি দুঃ"সা"হস! কি ভ"য়ং"ক"র হয়ে উঠেছে এরা!!

মৃ"ত"দে"হের যদি বর্ননা করি তাহলে শরীরের লোম শি"উ"রে উঠবেন। রাহাতের মুখমণ্ডল একপাস থে"ত"লে গিয়েছে কারন খু"নি"রা তাকে ক্রিকেট ব‍্যাট দিয়ে মুখে আ"ঘা"ত করেছিলো।
তার বুকের মাঝখান বরাবর যেখানে হৃদপিন্ড থাকে সেখানে পুরাই থে"ত"লে দিয়েছে।
ব্লে"ড দিয়ে তার অন্ডকোষ কে"টে নিয়েছিল সেই খু"নি"রা।

আচ্ছা, এমন ভ"য়ং"ক"র কি একদিনে হয়েছে? মোটেই না৷। এর জন্য আমরা দায়ী। বাচ্চাকে ভালো ছাত্র হওয়ার দৌড়ে নামিয়ে ভালো মানুষ হওয়ার শিক্ষাটা দিচ্ছি না। মায়ের সাথে যেদিন প্রথম তর্ক করেছিলো, বাবার পকেট থেকে যেদিন না বলে ৫ টা টাকা নিয়েছিলো, দেরিতে বাসায় ফিরেছিলো, কোচিং প্রাইভেটের কথা বলে পার্কে ঘুরেছিলো, বন্ধুর সাথে ঝগড়া করে এসেছিলো, শিক্ষকের সাথে বেয়াদবি করেছিলো, শা"সন"টা আমরা শক্ত করে তখন শুরু করিনি। ছোট মানুষ বড় হলে ঠিক হয়ে যাবে বলে মেনে নেই৷ ছোট বাচ্চা বুদ্ধি হয়নি বলে চোখের খেয়ালটাও করি না। কিন্তু ভুল আমাদের এখানেই। বাচ্চাকে চোখে চোখে রাখার আর কোন বিকল্প নেই। তিতা হলেও সত্য যে, আপনার বাচ্চা তা নয় যা সে আপনাকে দেখায়। এই একটা কথা মাথায় রেখে স"ত"র্ক থাকা উচিত।

কষ্টে, ভ"য়ে, আ"তং"কে শরীরটা কেমন ঠান্ডা হয়ে" আসছে নিউজটা পড়ে। ঠিক এই বয়সী শত শত ছেলে আছে ,,,,আ"ৎ"কে উঠি আমি ,,,মন শুধু এটুকুই বলছে, বাবা তোরা মানুষ হ, ভালো মানুষ। ভালো ছাত্র না হলেও ক্ষতি নেই......😢

সংগৃহীত পোস্ট ।

গা*জায় জনসাধারণের জন্য দেয়া ত্রাণের ময়দার সাথে ইডরায়েল অক্সিকোডোন (ড্রা*গ) মিশিয়ে দিচ্ছে।____এটি মূলত তীব্র ব্যথানাশক ও...
27/06/2025

গা*জায় জনসাধারণের জন্য দেয়া ত্রাণের ময়দার সাথে ইডরায়েল অক্সিকোডোন (ড্রা*গ) মিশিয়ে দিচ্ছে।
____

এটি মূলত তীব্র ব্যথানাশক ওষুধ। বিশেষ করে ক্যান্সারের রোগীদের জন্য।

এই ওষুধের সমস্যা হল এটি স্নায়ুতন্ত্রের নির্দিষ্ট রিসেপ্টরগুলির উপর কাজ করে,
যার ফলে তীব্র আসক্তি, হৃদস্পন্দন হ্রাস, সচেতনতা ও চেতনা হ্রাস, মানে বোধবুদ্ধি হারিয়ে ফেলা এবং শ্বাসযন্ত্রের সমস্যা দেখা দেয়।

এটি একজন ব্যক্তিকে অচেনা কিছুতে রূপান্তরিত করতে পারে - মানে একজন মানুষ নিজেকেই নিজে চিনতে পারবেনা এমন আরকি।

— Manzur E Elahi

আইন শৃংখলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছি - অবিলম্বে ছেলেটাকে উদ্ধার করে সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া হউক। যিনি পোস্ট করেছেন ত...
26/06/2025

আইন শৃংখলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছি -
অবিলম্বে ছেলেটাকে উদ্ধার করে সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া হউক।
যিনি পোস্ট করেছেন তাকে অশেষ অশেষ ধন্যবাদ

চট্রগ্রাম তিন আসন সন্দীপ গাছুয়া আশ্রাব মেম্বারের বড় ছেলে
সবাই এগিয়ে আসুন

আমি অত্যন্ত গুরুত্ব সহকারে একটি অত্যন্ত উদ্বেগজনক বিষয়ে মানবিক আবেদন ও দৃষ্টি আকর্ষণ করছি। সম্প্রতি, গাছুয়ার হক সাবেক বাজারের সংলগ্ন এলাকায় অবস্থিত মরহুম লোকমান মেম্বারের বাড়িতে একটি ছেলেকে শিকল দিয়ে বেঁধে রাখার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আমি গভীরভাবে উদ্বিগ্ন। ছেলেটির নাম মেহেদী, যিনি আশরাফ উদ্দিন মেম্বারের পুত্র বলে জানা গেছে। বিষয়টি আমার মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। আমি বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে অনুরোধ জানাচ্ছি বিষয়টি তদন্তসাপেক্ষে দেখার জন্য। যদি চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে প্রবাসী বাংলাদেশিরা সহযোগিতা করতে প্রস্তুত। এভাবে একজন ব্যক্তিকে শিকল দিয়ে বেঁধে রাখার মূল কারণ অনুসন্ধান করা প্রয়োজন। তার পারিবারিক সম্পত্তি যথেষ্ট ছিল এবং তার ছোট ভাই বিদেশে বসবাস করেন বলে জানা যায়, সেক্ষেত্রে এই পরিস্থিতির কারণ খতিয়ে দেখা আবশ্যক। যদি কোন কারণে সে অসুস্থ হয়ে থাকে, তাহলে আমরা সবাই মিলে সহযোগিতা করব। মানুষ মানুষের জন্য মানবতার দিকে অগ্রসর হোক।
এ ব্যাপারটা সবাই নজরে আনা অত্যান্ত জরুরি।

©
বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন।

আত্মা টা বাইর হইয়া আবার ফিরা আসছে
26/06/2025

আত্মা টা বাইর হইয়া আবার ফিরা আসছে

শান্তি পরিবহন জালিয়াপাড়ায় এক্সি*ডেন্ট করেছে। বাসটি ঢাকা টু খাগড়াছড়ি,  আপনার চেনা জানা কেউ থাকলে দ্রুত খবর নিন।
26/06/2025

শান্তি পরিবহন জালিয়াপাড়ায় এক্সি*ডেন্ট করেছে। বাসটি ঢাকা টু খাগড়াছড়ি, আপনার চেনা জানা কেউ থাকলে দ্রুত খবর নিন।

Address

Kalabaga

Alerts

Be the first to know and let us send you an email when BdNews26 ll বিডিনিউজ২৬ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BdNews26 ll বিডিনিউজ২৬:

Share

Category