22/02/2024
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি - ১ এর ৩৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি - ১ এর মাধবদী অফিসে ২২ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার ৩৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি - ১ বোর্ডের সভাপতি মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলন নরসিংদী চেম্বাস অব কমার্সের প্রেসিডেন্ট আলহাজ্ব মোমেন মোল্লা, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি - ১ এর জি এম আবু বকর শিবলী, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি, নুরুল ইসলাম, মাধবদী প্রেস ক্লাব সভাপতি, এড.আবুল হাসনাত মাছুম, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি - ১ বোর্ডের সদস্য ও মাধবদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আসাদুজ্জমান সিদ্দিকি, সাবেক সভাপতি, নরসিংদী পল্লী বিদ্রুৎ সমিতি - ১, ইব্রাহিম মাস্টার, হারুনুর রশিদ, সহ সভাপতি , সাবেক সভাপতি, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি ১, সচিব, মোকসেদুল হক ভুইয়া, কোষাদক্ষ, নাজমা আক্তার, সদস্য, উম্মে সালমা, শারমিন আক্তার, সৌয়েব আহমেদ, আমির হোসেন গাজি, মাসুদুর রহমান, আসাদুজ্জামান ভুইয়া, বার্ষিক সাধারণ সভাটি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এর মধ্যে পিঠা উৎসব, লটারির ড্র অনুষ্ঠানটি ছিল উল্লেখ্য যোগ্য। এসময় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি - ১ এর আওতাধীন শতাধিক গ্রাহক সাধরণ সভায় উপস্থিত ছিল। সর্বশেষ সদস্যেদের ভোটে নরসিংদী পল্লী বিদ্যুৎ - ১ সভাপতি নির্বাচিত হয়েছেন, ইব্রাহিম মাস্টার, সচিব নির্বাচিত হয়েছেন, আসাদুজ্জামান সিদ্দিকি ( নয়ন) সহ সভাপতি হিসাবে নির্বাচতি হয়েছেন হারুনুর রশিদ, কোষাদক্ষ হয়েছেন নাজমা আক্তার।