
05/08/2024
বাচ্চাটা তার গর্ভে ছিলো, বাড়ছিলো ধীরে ধীরে! আঘাত গুলা টের পাওয়ার সময়, নিশ্চয়ই তার মাকে অভিশাপ দিচ্ছিলো! কারণ তার পৃথিবী জুড়ে তখন কেবল তার মা-ই ছিলো, কিন্তু তার মার পৃথিবীর সামনে ছিলো কিছু নরপিশাচ!
লড়াইক্ষেত্রে র্যান্ডম কোন পক্ষের গুলিতে হঠাৎ অন্তঃসত্ত্বা মহিলা পুলিশ বোনটি শহিদ হন নাই! তাকে ঠান্ডা মাথায় একের পর এক আঘাত করা হয়েছে তারপর ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে!
দুঃখবোধ হয়, যখন ভাবি তার গর্ভে থাকা অনাগত শিশুটি মৃতের তালিকাভুক্তও হবে না! সংখ্যাটা তাই ১৪ জনই থাকবে……