30/07/2025
গোপীনাথপুর হাইস্কুল কেন্দ্রে বিএনপি'র নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন
জয়পুরহাট, আক্কেলপুর উপজেলায় মঙ্গলবার, আগামী ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জয়পুরহাট-২ আসনের (আক্কেলপুর উপজেলা) বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম গতিশীল হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ধানের শীষ প্রতীকের ভোট নিশ্চিত করার লক্ষ্যে আজ, ২৯শে জুলাই, মঙ্গলবার জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গোপীনাথপুর হাইস্কুল কেন্দ্রে "নির্বাচন পরিচালনার জন্য কেন্দ্র কমিটি" গঠিত হয়েছে। এই আয়োজনে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
ঐতিহ্যবাহী গোপীনাথপুর হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের কৃতি সন্তান, সাবেক সংসদ সদস্য এবং বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। তাঁর উদ্দীপনামূলক বক্তব্য উপস্থিত সকলের মাঝে নতুন প্রেরণা সঞ্চার করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির সদস্য এম এ সামাদ বাবু, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আব্দুস সবুর, জেলা আইনজীবী সমিতির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন ফারুক, গোপীনাথপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান, সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান রেন্টু, আক্কেলপুর পৌর বিএনপি নেতা ওয়াহেদ প্রামাণিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান খান, গোপীনাথপুর ইউনিয়ন বিএনপি নেতা আপেল মাহমুদ বকুল, হুমায়ুন কবির রানা, নূর মোহাম্মদ, সেকেন্দার হোসেন, ছাত্রনেতা রফিকুল ইসলাম, যুবনেতা শামীম হোসেন। এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাসানুজ্জামান আলম, আক্কেলপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার আলী শ্যামল, বিএনপি নেতা মজুন মেম্বার, ছাত্রনেতা ছোটন, যুবনেতা সবুজ কাজী সহ অত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন।
এই কমিটি গঠনের মধ্য দিয়ে বিএনপি'র নেতাকর্মীরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তাদের সাংগঠনিক তৎপরতাকে আরও বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। স্থানীয় পর্যায়ে এই কমিটি নির্বাচনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।