Muhammad Tarek Abdur Rahman

Muhammad Tarek Abdur Rahman আস সালামু আলাইকুম।

❗ ছেলেটি একজন হাফেজে কুরআন। নাম হুসাইন আহমদ। বাড়ি লাটিমারা, আসাম, ভারত। টাইফয়েডে দু'চোখ অন্ধ হয়ে গিয়েছে। জমি বিক্রি করে ...
02/08/2025

❗ ছেলেটি একজন হাফেজে কুরআন। নাম হুসাইন আহমদ। বাড়ি লাটিমারা, আসাম, ভারত।

টাইফয়েডে দু'চোখ অন্ধ হয়ে গিয়েছে। জমি বিক্রি করে মুম্বাই যায় উন্নত চিকিৎসার আশায়। অর্থের সঙ্কুলান হয়নি, তাই সাথে যেতে পারেনি পরিবারের কেউ।

আসার পথে কলকাতা এয়ারপোর্টে এক নোংরা হি.ন্দু ঘটায় ঘটনাটি। হাতড়ে হাতড়ে নিজের সিট খুঁজছিল হাফেজ হুসাইন। শেষ দিকের একটি সিট ছিল ওর। হঠাৎ হুসাইনের হাত বসে থাকা সেই হি.ন্দু বিমানযাত্রী পীযূষ কর্মকারের চেহারায় লাগে।

প্রচণ্ড রকম ক্ষেপে যায় পীযূষ। একপর্যায়ে উঠে কষে চড়ও মারে সে অসহায় হুসাইনের গালে! যেন একজন হি.ন্দু হিসেবে জন্মগতভাবেই ছিল তার কোনো মুসলমানের গায়ে হাত তোলার অধিকার।

6E 136 ফ্লাইটটির এয়ার হোস্টেজদের আচরণও ছিল যথেষ্ট আপত্তিজনক। সিট খুঁজে পেতে তারা অন্ধ হুসাইনকে কোনোরূপ সহায়তা করেনি বলে দাবি করেছে প্রত্যক্ষদর্শী যাত্রীরা৷ যখন পীযূষ কর্মকার হুসাইনের গায়ে আঘাত করে, উল্টো তারা পীযূষকেই শান্ত করায় ব্যস্ত ছিল!

ঘটনা দুপুর ১:০০টার। এক মুসলমান যাত্রী তার ভিডিও চিত্র ধারণ করে ফেইসবুকে আপলোড করলে চাপে পড়ে যায় Indigo Airlines অফিস। বাধ্য হয়ে সন্ধ্যা ৬:০০টার দিকে টুইট করে— আক্রমণকারী সেই যাত্রীকে হেফাজতে নেয়া হবে, উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে।

অথচ বিমান কলকাতা থেকে আসামের শিলচরে ল্যান্ড করেছে দুপুর ২:০০টা নাগাদ। ইমিগ্রেশন-সহ সমস্ত কাজ সেরে যাত্রীরা ইতোমধ্যে চলেও গিয়েছে নিজনিজ গন্তব্যে। কাকে শাস্তির আওতায় আনবে কর্তৃপক্ষ?

তবে বিস্ময়ের ব্যাপার, শিলচর এয়ারপোর্ট থেকে হাফেজ হুসাইনের বাড়ি লাটিমারায় পৌঁছুতে সর্বোচ্চ ১ ঘণ্টা লাগার কথা থাকলেও, ও বাড়িতে পৌঁছোয় গভীর রাতে। কান্নার রব পড়ে যায় এলাকাজুড়ে। জ্ঞান হারান একাধিকবার হুসাইনের বাবা আব্দুল মান্নান মজুমদার।

বিমান কর্তৃপক্ষ কিংবা থানা কর্তৃপক্ষ, কেউ তথ্য দিচ্ছিল না ওর ব্যাপারে। নিখোঁজ ছিল হুসাইন প্রায় ১২ ঘণ্টা!

ধারণা করা হচ্ছে, শিলচর এয়ারপোর্ট অবতরণের পর ওকে আরেক দফা ট.র্চা.র করেছে স্থানীয় হি.ন্দু কর্মকর্তারা।

01/08/2025

সুইজারল্যান্ডের F-35 যুদ্ধ বিমান কেনা!!!

সুইজারল্যান্ড ইউরোপের ছোট্ট একটা দেশ। সুন্দর দেশ! ব্যাপক পর্যটক টানে!
তো এই দেশটির ২০২১ সালে খায়েশ জাগল যে সে আমেরিকার কাছ থেকে এফ-৩৫ যুদ্ধ বিমান কিনবে।

সুইজারল্যান্ড যোগাযোগ করলো আমেরিকার লকহীড মারটিন কোম্পানির সাথে। কোম্পানি বলল যাও পেন্টাগনের সাথে দরদাম ফাইনাল করে আসো।

সুইজারল্যান্ড - আমি ৩৬ টা F-35 কিনবো দাম কতো?
পেন্টাগন - একেকটা ২০৮.৩ মিলিয়ন ডলার।

সুইজারল্যান্ড - তাহলে ৩৬টার দাম পরে ৭.৫ বিলিয়ন ডলার। অনেক বেশি দাম। একটু কমিয়ে ধরেন।
পেন্টাগন - কমিয়ে ধরা যাবে না এটা ফিক্সড প্রাইস।

সুইজারল্যান্ড - ভাই আমরা তো বন্ধু। মিত্র দেশ। একটু কমিয়ে টমিয়ে রাখেন।
পেন্টাগন - এই বিমান শুধু বন্ধুদের কাছেই বিক্রি করি। তুমি বন্ধু না হলে তো তোমার কাছে বিক্রির আলোচনাই করতাম না। দামে কম হবে না। খাঁটি মাল। মানে ভালো। দুনিয়ায় এই মালের ধারে কাছেও কেউ নাই।

সুইজারল্যান্ড - ভাই ঠিক আছে এই দামেই কিনবো। কি আর করা।
পেন্টাগন - আসো তাহলে চুক্তি করো আর টাকা দেও।

সুইজারল্যান্ড - আচ্ছা মাল ডেলিভারি পাবো কবে?
পেন্টাগন - ২০২৭ থেকে ২০৩০ এর মধ্যে।

সুইজারল্যান্ড - কি বলেন? এখন ২০২১! এখন টাকা দিবো আর মাল পাবো ৬ বছর পর? এতো দেরী?
পেন্টাগন - দেরী কোথায়? এটা তো তাড়াতাড়ি হচ্ছে। কত দেশ আছে এখন টাকা দিছে কিন্তু মাল ডেলিভারি পাবে ২০৩৫ সালে!

সুইজারল্যান্ড - আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি রাজি। কিন্তু তখন আবার দাম বাড়াবেন না তো।
পেন্টাগন - বললাম না ফিক্সড প্রাইস। কোন বেশি কম নাই।

সুইজারল্যান্ড - না মানে বিমানে সব কিছু ঠিক ঠাক মত লাগানো থাকবে তো!
পেন্টাগন - আরে কি বোকার মত কথা বলে! আমরা কি বিমানের অংশ খুলে খুলে রাখবো?

আচ্ছা ঠিক আছে আমি রাজি।

উভয় পক্ষ চুক্তি ফাইনাল করে। দাম সাড়ে সাত বিলিয়ন ডলার।

সেই চুক্তির ৩ বছর পর। ২০২৪ সালের শেষ দিকে। পেন্টাগন থেকে সুইজারল্যান্ডে ফোন।

পেন্টাগন - হ্যালো! তোমাদের অর্ডার দেওয়া F-35 গুলো উৎপাদন শুরু করেছি। প্রডাকশনে ঢুকেছে। সময় মতই ডেলিভারি পাবে। ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধ সত্ত্বেও তোমাদেরগুলো সময় মত ডেলিভারি দিবো। দেখেছো তোমাদের প্রতি আমাদের ভালোবাসা।
সুইজারল্যান্ড - ধন্যবাদ বস এই ভালোবাসার জন্য।

পেন্টাগন - আচ্ছা তোমরা বিমানে কি কি চাও। বানানো ফাইনাল হওয়ার আগেই বল নাইলে পরে কিন্তু যোগ করতে পারবা না।
সুইজারল্যান্ড - কি কি চাই মানে? একটা বিমানে যা যা থাকে সবই চাই।

পেন্টাগন - না মানে, বিমানের এভিওনিস্ক চাও কি না, সফটওয়্যার চাও কি না, মিসাইল কীট, ল্যান্ডিং গিয়ার, রাডার, ক্যামেরা এগুলো চাও কি না? বা এগুলোর কোনটা কোনটা চাও?
সুইজারল্যান্ড - হ্যাঁ এগুলো চাই তো। এগুলো তো লাগবেই। এগুলো না হলে কি বিমান উড়বে। এগুলো কি আবার জিজ্ঞেস করা লাগে!

পেন্টাগন - কিন্তু এগুলোর জন্য তো এক্সট্রা টাকা দিতে হবে।
সুইজারল্যান্ড - কি বলেন? আপনার সাথে না চুক্তি হয়েছে ফিক্সড প্রাইস। অল ইনক্লুডেড! কোন দাম বাড়বে না! এখন এগুলো আসলো কোথা থেকে।

পেন্টাগন - ফিক্সড প্রাইস শুধু বিমানের খোসার জন্য। বাকি সব কিছুর দাম বাইরে।
সুইজারল্যান্ড - তাহলে ৩ বছর আগে যখন চুক্তি করেছি তখন বলেন নাই কেন?

পেন্টাগন - তুমি তো আমার বন্ধু তাই তখন ভাবছিলাম এগুলো ফ্রি দেব। কিন্তু এখন ইনফ্লেশন অনেক হাই। সবকিছুর দাম বেড়েছে। তাই এগুলো এখন ফ্রি দেওয়া সম্ভব না। এমনকি বিমানেরও দাম বেড়েছে কিন্তু সেটা চাইছি না।
সুইজারল্যান্ড - অতিরিক্ত কত দেয়া লাগবে?

পেন্টাগন - বেশি না মাত্র ১.৭ বিলিয়ন ডলার।
সুইজারল্যান্ড - কী ...... (অজ্ঞান)

খবরঃ সুইজারল্যান্ড এখন এই কারণে আমেরিকার এফ-৩৫ কেনার চুক্তি থেকে সরে আসতে চাইছে। এটা নিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পদত্যাগও করেছেন। কিন্তু আমেরিকার কাছ থেকে টাকা ফেরত পাবে কি না সেটা নিশ্চিত না। আর এই চুক্তির ধারাগুলোর কারণে আমেরিকার বিরুদ্ধে কেসও করার কোন সুযোগ নাই। তাই এখন সুইজারল্যান্ড সিদ্ধান্ত নিতে পারছে না যে চুক্তি বাতিল করবে নাকি আরও ১.৭ বিলিয়ন দিয়ে এগুলো নিবে। কিন্তু সেখানেও সমস্যা। যদি পরে আবার নতুন ফর্দ নিয়ে আসে আমেরিকা?

মিশর থেকে সমুদ্রে নিক্ষেপ করা শস্যভর্তি বোতলগুলো গ।য।য় এসে পৌঁছেছে। এরকম একটা বোতলের সাথে পাঠানো চিরকুটে লেখা ছিল:"ক্ষমা...
31/07/2025

মিশর থেকে সমুদ্রে নিক্ষেপ করা শস্যভর্তি বোতলগুলো গ।য।য় এসে পৌঁছেছে। এরকম একটা বোতলের সাথে পাঠানো চিরকুটে লেখা ছিল:

"ক্ষমা করে দিও, প্রিয় ভাইয়েরা; এটুকুই আমরা করতে পারি।"

আ‌মি অধম তাও পারলাম না কি জবাব দিব র‌বের কা‌ছে।

কার্যালয় হইছে, সামনে করিডোরও হবে। রেয়ার আর্থ বা বিরল খনিজে আমেরিকা চীনের ওপর নির্ভরশীল। মিয়ানমারের রেয়ার আর্থে তাদের নজর...
29/07/2025

কার্যালয় হইছে, সামনে করিডোরও হবে।

রেয়ার আর্থ বা বিরল খনিজে আমেরিকা চীনের ওপর নির্ভরশীল। মিয়ানমারের রেয়ার আর্থে তাদের নজর পড়েছে। সাথে এ এলাকার জিওপলিটিকসে তাদের স্ট্রাটেজিক কন্ট্রোলের বিষয়টাও আছে।

কাজেই, কার্যালয়ের অনেক ফজিলত আছে। সামনের দিনগুলোতে টের পাবেন।

28/07/2025

ড ইউনুস সাহেব কিভাবে লক্ষ্য হাছিল করেন?

তিনি 'চুপিসারে' প্রথমত সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এরপর লবিং করে রাজনৈতিক দলের বড় নেতাদের বাগে নিয়ে আসেন।

নারী সংস্কার কমিশন উনার পছন্দের কমিশন ছিলো যেখানে দীর্ঘদিনের পছন্দের মানুষদের দায়িত্ব দিয়েছেন।

ড ইউনুসের কল্পিত নারীবাদ-ই চিত্রিত করা হয় সেই কমিশনের প্রস্তাবে। সমাজে তুমুল বিতর্ক ট্রিগার করে এলজিকে উহ্য রাখা হয় শব্দের মারপ্যাঁচে যাতে নারী সম্পত্তি এবং ধর্মীয় ইস্যুতে চাপা পড়ে যায়।

বন্দর ইস্যুতেও তিনি একই কৌশল ব্যবহার করেছেন।

জাতিসংঘের মানবাধিকারের কার্যালয় নিয়েও একই কাজ করেছেন।

গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে-

তিনি ইসলামপন্থীদের মাঝে ক্ষোভ তৈরী করেন, আবার সেই ইসলামপন্থীদের লিডারদের বাগিয়ে ক্ষমতা স্থিতিশীল করেছেন!

এনজিও ঘরণার লোকরা জনগণের তোয়াক্কা করেন না, তারা লবিং করেই সব হাছিল করেন। বাংলাদেশে পশ্চিমা ফান্ডেড এনজিও এভাবে লুকিয়ে-ছাপিয়ে এজেন্ডা বাস্তবায়ণ করে থাকে।

উনার কাছ থেকে এই ইউনিক রাজনীতি শেখার আছে, যদিও তা নৈতিকভাবে নিকৃষ্ট একটি পদ্ধতি।

ড মোহাম্মাদ সরোয়ার হোসেন

26/07/2025

মানবাধিকার মানতে কি জাতিসংঘের মানবাধিকার কমিশন দরকার? তাহলে দেশটাই তাদের তুলে দেন।

নির্দেশ মানে কী? আপনি ব্যবস্থা করবেন।কী কী লাগবে সেটা সরকারী তহবিল থেকে দেবার ব্যবস্থা করেন। এন্টিবায়োটিক, এলবুমিন এন্ড ...
22/07/2025

নির্দেশ মানে কী? আপনি ব্যবস্থা করবেন।

কী কী লাগবে সেটা সরকারী তহবিল থেকে দেবার ব্যবস্থা করেন।
এন্টিবায়োটিক, এলবুমিন এন্ড আদার লজিস্টিকস।

আস সুন্নাহ ফাউন্ডেশন ওষুধ দিচ্ছে। তারা ২২০০ ডোনারও প্রস্তুত রেখেছে৷ সরকার থেকে কর্ডিনেশন টুকু করুক এটলিস্ট।

উপদেষ্টারা সব আছে স্ট্যানবাজি নিয়ে। একজন নির্দেশ দিয়ে খালাস, একজন বিদেশ থেকে ডাক্তার আনতে চাচ্ছে।ওদিকে সরকারি তহবিল থেকে পতিতাদের কোটি কোটি টাকা দিতে পারলেও প্রধান উপদেষ্টা আহত ছাত্রদের জন্য ভিক্ষার থলি নিয়ে বসছে।

আফসোস! আমাদের অনেক কিছু আছে, কিন্তু কমনসেন্স ওয়ালা উপদেষ্টা নাই।

21/07/2025

BN vs PK 1st T20I

21/07/2025

BN VS PK 1st T20I

16/07/2025
16/07/2025

Bangladesh vs Srilanka 3rd T20I

15/07/2025

Khlid Al Jalil.Emotional recitatiin.

Address

Kalapara

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Tarek Abdur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muhammad Tarek Abdur Rahman:

Share

Category