M J H Media

M J H Media আমার নেতা,তোমার নেতা,
বিশ্ব নবী মোস্তফা।
(সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট হলে কোনটা বেছে নিবেন?
30/10/2025

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট হলে কোনটা বেছে নিবেন?

২০ শত'ক জমির লাউ গাছের গোড়া কে টে দিলো, ছাগলে গাছ খেয়েছিলো, এটা বলাতেই রাতে এই কাজ করে ছাগল মালিক। 🥲
27/10/2025

২০ শত'ক জমির লাউ গাছের গোড়া কে টে দিলো, ছাগলে গাছ খেয়েছিলো, এটা বলাতেই রাতে এই কাজ করে ছাগল মালিক। 🥲

শোকরিয়া আদায় করুন। বলুন - আলহামদুলিল্লাহ।
27/10/2025

শোকরিয়া আদায় করুন। বলুন - আলহামদুলিল্লাহ।

23/10/2025

পুরুষের সৌন্দর্য টাকায়, আর নারীর সৌন্দর্য চরিত্রে❤️

17/10/2025

রাসুল (সাঃ) বলেন: যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করে আল্লাহ তা'আলা তার উপর দশটি রহমত বষর্ন করেন।
(মুসলিম-৮৯৮)

16/10/2025

ভয়ঙ্কর খরস্রোতা নদীতে কোনোভাবে ভেসে থেকে ঈশ্বরকে জিজ্ঞাসা করলাম—
“তুমি আমাকে নদীতে ফেললে কেন?”
ঈশ্বর জবাব দিলেন—
“তোমার শত্রুরা সাঁতার জানে না, তাই।”

— মাওলানা জালাল উদ্দিন রুমি

আলহামদুলিল্লাহ
16/10/2025

আলহামদুলিল্লাহ

16/10/2025

এইচএসসির ফলাফলে ধ্বস! গড় পাসের হার ৫৮.৮৩%

15/10/2025

পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সে।
যার বিছানার পাশে চার্জিং পয়েন্ট আছে।

14/10/2025

বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ ফুটবল সন্ধা ৬ টায় কোনটা উপভোগ করবেন আপনারা? ক্রিকেট নাকি ফুটবল?

সবাই কমেন্টে বলে যান....?

12/10/2025
একজন কানাডা থেকে ২৮ ঘন্টা জার্নি করে এসে কোন রেস্ট ছাড়াই ম্যাচ খেললেন, গোল করলেন। আরেকজন ইংল্যান্ড থেকে লম্বা জার্নি করে...
10/10/2025

একজন কানাডা থেকে ২৮ ঘন্টা জার্নি করে এসে কোন রেস্ট ছাড়াই ম্যাচ খেললেন, গোল করলেন। আরেকজন ইংল্যান্ড থেকে লম্বা জার্নি করে গেলেন, রেস্ট না নিয়েই নামলেন অনুশীলনে। ম্যাচে নেমেই করলেন গোল। সব কি টাকার জন্য?

যারা জানেন না তাদের জন্য বলি, হামজা চৌধুরী কিংবা সামিত সোমরা বাংলাদেশের জার্সিতে খেলে ম্যাচ ফি হিসেবে পান মাত্র ২০ হাজার টাকা। আর লেস্টার সিটিতে হামজার দৈনিক বেতন হচ্ছে - ২ হাজার ৫৩৯ ইউরো (৩ লাখ ৫৪ হাজার টাকা)। হিসেব মিলাতে পারছেন? হামজা তার দৈনিক আয়ের টাকা দিয়ে চাইলে পুরো ১৫ জনের স্কোয়াডের ম্যাচ ফি দিয়ে দিতে পারবে। এখনো মনে হয় তারা টাকার জন্য জাতীয় দলে খেলেন?

হামজা-সামিতরা শুধুমাত্র লাল-সবুজের পতাকা বুকে লালন করেন, দেশকে সম্মান করেন, ভালোবাসেন বলেই ছুটে যান সব ছেড়ে। টাকা-পয়সা কিংবা ফেইমের জন্য না, শুধুমাত্র দেশের হয়ে কন্ট্রিবিউট করতে, দেশের হয়ে জয়োল্লাস করতে। কিন্তু, আফসোস! নিজেদের সবকিছু ঢেলে দিয়েও তারা হাসিমুখে দেশ থেকে ফিরতে পারেন না। ফিরতে হয় একরাশ দুঃখ, অভিমান আর হতাশা নিয়ে। তবুও তারা ফিরেন দেশের জন্য, লাল সবুজের পতাকাকে বিশ্ব দরবারে উড়ানোর জন্য।

ধন্যবাদ হামজা-সামিত-ফাহমিদুল-জায়ান, আমরা কৃতজ্ঞ ❤️

Address

Nilgong
Kalapara

Alerts

Be the first to know and let us send you an email when M J H Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M J H Media:

Share