Patuakhali 24.com

Patuakhali 24.com “একটি আধুনিক অনলাইন প্ল্যাটফর্ম। কুয়াকাটার অপরূপ সৌন্দর্য এবং জেলার ঐতিহ্যকে তুলে ধরে সকলকে সাথে নিয়ে এগিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য"

একটা ছোট ঘর।আলো কম, চারদিক নিস্তব্ধ।তিনজন চোখ বেঁধে বসানো হলো।তাদের বলা হলো, আপনাদের নিয়ে এখন একটা ডু অর ডাই গেম খেলা হব...
03/08/2025

একটা ছোট ঘর।

আলো কম, চারদিক নিস্তব্ধ।

তিনজন চোখ বেঁধে বসানো হলো।
তাদের বলা হলো, আপনাদের নিয়ে এখন একটা ডু অর ডাই গেম খেলা হবে, যে জিতবে সে পাবে ১০০ মিলিয়ন ডলার সাথে বিলাসবহুল বাড়ি ও গাড়ি। তাঁরা রাজি এই খেলায়।

খেলা টা শুরতেই বলে দেওয়া হলো - একটা ভয়ংকর ব্লাক-মাম্বা বিষধর সাপ রাখা আছে সামনে। এখন যাদেরকে স্পর্শ করা হবে, তারা সাপের কামড় খাবে এবং বিষক্রিয়ায় শরীরে প্রতিক্রিয়া শুরু হবে কয়েক সেকেন্ডের মধ্যেই কারণ এটাই পৃথিবীর সব থেকে বিষধর সাপ। কাউন্ট ডাউন করে খেলা শুরু হয়ে গেলো।

তাদের কিছু না জানিয়েই প্রত্যেকে কিছুটা গরম একটা সুঁই দিয়ে হালকা করে খোঁচা দেওয়া হলো।

কিন্তু ঘটনাটা এখানেই শেষ না।

প্রথমজন চিৎকার দিয়ে উঠে দাঁড়াল, কাঁপতে লাগল।
দ্বিতীয়জন ঘামছে, গলার স্বর বন্ধ হয়ে আসছে।
তৃতীয়জন… নিঃশ্বাস নিতে নিতে… নিথর হয়ে গেল।

জরুরি ভাবে মেডিক্যেল টিম ট্রিট্মেন্ট করা শুরু করলো।

আসল ঘটনা?
❌ কোনো সাপ ছিল না।
❌ বিষও না।
❌ এমনকি কামড়ও না — শুধু একটা হালকা গরম ধাতব সূচ।

বলেন তো, কী কারণে এমন হলো?

👉 Autopsy তে কোনো বিষ পাওয়া যায়নি।
👉 কোনো রক্ত ক্ষরণ হয়নি।
👉 কোনো সাপ কামড়ায়নি।

তবু সেখানে একজন মারা গেল।

শুধু একটা বিশ্বাস থেকে , সে বিশ্বাস করেছিল, সে মরতে যাচ্ছে। তার ব্রেইন তার শরীরকে সেইরকমই সিগন্যাল দিয়েছিল। হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে, cardiac failure।

এটাই বিজ্ঞানীরা বলেন - Nocebo Effect বা Voodoo Death।
🧠 যখন মন বিশ্বাস করে শরীর ধ্বংস হতে যাচ্ছে, তখন শরীর ঠিক সেটাই ঘটায়।

🧪 এই ঘটনা গল্প না, সত্য: রেফারেন্স সহ ৩টা প্রমাণ

1. Voodoo Death – Walter Cannon (1942)
Harvard Physiologist Walter Cannon তার গবেষণায় দেখান, extreme belief (অতর্কিত ভয়) মানুষের sympathetic nervous system এতটাই সক্রিয় করে যে, সেটা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
🧾 Reference: Cannon, W.B. (1942), American Anthropologist

2. Nocebo Effect – Benedetti Study (2007)
রোগীকে যদি বলা হয় যে এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে — এমনকি ওটা শুধু চিনি হলেও, অনেকেই মাথা ঘোরা, গা গুলানো, এমনকি অসুস্থ হয়ে পড়ে।
🧾 Reference: Benedetti, F. et al. “Nocebo and placebo effects...” Trends in Pharmacological Sciences, 2007

3. Burn Illusion Experiment – Beecher (1955)

নতুন যুগের নির্মাণ প্রযুক্তি! 🏗️🌍 লোহার চেয়ে ৪ গুণ হালকা, মরিচা ধরে না, স্টিলের চেয়েও দ্বিগুণ শক্তিশালী – এই হলো GFRP (G...
03/08/2025

নতুন যুগের নির্মাণ প্রযুক্তি! 🏗️🌍 লোহার চেয়ে ৪ গুণ হালকা, মরিচা ধরে না, স্টিলের চেয়েও দ্বিগুণ শক্তিশালী – এই হলো GFRP (Glass Fiber Reinforced Polymer), ভবিষ্যতের নির্মাণ সামগ্রী! তাই শেয়ার না করে পারলাম না! 🔥

🔹 স্টিলের বিকল্প হিসেবে অসাধারণ
🔹 জং ধরে না, টেকসই ও দীর্ঘস্থায়ী
🔹 বৈদ্যুতিক প্রবাহ ধারণ করে না, তাই আরও নিরাপদ
🔹 প্রকল্পে খরচ কমায় প্রায় ৩০% পর্যন্ত
🔹 মাত্র ১৩০ কেজি ফাইবার = ১ টন রডের কাজ করতে পারে!

এখনই ব্যবহার হচ্ছে — ছাদ, কলাম, স্ল্যাব, গ্যারেজ, বন্দর, এমনকি সামুদ্রিক নির্মানেও!

আন্তর্জাতিক সার্টিফিকেশন ও বিল্ডিং রিসার্চ সেন্টারের অনুমোদনপ্রাপ্ত এই প্রযুক্তি বদলে দিচ্ছে নির্মাণ জগতকে।

আরও শক্তিশালী, হালকা ও টেকসই নির্মাণের পথে এটি এক বিশাল অগ্রগতি।

আহ "কেউ কারো নয়"এক সময় এই ভদ্রলোক খান গ্রুপ অব কোম্পানির ডিরেক্টর ছিলেন৷ কোটি কোটি টাকার মালিক ছিলেন। বউ মাইলস্টোন কলেজে...
31/07/2025

আহ
"কেউ কারো নয়"এক সময় এই ভদ্রলোক খান গ্রুপ অব কোম্পানির ডিরেক্টর ছিলেন৷ কোটি কোটি টাকার মালিক ছিলেন। বউ মাইলস্টোন কলেজের বাংলা মিডিয়াম এর টিচার। দুই কন্যাসন্তান আছে। অগাদ বিত্বসম্পদ উপার্জন করেছেন।নিজের বাবা মা ভাই বোন কাউকে প্রশ্রয় দেন নি।
শুধুই স্ত্রী আর শ্বশুর বাড়ি তার কাছে প্রিয় ছিল। আজ অসুস্থ হয়ে যাওয়ার পরে সব হারিয়েছেন তিনি।না আছে তার বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স। সব কেড়েছেন তার প্রিয়তমা স্ত্রী। আজ পরিবার-পরিজন সব হারিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে আছেন। ভেবেছিলাম হয়তো হারায়ে গেছে। অনেক কষ্টে পরিবার খুঁজে বের করেছিলাম এক বুক আশা নিয়ে।
কিন্তু খুঁজে পেয়ে আরো কষ্ট হচ্ছে, কেন খুঁজতে গেলাম। তারা জানায়ে দিলো তারা কোন দায়িত্ব নিতে পারবে না। ব্রেন স্ট্রোক করে প্যারালাইসড হওয়ার পর তার বউ তাকে ডিভোর্স দিয়েছে দেড় বছর আগে৷ মেয়ে মাইলস্টোন কলেজে পড়ে। মেয়েটা আমাকে রিকোয়েস্ট করলো, এসব বিষয়ে ঘাটাঘাটি না করার জন্য।
এতে নাকি ওনার ক্যারিয়ার নষ্ট হবে এগুলো জানাজানি হলে। ওদের পক্ষে বাবার কাছে আসা সম্ভব না। ভদ্রলোক এর ভাই বোন ইন্ডিয়া থাকে৷ তাদের হদিস খুজে পাইনি। হসপিটাল থেকে ডাক্তার বললো পুরোপুরি সুস্থ হওয়া তার পক্ষে আর সম্ভব না। একভাবে শুয়ে থাকতে থাকতে শরীরের একপাশে পচন ধরে গেছে।
যতটুকু সুস্থ করা যায় চিকিৎসা চলছে ফরিদপুর মেডিকেলের সার্জারি বিভাগে। এরপর বেঁচে থাকলে ফরিদপুর বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়া হবে।
জীবন বড় অদ্ভুত, বড়ই নিষ্ঠুর নির্মম। কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। সব কিছু হারিয়ে তুমি আজ নিঃশ নিরঞ্জন।
সংগৃহীত

এইবার কন সেরা সুদর্শন পুরুষ কেডা?
30/07/2025

এইবার কন সেরা সুদর্শন পুরুষ কেডা?

⚓ বিশ্বের সবচেয়ে বড় সাবমেরিন!এই দানব পানির নিচে চলে ঘন্টার পর ঘন্টা... কিন্তু আপনি তাকে দেখতেই পারবেন না!  নাম: Typhoon-...
25/07/2025

⚓ বিশ্বের সবচেয়ে বড় সাবমেরিন!

এই দানব পানির নিচে চলে ঘন্টার পর ঘন্টা... কিন্তু আপনি তাকে দেখতেই পারবেন না! নাম: Typhoon-class Submarine (রাশিয়ার তৈরি, প্রকৃত নাম: Project 941 Akula)।

দৈর্ঘ্য: ১৭৫ মিটার! মানে প্রায় দুইটি ফুটবল মাঠের সমান। ওজন: প্রায় ৪৮,০০০ টন! নিউক্লিয়ার শক্তিচালিত – একবার পানিতে ডুব দিলে মাসের পর মাস ভেসে উঠতে হয় না! ১৬টি ব্যালিস্টিক মিসাইল বহনে সক্ষম – প্রতিটি মিসাইলে থাকে নিউক্লিয়ার ওয়ারহেড।রএর ভিতরে আছে সুইমিং পুল, জিম, সাউনা – যেন পানির নিচের বিলাসবহুল দুর্গ!

🧨 এই সাবমেরিন একাই একটি দেশ ধ্বংস করতে পারে... অথচ আপনি টেরও পাবেন না সে কখন কাছে এসেছে।

বেনজির সায়েবের বাসার জিনিস নিলামে উঠছে 😂😂
23/07/2025

বেনজির সায়েবের বাসার জিনিস নিলামে উঠছে 😂😂

যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি,বন্ধুত্ব তো এমনি হয়!মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজনছাত্র তার আ*হত বন্ধুকে ...
22/07/2025

যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি,
বন্ধুত্ব তো এমনি হয়!
মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজন
ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে
আনতে গিয়েছিল।
ফা*য়ার ব্রি'গে'ডের অ'ফিসার বা'ধা দিয়ে বললেন,
"এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা
যাবে"।
কিন্তু ছাত্রটি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।
মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রি'গে'ডের অ*ফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূ'ল্য নেই।
সে মা*রা গেছে"।
ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জী"বিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:
❝আমি জানতাম তুমি আসবে❞।
— সংগৃহীত।

আমরা যে চুলায় রান্না করি তার তাপমাত্রা বড়জোর হয় ৩০০ ডিগ্রি সেলসিয়াস। ১০০ ডিগ্রিতেই পানি ফুটতে শুরু করে। একটা জেট যখন ক্র...
21/07/2025

আমরা যে চুলায় রান্না করি তার তাপমাত্রা বড়জোর হয় ৩০০ ডিগ্রি সেলসিয়াস। ১০০ ডিগ্রিতেই পানি ফুটতে শুরু করে।
একটা জেট যখন ক্র্যাশ করে, তখন এর আগুনের তাপমাত্রা কত থাকে জানেন?
প্রায় ১০০০ থেকে ১৫০০ ডিগ্রি সেলসিয়াস...
কল্পনা করা যায়, এই আগুনে পুড়ে যাওয়ার যন্ত্রণাটা কতটা ভয়াবহ হতে পারে?
এভাবে নির্মমভাবে পুড়ে যাওয়া বাচ্চাগুলো আমাদের ক্ষমা করবে না যদি এমন ঘটনা আবার ঘটার পথ বন্ধ না করেন।
দুর্ঘটনার সম্ভাব্য বিমান গুলো আলাদা করে, সেগুলো এলিমিনেট করুন।
আজই... এখনই...

20/07/2025

আমরা এমন প্রতারণা মূলক প্রহসনের পশ্চিমা প্রেমে উন্মাদ কাঠের পুতুলের ন্যায় জাতিসংঘের কোনো ধরনের অফিস বাংলাদেশের সাধারণ মানুষ চাই না।
কথা ক্লিয়ার।
কোনো ব্যাখ্যা দিয়ে এটাকে বৈধতা দেয়া যাবে না।

🌊 বাংলাদেশের একমাত্র ভাসমান পেয়ারা বাজার! 🍐প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রামীণ জীবনের এক অপূর্ব মেলবন্ধন — এটাই ভাসমান পেয়ারা...
19/07/2025

🌊 বাংলাদেশের একমাত্র ভাসমান পেয়ারা বাজার! 🍐
প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রামীণ জীবনের এক অপূর্ব মেলবন্ধন — এটাই ভাসমান পেয়ারা বাজার, যা বরিশালের বানারীপাড়া উপজেলায় অবস্থিত।
নৌকায় বসেই চলছে কেনাবেচা, সবুজে ঘেরা পানির বুকে জীবন্ত এক মেলার আমেজ!
এই অনন্য ঐতিহ্য আমাদের গর্ব, আমাদের পরিচয়। ❤️

Address

Patuakhali
Kalapara
8650

Website

Alerts

Be the first to know and let us send you an email when Patuakhali 24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share